||স্পেশাল আলু দিয়ে চিংড়ি মাছ ভুনা রেসিপি ||১০% পে-আউট প্রিয় লাজুক-খ্যাক এর জন্য

in আমার বাংলা ব্লগ3 years ago

আসসালামু আলাইকুম।

সবাই কেমন আছেন? আশা করি সবাই ভাল আছেন।আমিও আল্লাহর রহমতে ভালো আছি। বন্ধুরা আজকে আমি আপনাদের মাঝে নতুন একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি। আশা করি আপনাদের ভালো লাগবে রেসিপি টা হল স্পেশাল আলু দিয়ে চিংড়ি মাছে ভুনা রেসিপি ।এটা আমার খুব প্রিয় একটা রেসিপি । যদি আমার কোন ভুল হয় আশাকরি সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন এবং আমাকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবে।তাহলে শুরু করা যাক।

Screenshot_20220126-223537_Photo Editor.jpg

রেসিপিটি তৈরি করতে আমার যা যা প্রয়োজন:

  • চিংড়ি মাছ
  • আলু
  • কাঁচা মরিচ
  • রসুন
  • পেঁয়াজ
  • ধনিয়া পাতা
  • হলুদের গুঁড়া
  • মরিচের গুঁড়া
  • লবণ এবং তেল

received_729274061369214.jpeg

প্রথম ধাপ:

প্রথমে আমি একটি চুলায় পাতিল বসিয়ে তাতে তেল দিয়ে দিব। এবং তেলটুকু গরম করে তাতে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিব।

received_344820420537276.jpeg

দ্বিতীয় ধাপ:

পেঁয়াজ কাঁচা মরিচ ভাজা হলে তাতে আমি চিংড়ি মাছ গুলো দিয়ে দেব।

received_627780295159894.jpeg

তৃতীয় ধাপ:

পেঁয়াজ কাঁচামরিচ এবং চিংড়ি মাছ ভাজা হলে তাতে আমি কেটে রাখা আলু টুকরোগুলো দিয়ে দেবো।

received_345080857457195.jpeg

চতুর্থ ধাপঃ

কিছুক্ষণ ভাজার পর আমি পানি দিয়ে সামান্য ধনিয়াপাতা দিয়ে ঢাকনা দিয়ে রেখে দিব।

received_1394539518045941.jpeg

সর্বশেষ ধাপ

সবশেষে আমি আরেকটু ধনিয়া পাতা দিয়ে দিব।এবং যখন দেখবো ঝোলটা একটু গাঢ় আসবে তখন চুলা থেকে নামিয়ে নিব।

received_956445908296102.jpeg

আমার আজকের রেসিপি এর সাথে আমার একটি সেলফি।

IMG-20211225-WA0041.jpg

ধন্যবাদ আপনাদের সবাইকে আমার পোস্ট টি দেখার জন্য🥰🥰

Sort:  
 3 years ago 

অনেক লোভনীয় একটি রেসিপি শেয়ার করেছেন আপু। চিংড়ি মাছ আমার খুবই পছন্দের, এটা দেখলে তো লোভ সামলানো আমার কাছে অসম্ভব হয়ে পড়ে। আপনি আজকে খুবই লোভনীয় করে চিংড়ি মাছ দিয়ে আলু রান্না করেছেন। দেখতে খুব মজার হবে মনে হচ্ছে। ধন্যবাদ আপনাকে এত সুন্দর করে সেটি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 3 years ago 

আপনাকেও ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্য করার জন্য।চিংড়ি মাছ আমারও খুব পছন্দ ।

 3 years ago 

ওয়াও। খুব সুস্বাদু একটি রেসিপি শেয়ার করেছেন আপু। অনেক সুন্দর ভাবে সব কিছুর বিবরণ দিয়েছেন। এতে বুঝতে অনেক সুবিধা হয়েছে। আমার চিংড়ি মাছ অনেক ভালো লাগে। আপনার রেসিপি দেখে এখনই খাইতে মন চাচ্ছে। শুভকামনা রইলো আপনার জন্য আপু।

 3 years ago 

আসেন আমাদের বাসায় এসে খেয়ে যান।সিংরিয়াচ কার না ভালো লাগে।

 3 years ago 

দিদি আপনি খুব সুন্দর ভাবে স্পেশাল আলু দিয়ে চিংড়ি মাছ ভুনা রেসিপি তৈরি করেছেন। চিংড়ি মাছ দিয়ে যেকোনো রেসিপি তৈরি করলে খুব টেস্ট হয়, আর আপনার রেসিপিটি দেখে বোঝাই যাচ্ছে খেতে খুবই সুস্বাদু হয়েছিল। রেসিপিটির প্রত্যেকটি ধাপ খুব ভালোভাবে উপস্থাপন করে দেখিয়েছেন। অনেক শুভকামনা রইল আপনার জন্য।

