হঠাৎ বৃষ্টি।।🥰🥰

in আমার বাংলা ব্লগ2 years ago
আসসালামু আলাইকুম।

সবাই কেমন আছেন?? আশা করি সবাই বেশ ভাল আছেন। আল্লাহর রহমতে আমিও বেশ ভালো আছি। বন্ধুরা প্রতিবারের মতো আজকেও আমি আপনাদের মাঝে নতুন একটি পোষ্ট নিইয় হাজির হয়েছি।বন্ধুরা আজকের আপনাদের মাঝে শেয়ার করব গতকালকের বৃষ্টির দিন টি নিয়ে।

GridArt_20230316_202258819.jpg

বৃষ্টি আমার কাছে খুবই ভালো লাগে। রৌদ্রজ্জ্বল দিন থেকেও মেগাচ্ছন্ন দিন আমার খুবই পছন্দ। বর্ষাকাল আমার খুবই প্রিয় একটি মৌসুম। কারণ বাহিরের রিমঝিম বৃষ্টি আমার কাছে খুবই ভালো লাগে।

যাইহোক গত কাল সকালে যখন আমি ঘুম থেকে উঠি। চার দিকটা বেশ নিরিবিলি এবং অন্ধকারাচ্ছন্ন ছিল। ভেবেছিলাম হয়তো খুব সকাল তাই এমন। তাই আরেকটু ঘুমিয়ে পড়েছিলাম। ঘুম থেকে উঠে দেখি সকাল ৯ টা😁। তারপর তাড়াহুড়া করে নাস্তা বানালাম। বাহিরের দিকে তাকাতে খুবই ভালো লাগছিল।

GridArt_20230316_201815527.jpg

হঠাৎ করেই বৃষ্টি শুরু হল। যদিও খুব জোর বৃষ্টি হয়নি। তবে মোটামুটি বৃষ্টি হয়েছে। অনেকদিন পর এমন বৃষ্টি দেখতে পেরে খুবই ভালো লাগছিল। আমার মেয়েও খুব খুশি হয়ে গিয়েছিল বৃষ্টি দেখে। আমার মেয়ে তো রীতিমতো ছাতা নিয়ে দাঁড়িয়ে আছে। বাহিরে বৃষ্টি পড়ছে তাই ও ঘরে ছাতা নিয়ে হাঁটছে। ছাতা নিয়ে সবার মাথার উপরে ধরছিল সবাই নাকি ভিজে যাবে 😁।

GridArt_20230316_202010560.jpg

ছাতা নিয়ে বারান্দায় দাঁড়িয়ে দাঁড়িয়ে কবিতা বলছিল, (রেইন রেইন গো ওয়ে, কাম এগেইন এনাদার ডে) আরে বাবা এতদিন পর আজকে বৃষ্টি আসলো ,আর তুই আজকে তাড়িয়ে দিচ্ছিস।

IMG-20230316-WA0009.jpg

বৃষ্টি দেখে অনেক ছেলেমেয়ে দেখলাম বৃষ্টিতে ভিজতে নেমে গেছে। ওরাও বেশ খুশি ছিল। চিল্লাচিল্লি , নাচানাচি বেশ মজা করছিল।কিন্তু ওরা বেশিক্ষণ ভিজতে পারেনি,কারণ বৃষ্টি চলে গিয়েছিল। আসলে সকাল থেকে যেরকম অন্ধকার ছিল পুরা আকাশ সে হিসেবে অত বৃষ্টি হয়নি।

যাইহোক অনেকদিন পর বৃষ্টি হওয়াতে, মনে হচ্ছে আমার বারান্দার গাছ গুলো নতুন করে জীবন ফিরে পেয়েছে। সতেজ এবং সবুজ হয়ে গিয়েছে। যদিও আমি প্রতিদিন গাছে পানি দেই। তারপরেও বৃষ্টির পানি পড়লে যে কোন গাছই নতুন ভাবে বেড়ে ওঠে।

GridArt_20230316_210619524.jpg

চারদিকে ধুলো ধুলো একটা অবস্থা ছিল,এত্ত পরিমাণে ধুলাবালি উড়ে যা একেবারে অসহ্য লেগে উঠছিল।বাহিরে যাওয়াই যাচ্ছিলনা।কিন্তু বৃষ্টির কারণে অনেকটাই উপসম হয়েছে দুলাবালির হওয়াই উড়ার খেলা।আমার হাত টাও পরিষ্কার হয়ে গেছে 😁।

GridArt_20230316_210923418.jpg

খুবই ভালো লাগছিল দিনটি। পরে অবশ্য বৃষ্টি শেষ হয়ে রোদ উঠে গিয়েছিল। রোদ উঠার পর আর ভালো লাগছিলনা। যাইহোক এখন তো আর বৃষ্টির দিন না যা এসেছে তাও অনেক। রোদ তো উঠতেই হবে।

GridArt_20230316_201815527.jpg

ধন্যবাদ আপনাদের সবাইকে আমার পোষ্ট টি দেখার জন্য।
Sort:  

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 2 years ago 

আমাদের এখানে দুদিন ধরে বেশ মেঘাচ্ছন্ন হয়ে আছে কিন্তু বৃষ্টি হচ্ছে না।বৃষ্টি হলে ভালো লাগতো। বিশেষ করে রাস্তায় যে পরিমান ধূলা।যাইহোক আপু বৃষ্টির দিনে খুব সুন্দর ফটোগ্রাফি করেছেন।ধন্যবাদ আপু বৃষ্টির দিনের মহূর্ত শেয়ার করার জন্য।

