DIY || ম্যান্ডেলা

in আমার বাংলা ব্লগ15 days ago

আসসালামু আলাইকুম। আমার বাংলা ব্লগের সকল সদস্যগণ আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই পরিবার নিয়ে বেশ ভালো ও সুস্থ আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো ও সুস্থ আছি। আজ আমি আপনাদের মাঝে আবারও একটি নতুন পোস্ট নিয়ে হাজির হয়েছি। আজকে আমি আপনাদের সাথে একটি ম্যান্ডেলা পোস্ট করতে যাচ্ছি।

IMG_20240531_130255_057.jpg

ম্যান্ডেলা আর্ট করতে আমার কাছে ভীষণ ভালো লাগে। যদিও অত ভালো ম্যান্ডেলা আর্ট করতে না পারলেও যেটুকু পারি তার মধ্যেই করার চেষ্টা করি।

উপকরণসমূহ

• খাতা
• কলম
• পেন্সিল
• কম্পাস
• স্কেল

IMG_20240531_130532_336.jpg
প্রথম ধাপ

প্রথমে খাতার মাঝ বরাবর দুটি দাগ দিয়ে নিয়েছি ।

IMG_20240531_120805_853.jpg
দ্বিতীয় ধাপ

দাগের মূল বিন্দুর মাঝখান বরাবর কম্পাসের সাহায্য নিয়ে একে একে দুটি বৃত্ত একে নিয়েছি ।

IMG_20240531_121304_407.jpg
IMG_20240531_121046_927.jpgIMG_20240531_120946_419.jpg
তৃতীয় ধাপ

এরপর আবারও এক ঘর ফাঁকা রেখে আরো দুইটি বৃত্তের মতো একে নিয়েছি।

IMG_20240531_121540_145.jpg
IMG_20240531_121503_208.jpgIMG_20240531_121415_073.jpg
চতুর্থ ধাপ

এরপর আবারও দুইটি অর্ধ বৃত্ত একে নিয়েছি।

IMG_20240531_121908_467.jpg
IMG_20240531_121821_497.jpgIMG_20240531_121713_503.jpg
পঞ্চম ধাপ

এরপর কোণের মতো করে হাফ বৃত্ত এঁকে নিয়েছি।

IMG_20240531_122003_567.jpg
ষষ্ঠ ধাপ

এবার রাবারের সাহায্যে মাঝ বরাবর দাগটি মুছে ফেলেছি সেই সাথে পুরো চিত্রটি নীল কলমের সাহায্যে একে নিয়েছি।

IMG_20240531_122830_926.jpg
IMG_20240531_122103_032.jpgIMG_20240531_122051_299.jpg
সপ্তম ধাপ

বৃত্তের চারপাশে ফুলের পাপড়ির মতো করে একে নিয়েছি।

IMG_20240531_123029_843.jpg
অষ্টম ধাপ

এরপরের বৃত্তের অংশটিতে একটি ডিজাইন করে নিয়েছি।

IMG_20240531_123214_000.jpg
নবম ধাপ

এর পরের অর্ধবৃত্ত অংশটিতে দাগ দাগ করে একটি ডিজাইন ও পরের বৃত্তটিতে নীল কালি দ্বারা সম্পূর্ণ অংশটিকে রং করে নিয়েছি।

IMG_20240531_123951_876.jpg
IMG_20240531_123757_617.jpgIMG_20240531_123536_534.jpg
দশম ধাপ

এরপরের অর্ধ বৃত্তটিতে ফুলের পাপড়ির মতো করে একে নিয়েছি এবং এর ভিতরে কিছু ডিজাইন একে নিয়েছি।