 3 years ago 

আপনাকে ধন্যবাদ দিদি সুন্দর মন্তব্য করার জন্য।আপনার জন্য ও শুভকামনা রইলো।

 3 years ago 

আপনার তৈরি করা আলু দিয়ে চিংড়ি মাছ ভুনা রেসিপিটি অনেক সুন্দর হয়েছে আর দেখে জিভে জল এসে গেল আমার আর যাই হোক সব মিলিয়ে আপনার পোস্টটি অনেক সুন্দর হয়েছে আর তাই আপনাকে আমার পক্ষ থেকে জানাই প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

একটু খেয়ে নেন ভাইয়া। আপনাকে ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্য করার জন্য।

 3 years ago 

আমি প্রথমে টাইটেল দেখে ভাবলাম স্পেশাল আলু আবার কেমন হয়,আপু আমার মনে হয় টাইটেলটা যদি আলু দিয়ে চিংড়ি মাছের স্পেশাল ভুনা রেসিপি লিখলে ভালো হতো।ভুল হলে মাফ করবেন।ধন্যবাদ এবং শুভ কামনা রইল।

 3 years ago 

জি আপুব আপনি যেভাবে বলেছেন সেইভাবে দিলেও সুন্দর ।আপনাকে ধন্যবাদ আপু সুন্দর মন্তব্য করার জন্য।

 3 years ago 

বাহ আপু আপনার রান্না করা রেসিপি টি খুবই লোভনীয় লাগছে দেখতে। আমি যদিও বা চিংড়ি মাছ খুব একটা খাই না তবুও আপনার রেসিপি টি দেখে খুবই লোব যাচ্ছে। আমার কাছে খুবই ভালো লেগেছে। আর আপনার উপস্থাপনাও দারুণ হয়েছে। সব মিলিয়ে অসাধারণ। শুভ কামনা রইলো আপু।

 3 years ago 

আপনাকে ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্য করার জন্য।

 3 years ago 

EZrGNWcrMDNczaEXa66AEJHcKH7nrfa7r2fnEEb26owGbKmVZzVNY38ZTpQGcSKBRTWKQQ1NYenwo9LEQ2PvU7bfyvF5uQyBcpg9GAJ2va...2w7ep3LhhQa9kvWQkCLWjKffNejcyyHjp9ScganhREzkD3tjt9Po5p3UVrueKo7yazdVpNDXMDDSuBxwSR2of5d3Hw7x1SEccV31Hi7jLan7SSYxXeu1BPFSh4.png

স্পেশাল আলু দিয়ে চিংড়ি মাছের ভুনা রেসিপি আমার কাছে অনেক ভালো লেগেছে। আপনি অনেক সুন্দর ভাবে রেসিপি টি আমাদের সাথে ধাপে ধাপে শেয়ার করেছেন। আপনাকে অনেক ধন্যবাদ এই অসাধারণ রেসিপি টি আমাদের সাথে শেয়ার করার জন্য। আপনার জন্য শুভকামনা রইলো।

EZrGNWcrMDNczaEXa66AEJHcKH7nrfa7r2fnEEb26owGbKmVZzVNY38ZTpQGcSKBRTWKQQ1NYenwo9LEQ2PvU7bfyvF5uQyBcpg9GAJ2va...2w7ep3LhhQa9kvWQkCLWjKffNejcyyHjp9ScganhREzkD3tjt9Po5p3UVrueKo7yazdVpNDXMDDSuBxwSR2of5d3Hw7x1SEccV31Hi7jLan7SSYxXeu1BPFSh4.png

 3 years ago 

আপনাকে ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্য করার জন্য।

 3 years ago 
  • আলু দিয়ে চিংড়ি মাছের ভুনা রেসিপি দেখে অনেক সুস্বাদু মনে হচ্ছে। তাই বারবার খেতে ইচ্ছে করছে। খুব লোভনীয় একটি রেসিপি। চিংড়ি মাছ আমার খুবই পছন্দের মাছ। আর এই মাছের রেসিপি দেখলেই আমার জিভ দিয়ে জল চলে আসে। আপনি খুবই সুন্দর ভাবে আমাদের মাঝে উপস্থাপন করলেন। আপনার জন্য রইল শুভকামনা।
 3 years ago 

আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্য করার জন্য।

 3 years ago 

আলু দিয়ে চিংড়ী মাছ ভুনার রেসিপি টা তো অসাধারণ দেখাচ্ছে। এরকম সুস্বাদু রেসিপি গুলো দেখলে খুব খেতে ইচ্ছা করে। এমনিতেই চিংড়ি মাছ আমার অনেক পছন্দের। যেমনি আপনার রেসিপিটাও আমার কাছে খুবই অসাধারণ লেগেছে। অনেক ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটা রেসিপি আমাদের খুব হাত দেওয়ার জন্য। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

 3 years ago 

আপু আপনাকে অনেক ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য ।আপনার জন্য ও শুভকমনা রইল।

Coin Marketplace

STEEM 0.21
TRX 0.20
JST 0.034
BTC 90504.92
ETH 3101.91
USDT 1.00
SBD 2.98