রেসিপি || সবজি মিশ্রিত পাস্তা ও লুডুলস

in আমার বাংলা ব্লগ17 days ago

আসসালামু আলাইকুম। আমার বাংলা ব্লগের সকল ভাই ও বোনেরা আপনারা সবাই কেমন আছেন? আশা করি সৃষ্টিকর্তার অশেষ রহমতে পরিবার নিয়ে বেশ ভালো ও সুস্থ আছেন। আমিও সৃষ্টিকর্তা রহমতে বেশ ভালো ও সুস্থ আছি। আজ আমি আপনাদের মাঝে আবারও একটি রেসিপি পোস্ট নিয়ে হাজির হয়েছি। আমার আজকের রেসিপিটি হলো সবজি মিশ্রিত পাস্তা ও নুডুলস।

IMG_20240531_184752_517.jpg
উপকরণসমূহপরিমাণ সমূহ
পাস্তাপরিমাণ মতো
নুডুলসএক প্যাকেট
আলু২ টি
ডিম২ টি
মটরশুটি১ কাপ
গাজর৩ টি
হলুদ গুঁড়ো১/২ চা চামচ
মরিচ গুঁড়ো১ চা চামচ
গোলমরিচ গুঁড়ো১চা চামচ
বারবিকিউ মসলা১চা চামচ
সয়া সস২ চা চামচ
টমেটো সস২ চা চামচ
রসুন কুচি১/২
ধনেপাতাপরিমান মত
লবণপরিমাণ মতো
তেল১/২ কাপ
IMG_20240531_175813_351.jpgIMG_20240531_175746_679.jpg
IMG_20240531_175729_465.jpgIMG_20240531_175718_041.jpg
IMG_20240531_175524_591.jpgIMG_20240531_175503_821.jpg
IMG_20240531_175359_380.jpgIMG_20240531_175316_585.jpg
IMG_20240531_175305_746.jpgIMG_20240531_175253_656.jpg
IMG_20240531_181614_776.jpgIMG_20240531_180833_064.jpg
প্রথম ধাপ

প্রথমে একটি পাত্রে বেশ কিছু পানি নিয়েছি এবং এর ভিতরে গাজর ও পাস্তা সেদ্ধ করে নিয়েছি।

IMG_20240531_180430_192.jpgIMG_20240531_180355_391.jpgIMG_20240531_180339_883.jpg
দ্বিতীয় ধাপ

গাজর ও পাস্তা অর্ধেক সেদ্ধ হয়ে আসার পর এর ভিতরে এক চা চামচ তেল দিয়েছি এরপর নুডুলস দিয়ে দিয়েছি এবং সেদ্ধ করে নিয়েছি।

IMG_20240531_181329_266.jpgIMG_20240531_181106_688.jpg
তৃতীয় ধাপ

সেদ্ধ করে রাখা নুডুলসগুলোকে একটি চালনার ভেতরে ঢেলে নিয়েছি ও পানি দিয়ে ধুয়ে নিয়েছি।

IMG_20240531_181831_489.jpgIMG_20240531_181829_717.jpg
চতুর্থ ধাপ

এরপর আলু গুলোকে চিকন চিকন করে কেটে নিয়েছি এবং এর মাঝে সামান্য হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো ও লবণ দিয়ে মেখে নিয়েছি।

IMG_20240531_180205_106.jpgIMG_20240531_180201_572.jpg
IMG_20240531_180127_426.jpgIMG_20240531_180115_149.jpg
IMG_20240531_180035_201.jpgIMG_20240531_180025_940.jpg
পঞ্চম ধাপ

এবার মেখে রাখা আলু গুলোকে একটি পাত্রে তেলের ভিতরে ফ্রাই করে নিয়েছি।

IMG_20240531_183102_789.jpgIMG_20240531_182154_894.jpgIMG_20240531_182034_830.jpg
ষষ্ঠ ধাপ

এরপর একটি পাত্রে পরিমাণ মতো তেল দিয়েছি এবং এর ভিতরে ডিম ও পেঁয়াজ মরিচ ও রসুন কুচি তেলের ভেতরে ভেজে নিয়েছি।

IMG_20240531_182949_295.jpgIMG_20240531_182854_850.jpg
IMG_20240531_182757_051.jpg
সপ্তম ধাপ

পেঁয়াজ মরিচ ডিম ভেজে নেওয়ার ভিতরে মটরশুঁটি দিয়ে দিয়েছি এবং বেশ কিছুক্ষণ নেড়েচেড়ে নিয়েছি।

IMG_20240531_183203_778.jpgIMG_20240531_183155_131.jpg
অষ্টম ধাপ

এরপর মটরশুটি গুলো সামান্য পরিমাণ ভেজে নেয়ার পর এর ভিতরে সয়া সস ও বারবিকিউ মসলা দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি।

