মেহেদি ডিজাইন

in আমার বাংলা ব্লগ20 days ago

আসসালামু আলাইকুম। আমার বাংলা ব্লগের সকল সদস্যগণ আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই পরিবার নিয়ে বেশ ভালো ও সুস্থ আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে বেশ ভালো আছি। আজ আমি আপনাদের মাঝে একটি মেহেদি ডিজাইন পোস্ট নিয়ে হাজির হয়েছি।

IMG_20240531_130434_371.jpg

আমার কাছে মেহেদি ডিজাইন করতে বেশ ভালো লাগে। যদিও আমি হাতে খুব একটা বেশি মেহেদী দেইনা কিন্তু আমার এই ডিজাইন গুলো করতে বেশ ভালো লাগে।আজকে পোস্ট কি করব ভাবতে ভাবতেই মাথায় এলো আজ একটু মেহেদি ডিজাইন করা যাক।আর আজকে যেহেতু শুক্রবার কলেজও ছুটি তাই বসে পড়লাম মেহেদি ডিজাইন করতে।

উপকরণ সমূহ

• কলম
• খাতা

IMG_20240531_130503_105.jpg
প্রথম ধাপ

প্রথমে একটি সাদা কাগজের ওপর কলমের সাহায্যে পেঁচিয়ে কয়েলের আকার করে একে নিয়েছি।

IMG_20240531_112202_005.jpg
দ্বিতীয় ধাপ

সেই কয়েলের ডিজাইনের ওপর ফুলের মতো পাপড়ি একে নিয়েছি।

IMG_20240531_112419_954.jpgIMG_20240531_112258_461.jpg
তৃতীয় ধাপ

এর ওপর আবারো বড় বড় পাপড়ি একে নিয়েছি সেই সাথে পাপড়ির ভিতরে ডিজাইন করে নিয়েছি।

IMG_20240531_112807_857.jpg
IMG_20240531_112614_910.jpgIMG_20240531_112535_145.jpg
চতুর্থ ধাপ

এরপর প্রথম ফুলের সাথে একই ভাবে আরো একটি ছোট করে ফুল একে নিয়েছি।

IMG_20240531_113223_705.jpgIMG_20240531_113049_405.jpg
পঞ্চম ধাপ

দুই ফুলের মাঝে আবারো দুইটি ছোট ছোট ফুল একে নিয়েছি।

IMG_20240531_113546_223.jpg

IMG_20240531_113410_802.jpgIMG_20240531_113341_971.jpg
ষষ্ঠ ধাপ

এখন ফুলগুলোর চারিদিকে কোয়েলের আকার করে একটি ডিজাইন করে নিয়েছি।

IMG_20240531_114139_553.jpgIMG_20240531_113921_482.jpg
সপ্তম ধাপ

এরপর ডট ডট করে একটি ডিজাইন একে নিয়েছি।

IMG_20240531_114244_230.jpg
অষ্টম ধাপ

এরপর আবারও একটি ফুল একে নিয়েছি ও চারপাশে কয়েলের আকার করে ডিজাইন করে নিয়েছি সেই সাথে আবারও ডট ডট ডিজাইন করে দুই ফুলের মাঝে সংযোগ স্থাপন করে দিয়েছি।

IMG_20240531_114934_359.jpgIMG_20240531_114842_866.jpg
IMG_20240531_114549_026.jpgIMG_20240531_114510_929.jpg
নবম ধাপ

এরপর শেষের ফুলের সাথে লতার মত টেনে নিয়েছি ও ডট ডট করে একটি ডিজাইন করে নিয়েছি।

IMG_20240531_115237_321.jpgIMG_20240531_115209_135.jpg
দশম ধাপ

সেই লতার ভিতরে কোয়েলের আকার ডিজাইন করে নিয়েছি ও মেহেদির ডিজাইন এর ফাঁকে ফাঁকে পাতার মতো একটি ডিজাইন করে নিয়েছি।

IMG_20240531_115542_418.jpgIMG_20240531_115534_569.jpg
IMG_20240531_115650_243.jpg

