DIY || কার্ডবোর্ড দিয়ে তৈরি ফুলের ঝুড়ি

in আমার বাংলা ব্লগ19 days ago

আসসালামু আলাইকুম। আমার বাংলা ব্লগের সকল সদস্য গন আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই পরিবার নিয়ে ভালো ও সুস্থ আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে বেশ ভালো আছি। আজ আমি আপনাদের মাঝে আবারও একটি পোস্ট নিয়ে হাজির হয়েছি।

IMG_20240601_142826_357.jpg

আজকে আমার পোস্টটি হলো কার্ডবোর্ডের তৈরি একটি ঝুড়ি। এই ঝুড়িটা বানাতে অনেক পরিশ্রম ও ধৈর্যের প্রয়োজন। আমি আজকে যখন এই ঝুড়িটি বানাতে বসে ছিলাম আমার অনেক সময় লেগেছিল। ঝুড়িটা দেখে হয়তো মনে হতে পারে ঝুড়িটা বানানো অনেক সহজ কিন্তু বানানোর সময় বুঝতে পেরেছি আসলে এই কাজটা ঠিক কতটা পরিশ্রমের ও ধৈর্যের।

উপকরণসমূ

• কার্ডবোর্ড
• কেচি
• স্কেল

IMG_20240601_221114_131.jpgIMG_20240601_110511_878.jpg
প্রথম ধাপ

প্রথমে একটি মোটা কার্ডবোর্ড নিয়েছি এবং সেই কার্ডবোর্ডের অংশগুলোকে আলাদা করে নিয়েছি।

IMG_20240601_110446_186.jpg
দ্বিতীয় ধাপ

এরপর একটি কম্পাসের সাহায্য নিয়ে সেই কার্ডবোর্ডের উপর একটি বৃত্ত একে নিয়েছি ।

IMG_20240601_111333_706.jpgIMG_20240601_111309_337.jpg
তৃতীয় ধাপ

এরপর একটি কেঁচির সাহায্যে একে রাখা বৃত্তটিকে গোল করে কেটে নিয়েছি।

IMG_20240601_111701_928.jpgIMG_20240601_111420_131.jpg
চতুর্থ ধাপ

যেহেতু কার্ডবোর্ডের অংশটি পাতলা ছিল তাই গোল করে রাখা সেই বৃত্তের উপরে আঠা দিয়ে অপর একটি বৃত্ত আঠার সাহায্যে লাগিয়ে নিয়েছি।

IMG_20240601_112229_371.jpgIMG_20240601_112141_559.jpg
IMG_20240601_112135_554.jpgIMG_20240601_112046_099.jpg
IMG_20240601_112000_687.jpg
পঞ্চম ধাপ

এরপর আরেকটি কার্ড বোর্ডের অংশ নিয়ে ১১ ইঞ্চি লম্বা ও হাফ ইঞ্চি প্রস্থ সমান করে কেটে নিয়েছি।

IMG_20240601_114458_380.jpgIMG_20240601_112804_744.jpg
ষষ্ঠ ধাপ

এরপর আবারও বৃত্তের উপরে আঠা লাগিয়ে কেটে রাখা সেই কার্ডবোর্ড গুলো একে একে লাগিয়ে সূর্যের আকার করে নিয়েছি।

IMG_20240601_120333_600.jpgIMG_20240601_115507_051.jpg
IMG_20240601_115353_405.jpgIMG_20240601_115313_688.jpg
সপ্তম ধাপ

এরপর আবারো বৃত্তের সমান করে কেটে সেই সূর্যের আকার এর উপর কার্ডবোর্ড আঠার সাহায্যে লাগিয়ে নিয়েছি।

IMG_20240601_120422_775.jpgIMG_20240601_120409_251.jpg
অষ্টম ধাপ

এরপর কার্ডবোর্ড গুলো লম্বা লম্বা করে কেটে নিয়েছে ও আঠার সাহায্যে লাগিয়ে দড়ির মতো লম্বা করে নিয়েছি।

