||আলু পাকোড়ার স্পেশাল রেসিপি ||১০% পে-আউট প্রিয় লাজুক-খ্যাক এর জন্য

in আমার বাংলা ব্লগ3 years ago

আসসালামু আলাইকুম।

সবাই কেমন আছেন? আশা করি সবাই ভাল আছেন।আমিও আল্লাহর রহমতে ভালো আছি। বন্ধুরা আজকে আমি আপনাদের মাঝে নতুন একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি। আশা করি আপনাদের ভালো লাগবে রেসিপি টা হল *** আলু পাকোড়ার স্পেশাল রেসিপি *** ।এটা আমার খুব পছন্দের একটি রেসিপি ।এবং আমাদের বাসার সবাই অনেক পছন্দ করে । আশা করি আপনাদের ও ভালো লাগবে।

তো বন্ধুরা যদি আমার কোন ভুল হয় আশাকরি সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন এবং আমাকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবে।

তাহলে শুরু করা যাক।

IMG-20220304-WA0042.jpg

GridArt_20220304_192805662.jpg

রেসিপিটি তৈরি করতে আমার যা যা প্রয়োজন

  • আলু
  • আটা
  • কর্ন ফ্লাওয়ার
  • পেঁয়াজ
  • কাঁচা মরিচ
  • মরিচের গুঁড়া
  • জিরা গুঁড়া
  • ডিম
  • ধনিয়া পাতা
  • লবণ এবং তেল

20220210_182651.jpg

প্রথম ধাপ:

প্রথমে আমি আলুর সাথে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে ভালো ভাবে মেখে নিব।

20220210_182753.jpg

দ্বিতীয় ধাপ:

ভালভাবে মাখার পর আমি মরিচের গুঁড়া, জিরে গুঁড়া, লবন, কর্ন ফ্লাওয়ার এবং ডিম দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব।

20220210_182901.jpg

তৃতীয় ধাপ:

এরপর আটা দিব দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব।

20220210_183022.jpg

20220210_183500.jpg

চতুর্থ ধাপঃ

এরপর একটি ফ্রাইপ্যান চুলায় বসিয়ে তাতে তেল গরম করে নিব।

20220210_183353.jpg

পঞ্চম ধাপ:

তেল গরম হলে আমি এইভাবে ছোট ছোট করে ফ্রাইপ্যান এ দিয়ে দিব।

GridArt_20220304_191957684.jpg

৬ষ্ঠ ধাপ:

এবং একটু পর উল্টিয়ে পাল্টিয়ে দিব যাতে ভালোভাবে হয় ।

20220210_184243.jpg

সর্বশেষ ধাপ :

কিছুক্ষণ ভালোভাবে ভেজে নেওয়ার পর যখন দেখবো যে বাদামি কালার হয়ে এসেছে তখন চুলা থেকে নামিয়ে নিব।

20220210_184652.jpg

আজকের রেসিপির সাথে আমার একটি সেলফি।

IMG-20220304-WA0049.jpg

ধন্যবাদ আপনাদের সবাইকে আমার পোস্ট টি দেখার জন্য😍😍😍

Sort:  
 3 years ago 

সন্ধ্যাবেলায় চায়ের সাথে গরম গরম আলুর পাকোড়া খেতে বেশ ভালোই লাগে। আর আপনার তৈরি আলুর পাকোড়া দেখে লোভ লাগছে মনে হচ্ছে ভীষণ মচমচে আলুর পাকোড়া খেতে খুবই সুস্বাদু ও মজাদার হয়েছে। লোভনীয় একটি রেসিপি তৈরি করেছেন আপু।যা খেতে খুব ইচ্ছে করছে। যাইহোক আপু, আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি, সুন্দর একটি রেসিপি আলুর পাকোড়া তৈরি করে আমাদের মাঝে উপস্থাপন করার জন্য। আপনার জন্য শুভকামনা রইল।

 3 years ago 

আপনার তৈরি করা আলু পাকোড়া রেসিপি দেখে লোভে পড়ে গেলাম । আপনি অনেক সুন্দরভাবে রেসিপিটি তৈরি করেছেন । সুন্দরভাবে রেসিপি তৈরি করার পাশাপাশি ধাপগুলো অনেক সুন্দরভাবে উপস্থাপন করেছেন ।
আপনার জন্য শুভকামনা রইল

