DIY ( এসো নিজে করি)|| একটি লাজুক -খ্যাক এর মান্ডালা আর্ট || ১০% প্রিয় লাজুক -খ্যাক এর জন্য

in আমার বাংলা ব্লগ3 years ago

আসসালামু আলাইকুম।

সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। বন্ধুরা আমি আপনাদের মাঝে একটি নতুন পোস্ট নিয়ে উপস্থিত হয়েছি। আশা করি আপনাদের সকলের ভালো লাগবে।আমি একটি লাজুক -খ্যাক মান্ডালা আর্ট শেয়ার করবো আপনাদের সাথে। আমি এর প্রত্যেকটা ধাপ আপনাদের মাঝে ভালোভাবে উল্লেখ করব।যদি আমার কোন ভুল হয় আশা করি ধরিয়ে দিবেন।তাহলে শুরু করা যাক।

received_1206698159868220.jpeg

received_441019470703784.jpeg

আর্ট টি করার জন্য আমার যা যা প্রয়োজনঃ

  • সাদা কাগজ
  • পেন্সিল
  • রাবার
  • কালো মার্কার কলম

received_905818420035142.jpeg

প্রথম ধাপ

প্রথমে আমি লাজুক -খ্যাক এর মাথা এঁকে নিয়েছি।

received_273604338026952.jpeg

দ্বিতীয় ধাপঃ

এরপর আমি লাজুক -খ্যাক এর কান এঁকে নিয়েছি।

received_172629595077153.jpeg

তৃতীয় ধাপঃ

এরপর আমি লাজুক -খ্যাক এর লেজ এবং শরিল এঁকে নিয়েছি।

received_318729376729735.jpeg

চতুর্থ ধাপঃ

এরপর আমি এরপর লাজুক -খ্যাক এর চোখ এবং মুখের দিকে একটু এঁকে নিয়েছি।

received_1059197398175230.jpeg

পঞ্চম ধাপঃ

এরপর আমি একটি প্রজাপতি এঁকে নিয়েছি।

received_868668317155100.jpeg

ষষ্ঠ ধাপ:

এরপর আমি কালো মার্কার কলম দিয়ে গাঢ় করে নিলাম।

IMG-20211106-WA0003.jpg

সপ্তম ধাপ:

এরপর আমি লেজ এর ভিতরে ডিজাইন করে নিলাম।

IMG-20211106-WA0005.jpg

অষ্টম ধাপ:

এরপর আমি লাজুক -খ্যাক এর শরীল ডিজাইন করে নিলাম।

IMG-20211106-WA0007.jpg

নবম ধাপ:

এরপর আমি প্রজাপতি টাকে ডিজাইন করে নিলাম।

received_1002278740618920.jpeg

সর্বশেষ ধাপ:

এরপর সম্পূর্ণটা কাল মার্কার কলম দিয়ে আরেকটু
গাঢ় করে নেব।

received_441019470703784.jpeg

আর্টটি সহ আমার একটি ছবি।

20211024_154746.jpg

ধন্যবাদ সবাইকে আমার পোস্ট টি দেখার জন্য। 😍😍

Sort:  
 3 years ago 

খুব সুন্দর করে ম্যান্ডেলা আর্ট করেছেন আপু। খুব গর্জিয়াসভাবে তৈরি করেছেন। অনেক শুভকামনা রইল আপনার জন্য।

 3 years ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু। সুন্দর মন্তব্য করার জন্যে। আপনার জন্য ও শুভকামনা রইলো আপু।

 3 years ago 

লাজুক খ্যাক এর মান্ডালা আর্ট অনেক সুন্দর হয়েছে আপু। আপনার অঙ্কন এর দক্ষতা দেখে আমি মুগ্ধ হয়ে গেছি। আপনি দারুণভাবে মান্ডালা চিত্র অঙ্কন করেছেন। আমার কাছে খুবই ভালো লেগেছে। ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া। সুন্দর মন্তব্য করার জন্যে।

লাজুক খ্যাঁকের ম্যান্ডেলা আর্ট সুন্দর হয়েছে আপু। যা সত্যি দেখার মত একটা দৃশ্য। অনেক সুন্দর করে প্রতিটা ধাপ উপস্থাপন করেছেন আমাদের সাথে। শুভেচ্ছা ও অভিনন্দন রইল।

 3 years ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া। সুন্দর মন্তব্য করার জন্যে।আপনাকে ও অভিনন্দন।

 3 years ago 

আপনি খুব সুন্দর করে লাজুক খ্যাক এর আর্ট টি করেছেন ।দেখতে খুবই ভালো লাগছে আমার কাছে ।প্রতিটি ধাপ আপনি এতো সুন্দর করে দেখিয়েছেন যে আপনার সবগুলো ধাপ দেখে খুব সহজে বোঝা যাচ্ছে আপনি কিভাবে লাজুক খ্যাক অঙ্কন করেছেন ।ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে এত সুন্দর একটি লাজুক খ্যাক শেয়ার করার জন্য।

 3 years ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু। সুন্দর মন্তব্য করার জন্যে।

 3 years ago 

আসলেই অনেক আমাদের সকলের প্রিয় লাজুক খ্যাঁক এর ছবি মানেই একদম আকর্ষণীয় কিছু। অনেক সুন্দর ভাবে আপনি ম্যান্ডেলা অঙ্কন করেছেন। প্রতিটি ধাপ খুব সুন্দর ভাবে আমাদের মাঝে তুলে ধরেছেন। খুবই ভালো লাগলো। আপনার প্রতি শুভকামনা রইল।

 3 years ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া। সুন্দর মন্তব্য করার জন্যে।

 3 years ago 

খুবই সুন্দর হয়েছে আপনার লাজুক খ্যাকের চিত্র টি দেখতে অসাধারণ লাগছে আমার কাছে খুবই ভালো লেগেছে সেই সাথে ধাপগুলো সুন্দরভাবে বর্ণনা করেছেন শুভকামনা থাকলো আপনার জন্য

 3 years ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া। সুন্দর মন্তব্য করার জন্যে।

বেশ কমপ্লিকেটেড একটি আর্ট করেছেন আপু। বেসিক টা সহজ হলোও ভিতরের নকশা গুলি করতে বেশ কষ্ট হয়েছে মনে হচ্ছে। সময় ও লেগেছে বটে। এইজন্যই জিনিসটা এত দারুন লাগছে। শুভকামনা রইল আপনার জন্য।

Hi, @aflatunn,

Thank you for your contribution to the Steem ecosystem.


Please consider voting for our witness, setting us as a proxy,
or delegate to @ecosynthesizer to earn 100% of the curation rewards!
3000SP | 4000SP | 5000SP | 10000SP | 100000SP

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.18
JST 0.032
BTC 87512.19
ETH 3031.52
USDT 1.00
SBD 2.72