IMG_20240601_125653_036.jpgIMG_20240601_123106_308.jpg
নবম ধাপ

এরপর সূর্যের মতো করে বানানো সেই কার্ডবোর্ড গুলোর ভেতরে সেই লম্বা করে রাখা কার্ডবোর্ড গুলো এক ঘর বাদ দিয়ে দিয়ে একটি ডালার আকার করে নিয়েছি।

IMG_20240601_134925_911.jpgIMG_20240601_134920_538.jpg
IMG_20240601_134912_257.jpg
দশম ধাপ

এরপর আবারও একটি কার্ডবোর্ড লম্বা করে কেটে নিয়েছি ও দুই সাইডে আঠার সাহায্যে একটি হাতল তৈরি করে নিয়েছি।

IMG_20240601_142034_892.jpgIMG_20240601_141858_419.jpg
IMG_20240601_141743_267.jpg
একাদশ ধাপ

এরপর এর ভিতর কিছু ফুল দিয়ে আমার এই সুন্দর ফুলের ঝুড়িটি সাজিয়ে নিয়েছি।

IMG_20240601_142821_291.jpgIMG_20240601_142625_578.jpg
IMG_20240601_142434_700.jpg

এই ছিল আমার আজকের পোস্ট। এরপর আবারো নতুন কোন পোস্ট নিয়ে আপনাদের মাঝে হাজির হব। এ পর্যন্ত আপনারা সবাই ভালো ও সুস্থ থাকবেন। আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ।

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPptwgeYqAyQnCGLyAR5C2jardkEq4hQWCHtPGqKjoAypRG1fcpQFNRQgvh5fP...wyPEkdaL8rcy8iiqw2zmwtNGFRM7qzJMJfay58rzjBWrL8FtEuJZBNpwUK2YPKyD4Dsy9xJJpCDgiPrLZEWCfGdjjwF7pfFydZtM4b2E2zS6XgKqikMACiTkxe.png

আসসালামু আলাইকুম। আমি আফরিন খান উপমা। আমি রাজশাহী বিভাগের বগুড়া জেলায় বসবাস করি। আমি ইন্টার সেকেন্ড ইয়ারের মানবিক বিভাগের একজন ছাত্রী। আমার জাতীয়তা বাংলাদেশী। আমি একজন ব্লগার উদ্যোক্তা। আমি গান গাইতে , নতুন নতুন রেসিপি তৈরি করতে এবং ছাদ বাগান করতে খুব ভালোবাসি। আমি আনন্দময়ী এবং সকলকে নিয়ে হৈহুল্লর ও একসঙ্গে সকলকে নিয়ে মজা করতে পছন্দ করি। আমি সকলের দুঃখে দুঃখী এবং সকলের সুখে সুখী

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPbqYxJcZK9JtriFPdqZV3xXxtdk9yPisUeRGZ8ozrvr2rnUXs5cagAakwsFpC...crnZzhhqu4WYmao4vB3RGiHNTU8GnpyKxF83dd6bSwTqRwmbSmFsvHQugwruB3kXoq8vq41Z9g3n3c9cGisLLwmNhiGFhgH3Q5gyrPfV554nn9Ypt5xRrncPbs.gif

Sort:  
 19 days ago 

আপু কার্ডবোর্ড দিয়ে তৈরি আপনার ফুলের ঝুড়িটি খুবই চমৎকার হয়েছে ।দেখেই বোঝা যাচ্ছে এটি বানাতে অনেক সময় লেগেছে ।তবে যত সময় আর কষ্টই লাগুক না কেন দেখতে কিন্তু চমৎকার লাগছে।আমার কাছে কিন্তু ভীষণ ভালো লেগেছে ।ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে শেয়ার করার জন্য।

 18 days ago 

আপনাকেও অসংখ্য ধন্যবাদ সুন্দর ও গঠনমূলক মন্তব্য করে পাশে থাকার জন্য।

 19 days ago 

আপনি আজকে কার্ডবোর্ড দিয়ে খুবই সুন্দর ফুলের ঝুড়ি তৈরি করেছেন। আপনার কাজের দক্ষতা দেখে আমার ভীষণ ভালো লেগেছে। এটি তৈরি করার প্রতিটা ধাপ আপনি খুব সুন্দর করে আমাদের মাঝে তুলে ধরেছেন, ধন্যবাদ শেয়ার করার জন্য।

