রেসিপি || কচু পাতা দিয়ে মসুরের ডাল

in আমার বাংলা ব্লগ4 months ago

আসসালামু আলাইকুম। আমার বাংলা ব্লগের সকল সদস্যগণ আপনারা সবাই কেমন আছেন? আশা করি সৃষ্টিকর্তার অশেষ রহমতে আপনারা পরিবার নিয়ে ভালো ও সুস্থ আছেন। আমিও সৃষ্টিকর্তার রহমতে বেশ ভালো ও সুস্থ আছি। আজ আমি আপনাদের মাঝে আবারও রেসিপি পোস্ট নিয়ে হাজির হয়েছি। আমার আজকের রেসিপি হলো কচু পাতা দিয়ে মসুরের ডাল।

IMG_20240615_131851_204.jpg

এই রেসিপিটি আমার আম্মু প্রায় সময় বানিয়ে থাকে। আমার কাছে এই রেসিপিটি অনেক বেশি ভালো লাগে। তাই ভাবলাম আজ আপনাদের সাথে রেসিপিটি একটু শেয়ার করে নেওয়া যাক। তবে চলুন আর কথা না বাড়িয়ে আমি এই রেসিপিটি কিভাবে তৈরি করেছি তা দেখে নেওয়া যাক।

IMG_20240615_121806_646.jpgIMG_20240615_121524_911.jpg
IMG_20240615_115620_594.jpgIMG_20240615_113915_327.jpg
উপকরণসমূহপরিমাণ সমূহ
কচু পাতা২৫০ গ্রাম
মসুরের ডাল২৫০ গ্রাম
কাঁচা মরিচ৮ টি
পিয়াজ৫ টি
রসুন বাটা১ চামুচ
জিরা বাটা১/২ চামুচ
তেজপাতা৩ টি
হলুদ গুঁড়ো১/২ চামুচ
রসুন কুচি১ টি
লবণপরিমাণ মতো
তেলপরিমাণ মতো
প্রথম ধাপ
IMG_20240615_113926_331.jpgIMG_20240615_113924_123.jpg

প্রথমে কচুর পাতাগুলোকে ছোট ছোট করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি।

দ্বিতীয় ধাপ

IMG_20240615_115629_244.jpg

এরপর মসুরের ডাল ধুয়ে পরিষ্কার করে নিয়েছি।

তৃতীয় ধাপ
IMG_20240615_122009_640.jpgIMG_20240615_121952_959.jpg

একটি পাত্রে কচু পাতা ও মসুরের ডাল একত্রে মিশিয়ে নিয়েছি।

চতুর্থ ধাপ
IMG_20240615_123002_141.jpgIMG_20240615_122337_450.jpg
IMG_20240615_122332_803.jpgIMG_20240615_122255_850.jpg
IMG_20240615_122216_465.jpgIMG_20240615_122127_451.jpg
IMG_20240615_122113_163.jpgIMG_20240615_122103_283.jpg
IMG_20240615_122053_410.jpgIMG_20240615_122050_070.jpg

এরপর কচু পাতা ও মসুরের ডালের ভিতরে পেঁয়াজ কুচি, কাঁচা মরিচ ,তেজপাতা ,রসুন বাটা, জিরা বাটা ,হলুদ গুঁড়ো ,লবণ ও তেল দিয়ে মেখে নিয়ে চুলায় দিয়েছি।

পঞ্চম ধাপ
IMG_20240615_124601_735.jpgIMG_20240615_123022_475.jpg

সবগুলো উপকরণ সিদ্ধ হয়ে আসার পর নামিয়ে নিয়েছি।

ষষ্ঠ ধাপ
IMG_20240615_124854_749.jpgIMG_20240615_124701_690.jpg
IMG_20240615_124635_603.jpgIMG_20240615_124628_999.jpg

এরপর একটি পাত্রে তেল গরম করে নিয়েছি এবং সেই তেলের ভিতরে পেঁয়াজ কুচি ও রসুন কুচি দিয়ে দিয়েছি।

সপ্তম ধাপ
IMG_20240615_124930_892.jpgIMG_20240615_124910_080.jpg

পেঁয়াজ কুচি ও রসুন কুচি তেলের ভিতরে বাদামি রঙের মতো করে ভেজে নিয়েছি এবং এর ভিতরে সেদ্ধ করে রাখা কচু পাতা ও মসুরের ডাল দিয়ে দিয়েছি।

অষ্টম ধাপ
IMG_20240615_124932_871.jpgIMG_20240615_124930_892.jpg

এরপর সামান্য নেড়েচেড়ে নামিয়ে নিয়েছি। আর এইভাবে তৈরি হয়ে গেল মসুরের ডাল দিয়ে কচু পাতা রান্না।