IMG_20240531_183437_604.jpg
IMG_20240531_183325_467.jpgIMG_20240531_183303_208.jpg
নবম ধাপ

এরপর কষিয়ে নেওয়া মটরশুঁটির ভিতরে চালনায় ছেকে রাখা নুডুলস পাস্তা দিয়ে বেশ কিছুক্ষন নেড়েচেড়ে নিয়েছি এবং ভেজে রাখা আলু গুলো দিয়ে দিয়েছি ।

IMG_20240531_183933_656.jpgIMG_20240531_183839_814.jpg
IMG_20240531_183535_566.jpg
দশম ধাপ

এরপর কিছুক্ষন নেড়েচেড়ে নেয়ার পর এর ভিতরে টমেটো সস দিয়ে দিয়েছি এবং ধনেপাতা কুচি ও গোলমরিচের গুঁড়ো দিয়ে পরিবেশন করে নিয়েছি।

IMG_20240531_184758_944.jpgIMG_20240531_184059_319.jpg
IMG_20240531_184050_958.jpg

এই ছিল আমার আজকের পোস্ট। এরপর আবারো নতুন কোন পোস্ট নিয়ে আপনাদের মাঝে হাজির হবো। সে পর্যন্ত আপনারা সবাই ভালো ও সুস্থ থাকবেন। আপনাদের সবাইকে জানাই অনেক ধন্যবাদ।

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPptwgeYqAyQnCGLyAR5C2jardkEq4hQWCHtPGqKjoAypRG1fcpQFNRQgvh5fP...wyPEkdaL8rcy8iiqw2zmwtNGFRM7qzJMJfay58rzjBWrL8FtEuJZBNpwUK2YPKyD4Dsy9xJJpCDgiPrLZEWCfGdjjwF7pfFydZtM4b2E2zS6XgKqikMACiTkxe.png

আসসালামু আলাইকুম। আমি আফরিন খান উপমা। আমি রাজশাহী বিভাগের বগুড়া জেলায় বসবাস করি। আমি ইন্টার সেকেন্ড ইয়ারের মানবিক বিভাগের একজন ছাত্রী। আমার জাতীয়তা বাংলাদেশী। আমি একজন ব্লগার উদ্যোক্তা। আমি গান গাইতে , নতুন নতুন রেসিপি তৈরি করতে এবং ছাদ বাগান করতে খুব ভালোবাসি। আমি আনন্দময়ী এবং সকলকে নিয়ে হৈহুল্লর ও একসঙ্গে সকলকে নিয়ে মজা করতে পছন্দ করি। আমি সকলের দুঃখে দুঃখী এবং সকলের সুখে সুখী

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPbqYxJcZK9JtriFPdqZV3xXxtdk9yPisUeRGZ8ozrvr2rnUXs5cagAakwsFpC...crnZzhhqu4WYmao4vB3RGiHNTU8GnpyKxF83dd6bSwTqRwmbSmFsvHQugwruB3kXoq8vq41Z9g3n3c9cGisLLwmNhiGFhgH3Q5gyrPfV554nn9Ypt5xRrncPbs.gif

Sort:  
 17 days ago 

আপনি তো দেখছি পাস্তা এবং নুডুলস দিয়ে একটা অসাধারণ রেসিপি তৈরি করেছেন। আসলে এই রেসিপিটা আমার কাছে একটা নতুন ধরনের রেসিপি। এছাড়াও আপনি এই রেসিপির ভিতরে বিভিন্ন ধরনের সবজি ব্যবহার করেছেন। আসলে আমরা এই ধরনের রেসিপিতে যত সবজি ব্যবহার করব ততই এই রেসিপির স্বাদ বৃদ্ধি পাবে। এছাড়াও আপনি খুব সুন্দর ভাবে এই রেসিপিটা তৈরীর প্রতিটা ধাপ আমাদের মাঝে উপস্থাপন করেছেন। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটা রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 16 days ago 

উৎসাহ মূলক মন্তব্য করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

 17 days ago 

নুডুলস আমার খুবই প্রিয় একটি রেসিপি। প্রায় রান্না করে খাওয়ার চেষ্টা করে থাকি এবং আমার পরিবারের লোকজনদের খাওয়ানোর চেষ্টা করে থাকি। খুব সুন্দর ভাবে রেসিপি প্রস্তুত করে দেখিয়েছেন দেখে অনেক ভালো লেগেছে আপু। বেশি দারুন ছিল। আশা করি অতি সুস্বাদু হয়েছে।

