You are viewing a single comment's thread from:
RE: ফেলা আসা জীবনের বন্ধুত্বের স্মৃতি।।"আমার বাংলা ব্লগ" প্রতিযোগিতা-২৪ || অক্টোবর-০৯/১০/২০২২।।
আপনার ছোটবেলার বন্ধুত্বের স্মৃতি পড়ে খুবই খারাপ লেগেছে। শান্তর কথা শুনে যেন আমার মাথার উপর দিয়েও আকাশ ভেঙ্গে পড়েছিল। সে ছোট্ট ছেলেটি আপনাকে ঐদিন যেভাবে বাঁচালো, হয়তো ও না থাকলে আপনি মরেই যেতেন, ওই তো সবাইকে ডেকে এনে আপনাকে নতুন একটা জীবন দিল। সৃষ্টিকর্তার একটি রহমত ছিল এটি। কিন্তু শান্ত মরে যাওয়াতে আমার খুবই খারাপ লেগেছে। যদি ছেলেটি বেঁচে থাকতে হয় তো আপনার সবচেয়ে প্রিয় বন্ধু হত ও। এরপরে আপনার বন্ধু তন্ময়ের কথা শুনেও একটু খারাপ লেগেছে। যাই হোক বেঁচে থাকুক আপনাদের সকলের বন্ধুত্ব এবং বন্ধুত্বের ভালোবাসা। শুভকামনা রইল আপনাদের জন্য।
ঐদিন যদি শান্ত না আসতো তাহলে আমি অবশ্যই মরে যেতাম। ভগবান দেবদূত হিসেবে হয়তো তাকে আমার কাছে পাঠিয়েছিল। কিন্তু নিয়তির কি নিষ্ঠুর পরিণতি আমাকে বাঁচিয়ে দিয়ে সে চলে গেল না ফেরার দেশে। আমি আসলে এই কথাগুলো কখনোই মনে করতে চাই না। মনে করলেই খুব কষ্ট লাগে।