 2 years ago 

জি আপু রাস্তা ঘাট সব জায়গাতেই যেন ধুলোবালিতে ভরে আছে। এই বৃষ্টির কারণে অনেকটাই ফ্রেশ ফ্রেশ লাগছে। ধন্যবাদ আপনাকে আপু সুন্দর একটি মন্তব্য করার জন্য।

 2 years ago 

আজ কয়েক মাস যাবত বৃষ্টি হচ্ছে না বৃষ্টির জন্য গাছ পালা গুলো অধিক আগ্রহে অপেক্ষা করতেছে । এই সময় বৃষ্টি হলে খুবই ভালো হবে । তবে আমাদের এ দিকে বৃষ্টি হওয়ার কোন আশঙ্কা নেই। আপনাদের এলাকা বৃষ্টি হচ্ছে জেনে খুব ভালো লাগলো। আমাদের এদিকেও আকাশ মেঘাচ্ছন্ন বৃষ্টি হবে আশা করছি। বৃষ্টির অনুভূতি খুব সুন্দর করে প্রকাশ করেছেন ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

ঠিক বলেছেন মনে হচ্ছে যেন গাছপাড়া পশু পাখি মানুষ সবাই বৃষ্টির অপেক্ষায় ছিল। এই বৃষ্টিটা হওয়াতে সবার খুবই ভালো হয়েছে। আপনাকে ধন্যবাদ সুন্দর একটি মন্তব্য করার জন্য।

 2 years ago 

ঠিক বলেছেন আপু, বৃষ্টির দিন আমারও ভীষণ ভালো লাগে। বিশেষ করে এমনিতে আজকে কয়েকদিন একটুও মেঘাচ্ছন্ন করছে। কিন্তু আমাদের এদিকে এখনো বৃষ্টি হয়নি। আপনারা তো দেখছি মা-মেয়ে মিলে বৃষ্টিতে ছাতা নিয়ে বেরিয়ে পড়েছেন। আপনার মেয়েকে দেখতে ভীষণ কিউট লাগছে। ছাতা নিয়ে কবিতা পড়ছে ভীষণ ভালই লাগতেছে। অনেক সুন্দর একটা সময় কাটিয়েছেন।

 2 years ago 

জি আপু বৃষ্টি দেখে আমার মেয়ে ছাতা নিয়ে বেরিয়ে পড়েছে 😆। এ বৃষ্টিতে আমরা সবাই খুব ইনজয় করেছি। গাছপালা যেন সতেজ রুপ ফিরে পেয়েছে। আপনাকে ধন্যবাদ আপু সুন্দর একটি মন্তব্য করার জন্য।

 2 years ago 

হঠাৎ এমন বৃষ্টি দেখে খুব ভালো লেগেছিল। কিন্তু এত জোরে বিদ্যুৎ চমকালো যার জন্য আমার ছেলে ভয়ে কান্না শুরু করেছিল। চৈত্র মাসের প্রথম দিনেই এমন বৃষ্টি দেখে অনেক ভালো লেগেছিল। বৃষ্টিতে ভিজতে আমরা সবাই পছন্দ করি কিন্তু এই বৃষ্টি একদমই ভালো নয়। এমন বৃষ্টি হলে বাচ্চাদের যেমন জ্বর আসতে পারে তেমনি আমাদেরও আসতে পারে। এই বৃষ্টির খুব সুন্দর কিছু ফটোগ্রাফি আমাদের সাথে শেয়ার করেছেন দেখে ভালো লাগলো।ধন্যবাদ।

 2 years ago 

জি আপু বৃষ্টিতে ভিজতে আমার কাছেও খুব ভালো লাগে কিন্তু এটা একদমই ভালো নয় বাচ্চাদের জন্য তো একেবারেই ভালো না তবে বৃষ্টিটা ঘরে বসে খুব উপভোগ করেছি ধন্যবাদ আপু সুন্দর একটি মন্তব্য করার জন্য।

 2 years ago 

আমাদের এখানে মেঘের গুড়ুম গুড়ুম শব্দ হলেও বৃষ্টি হয়নি।তবে ঠান্ডা ওয়েদার ছিল।আপনারা তো দেখছি বৃষ্টি তে খুব সুন্দর সময় কাটিয়েছেন। মেয়েকে ভারী মিষ্টি লাগছে।বেশকিছু সুন্দর সুন্দর ফটোগ্রাফি আপনি শেয়ার করেছেন। দারুন হয়েছে। বৃষ্টির দিনের অনুভূতি গুলো শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ আপু।

 2 years ago 

আপু আমাদের এখানে কোনরকম বজ্রপাত হয়নি বা আবহাওয়া খারাপ ছিল না। হঠাৎ করে বৃষ্টি হয়েছে যা আমরা সবাই মিলে খুব উপভোগ করেছি। আপনাকেও অসংখ্য ধন্যবাদ আপু সুন্দর একটি মন্তব্য করার জন্য।

Coin Marketplace

STEEM 0.31
TRX 0.25
JST 0.040
BTC 93937.09
ETH 3283.56
USDT 1.00
SBD 6.64