||একটি গিটারের ম্যান্ডেলা আর্ট|| ১০ % পে আউট প্রিয় লাজুক খ্যাক এর জন্য।

in আমার বাংলা ব্লগ3 years ago

আসসালামু আলাইকুম।

সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। বন্ধুরা আমি আপনাদের মাঝে একটি নতুন পোস্ট নিয়ে উপস্থিত হয়েছি। আশা করি আপনাদের সকলের ভালো লাগবে। একটা গিটারের ম্যান্ডেলা আর্ট। যারা আর্ট প্রেমী তাদের কাছে ভালো লাগবে।আর্ট করতে আমি ভীষন ভালো বাসি।তাই আর্ট করতে পারি আর না পারি আমি চেষ্টা করি। হয়তো খুব ভালো আর্ট পারিনা,কিন্তু যতটুকু পারি ততটুকু করার চেষ্টা করি,এবং তা আপনাদের মাঝে তুলে ধরি।
আমি এই আর্টের প্রত্যেকটা ধাপ আপনাদের মাঝে ভালোভাবে তুলে ধরব।

তাহলে শুরু করা যাক

IMG-20220424-WA0008.jpg

আর্ট টি করার জন্য আমার যা যা প্রয়োজনঃ

  • সাদা কাগজ।
  • পেন্সিল।
  • রাবার।
  • মার্কার

20220426_203115.jpg

প্রথম ধাপ:

  • প্রথমে আমি পেন্সিল দিয়ে একটা গিটারের স্কেচ আঁকা শুরু করে দিয়েছি।

20220421_223027.jpg

দ্বিতীয় ধাপ:

  • এরপর আমি পেন্সিল দিয়ে গিটারের স্কেচ আঁকা শেষ করেছি।

20220421_223521.jpg

তৃতীয় ধাপ:

  • এরপর আমি পেন্সিলের দাগের উপরে মার্কার দিয়ে এঁকে নিয়েছি এবং রাবার দিয়ে পেন্সিলের দাগ গুলো মুছে নিয়েছি।

GridArt_20220426_200026151.jpg

চতুর্থ ধাপ:

  • এরপর আমি গিটারের উপর ডিজাইন করা শুরু করেছে।

20220421_234648.jpg

পঞ্চম ধাপ:

  • এরপর আমি আর একটু ডিজাইন করে নিয়েছি।

20220421_234648.jpg

ষষ্ঠ ধাপ:

  • এরপর আমি গিটারের ভিতরে ডিজাইন করে নিয়েছি।

20220424_155704.jpg

সপ্তম ধাপ:

  • এরপর আমি গেটের ভিতরে সম্পর্ক ডিজাইন শেষ করেছি।
    GridArt_20220426_201327146.jpg

সর্বশেষ ধাপ:

  • এরপর আমি কতগুলো সুরের চিহ্ন এঁকে নেব। এবং সিগনেচার করে নেব।

20220424_163017.jpg

IMG-20220426-WA0002.jpg

ধন্যবাদ আপনাদের সবাইকে আমার পোষ্ট টি দেখার জন্য।

Sort:  
 3 years ago 

আপনি বেশ চমৎকার ভাবে গিটারের একটি ম্যান্ডেলা তৈরি করে দেখালেন, বাজারে এ রকম ডিজাইনের অনেক গিটার পাওয়া যায়, তবে সচরাচর ম্যান্ডেলা ডিজাইনের গিটার গুলো সাধ্যের বাহিরে থাকে বা কম মানুষ ব্যবহার করে, আপনার গিটার আমার অনেক ভালো লেগেছে আপনার জন্য রইল অনেক অনেক শুভকামনা।

 3 years ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া এত সুন্দর একটি গঠনমূলক মন্তব্য করার জন্য, দোয়া করেন ভাইয়া সবসময় যেন এমন সুন্দর সুন্দর চিত্রাংকন আপনাদের সামনে উপস্থাপন করতে পারি।

 3 years ago 

আপু মান্ডালা আর্ট গুলোতে কারুকাজ গুলো করতে গেলে প্রচুর সময় এর প্রয়োজন হয়। আপনার কাজটির প্রসংশা না করলেই নয়। জাস্ট অসাধারণ হয়েছে আপনার আর্ট টি৷ গিটারটি দেখতে খুবই সুন্দর লাগছে। ভালোই লাগলো।

ধন্যবাদ আপনাকে আপু সুন্দর একটি মান্ডালা আর্ট শেয়ার করার জন্য ও আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইলো। 🙂🙂

