ঠিক বলেছেন ভাইয়া হসপিটাল কখনো সুখের এবং শান্তির জায়গা হতে পারে না। এটা হচ্ছে দুখের এবং কষ্টে কাটানোর স্থান। যেখানে প্রতিটা সেকেন্ড টেনশন ছাড়া কিছুই করা যায় না । হার্টের রোগীদের অনেক সাবধানে রাখতে হয় ভাইয়া। যেহেতু আপনার বাবা-মা দুজনে হার্টের রোগী তাদের দিকে খুব ভালোভাবে খেয়াল রাখতে হবে। আপনার বাবা এবং মায়ের জন্য অনেক অনেক সুস্থতা কামনা করছি। দোয়া ও ভালোবাসা রইলো তাদের জন্য। এই চার দিন নিশ্চয় হসপিটালে আপনার অনেক ব্যস্ত এবং টেনশনে সময় কেটেছিল। তবে আপনার এই বিপদে হাফিজুল্লাহ ভাইয়া এবং আরিফ ভাই আপনাকে অনেক হেল্প করছে শুনে বেশ খুশি লাগলো।
জি আপু। আসলে হার্টের রোগীদের নিয়ে একটু টেনশন হয়।