টিনটিন বাবুর জন্মদিন উপলক্ষে রঙিন কাগজ দিয়ে একটি কার্ড তৈরি।

in আমার বাংলা ব্লগ2 years ago (edited)
আসসালামু আলাইকুম।

সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। বন্ধুরা আপনারা সকলেই জানেন আজকে আমাদের মিষ্টি ছেলে টিনটিন বাবুর জন্মদিন। তার জন্মদিন উপলক্ষে ছোট্ট একটি কবিতা,

আকাশ বাতাস ভরা আলো,
দাদা বৌদির আজ দিনটি ভালো।
আজকের দিনে এসেছি টিনটিন,
ঘুরে ফিরে এসেছে গল্টু বাবুর শুভ জন্মদিন।
চারদিকে আজ বাজছে বিন,
টিনটিন কে জানাই শুভ জন্মদিন।
মিষ্টি হাসি মিষ্টি মুখ,
কেটে যাক তোমার জীবনের সকল দুঃখ।

আমি কবিতা খুব একটা লিখতে পারিনা কিন্তু চেষ্টা করেছি টিনটিন কে নিয়ে নিজের মনের ভাষা গুলো কবিতা আকার এখানে তুলে ধরার।

টিনটিন তো খুব দূরে, কাছে গিয়ে তো কোন গিফট দিতে পারব না।তাই টিনের জন্য ছোট্ট একটি রঙিন কাগজ দিয়ে কার্ড বানিয়েছি, যদি টিনটিন এটি দেখে আশা করি তার ভালো লাগবে।এবং টিনটিন এর জন্য রইল অনেক অনেক ভালোবাসা ও শুভকামনা। আশা করি তার আগামীর দিনগুলো খুব ভালো কাটবে। এবং সব সময় বাবা মার লক্ষ্মী ছেলে হিসেবে থাকবে।

তাহলে শুরু করা যাক

GridArt_20220926_160440420.jpg

GridArt_20220926_160536018.jpg

GridArt_20220926_160400563.jpg

এটি বানাতে আমার যা যা প্রয়োজনঃ
  • সাদা কাগজ,রঙিন কাগজ।
  • কেচি।
  • আঠা।
  • রঙ।
  • পুঁতি ।
  • পেন্সিল।
  • জেল পেন।

GridArt_20220926_204304635.jpg

প্রথম ধাপ:
  • প্রথমে আমি সাদা কাগজটি এইভাবে মাঝখান থেকে একটি ভাজ করে নিব।

GridArt_20220926_163000543.jpg

দ্বিতীয় ধাপ:
  • এরপর সাদা কাগজ কে এইভাবে ছোট ছোট করে কয়েকটি ভাজ করে নিব।

GridArt_20220926_163029777.jpg

তৃতীয় ধাপ:
  • এবং পেন্সিল দিয়ে ফুল এঁকে কেচির সাহায্যেই কেটে নিব।

GridArt_20220926_163055018.jpg

চতুর্থ ধাপ:
  • এরপর ফুলের একটি পাঁপড়ি কেটে , আঠা লাগিয়ে একপাশ থেকে এনে অন্য পাশের সাথে জোড়া লাগিয়ে নেব।

GridArt_20220926_163141916.jpg

পঞ্চম ধাপ:
  • এরপর মাঝখানে আঠা লাগিয়ে ভিতরে পুঁতি লাগিয়ে দিব।

GridArt_20220926_163209409.jpg

ষষ্ঠ ধাপ:
  • এরপর রঙিন কাগজ টি মাঝ খানে কেটে এইভাবে ভাজ করে নিব দুটোকেই।

GridArt_20220926_163259099.jpg

সপ্তম ধাপ:
  • এরপর নিচের দিকে এইভাবে আঠা লাগিয়ে নেব।

GridArt_20220926_163339773.jpg

অষ্টম ধাপ:
  • এরপর কাগজের দুই পাশে আঠা লাগিয়ে ,ভাজ করা রঙিন কাগজ গুলো লাগিয়ে দিব।

GridArt_20220926_163426111.jpg

নবম ধাপ:
  • এরপর সাদা কাগজ দিয়ে বানানো ফুল গুলো লাগিয়ে দিব ,তিন পাশে।এবং ভিতরে ডিজাইন করে নেব।

GridArt_20220926_163456948.jpg

সর্বশেষ ধাপ:
  • এরপর আমি ভিতরে একটু রঙ ছড়িয়ে টিনটিন এর জন্য কিছু কথা লিখে দিলাম।