IMG_20240531_124428_307.jpgIMG_20240531_124426_263.jpg
একাদশ ধাপ

এরপরের একে রাখা বৃত্তের ভিতর গোল গোল ডিজাইন করে নিয়েছি

IMG_20240531_124550_049.jpg
দ্বাদশ ধাপ

এর পরের অংশটিতে আরেকটি ডিজাইন করে একে নিয়েছি।

IMG_20240531_124907_740.jpg
ত্রয়োদশ ধাপ

এরপর নীল কলমের সাহায্যে একে রাখা সেই বৃত্তের দুই পাশে দাগ দিয়ে নিয়েছি ও এক ঘর পর পর নীল কলমের সাহায্যে ভরাট করে নিয়েছি।

IMG_20240531_130014_579.jpgIMG_20240531_125841_789.jpg
শেষ ধাপ

আর এভাবেই আমার আজকের পোস্টটি সম্পন্ন করে নিয়েছি।

IMG_20240531_130345_648.jpg
IMG_20240531_130255_057.jpgIMG_20240531_130254_203.jpg

এই ছিল আমার আজকের পোস্ট । এরপর আবারো নতুন কোন পোস্ট নিয়ে আপনাদের মাঝে হাজির হব। সে পর্যন্ত আপনারা সবাই ভালো ও সুস্থ থাকবেন। আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ।

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPptwgeYqAyQnCGLyAR5C2jardkEq4hQWCHtPGqKjoAypRG1fcpQFNRQgvh5fP...wyPEkdaL8rcy8iiqw2zmwtNGFRM7qzJMJfay58rzjBWrL8FtEuJZBNpwUK2YPKyD4Dsy9xJJpCDgiPrLZEWCfGdjjwF7pfFydZtM4b2E2zS6XgKqikMACiTkxe.png

আসসালামু আলাইকুম। আমি আফরিন খান উপমা। আমি রাজশাহী বিভাগের বগুড়া জেলায় বসবাস করি। আমি ইন্টার সেকেন্ড ইয়ারের মানবিক বিভাগের একজন ছাত্রী। আমার জাতীয়তা বাংলাদেশী। আমি একজন ব্লগার উদ্যোক্তা। আমি গান গাইতে , নতুন নতুন রেসিপি তৈরি করতে এবং ছাদ বাগান করতে খুব ভালোবাসি। আমি আনন্দময়ী এবং সকলকে নিয়ে হৈহুল্লর ও একসঙ্গে সকলকে নিয়ে মজা করতে পছন্দ করি। আমি সকলের দুঃখে দুঃখী এবং সকলের সুখে সুখী

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPbqYxJcZK9JtriFPdqZV3xXxtdk9yPisUeRGZ8ozrvr2rnUXs5cagAakwsFpC...crnZzhhqu4WYmao4vB3RGiHNTU8GnpyKxF83dd6bSwTqRwmbSmFsvHQugwruB3kXoq8vq41Z9g3n3c9cGisLLwmNhiGFhgH3Q5gyrPfV554nn9Ypt5xRrncPbs.gif

Sort:  
 15 days ago 

খুব সুন্দর একটি মেন্ডেলা একেছেন আপু।অনেক সুন্দর লাগছে কাজটা খুবই নিখুত ভাবে সম্পাদন করেছেন। অনেক ধন্যবাদ প্রতিটি ধাপ সুন্দর ভাবে গুছিয়ে উপস্থাপন করার জন্য

 14 days ago 

আমার ম্যান্ডেলা, আপনার কাছে ভালো লেগেছে জেনে খুশি হলাম। ধন্যবাদ ভাইয়া।

 15 days ago 

বাহ আপু আপনি আজকে আমাদের মাঝে চমৎকার একটি ম্যান্ডেলা আর্ট তৈরি করে শেয়ার করেছেন। আপনার তৈরি ম্যান্ডেলা আর্ট দেখতে আমার কাছে বেশ অসাধারণ লেগেছে। ম্যান্ডেলা আর্ট তৈরির প্রত্যেকটি স্টেপ আপনি বেশ দারুন ভাবে আমাদের মাঝে শেয়ার করেছেন। ম্যান্ডেলা আর্ট তৈরিতে নীল কালারের পেন ইউজ করেছেন বলে দেখতে আরো বেশি ভালো লেগেছে।ধন্যবাদ এত সুন্দর ভাবে প্রত্যেকটি স্টেপ আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 14 days ago 