 16 days ago 

উৎসাহ মূলক মন্তব্য করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

 17 days ago 

আপু আপনি খুবই মজাদার রেসিপি শেয়ার করেছেন। আমার তো দেখেই খুব খেতে ইচ্ছে করছে। এভাবে নুডুলস আর পাস্তা একসাথে মিশিয়ে বিভিন্ন সবজি দিয়ে তৈরি করলে খেতে খুবই ভালো লাগে। সকাল কিংবা বিকালের নাস্তা হিসেবে এই রেসিপি খেতে খুব ভালো লাগে। নুডুলস ছোট বড় সবাই পছন্দ করে। ধাপগুলো খুব সুন্দর ভাবে বর্ণনা করেছেন। ধন্যবাদ মজাদার রেসিপি শেয়ার করার জন্য।

 16 days ago 

সুন্দর মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 17 days ago 

এমনিতেও বেশ খিদে লেগেছে আপনার উপস্থাপন করা সবজি মিশ্রিত পাস্তা ও নুডুলস রেসিপি টা দেখে অনেক খেতে ইচ্ছে করছে। মনে হচ্ছে বেশ সুস্বাদু ভাবে আপনি রেসিপিটা সম্পূর্ণ করেছেন আর রেসিপি তৈরি করার প্রত্যেকটি ধাপ বেশ সাজিয়ে গুছিয়ে তুলে ধরার চেষ্টা করেছেন যেগুলো দেখি সত্যি আমি খুবই আনন্দিত।

 16 days ago 

সুন্দর মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 17 days ago 

তুমি আজকে আমাদের মাঝে খুবই লোভনীয় একটি রেসিপি শেয়ার করেছ। তুমি আজকে আমাদের মাঝে শেয়ার করেছো নুডুলস রান্নার বেশ মজার একটি রেসিপি। এই রেসিপি আমার অনেক প্রিয় একটি রেসিপি। রেসিপিটি দেখেই খেতে ইচ্ছে করছে এখন। এছাড়াও রেসিপি কালার টা দেখে মনে হচ্ছে খেতে অনেক স্বাদ হয়েছে অসংখ্য ধন্যবাদ শেয়ার করার জন্য।

 16 days ago 

সুন্দর মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 17 days ago 

সবজি মিশ্রিত পাস্তা ও নুডুলস এর খুব সুন্দর রেসিপি করেছেন আমার খুবই পছন্দের একটি রেসিপি। অনেক ধন্যবাদ আপনাকে সুন্দর ভাবে গুছিয়ে ধাপ গুলো উপস্থাপন করার জন্য।

 17 days ago 

আপু এইটা কোনো কথা হলো বলেন তো?।রাতে কি মানুষ লোভনীয় খাবারের পোস্ট করে। আহ জিভে পানি চলে আসলো।সবজি মিশ্রিত পাস্তা আর লুডুলস এক সাথে। কালার টা কি দারুণ হয়েছে না।এখন দেখে ইচ্ছে করছে যদি একটু টেস্ট করতে পারতাম । সব গুলো উপকরণ পরিমাণ দিয়েছেন।খেতে মনে হয় আপু অনেক সুস্বাদু হয়েছে। অনেক অনেক ধন্যবাদ আপু।

 16 days ago 

আপু বগুড়ায় চলে আসেন রান্না করে খাওয়াবো।

 17 days ago 

সবজি মিশ্রিত নুডুলস ও পাস্তা রেসিপি টি দেখতে অসাধারন লাগছে । নুডুলস এবং পাস্তা আমার দুটুই অনেক পছন্দের আর সেটা মিশ্রিত করে রান্না করেছেন খেতে তো আর মজা।এর মধ্যে আবার আলু,ডিম,গাজর, মটরশুটি দিয়েছেন খেতে আরও ভালো লাগবে। খুব সুন্দর ভাবে উপাদান গুলো এবং ধাপ গুলো উপস্থাপনা করেছেন। ধন্যবাদ আপনাকে এতো সুন্দর রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 16 days ago 

সুন্দর মন্তব্য করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

 17 days ago 

পাস্তা ও লুডুলস একসাথে কখনো রান্না করে খাওয়া হয়নি। সবজি দিয়ে অনেক মজার একটি রেসিপি তৈরি করেছেন। অসাধারণ একটি রেসিপি তৈরি করেছেন আপু। এই ধরনের খাবারগুলো খেতে আমি অনেক পছন্দ করি। দারুন লোভনীয় একটি রেসিপি শেয়ার করেছেন আপনি।

 16 days ago 

সুন্দর মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 16 days ago 

আপনি সবজি ও পাস্তা দিয়ে চমৎকার একটি রেসিপি তৈরি করেছেন।আপনার সবজি নুডুলস দেখে লোভ সামলানো মুশকিল। লুডুলস গুলো খেতে নিশ্চয় অনেক মজার ছিল। সত্যি এভাবে রান্না করলে অনেক ভালো লাগে। ধন্যবাদ আপনাকে সুস্বাদু একটি রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 16 days ago 

সুন্দর মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.12
JST 0.027
BTC 64928.52
ETH 3525.30
USDT 1.00
SBD 2.36