DIY ( এসো নিজে করি)|| একটি বাঁশির মান্ডালা আর্ট || ১০% প্রিয় লাজুক -খ্যাক এর জন্য

in আমার বাংলা ব্লগ3 years ago

আসসালামু আলাইকুম।

সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভাল আছেন। আলহামদুলিল্লাহ আমিও বেশ ভাল আছি। বন্ধুরা আজকে আমি আপনাদের মাঝে আরেকটি নতুন আর্ট নিয়ে হাজির হয়েছি। আশা করি আপনাদের ভালো লাগবে। যেহেতু আমি আর্ট করতে পছন্দ করি সেহেতু আমি আপনাদের মাঝে নতুন নতুন আর্ট উপহার দিতে চেষ্টা করি। যদি আমার কোন ভুল হয় আশা করি আপনারা আমাকে ক্ষমা করবেন। এবং ভুলগুলো ধরিয়ে দিবেন।

20211030_124907.jpg

আর টি করতে আমার যা যা প্রয়োজন তা হলো:

  • কাগজ।
  • পেন্সিল।
  • স্কেল।
  • রাবার।
  • কালো মার্কার কলম।

20211029_221304.jpg

প্রথম ধাপ:

প্রথমে আমি পেন্সিল এবং স্কেল দিয়ে একটি বাঁশি একে নিলাম।
20211029_221242.jpg

দ্বিতীয় ধাপঃ

এরপর আমি বাঁশি টাকে কালো মার্কার কলম দিয়ে গাঢ় করে নিলাম।

20211029_221511.jpg

তৃতীয় ধাপঃ

এরপর আমি বাসি টাতে একটা দুইটা তিনটা করে ফুটা দিয়ে দিলাম। এবং একটু নকশা করে নিলাম।

20211029_222205.jpg

চতুর্থ ধাপঃ

এরপর আমি বাঁশিতে আরেকটু নকশা করে নিলাম।

20211029_222656.jpg

পঞ্চম ধাপঃ

এরপর আরেকটু নকশা করে নিলাম।

20211029_223023.jpg

ষষ্ঠ ধাপ:

এবং আমি বাসির সম্পূর্ণ নকশা শেষ করলাম।

20211029_223346.jpg

সপ্তম ধাপ:

এরপর আমি চাঁদা দিয়ে বাশির উপরে একটু গোল করে একে নিলাম ।

20211029_223624.jpg

অষ্টম ধাপ:

এরপর আমি গোলের ভিতরে আরও কয়েকটি গোল একে নিলাম। এবং উপরে একটু ডিজাইন করে নিলাম।

20211029_224829.jpg

নবম ধাপ:

এরপর আমি ভিতরে কয়েকটি পাতা একে আরেকটু ডিজাইন করে নিলাম।

20211029_230150.jpg

দশম ধাপ:

এরপর আমি উপরে আরেকটু ডিজাইন করে নিলাম।

20211029_230857.jpg

একাদশ ধাপ:

আমি আমি বাশির উপরে পেন্সিল দিয়ে দুটি ঝুমকার মত করে একে নিলাম।

20211029_231049.jpg

দ্বাদশ ধাপ:

এরপর আমি ঝুমকা গুলোকে কাল মার্কার কলম দিয়ে একটু ডিজাইন করে নিলাম।

20211030_104648.jpg

আর্ট এর সাথে তোলা আমার একটি ছবি আপনাদের সাথে শেয়ার করলাম।

20211030_124631.jpg

ধন্যবাদ আপনাদের সবাইকে আমার আর্টটি দেখার জন্য 🥰🥰

Sort:  
 3 years ago 

আপনি অসাধারণ একটা বাঁশি চিত্র অঙ্কন করেছেন। আর আপনার বাঁসি মান্ডালা আটটি চোখ জুড়ানোর মতন। মনে হয় যেন সত্যি কারের একটা বাঁশি। আপনি অনেক সুন্দর একটা চিত্র অংকন আমাদের উপহার দিয়েছেন। এবং অনেক সুন্দর করে উপস্থাপন করেছেন। এত সুন্দর বাঁশির মান্ডালা আর্ট আমাদের উপহার দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ আপু।

 3 years ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ । সুন্দর মন্তব্য করার জন্য।

 3 years ago 

আপনার চিত্র অংকন টি সত্যি খুব অসাধারণ হয়েছে। যা দেখে চোখ ধাঁধিয়ে গেল। আর এরকম পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য। আমার পক্ষ থেকে আপনাকে জানাই প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া।

 3 years ago 

ম্যান্ডেলা আর্ট বেশ সময় নিয়ে করতে হয় ।আপনার বাঁশির ম্যান্ডেলা আর্টটি খুবই সুন্দর হয়েছে
প্রতিটি ধাপ আপনি খুব সুন্দর করে বর্ণনা করেছেন। যেটি আমার কাছে খুবই ভালো লেগেছে ধন্যবাদ। আপনাকে আপনাকে আমাদের সঙ্গে আপনার পোস্টটি শেয়ার করার জন্য

 3 years ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনাকে আপু।

 3 years ago 

মেন্ডালা অংকন গুলো দেখলে আমি অবাক হয়ে যায়। এতো সুন্দর ভাবে কেমনে আকেন আপু।অত্যান্ত সুন্দর লাগছে দেখতে আর প্রতিটা ধাপ খুব সুন্দর ভাবে গুছিয়ে উপস্থাপন করেছেন আপু শুভ কামনা রইলো।

 3 years ago 

একটি বাঁশির মান্ডালা আর্টটি দেখে সত্যিই আমি অভিভূত হয়ে গেলাম। খুবই চমৎকার বাঁশির মান্ডালা করেছেন আপনি।শুভকামনা আপনার জন্য♥♥

 3 years ago 

বাঁশির মন্ডোলা চিত্র অংকনটি দেখে আমি সত্যি মুগ্ধ হয়ে গেছি। আমার খুবই ভালো লেগেছে। আপনি খুবই সুন্দরভাবে উপস্থাপন করেছেন।এটি শিখতে পেরেছি। আপনার জন্য শুভকামনা।

 3 years ago 

আপনার জন্য ও শুভকামনা রইল। আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া। সুন্দর মন্তব্য করার জন্য।

 3 years ago 

মান্ডালা আর্ট গুলো বরাবরই খুব ভালো লাগে। তাও আবার যদি আর্টগুলো ইউনিক হয় তাহলে তো কোন কথাই নেই।আপু আপনার করা মান্ডালা আর্টটি অসাধারণ সুন্দর হয়েছে এবং ইউনিক হয়েছে। ধন্যবাদ এত সুন্দর একটি আর্ট আমাদের সাথে শেয়ার করার জন্য। অনেক শুভকামনা রইল আপনার জন্য।

 3 years ago 

আপু আপনাকে ও অসংখ্য ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য। ❤️

 3 years ago 

আপু আপনি অসাধারণ সুন্দর ভাবে বাঁশির মান্ডালা করেছেন। পাশাপাশি প্রতিটি ধাপের আপনি খুব সুন্দরভাবে বর্ণনা করেছে সত্যি আমাকে অনেক মুগ্ধ করেছে। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল

Hi, @aflatunn,

Thank you for your contribution to the Steem ecosystem.


Please consider voting for our witness, setting us as a proxy,
or delegate to @ecosynthesizer to earn 100% of the curation rewards!
3000SP | 4000SP | 5000SP | 10000SP | 100000SP

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.12
JST 0.028
BTC 64252.58
ETH 3495.24
USDT 1.00
SBD 2.50