|| পাংগাস মাছ দিয়ে বেগুন ভুনার স্পেশাল রেসিপি ||১০% পে-আউট প্রিয় লাজুক-খ্যাক এর জন্য

in আমার বাংলা ব্লগ3 years ago (edited)

আসসালামু আলাইকুম।

সবাই কেমন আছেন? আশা করি সবাই ভাল আছেন।আমিও আল্লাহর রহমতে ভালো আছি। বন্ধুরা আজকে আমি আপনাদের মাঝে নতুন একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি। আশা করি আপনাদের ভালো লাগবে রেসিপি টা হল পাংগাস মাছ দিয়ে বেগুন ভুনার স্পেশাল রেসিপি ।এটা আমার খুব পছন্দের একটি রেসিপি ।এবং আমাদের বাসার সবাই অনেক পছন্দ করে ।

তো বন্ধুরা যদি আমার কোন ভুল হয় আশাকরি সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন এবং আমাকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবে।

তাহলে শুরু করা যাক।

GridArt_20220209_205916403.jpg

রেসিপিটি তৈরি করতে আমার যা যা প্রয়োজন:

  • পাঙ্গাস মাছ
  • বেগুন
  • টমেটো
  • পেঁয়াজ
  • কাঁচা মরিচ
  • ধনিয়া পাতা
  • হলুদের গুঁড়া
  • মরিচের গুঁড়া
  • রসুন
  • লবণ এবং তেল

GridArt_20220209_202130872.jpg

20220207_114656.jpg

প্রথম ধাপ:

প্রথমে আমি মাছ গুলোর সাথে হলুদ মরিচ এবং লবন দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব।

GridArt_20220209_202327627.jpg

দ্বিতীয় ধাপ:

এরপর আমি চুলায় একটি ফ্রাইপেন বসিয়ে তাতে তেল দিয়ে মাছ গুলো দিয়ে দিব।

GridArt_20220209_202355818.jpg

তৃতীয় ধাপ:

মাছগুলোকে আমি ভালোভাবে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নেবো। বাদামি কালার হলে মাছ গুলো তুলে নিব।

GridArt_20220209_202424784.jpg

চতুর্থ ধাপঃ

এরপর আমি সেই ফ্রাইপেনে পেঁয়াজ এবং কাঁচা মরিচ দিয়ে দিব।

20220207_114725.jpg

পঞ্চম ধাপঃ

পেঁয়াজ কাঁচামরিচ গুলো ভাজা হলে তাতে আমি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া জিরা গুঁড়া রসুন দিয়ে দিব ।এবং কিছুক্ষণ ভালোভাবে ভেজে নেব।

20220207_115055.jpg

৬ষ্ঠ ধাপ:

এরপর আমি টমেটো গুলো দিয়ে দিব সাথে সামান্য পানি দিয়ে দিব।

GridArt_20220209_203304431.jpg

৭ম ধাপ:

টমেটো গুলো ভালোভাবে হয়ে গেলে আমি তাতে বেগুন দিয়ে দিব। এবং পরিমাণমতো পানি দিয়ে ভালোভাবে ঢাকনা দিয়ে রেখে দেবো।

GridArt_20220209_203334766.jpg

৮ম ধাপ:

বেগুন গুলো ভালোভাবে সিদ্ধ হয়ে গেলে আমি তাতে মাছ গুলো দিয়ে দিব এবং আর একটু পানি দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো।

GridArt_20220209_203400989.jpg

সর্বশেষ ধাপ

যখন দেখব যে ঝোল টা ঘন হয়ে এসেছে তখন চুলা থেকে নামিয়ে নেবে।

GridArt_20220209_203420519.jpg

ব্যাস হয়ে গেল আমার আজকের মজাদার রেসিপি পাংগাস মাছ দিয়ে বেগুন ভুনা রেসিপি।

আমার আজকের রেসিপি এর সাথে আমার একটি সেলফি।

IMG-20220209-WA0027.jpg

ধন্যবাদ আপনাদের সবাইকে আমার পোস্ট টি দেখার জন্য

Sort:  

ওয়াও অসাধারণ আমার পছন্দের একটা রেসিপি শেয়ার করেছেন খুবই ভালো লাগলো। পাংগাস মাছের রেসিপি খেতে খুবই দারুণ লাগে আমার কাছে। আমি এটা একটু বেশি পছন্দ করি খেতে তাই আমার কাছে খুবই ভালো লাগে। বিশেষ করে আপনার রেসিপি টাও চমৎকার হয়েছে আপু। আপনি খুবই সুন্দর করে রান্না করেছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু আমাদের মাঝে এতো সুন্দর একটা লোভনীয় রেসিপি শেয়ার করার জন্য। অনেক অনেক শুভকামনা রইলো আপনার জন্য আপু।