পরিবেশন

IMG_20240615_131918_824.jpg

IMG_20240615_131831_871.jpg

IMG_20240615_131817_426.jpg

আজ এ পর্যন্তই। এরপর আবারো নতুন কোন পোস্ট নিয়ে আপনাদের মাঝে হাজির হব। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন ও সুস্থ থাকবেন। আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPptwgeYqAyQnCGLyAR5C2jardkEq4hQWCHtPGqKjoAypRG1fcpQFNRQgvh5fP...wyPEkdaL8rcy8iiqw2zmwtNGFRM7qzJMJfay58rzjBWrL8FtEuJZBNpwUK2YPKyD4Dsy9xJJpCDgiPrLZEWCfGdjjwF7pfFydZtM4b2E2zS6XgKqikMACiTkxe.png

আসসালামু আলাইকুম। আমি আফরিন খান উপমা। আমি রাজশাহী বিভাগের বগুড়া জেলায় বসবাস করি। আমি ইন্টার সেকেন্ড ইয়ারের মানবিক বিভাগের একজন ছাত্রী। আমার জাতীয়তা বাংলাদেশী। আমি একজন ব্লগার উদ্যোক্তা। আমি গান গাইতে , নতুন নতুন রেসিপি তৈরি করতে এবং ছাদ বাগান করতে খুব ভালোবাসি। আমি আনন্দময়ী এবং সকলকে নিয়ে হৈহুল্লর ও একসঙ্গে সকলকে নিয়ে মজা করতে পছন্দ করি। আমি সকলের দুঃখে দুঃখী এবং সকলের সুখে সুখী

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPbqYxJcZK9JtriFPdqZV3xXxtdk9yPisUeRGZ8ozrvr2rnUXs5cagAakwsFpC...crnZzhhqu4WYmao4vB3RGiHNTU8GnpyKxF83dd6bSwTqRwmbSmFsvHQugwruB3kXoq8vq41Z9g3n3c9cGisLLwmNhiGFhgH3Q5gyrPfV554nn9Ypt5xRrncPbs.gif

Sort:  
 4 months ago 

কচুপাতা দিয়ে মসুর ডাল আমার শ্বাশুড়ির হাতের রান্না । ভীষণ চমৎকার রান্না করতেন। আপনি ভীষণ চমৎকার সুন্দর করে কচুপাতা দিয়ে মসুর ডাল রান্না করেছেন এবং তা আমাদের সাথে ভাগ করে নিয়েছেন। ধন্যবাদ আপনাকে সুন্দর রেসিপিটি আমাদের সাথে ভাগ করে নেয়ার জন্য।

 4 months ago 

আপনাকেও অসংখ্য ধন্যবাদ আপু সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য।

 4 months ago 

কচু পাতা দিয়ে মসুরের ডাল দেখে খুবই সুস্বাদু মনে হচ্ছে। এত মজাদার রেসিপি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ। আসলে এই রেসিপি অনেক পুষ্টিগুণে ভরপুর ছিল।

 4 months ago 

সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া।

 4 months ago 

কচুপাতার রেসিপি আমার অনেক পছন্দের। তবে কচু পাতা দিয়ে মুসুরির ডালের এ ধরনের রেসিপি কখনো খাওয়া হয়নি। আর কচুপাতার রেসিপিতে কখনো তেজপাতার ব্যবহার করা হয়নি। যাইহোক, রেসিপিটি দেখে অনেক ভালো লাগলো। নতুন ধরনের একটি রেসপি শিখতে পারলাম। একদিন বাসায় ট্রাই করবো আপু।

 4 months ago 

আপু একদিন বাসায় ট্রাই করে খেয়ে দেখবেন ।কেমন লাগলো আমাকে জানাবেন। ধন্যবাদ আপু।

 4 months ago 

আপনার পোস্টটি পড়ে খুবই ভালো লাগলো। কচু পাতা দিয়ে মসুরের ডালের রেসিপিটি অত্যন্ত সুস্বাদু এবং পুষ্টিকর মনে হচ্ছে। এই ধরনের ঐতিহ্যবাহী রেসিপি শেয়ার করার জন্য ধন্যবাদ।

 4 months ago 

ঠিক বলেছেন ভাইয়া এটা একটি ঐতিহ্যবাহী রেসিপি। এই রেসিপি খেতে আমার কাছে খুব ভালো লাগে। ধন্যবাদ ভাইয়া।

 4 months ago 

বেশ দারুণ একটি রেসিপি তৈরি করে দেখিয়েছেন আমাদের। আমার সুন্দর একটি রেসিপি তৈরি করে দেখানোর জন্য ধন্যবাদ। এভাবে কোনদিন ডাল আর শাক দিয়ে রান্না করা হয়নি। তবে অনেক আগে আমার আম্মা রান্না করত। বেশ সুন্দর হয়েছে আপনার আজকের এই রেসিপি তৈরি করা। দেখে খুবই ভালো লেগেছে আমার।

