DIY || ম্যান্ডেলা

in আমার বাংলা ব্লগ5 months ago

আসসালামু আলাইকুম। আমার বাংলা ব্লগের সকল ভাই ও বোনেরা আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভাল ও সুস্থ আছেন। আমিও আল্লাহর রহমতে ও আপনাদের দোয়ায় বেশ ভালো ও সুস্থ আছি। আজ অনেকদিন পর আপনাদের মাঝে আবারও আমি একটি ডাই পোস্ট নিয়ে হাজির হয়েছি। আজ আমি আপনাদের সাথে একটি ম্যান্ডেলা শেয়ার করতে যাচ্ছি।

IMG_20240316_191902_816.jpg

যদিও আমি খুব একটা ভালো আর্ট করতে পারিনা। তারপরও এই মেন্ডেলাগুলো আঁকাতে আমার কাছে বেশ ভালো লাগে। তাই একটু আঁকানোর চেষ্টা করি ও আপনাদের সাথে শেয়ার করার মাধ্যমে আমার এই ছোট্ট আনন্দটুকু আপনাদের সাথে ভাগাভাগি করে নিতে আমার খুব ভালো লাগে।

উপকরণ সমূহ

• খাতা
• কলম

IMG_20240316_191916_495.jpg
প্রথম ধাপ

একটি কলমের সাহায্যে খাতার এক সাইডে কয়েলের আকার করে একে নিয়েছি।

IMG_20240316_120658_977.jpg
দ্বিতীয় ধাপ

এই কোয়েলের ডিজাইন কে কেন্দ্র করে ফুলের পাপড়ির মত করে এঁকে নিয়েছি।

IMG_20240316_120817_677.jpg
তৃতীয় ধাপ

সেই পাপড়ির উপর আবারও নতুন করে পাপড়ির ডিজাইন একে নেই।

IMG_20240316_120937_308.jpg
চতুর্থ ধাপ

এর ওপরে দুটি বাঁকা করে দাগ দিয়ে নিয়েছি সেই সাথে আবারও ফুলের পাপড়ির মত এঁকে নিয়েছি।

IMG_20240316_121204_430.jpgIMG_20240316_121039_101.jpg
পঞ্চম ধাপ

এরপর আবারো দুটি দাগ দিয়ে নিয়েছি এবং এর উপর কয়েলের আকার করে ডিজাইন একে নিয়েছি।

IMG_20240316_121540_818.jpgIMG_20240316_121313_668.jpg
ষষ্ঠ ধাপ

কয়েলের ডিজাইনের উপর ফুলের পাপড়ির মতো করে একে নিয়েছি।

IMG_20240316_121827_597.jpg
সপ্তম ধাপ

এরপর আবারো দুটি দাগ দিয়ে নিয়েছি এবং এর উপর ফুলের পাপড়ির মতো একে দিয়েছি। সেই সাথে ইউ আকৃতি করে একে নিয়েছে এবং এই ইউ এর মধ্যে একটি ছোট্ট ডিজাইন একে নিয়েছি।

IMG_20240316_122627_465.jpgIMG_20240316_122448_488.jpg
অষ্টম ধাপ

এর উপরে লতার মত ডিজাইন এঁকে নিয়েছি এবং সেই সাথে আবারো দুটি দাগ দিয়ে নিয়েছি।

IMG_20240316_123401_851.jpgIMG_20240316_123127_508.jpg
নবম ধাপ

সেই দাগের উপর আবারও ফুলের পাপড়ির মত এঁকে নিয়েছি এবং পাপড়ির ওপর বড় বড় পাতার মতো এঁকে নিয়েছি।

IMG_20240316_123911_408.jpgIMG_20240316_123808_254.jpg
দশম ধাপ

সেই পাতার মধ্যে একটি ছোট্ট ডিজাইন একে নিয়েছি।

IMG_20240316_124052_100.jpg

আর এই ছিল আমার আজকের ম্যান্ডেলা। আজ এখানেই শেষ করছি। এরপর আবারো নতুন কোন পোস্ট নিয়ে আপনাদের মাঝে হাজির হবো। ততক্ষণ আপনারা সবাই ভাল ও সুস্থ থাকবেন। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ।

আমার পরিচয় :

আসসালামু আলাইকুম। আমি আফরিন খান উপমা। আমি রাজশাহী বিভাগের বগুড়া জেলায় বসবাস করি। আমি ইন্টার সেকেন্ড ইয়ারের মানবিক বিভাগের একজন ছাত্রী। আমার জাতীয়তা বাংলাদেশী। আমি একজন ব্লগার উদ্যোক্তা। আমি গান গাইতে , নতুন নতুন রেসিপি তৈরি করতে এবং ছাদ বাগান করতে খুব ভালোবাসি। আমি আনন্দময়ী এবং সকলকে নিয়ে হৈহুল্লর ও একসঙ্গে সকলকে নিয়ে মজা করতে পছন্দ করি। আমি সকলের দুঃখে দুঃখী এবং সকলের সুখে সুখী

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPbqYxJcZK9JtriFPdqZV3xXxtdk9yPisUeRGZ8ozrvr2rnUXs5cagAakwsFpC...t47RhQ4vFpuRYeqkW5kV26dHJeBpZFPB8wpqv39SJPNcQvz2PMs8YVhziqoV2kw6FFsCQWTB7mrNabCupKVmZnsWMmUwUgsurXwhz1AMbar3XARxEp7o9Y91pH.gif