GridArt_20220926_163528453.jpg

ধন্যবাদ আপনাদের সবাইকে আমার পোষ্ট টি দেখার জন্য।
Sort:  
Loading...
 2 years ago 

টিনটিনের জন্য জন্ম দিনের শুভেচ্ছা। আসলে আপু টিনটিন বাবু তো অনেক দূরে গিয়ে তো গিফট দেওয়ার মতো কিছুই নেই,ভালোবাসা ছাড়া।রঙিন কাগজ দিয়ে সুন্দর একটি কার্ড তৈরি করেছেন।ফুলের ভিতর পুঁতি লাগিয়ে দেওয়াতে অসাধারণ লাগছে। ধন্যবাদ

 2 years ago 

জি আপু আপনি ঠিক বলেছেন দূর থেকে আমরা ওর জন্য কিছুই করতে পারবো না ।তাই ওর জন্য দোয়া এবং ভালোবাসা ছাড়া আমাদের কাছে আর কিছুই নেই ।দোয়া করিও ভাল থাকুক ভালোভাবে বড় হোক ।বাবা মার মত হোক এবং তার আলো ছড়িয়ে পড়ুক চারদিকে।

 2 years ago 

টিনটিন জন্মদিন উপলক্ষে খুবই চমৎকার একটা কার্ড তৈরি করে আজকে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন আপু। দূরে বলে আপনি কার্ডটি পৌঁছে দিতে পারছেন না তাতে কি হয়েছে এখন আধুনিক যুগ আপনি যেভাবে পৌঁছানোর চেষ্টা করেছেন সেটাই অনেক বড় একটা ব্যাপার বলে আমি মনে করি। আসলে উপহার পৌঁছে দেবার থেকে আমাদের ভালবাসাটাই বড় বিষয়। আমরা সকলেই আমাদের সবার প্রিয় টিনটিন বাবুকে অনেক ভালোবাসি।

 2 years ago 

জি ভাইয়া দূরে বলে কার্ড টি ওর কাছে পৌঁছে দিতে পারব না। কিন্তু ও যদি দেখে অনেক খুশি হবে ।আমি চেষ্টা করেছি ওর পছন্দ মত কিছু করার যাতে ওর ভালো লাগে ।তাই ওর জন্য দূর থেকে ভালোবাসা ও দোয়া ছাড়া আমাদের কাছে আর কিছুই নেই ভালো থাকুক ভালোভাবে বড় হোক।

 2 years ago 

টিনটিন বাবুর জন্মদিন উপলক্ষে রঙিন কাগজ দিয়ে খুবই সুন্দর একটি কার্ড বোর্ড তৈরি করেছেন। রঙিন কাগজ দিয়ে এরকম জিনিসপত্র তৈরি করতে অন্যরকম একটি ভালো লাগে। আপনি অনেক সময় ব্যবহার করে এই কার্ডবোর্ড তৈরি করেছেন।

 2 years ago 

ভাই আমার কাছে ভালো লাগে রঙিন কাগজ দিয়ে নতুন নতুন জিনিসপত্র তৈরি করতে। কিন্তু ঘরে ছোট বাবু থাকার কারণে এগুলো আসলে করতে পারিনা mতার পরেও চেষ্টা করেছি টিনটিনের জন্মদিন উপলক্ষে একটি কার্ড তৈরি করার আপনাদের ভালো লেগেছে শুনে খুবই ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

টিনটিন বাবুকে জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা জানাই। আপনি টিনটিন বাবুর জন্মদিন উপলক্ষে খুব সুন্দর একটি কার্ড বানিয়েছেন। আমার কাছে আপনার এই কার্ড অনেক ভালো লেগেছে। ধাপগুলি খুব সুন্দর করে বর্ণনা করেছেন। কালার কম্বিনেশন খুব সুন্দর করে মিলিয়েছেন।ধন্যবাদ এত সুন্দর একটি আর্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

জি আপু আমার কাছে রঙিন কাগজের এমন কার্ডগুলো অনেক ভালো লাগে। ছোটবেলায় এগুলো অনেক বানাতাম। কিন্তু এখন সময়ের স্বল্পতার কারণে এবং ছোট বাচ্চা থাকার কারণে এগুলো খুব একটা বানাতে পারি না। তারপরেও মাঝে মাঝে চেষ্টা করি।