 4 months ago 

ভাইয়া সময় পেলে একবার রান্না করে খেয়ে দেখবেন আশা করি ভালো লাগবে। ধন্যবাদ ভাইয়া।

 4 months ago 

কচু পাতা দিয়ে মসুর ডাল এভাবে কখনো রান্না করে খাওয়া হয়নি। তবে আপনার রেসিপিটি দেখে বেশ খেতে মন চাইছে। রেসিপি দেখে বুঝাই যাচ্ছে খুব সুস্বাদু হয়েছিল। আপনি খুব সুন্দর ভাবে প্রতিটি ধাপ আমাদের মাঝে উপস্থাপনা করেছেন। ধন্যবাদ এমন একটি আর্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 4 months ago 

আপু একবার হলেও খেয়ে দেখবেন আশা করি ভালো লাগবে। আপনার জন্য রইল শুভকামনা।

 4 months ago 

কচু শাক আমার খুবই পছন্দের একটি খাবার। মসুর ডাল দিয়ে কচু শাকের খুবই মজার একটি রেসিপি তৈরি করেছেন আপু। তবে কচু শাক রান্নায় তেজপাতা কখনো দেওয়া হয়নি। মনে হচ্ছে ফ্লেভারটা ভালোই হবে। অসাধারণ একটি রেসিপি শেয়ার করেছেন আপু। আপনার তৈরি করা রেসিপি দেখে আমিও এই রেসিপি শিখে নিলাম।

 4 months ago 

একবার আমার মত করে রান্না করে খেয়ে দেখবেন আশা করি ভালো লাগবে। ধন্যবাদ ভাইয়া।

 4 months ago 

কচুর শাক আমার খুব পছন্দের । ছোটকালে আমার আম্মা বলতেন, কচুর শাক খেলে চোখের জ্যোতি বাড়ে। শুটকি দিয়ে কচুর শাক রান্না করলে খেতে বেশ ভালো লাগে। আপনার কচু পাতা দিয়ে মসুরের ডাল রেসিপি বেশ দুর্দান্ত হয়েছে। আমাদের মাঝে ধাপে ধাপে উপস্থাপন করেছেন। ধন্যবাদ আপনাকে আপু রেসিপি পোস্ট শেয়ার করার জন্য।

 4 months ago 

ভাইয়া আপনার আম্মা একদম ঠিক বলেছেন কচুর শাক খেলে চোখের জ্যোতি বাড়ে। সুন্দর মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া।

 4 months ago 

আপু আপনি কচু পাতা দিয়ে মসুরের ডালের দারুণ রেসিপি পোস্ট উপহার দিলেন। কচু পাতায় আছে প্রচুর পরিমাণে আয়োডিন। আমি কচুপাতা বেশি করে খাওয়ার চেষ্টা করি। তবে কচু পাতা দিয়ে মুসুরের ডালের এ ধরনের রেসিপি কখনো খাওয়া হয়নি। আপনি রন্ধন প্রণালী খুব সুন্দর ভাবে গুছিয়ে পোস্ট করেছেন। একদিন তৈরি করে খাওয়ার চেষ্টা করবো, আপনার জন্য শুভকামনা রইল আপু ভালো থাকবেন।

 4 months ago 

সুন্দর ও উৎসাহমূলক মন্তব্য করে পাশে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া।

 4 months ago 

আপু আপনি আজকে আমাদের মাঝে শেয়ার করেছেন কচু পাতা দিয়ে মসুরের ডাল ঘন্ট রেসিপি তৈরি করে। আসলে কচুর পাতা ঘন্ট করলে খেতে আমার কাছে বেশ ভালো লাগে। আসলে গ্রামাঞ্চলের দিকে এই কচুর শাক বেশি দেখা যায় তবে শহর অঞ্চলের মানুষ বেশির ভাগই কিনে খেয়ে থাকে। অনেকগুলো উপাদান দিয়ে এত সুন্দর ভাবে রেসিপি তৈরি করেছেন দেখে মনে হচ্ছে খেতে বেশ সুস্বাদু হয়েছিল। ধন্যবাদ রেসিপি তৈরির প্রত্যেকটি স্টেপ আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 4 months ago 

ঠিক বলেছেন ভাইয়া গ্রামে কচু পাতা বেশি পাওয়া যায় এবং শহরে কিনে খেতে হয়। আমি কচু শাক কিনি নি গ্রাম থেকেই এনেছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.16
JST 0.030
BTC 68328.66
ETH 2639.93
USDT 1.00
SBD 2.68