 18 days ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য।

 19 days ago 

বাহ আপু আপনি আজকে আমাদের মাঝে বেশ চমৎকারভাবে কার্ডবোর্ড দিয়ে ফুলের ঝুড়ি তৈরি করে শেয়ার করেছেন। আপনার তৈরি পোস্ট দেখতে আমার কাছে বেশ ভালো লেগেছে। আসলে এই ধরনের ফুলের ঝুড়িগুলো তৈরি করে যদি পড়ার টেবিলের সাজিয়ে রাখা যায় দেখতে বেশ ভালো লাগে। ধন্যবাদ ধৈর্য সহকারে এত সুন্দর একটি পোস্ট তৈরি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 18 days ago 

আপনাকেও অনেক ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য।

 19 days ago 

খুবই অসাধারণ একটি জিনিস তৈরী করে দেখালেন আপু , আপনার কার্ডবোর্ড দিয়ে তৈরি ফুলের ঝুড়িটি সত্যিই খুবই সুন্দর হয়েছে। আমিও একদিন ট্রাই করবো , ঘর সাজানোতে বেশ উপকারে আসবে। আপনাকে ধন্যবাদ আপু।

 18 days ago 

আপনাকেও অনেক ধন্যবাদ আপু সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য।

 19 days ago 

আপু আপনার ঝুঁড়িটা বানানো মোটেও সহজ লাগছে না দেখে কঠিনই মনে হচ্ছে । আপনি যে কষ্ট করে বানিয়েছেন সেটা ঝুঁড়ি দেখেই বোঝা যাচ্ছে । আর কষ্ট করে আপনি তার ফল পেয়েছেন ঝুঁড়ি টা খুবই সুন্দর হয়েছে । আমি তো হঠাৎ করে দেখে বুঝতেই পারেনি এটি আপনি বানিয়েছেন । আমি প্রথমে ভেবেছি আপনি ঝুঁড়ি আর ফুল নিয়ে কিছু লিখেছেন পরে দেখলাম যে আপনি বানিয়েছেন সত্যি অনেক ভালো হয়েছে ।

 18 days ago 

ধন্যবাদ আপু সুন্দর সুন্দর মন্তব্য করে আমাকে উৎসাহিত করার জন্য।

 18 days ago 

প্রথম অবস্থায় আমি দেখে মনে করেছিলাম এগুলো মনে হয় বাঁশ। কার্ডবোর্ড গুলো একেবারে বাঁশের মতো দেখতে। সাধারণত এইরকম ঝুড়ি বাঁশ দিয়েই তৈরি করা হয়। ফুলের ঝুড়ি টা দারুণ তৈরি করেছেন আপু। বেশ চমৎকার লাগছে। আপনার ক্রিয়েটিভিটি আছে বলতে হবে। ধন্যবাদ আমাদের সাথে শেয়ার করে নেওয়ার জন্য আপনাকে।।

 18 days ago 

এই ঝুড়িটি তৈরি করতে আমার অনেক সময় লেগেছে এবং বেশ কষ্ট হয়েছে। আসলে এরকম কাজ আমি কখনো করিনি। ধন্যবাদ ভাইয়া।

 18 days ago 

কার্ডবোর্ড দিয়ে অনেক সুন্দর একটি ঝুড়ি তৈরি করেছেন আপু। এই ধরনের কাজগুলো করতে অনেকটা সময় লাগে। আপনার তৈরি করা ঝুড়িটি দেখতে কিন্তু খুবই সুন্দর হয়েছে। আমার কাছে অনেক ভালো লেগেছে। দারুন একটি পোস্ট শেয়ার করার জন্য ধন্যবাদ জানাচ্ছি।

 18 days ago 

ঠিক বলেছেন আপু এই ধরনের কাজ করতে অনেক সময় লাগে। আমার তৈরি করা ঝুড়ি আপনার কাছে ভালো লেগেছে শুনে খুশি হলাম। আপনার জন্য রইল শুভকামনা।

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.12
JST 0.027
BTC 64928.52
ETH 3525.30
USDT 1.00
SBD 2.36