এই ছিল আমার আজকের মেহেদি ডিজাইন পোস্ট। এরপর আবারো নতুন কোন পোস্ট নিয়ে আপনাদের মাঝে হাজির হবো। সে পর্যন্ত আপনারা সবাই ভালো ও সুস্থ থাকবেন। আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ।

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPptwgeYqAyQnCGLyAR5C2jardkEq4hQWCHtPGqKjoAypRG1fcpQFNRQgvh5fP...wyPEkdaL8rcy8iiqw2zmwtNGFRM7qzJMJfay58rzjBWrL8FtEuJZBNpwUK2YPKyD4Dsy9xJJpCDgiPrLZEWCfGdjjwF7pfFydZtM4b2E2zS6XgKqikMACiTkxe.png

আসসালামু আলাইকুম। আমি আফরিন খান উপমা। আমি রাজশাহী বিভাগের বগুড়া জেলায় বসবাস করি। আমি ইন্টার সেকেন্ড ইয়ারের মানবিক বিভাগের একজন ছাত্রী। আমার জাতীয়তা বাংলাদেশী। আমি একজন ব্লগার উদ্যোক্তা। আমি গান গাইতে , নতুন নতুন রেসিপি তৈরি করতে এবং ছাদ বাগান করতে খুব ভালোবাসি। আমি আনন্দময়ী এবং সকলকে নিয়ে হৈহুল্লর ও একসঙ্গে সকলকে নিয়ে মজা করতে পছন্দ করি। আমি সকলের দুঃখে দুঃখী এবং সকলের সুখে সুখী

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPbqYxJcZK9JtriFPdqZV3xXxtdk9yPisUeRGZ8ozrvr2rnUXs5cagAakwsFpC...crnZzhhqu4WYmao4vB3RGiHNTU8GnpyKxF83dd6bSwTqRwmbSmFsvHQugwruB3kXoq8vq41Z9g3n3c9cGisLLwmNhiGFhgH3Q5gyrPfV554nn9Ypt5xRrncPbs.gif

Sort:  
 20 days ago 

খুব সুন্দর একটি মেহেদী ডিজাইন আর্ট করেছেন আপু। আপনার এ মেহেদি ডিজাইন হাত দেখে অনেক অনেক ভালো লেগেছে আমার। এক কথায় বলতে গেলে অসাধারণ হয়েছে।

 18 days ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।

 20 days ago 

রঙিন কলম ব্যবহার করে আপনি খুব চমৎকার একটি মেহেদি ডিজাইন করেছেন। অসম্ভব সুন্দর লাগছে আপনার করা মেহেদী ডিজাইন টা । প্রতিটি ধাপ সুন্দর ভাবে গুছিয়ে উপস্থাপন করেছেন । শুভ কামনা রইলো।

 18 days ago 

আপনাকেও অসংখ্য ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য।

 20 days ago 

বাহ অসম্ভব সুন্দর একটি মেহেদী ডিজাইন করেছেন আপনি। আপনি খুব একটা মেহেদী হাতে দেন না।আর আমার ইচ্ছে করে সব সময় যেনও হাতে নতুন নতুন সব ডিজাইন দিয়ে রাখি।আপনার করা ডিজাইন টা আমার হাতে দিবও।আমার অনেক পছন্দ হয়েছে আপনার আর্ট করা ডিজাইন টা। অনেক অনেক ধন্যবাদ আপু।

 18 days ago 

আমার আর্ট করা মেহেদি ডিজাইন আপনি হাতে দিবেন শুনে আমার কাছে খুব ভালো লেগেছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।

 20 days ago 

ছোটবেলায় হাতে অনেক মেহেদী পড়তাম,কিন্তু এখন সময় স্বল্পতার কারণে আর সেভাবে মেহেদী পড়া হয় না।আর মনে হয় ইচ্ছা গুলো এখন নষ্ট হয়ে গেছে এরকম মনে হয়।মাঝে মাঝে মন চায় হাতে সুন্দর করে মেহেদি পড়ি কিন্তু হয়ে ওঠেনা।আপু তোমার মেহেদি ডিজাইনটি দেখে খুবই ভালো লাগলো।সুন্দর একটি ডিজাইন শেয়ার করার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ জানাই।

