নুসুরা আপুর জন্মদিন উপলক্ষে রঙিন কাগজের কার্ড তৈরি।

in আমার বাংলা ব্লগ2 years ago
আসসালামু আলাইকুম।

সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। বন্ধুরা আমি আপনাদের মাঝে একটি নতুন পোস্ট নিয়ে উপস্থিত হয়েছি। আশা করি আপনাদের সকলের ভালো লাগবে। নুসুরা আপুর জন্মদিন উপলক্ষে রঙিন কাগজের কার্ড তৈরি।রঙ্গিন কাগজ দিয়ে জিনিসপত্র তৈরি করতে আমার কাছে খুবই ভালো লাগে। তাই ভাবলাম @nusuranur আপুর জন্মদিন উপলক্ষে রঙিন কাগজ দিয়ে কিছু একটা তৈরি করি। পুরনো বছর শেষেই নুসরাপুর নতুন বছর শুরু। আপুর জন্য জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা রইল ।আশা করি তার আগামীর দিনগুলো অনেক অনেক ভাল কাটুক, দুঃখ কষ্ট সব কেটে যাক। ভালোবাসায় এবং ভালোলাগায় তার নতুন আরেকটি বছর শুরু হোক। ভেবেই ভালো লাগছে,আজকে একসাথে দুটো পার্টি হবে আপুর, একটা হল থার্টি ফাস্ট নাইট এবং আরেকটা হল জন্মদিনের পার্টি ।আমরা কিন্তু আপু দুটোতেই অংশ গ্রহণ করতে চাই।

তাহলে শুরু করা যাক

Screenshot_20221231-170252_Collage Maker - GridArt.jpg

GridArt_20221231_165859501.jpg

এটি বানাতে আমার যা যা প্রয়োজনঃ
  • কাগজ।
  • কেচি।
  • আঠা।
  • জেলপেন।
  • পুঁতি
প্রথম ধাপ:
  • প্রথমে আমি কাগজের মাঝখান বরাবর একটি ভাঁজ দিয়ে ,ভাজ করে নেব।

GridArt_20221231_164255645.jpg

দ্বিতীয় ধাপ:
  • এরপর মাঝ খান বরাবর একটা লাভ এঁকে নিব।

GridArt_20221231_164348398.jpg

তৃতীয় ধাপ:
  • এরপর পেন্সিলের দাগের উপর কেঁচি দিয়ে লাভ টি কেটে নেব।

GridArt_20221231_164428389.jpg

চতুর্থ ধাপ:
  • এরপর আমি ভিতরের পার্ট এ নীল রঙের কাগজ আঠা দিয়ে লাগিয়ে নেব।

GridArt_20221231_164454895.jpg

পঞ্চম ধাপ:
  • এরপর আমি ছোট এক টুকরো কাগজ মাঝখান বরাবর ভাঁজ করে নেব।

GridArt_20221231_164520014.jpg

ষষ্ঠ ধাপ:
  • এরপর মাঝখান বরাবর আরো একটি ভাঁজ দিয়ে কোনাকুনিভাবে আরও একটি ভাঁজ দিয়ে নেব। এবং কেচি দিয়ে ফুল আকৃতিতে কেটে নেব।

GridArt_20221231_164539369.jpg

সপ্তম ধাপ:
  • এরপর মাঝখানে আঠা লাগিয়ে পুঁতি লাগিয়ে নেব।

GridArt_20221231_164635801.jpg

সর্বশেষ ধাপ:
  • এরপর আমি মাঝখানে নুসরা আপুকে উইশ করে হ্যাপি বার্থডে লিখে দিব।

GridArt_20221231_164727949.jpg

ধন্যবাদ আপনাদের সবাইকে আমার পোষ্ট টি দেখার জন্য।
Sort:  
 2 years ago 

নুসুরা আপুকে জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছ। আপনি নুসুরা আপুর জন্য সুন্দর একটি কার্ড তৈরি করেছেন।ধাপগুলোও অনেক সুন্দর করে আমাদের সাথে শেয়ার করেছেন। অনেক অনেক শুভ কামনা আপনার জন্য।