 2 years ago 

প্রথমে টিন টিনের জন্মদিনে অনেক অনেক শুভেচ্ছা। আপনি খুব অসাধারণ ভাবে একটি জন্মদিনের কার্ড বানিয়েছেন। দেখতে খুব ভালো লাগলো আমার। খুব সুন্দর করে সাজিয়ে আমাদের মাঝে উপস্থাপনা করেছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ শেয়ার করার জন্য ।এবং অনেক অনেক শুভকামনা রইলো।

 2 years ago 

জি আপু চেষ্টা করেছি সুন্দর করে কার্ডটি বানানোর জন্য যেহেতু টিনটিন বাবুর জন্মদিন যাতে ও দেখে খুশি হয়। আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপন সুন্দর মন্তব্য করে উৎসাহিত করার জন্য এবং আপনার জন্য ও অনেক অনেক শুভকামনা ও ভালোবাসা রইলো।

 2 years ago 

দারুন আইডিয়া শেয়ার করেছেন আপু।টিনটিন বাবুর জন্মদিন উপলক্ষে রঙিন কাগজ দিয়ে কার্ড তৈরি করাটা চমৎকার হয়েছে।রঙ ছড়িয়ে দেওয়ার জন্য বেশি ভালো লেগেছে। টিনটিন বাবুর জন্মদিনে অনেক অনেক ভালোবাসা রইলো। বানানোর প্রসেস টা সুন্দর ভাবে ফুটিয়ে তুলেছেন প্রথম থেকে শেষ পর্যন্ত। ধন্যবাদ আপনাকে আপু।

 2 years ago 

জি ভাইয়া যেহেতু টিনটিন এর জন্য কিছু করতে পারবো না। তাই দূর থেকেও খুশি করার জন্য সামান্য এই কাগজের কার্ড ই তৈরি করতে পারলাম। আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্য করার জন্য। শুভেচ্ছা রইল আপনার জন্য।

 2 years ago 

আপু আপনি তো টিনটিন বাবুর জম্মদিনে খুব সুন্দর ‍উপহার দিয়ে দিলেন। আফসোস আমার আমি এরকম সুন্দর ভাবে কার্ড বানিয়ে টিনটিন কে দিতে পারলাম না।

 2 years ago 

কেন পারেননি আপু কোন সমস্যা ছিল নাকি ব্যস্ততার কারণে? যদিও আমি খুব ব্যস্ত ছিলাম কিন্তু তার পরেও চেষ্টা করেছি টিনটিন কে উইশ করার জন্য একটি কার্ড বানানোর। বানানোর পর আমার কাছে খুব ভালো লেগেছে। তবে অনেক সময় লেগেছিল এটা বানাতে আপু।

 2 years ago 

টিনটিনের জন্মদিন উপলক্ষ্যে আমরা কমিউনিটি তে যে যেমন ভাবে পেরেছি উজ্জাপন করেছি। টিনটিন বড় হয়ে যখন দেখবে, ভীষণ খুশি হয়ে যাবে ভেবে যে এই আঙ্কেল আন্টিরা আমায় কত ভালোবাসতো! আপনার বানানো কার্ড খুব সুন্দর হয়েছে।

 2 years ago 

জ্বী আপু আপনি ঠিক বলেছেন ও এখন বুঝবে না ।কিন্তু বড় হয়ে যখন এগুলো ওর বাবা মার কাছে শুনবে এবং ও দেখার চেষ্টা করে দেখবে তখন ও খুশিতে ভরে যাবে। এবং দেখবে যে আমরা তাকে কত ভালোবাসি।

 2 years ago 

টিনটিন বাবুর জন্মদিন উপলক্ষে রঙিন কাগজ দিয়ে একটি কার্ড তৈরি করেছেন দেখে খুব ভালো লাগলো। আসলে জন্মদিনের কার্ড দিয়ে বেশ অসাধারণ হয়েছে।

স্নেহের টিনটিন বাবুর প্রতি অনেক অনেক ভালোবাসা রইলো জন্মদিনের শুভেচ্ছা - শুভ জন্মদিন।

 2 years ago 

জি ভাইয়া আমাদের সকলের টিনটিন বাবুর প্রতি রইল অনেক অনেক ভালোবাসা ও দোয়া। আশা করি খুব ভালো একজন মানুষ হবে বাবার মত।
জি ভাইয়া চেষ্টা করেছে টিনটিন বাবুর জন্মদিন উপলক্ষে সুন্দর করে একটি কার্ড বানানোর। এবং বানিয়েছে। সবার পছন্দ হয়েছে শুনে খুবই ভালো লাগলো।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.14
JST 0.030
BTC 66937.04
ETH 3270.78
USDT 1.00
SBD 2.74