Sort:  
 5 months ago 

ম্যান্ডেলা চিত্র অংকন গুলো দেখতে অনেক বেশি সুন্দর হয়। আপনি খুবই দক্ষতার সাথে মেন্ডেলার চিত্র অঙ্কন করেছেন। আপনার ধাপগুলো দেখেই শিখে নিলাম, পরবর্তীতে তৈরি করার চেষ্টা করব।

 5 months ago 

ভালো লাগার মত একটি মেন্ডেলা আর্ট আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন আপু। আপনার এ মেন্ডেলা দেখে আমি অনেক খুশি হলাম। খুব চমৎকারভাবে মেন্ডেলা আর্ট করেছেন আপনি। দাগগুলো কিন্তু একদম সোজা ছিল। কোথাও তেমন ভুল-ভ্রান্তি নেই। এক কথায় অসাধারণ।

 5 months ago 

সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া।

 5 months ago 

আজ আপনি আমাদের মাঝে বেশ চমৎকার একটি ম্যান্ডেলা আর্ট শেয়ার করেছেন ৷ আপনার আর্টটি দেখে অনেক ভালো লাগলো ৷ আসলে ম্যান্ডেলা আর্ট গুলো দেখতে ভীষণ ভালো লাগে , তবে এই আর্ট গুলো সম্পূর্ণ করতে বেশ সময় এবং ধৈর্যের প্রয়োজন হয় ৷আপনার আর্টটি অনেক সুন্দর হয়েছে৷ যাই হোক , আপনার সুন্দর দক্ষতা দেখে অনেক ভালো লাগলো ৷ ধন্যবাদ

Posted using SteemPro Mobile

 5 months ago 

সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য আপনাকেও অসংখ্য ধন্যবাদ ভাইয়া।

 5 months ago 

আপনি খুবই সুন্দর করে এবং নিখুঁতভাবে খাতার এক কোনায় একটা ম্যান্ডেলার ডিজাইন এঁকেছেন। যেটা খুব সুন্দর লেগেছে আমার কাছে দেখতে। নিখুঁত নিখুঁত ফুলের ডিজাইন এঁকেছেন দেখে বেশি ভালো লেগেছে পুরোটা। ম্যান্ডেলা আর্ট অঙ্কন করার জন্য ধৈর্য আর সময়ের প্রয়োজন বেশি লাগে। ধৈর্য এবং সময় নিয়ে কাজগুলো করলেই বেশি সুন্দর হয়। আপনি যদি সব সময় আর্টগুলো করেন, তাহলে একসময় দেখা যাবে খুব ভালো ম্যান্ডেলা আর্ট করতে পারছেন।

 5 months ago 

সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।

 5 months ago 

খুব চমৎকার একটি ম্যান্ডেলা আর্ট করেছেন আপু।আপনার আর্ট করা ম্যান্ডেলা আর্ট টি দেখে খুবই সুন্দর হয়েছে আপু।এই ধরনের আর্ট করতে সময় প্রয়োজন আপনি খুব ধৈর্য নিয়ে আর্ট টি করেছেন।সুন্দর একটি ম্যান্ডেলা আর্ট উপহার দেওয়ার জন্য ধন্যবাদ আপু।

 5 months ago 

আপনি কলম দিয়ে খুব সুন্দর ম্যান্ডেলা আর্ট করেছেন। ম্যান্ডেলা আর্ট গুলো আমার কাছে অনেক ভালো লাগে। বিশেষ করে ম্যান্ডেলা আর্টের ভিতরে ছোট ছোট ডিজাইনগুলোর কারণে ম্যান্ডেলা আর্ট বেশি সুন্দর দেখা যায়। আপনি ধৈর্য ধরে শুরু থেকে শেষ পর্যন্ত ম্যান্ডেলা আর্ট আমাদের মাঝে উপস্থাপনার করেছেন। সত্যি আপনার ম্যান্ডেলা আর্ট দেখে আমি মুগ্ধ হয়ে গেলাম।

 5 months ago 

আপনাকেও অসংখ্য ধন্যবাদ আমাকে এত সুন্দর করে উৎসাহিত করার জন্য।

 5 months ago 

আপনি বেশ চমৎকার ম্যান্ডেলা আর্ট করেছেন। ম্যান্ডেলা আর্ট করতে আমার কাছে অনেক ভালো লাগে। তবে কলম দিয়ে ম্যান্ডেলা আর্ট শুরু থেকে শেষ পর্যন্ত খুব চমৎকারভাবে আর্ট করলেন। এ ধরনের আর্ট গুলো করতে একটু সময় লাগে। এবং ম্যান্ডেলা আর্ট যখন সম্পূর্ণ হয় তখন আনন্দ দ্বিগুণ হয়ে যায়। ধন্যবাদ আপনাকে সুন্দর করে ম্যান্ডেলা আর্ট করে আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 5 months ago 

আপনাকেও অসংখ্য ধন্যবাদ এত সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য।

 5 months ago 

কালো কলম দিয়ে খুবই সুন্দর একটি ম্যান্ডেলার ডিজাইন করেছেন। ম্যান্ডেলা আর্টের এই ডিজাইনগুলো আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আপনার আজকের আর্ট টি খুবই সুন্দর হয়েছে। ধন্যবাদ সুন্দর একটি আর্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 5 months ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু সুন্দর মন্তব্য করার জন্য।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.13
JST 0.028
BTC 59926.69
ETH 2622.88
USDT 1.00
SBD 2.38