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 2 years ago 

প্রথমেই জানাই নুসু আপুর জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা। আপনি তো নুসু আপুর জন্মদিন উপলক্ষে খুব চমৎকার একটি কার্ড তৈরি করুন। এটি দেখেই আমার কাছে বিশেষ করে অনেক ভালো লাগলো। চারপাশের ফুল গুলো দেখতে অনেক সুন্দর দেখাচ্ছে। এরকম কার্ড গুলো তৈরি করতে অনেক সময় লাগে। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

 2 years ago 

আজ যে আপুর জন্মদিন তা তো জানতাম না,আপুর জন্য অনেক অনেক দোয়া ও ভালোবাসা জানাই🥰।
খুব সুন্দর একটি বার্থডে কার্ড বানিয়েছেন আপু,নুসুরা আপু দেখলে নিশ্চয় খুব খুশি হবেন।
শুভ কামনা জানাই ☺️।

 2 years ago 

ওয়াও হ্যাংআউটে শুধু আরিফ ভাইযের জন্মদিন সেটা শুনেছি ৷ কিন্তু নূসুরা আপুরও জন্মদিন শুনে অনেক ভালো লাগলো ৷
যা আপুর জন্য অনেক শুভকামনা ৷
আর আপনি জন্মদিন উপলক্ষে তো দারুন কিছু গিফ করছেন ৷
নুসুরা আপুর জন্মদিন উপলক্ষে রঙিন কাগজের কার্ড তৈরি ৷ প্রতিটি ধাপ অনেক সুন্দর ছিল ৷

 2 years ago 

নুসুরা আপুর জন্মদিন উপলক্ষে রঙিন কাগজ দিয়ে সুন্দর একটি কার্ড বানিয়েছেন।ফুল গুলো দেখতে বেশ ভালো লাগছে।প্রতিটি ধাপ খুব সুন্দর করে দেখিয়েছেন। ধন্যবাদ

 2 years ago 

প্রথমে জানাচ্ছি নূর আপুকে জন্মদিনের শুভেচ্ছা রইলো।নুর আপুর জন্মদিন উপলক্ষে রঙিন কাগজের কার্ড তৈরি করাটা চমৎকার ভাবে ফুটিয়ে তুলেছেন প্রথম থেকে শেষ পর্যন্ত।পুতি গুলো দেওয়ার কারনে আমার কাছে অনেক সুন্দর লাগছে।আপু দেখলে আশা করছি অনেক খুশি হবে।

 2 years ago (edited)

প্রথমেই জানাচ্ছি নুর আপুকে জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা।
আজকে আপুর জন্মদিন ছিল তা আমি জানতাম না। আপনার এই পোষ্টের মাধ্যমে জানতে পারলাম। আসলে আজকে দুটো পার্টি হবে । আপুর জন্মদিন উপলক্ষে রঙিন কাগজ দিয়ে খুব সুন্দর একটি কার্ড তৈরি করেছেন আপনি। যা আসলেই প্রশংসনীয়। আপনার জন্য শুভকামনা রইল।

শুধু তো বানালেই হবে না, সেটা তো @nusuranur অপুকে দেওয়ার ব্যাবস্থা করতে হবে। হা হা হা... তবে দেখতে কিন্তু অসম্ভব সুন্দর হয়েছে। বিশেষ করে কালার কম্বিনেশনটা।

 2 years ago 

প্রথমে নুসুরা আপুকে জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা। বেশ কয়েকজনের পোষ্টের মাধ্যমে জানতে পারলাম উনার জন্মদিনের কথা। আপনি রঙিন কাগজ দিয়ে সুন্দর উপহার বানিয়েছেন নুসুরা আপুর জন্য এবং সেটা আমাদের সাথে শেয়ার করার জন্য ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.16
JST 0.030
BTC 58430.93
ETH 2504.31
USDT 1.00
SBD 2.39