 20 days ago 

চমৎকার একটি মেহেদী ডিজাইন আর্ট করে আমাদের মাঝে শেয়ার করেছেন আপু। এক কথায় অসাধারণ হয়েছে আপনার এই ডিজাইন টা। আমি খুবই পছন্দ করে থাকি এই সমস্ত মেহেদী ডিজাইন। শুরু থেকে শেষ পর্যন্ত খুব সুন্দর ভাবে উপস্থাপন করেছেন দেখে ভালো লাগলো।

 20 days ago 

মেহেদী ডিজাইন টি অনেক সুন্দর হয়েছে।এসব ডিজাইন করতে ধৈর্য ও দক্ষতার প্রয়োজন হয়। আপনার ডিজাইনটি দেখে বোঝা যাচ্ছে আপনার যথেষ্ট দক্ষতা আছে। অনেক ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি মেহেদি ডিজাইন শেয়ার করার জন্য। শুভকামনা রইল আপনার জন্য।

 18 days ago 

ঠিক বলেছেন আপু এসব ডিজাইন করতে অনেক ধৈর্যের প্রয়োজন হয়। আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য।

 20 days ago 

আপনি হাতে মেহেদি পড়েন না তবে মেহেদি ডিজাইন করতে ভালোবাসেন তাহলে তো আমি আপনার কাছাকাছি থাকলে ভালো হতো আপনি আমার হাতে মেহেদি দিয়ে দিতে পারতেন । কারণ আমি মেহেদী পড়তে খুব পছন্দ করি কিন্তু দিতে পারি না দেখে দেওয়াই হয় না । আপনার ডিজাইনটি কিন্তু ভালো হয়েছে আপু হাতে করলে ভালোই লাগবে ।

 18 days ago 

আমি অবশ্য খুবই কম মেহেদী হাতে পড়ি। বেশিরভাগ সময়ই শুধু ঈদে মেহেদী পড়ে থাকি। আমার মেহেদি ডিজাইন আপনার কাছে ভালো লেগেছে শুনে খুব খুশি হলাম। ধন্যবাদ আপু।

 20 days ago 

অনেক সুন্দর একটি মেহেদী ডিজাইন আর্ট করেছেন আপু। বিশেষ করে এই ডিজাইনটি হাতে দিলে দেখতে অসাধারন লাগবে। আসলে ডিজাইনটি আমার কাছে ভীষণ ভালো লেগেছে। ধন্যবাদ এতো সুন্দর একটি ডিজাইন আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 18 days ago 

আপনাকেও অসংখ্য ধন্যবাদ ভাইয়া।

 20 days ago 

আপু আপনার কাছে চলে আসতে পারলে ভালো হতো তাহলে মেহেদি পড়তে পারতাম। আমার আবার ডিজাইন করতে একদমই ইচ্ছে করে না আর সেজন্য মেহেদি পড়া হয়না। আপনি কলম দিয়ে খুব সুন্দর একটি মেহেদির ডিজাইন শেয়ার করেছেন। আপনার এই ডিজাইন আমার কাছে অনেক ভালো লেগেছে। ধাপগুলো খুব সুন্দর ভাবে বর্ণনা করেছেন। ধন্যবাদ এত সুন্দর ডিজাইন আমাদের সাথে শেয়ার করার জন্য।

 18 days ago 

আপনাকেও অসংখ্য ধন্যবাদ আপু সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য।

 19 days ago 

আপনি দেখছি কলম দিয়ে সাদা পেইজের উপর অসাধারণ একটি মেহেদী ডিজাইন আর্ট করেছেন। আপনি চাইলে নিজের হাতের মধ্যে এই মেহেদী ডিজাইন টি অ্যাপলাই করতে পারতেন, তাহলে একটু বেশি সুন্দর লাগতো। যাইহোক, আপনার মেহেদী ডিজাইন টি সিম্পেল হলেও অনেক বেশি সুন্দর লাগছে। আপনি ধারাবাহিক ভাবে খুবই সুন্দর করে মেহেদী ডিজাইন টি সম্পন্ন করেছেন। বেশ দারুন হয়েছে ডিজাইন টি।

 18 days ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য।

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.12
JST 0.027
BTC 64928.52
ETH 3525.30
USDT 1.00
SBD 2.36