 3 years ago 

আলুর পাকোড়া বরাবরই আমি খেতে খুব ভালোবাসি মাঝেমধ্যেই বাড়িতে প্রস্তুত করে। আপনি খুবই লোভনীয় ভাবে মচমচে করে ভাবে করেছেন দেখেই বোঝা যাচ্ছে খেতে খুবই সুস্বাদু হয়েছিল কালারটা দারুণ ফুটেছে তবে সস দিয়ে কখনো খাওয়া হয়নি ট্রাই করে দেখতে হবে বাড়িতে

ওয়াও আপু খুবই মজাদার একটা পাকোড়ার রেসিপি তৈরি করেছেন। রেসিপি দেখতে খুবই লোভনীয় লাগছে মনে হচ্ছে খুবই মজাদার হয়েছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ

 3 years ago 

আলু পকোড়া গুলো দেখেই তো খুব খেতে ইচ্ছে করছে। আলুর পকোড়া আমার তো খেতে ভীষণ ভালো লাগে। আপনি অনেক সুন্দর ভাবে আলুর পকোড়া রেসিপি তৈরি করে আমাদের সাথে ভাগ করে নিলেন। দেখে তো মনে হচ্ছে খুবই সুস্বাদু এবং ইয়াম্মি হয়েছে। আপনি অনেক সুন্দর ভাবে আলুর পকোড়া রেসিপিটি তৈরি করে আমাদের সাথে ভাগ করে নিলেন। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল 😍😍

 3 years ago 

ভাজি জাতীয় খাবার আমার খুব ফেভারিট। আলু দিয়ে খুব সুন্দর পকোড়া রেসিপি তৈরি করেছেন। যেটা দেখে লোভ জাগলো ।আমাদের সাথে এত সুন্দর একটি রেসিপি তৈরি করে শেয়ার করার জন্য ধন্যবাদ।

 3 years ago 

যেকোনো ধরনের পাকোড়া খেতে দারুণ লাগে। তবে আপনি আলু দিয়ে যে পাকোড়া বানিয়েছেন এটা কখনো খাওয়া হয়নি। মাঝে মাঝে দেখি আমার ননদ বানায়🙂। তবে আপনার রান্না দেখে শিখে নিলাম। আপনি খুব সহজ পদ্ধতিতে রান্নার পদ্ধতি এবং উপস্থাপনা ফুটিয়ে তুলেছেন। অনেক শুভকামনা রইল আপু আপনার জন্য

 3 years ago 

আলুর পোকরা খেতে আমার কাছে খুবই ভালো লাগে। মাঝে মাঝে আম্মু বিকেলে আলুর পাকোড়া বানিয়ে থাকেন আমরা সবাই খেতে স্বাচ্ছন্দ্যবোধ করি। আপনার আলুর পকোড়া রেসিপি দেখতে খুবই লোভনীয় লাগছে ।খেতে মনে হচ্ছে অনেক সুস্বাদু হবে।
আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 3 years ago 

আলুর পাকোড়া স্পেশাল রেসিপি দেখে তো লোভ লেগে গেলো। দেখতে খুবই অসাধারণ লাগছে খেতেও মনে হয় অনেক সুস্বাদু হয়েছে। বিকেলের আড্ডায় খুবই জমে যাবে। অসংখ্য ধন্যবাদ আপু আপনাকে খুবই সুস্বাদু একটি রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 3 years ago (edited)

আলু পাকোড়ার স্পেশাল রেসিপি তৈরি করেছে না যা আমার কাছে অনেক ভালো লেগেছে। এই ধরনের আলু পাকোড়ার খেতে আমার অনেক ভালো লাগে। রেসিপিটি তৈরির পদ্ধতির ধাপ আপনি আমাদের মাঝে খুবই সুন্দরভাবে উপস্থাপন করেছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু আমার সুন্দর একটা রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

Coin Marketplace

STEEM 0.21
TRX 0.20
JST 0.034
BTC 90284.37
ETH 3086.81
USDT 1.00
SBD 2.93