আপনাকেও অসংখ্য ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য।

 14 days ago 

সুন্দর একটি ম্যান্ডেলা আর্ট অঙ্কন করে আমাদের মাঝে তুলে ধরেছেন দেখতে খুবই সুন্দর লাগছে আপু। তবে আমার মনে হয় নীল কালি দিয়ে অঙ্কন করেছেন বলে একটু বেশি ভালো লেগেছে যাইহোক আপনার কাজের দক্ষতা শেয়ার করার জন্য ধন্যবাদ।

 14 days ago 

আপনাকেও অসংখ্য ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য।

 14 days ago 

অনেক সুন্দর একটি ম্যান্ডেলা আর্ট আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার এই ম্যান্ডেলা আর্ট করার ক্ষেত্রে বৃত্তের মধ্যে চমৎকার ডিজাইন করে দেওয়াটা আমার কাছে সবথেকে বেশি ভালো লেগেছে। অনেক সুন্দর একটি ম্যান্ডেলা আর্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 14 days ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া এত সুন্দর মন্তব্য করার জন্য।

 14 days ago 

বেশি দারুণ একটি মেন্ডেলা আর্ট করেছেন আপনি। আপনার সুন্দর এ ম্যান্ডেলা আর্ট করতে দেখে বেশ। এক কথায় বলতে গেলে অসাধারণ হয়েছে আপু। এত সুন্দর একটি মেন্ডেলা আর্ট করে আমাদের দেখানোর জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 14 days ago 

এত সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া

 14 days ago 

আজকে আপনি পেন্সিল এবং কলম দিয়ে খুব সুন্দর একটি ম্যান্ডেলা আর্ট করেছেন। তবে আপনার ম্যান্ডেলা আর্ট আমার কাছে খুব ভালো লাগলো। তবে ম্যান্ডেলা আর্ট এর মধ্যে ছোট ছোট ডিজাইন গুলোর কারণে দেখতে বেশ ভালই লাগতেছে। আর কলম ব্যবহার করার কারণে সৌন্দর্য আরো দ্বিগুণ বেড়ে গেল ম্যান্ডেলা আর্ট এর। খুব সুন্দর একটি ম্যান্ডেলা আর্ট করে আমাদের মাঝে শেয়ার করেছেন।

 14 days ago 

উৎসাহ মূলক মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।

 14 days ago 

দারুন একটি আর্ট করেছেন আপু। এই ধরনের আর্ট গুলো দেখতে অনেক ভালো লাগে। আর ডিজাইনগুলো অনেক সময় নিয়ে করতে হয়। আপু আপনার হাতের কাজ আর আপনার আর্টের দক্ষতা দেখে খুবই ভালো লাগলো। অনেক অনেক দক্ষতার সাথে আপনি এই সুন্দর আর্ট করে আমাদের মাঝে শেয়ার করেছেন এজন্য ধন্যবাদ জানাচ্ছি।

 14 days ago 

আমার আর্ট আপনার কাছে ভালো লেগেছে জেনে খুশি হলাম আপু। সুন্দর ও উৎসাহমূলক মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 13 days ago 

দারুন একটি ম্যান্ডেলা আর্ট শেয়ার করেছেন আপু। আপনার করা আর্ট টি আমার কাছে ভীষণ ভালো লেগেছে। খুবই সুন্দর ভাবে বৃত্তের ও অর্ধ বৃত্তের মাধ্যমে আর্টটি উপস্থাপন করেছেন। বেশ ছোট ছোট ডিজাইন করে আর্ট টি ফুটিয়ে তুলেছেন।দেখতেও বেশ দারুন লাগছে।ধন্যবাদ আপু সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

 12 days ago 

ধন্যবাদ আপু সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য।

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.12
JST 0.027
BTC 64928.52
ETH 3525.30
USDT 1.00
SBD 2.36