 3 years ago 

আপনার পাংগাস মাছ দিয়ে বেগুন ভুনার খুবই অসাধারণ হয়েছে । আপনি খুব সুন্দর করে দক্ষতা সহকারে বেগুন দিয়ে পাঙ্গাস মাছ রান্না করেছেন আপনার রন্ধনপ্রণালী খুবই ভালো ছিল। এত সুন্দর রেসিপি পোস্ট শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই । আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

 3 years ago 

EZrGNWcrMDNczaEXa66AEJHcKH7nrfa7r2fnEEb26owGbKmVZzVNY38ZTpQGcSKBRTWKQQ1NYenwo9LEQ2PvU7bfyvF5uQyBcpg9GAJ2va...2w7ep3LhhQa9kvWQkCLWjKffNejcyyHjp9ScganhREzkD3tjt9Po5p3UVrueKo7yazdVpNDXMDDSuBxwSR2of5d3Hw7x1SEccV31Hi7jLan7SSYxXeu1BPFSh4.png

ওয়াও! আপু আপনার রেসিপিটি অনেক লোভনীয় হয়েছে। আপনি অনেক সুন্দর ভাবে রেসিপিটি পরিবেশ করেছেন। আপনার উপস্থাপনা আমার অনেক ভালো লাগছে। আশা করি সামনে আরো সুন্দর সুন্দর রেসিপি আমাদের উপহার দিবেন। আপনার জন্য শুভকামনা রইলো।

EZrGNWcrMDNczaEXa66AEJHcKH7nrfa7r2fnEEb26owGbKmVZzVNY38ZTpQGcSKBRTWKQQ1NYenwo9LEQ2PvU7bfyvF5uQyBcpg9GAJ2va...2w7ep3LhhQa9kvWQkCLWjKffNejcyyHjp9ScganhREzkD3tjt9Po5p3UVrueKo7yazdVpNDXMDDSuBxwSR2of5d3Hw7x1SEccV31Hi7jLan7SSYxXeu1BPFSh4.png

 3 years ago 

আপনার তৈরি করা পাংগাস মাছ দিয়ে বেগুন ভুনার রেসিপি থেকেই জিভে জল চলে আসলো । আপনার তৈরি করা রেসিপিটি দেখতে যেমন সুন্দর হয়েছে তেমনি লোভনীয় হয়েছে । তাছাড়া রেসিপি টির ধাপগুলো অনেক সুন্দর ভাবে উপস্থাপন করেছেন । এত সুন্দর একটি রেসিপি আমাদের সামনে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ।

তাছাড়া আপনার জন্য শুভকামনা রইল

আপনার পাংগাস মাছ রান্না করা কৌশলটা আমার খুবই ভালো লেগেছে। আপনি পাঙ্গাস মাছ এত সুন্দর ভাবে উপস্থাপন করেছেন যেন মনে হচ্ছে তাই মাংসের রেসিপি। আপনাকে এত সুন্দর একটি রেসিপি শেয়ার করার জন্য ধন্যবাদ।

 3 years ago 

আপনি সত্যিই একটি খুব সুস্বাদু খাবার তৈরি করেছেন, আমি যখন এই রেসিপিটি দেখেছিলাম তখন আমি ক্ষুধার্ত হয়ে গিয়েছিলাম এবং সত্যিই এটি চেষ্টা করতে চেয়েছিলাম, একটি খুব সুস্বাদু রেসিপি শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।

 3 years ago 

পাংগাস মাছ দিয়ে বেগুন ভুনার স্পেশাল রেসিপি দারুন হয়েছে। দেখেই বোঝা যাচ্ছে আপনি অনেক মজাদার একটি রেসিপি তৈরি করেছেন। আপনার রেসিপি তৈরির প্রসেস আমার কাছে ভালো লেগেছে। অনেক মজাদার রেসিপি সকলের মাঝে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। শুভকামনা রইল আপনার জন্য।

 3 years ago 

ইয়া বড় বড় সাইজের পাঙ্গাস মাছ দেখেই তো খেতে ইচ্ছে করছে। যদিও পাঙ্গাস মাছ তেমন একটা খাই না তবে আপনার রেসিপির ছবি দেখে লোভ সামলানো মুশকিল। লোভনীয় রেসিপিটি আমাদের মাঝে উপস্থাপন করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপু।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.15
JST 0.029
BTC 61952.36
ETH 2417.96
USDT 1.00
SBD 2.64