 3 years ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু এত সুন্দর একটি কমেন্টের মাধ্যমে আমার চিত্রাংকনের প্রশংসা করার জন্য, দোয়া করবেন আপু সবসময় যেন আমার সুন্দর সুন্দর চিত্রাংকন আপনাদের মাঝে উপস্থাপনা করতে পারি, আপনার জন্যও রইল শুভকামনা।

 3 years ago 

একটি গিটারের ম্যান্ডেলার আর্ট এটা দারুন ছিল। দারুণ দক্ষতায় সম্পন্ন করেছেন। প্রতিটি ধাপে সুন্দর করে উপস্থাপন করেছেন। প্রয়োজনীয় উপকরণ গুলি সঠিক মাত্রায় তুলে ধরেছেন। আপনার জন্য শুভকামনা রইল। আসলে এটা দুর্দান্ত ছিল এবং এই কাজগুলো করতে অনেক ধৈর্যের প্রয়োজন হয়। আপনি ধৈর্যের পরীক্ষা দিয়েছেন।

 3 years ago 

চেষ্টা করেছি ভাইয়া সুন্দর ভাবে চিত্রাঙ্গন দিয়ে তৈরি করে উপস্থাপন করার জন্য আপনাদের মন্তব্য দেখে আরো অনেক উৎসাহিত হচ্ছে, দোয়া করেন ভাই আর সবসময় যেন ধৈর্য সহকারে আমার দুর্দান্ত চিত্রাংকন গুলো আপনাদের মাঝে উপস্থাপন করতে পারি, আপনার জন্যও রইল শুভকামনা।

 3 years ago 

আপু আপনার তৈরি গিটারের ম্যান্ডেলা আর্টটি দেখতে অসাধারণ হয়েছে। যা আমার খুবই ভালো লেগেছে। আপনি অনেক সুন্দর ভাবে গিটারের একটি ম্যান্ডেলা আর্ট করে আমাদের মাঝে উপস্থাপন করেছেন।আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু এত সুন্দর একটি গিটারের ম্যান্ডেলা আর্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 3 years ago 

চেষ্টা করেছে ভাইয়া সুন্দর ভাবে চিত্রাংকন টি তৈরি করে আপনাদের মাঝে উপস্থাপন করার জন্য আপনার ভালো লেগেছে এটাই আমার চিত্রাঙ্কনের সার্থকতা, দোয়া করেন ভাই এর সব সময় নানা ধরনের সুন্দর সুন্দর চিত্রাংকন আপনাদের মাঝে উপস্থাপন করতে পারি, আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া এত সুন্দর একটা মন্তব্য করার জন্য।

 3 years ago 

ম্যান্ডেলা আর্ট গুলো দেখতে আমার কাছে খুবই ভালো লাগে। আর আপনি অত্যন্ত চমৎকার করে একটি গিটারের ম্যান্ডেলা আর্ট উপস্থাপন করেছেন। দেখতে বেশ ভালই লাগছে। সুন্দর উপস্থাপনার মাধ্যমে ধাপে ধাপে আমাদের মাঝে তুলে ধরার জন্য অনেক অনেক ধন্যবাদ।

 3 years ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া সুন্দর একটি মন্তব্যের মাধ্যমে আমার চিত্রাঙ্কনের প্রশংসা করার জন্য, দোয়া করেন ভাইয়া সবসময় যেন সুন্দর সুন্দর চিত্র অংকন আপনাদের মাঝে উপস্থাপন করতে পারিনা।

 3 years ago 

গিটারের মান্ডালা খুবই সুন্দর হয়েছে। মানডালা আর্ট আমার খুবই ভালো লাগে। তবে এসব আর্ট করতে অনেক সময় এবং ধৈর্য প্রয়োজন। আপনি খুব সুন্দর ভাবে আজকের মান্ডালা আর্ট টি সম্পন্ন করেছেন। খুব নিখুঁতভাবে ডিজাইনগুলো করেছেন। বিশেষ করে সর্বশেষ ধাপে মিউজিকের সিম্বল গুলো খুব সুন্দর হয়েছে। আপনার উপস্থাপনা চমৎকার ছিল। ধন্যবাদ আপু।

 3 years ago 

চেষ্টা করেছি ভাইয়া সুন্দর ভাবে ধৈর্য সহকারে চিত্রাংকন টি তৈরি করার জন্য আপনাদের ভাল লেগেছে এটাই আমার চিত্রাংকনের সার্থকতা, দোয়া করেন ভাইয়া সব সময় দেন এমন সুন্দর সুন্দর চিত্রাংকন নিখুঁতভাবে অঙ্কন করে আপনাদের সামনে উপস্থাপন করতে পারি।

 3 years ago 

এক কথায় অসাধারণ আপু। গিটারের ম্যান্ডেলা দেখে আমি মুগ্ধ হলাম। এত সুন্দর ভাবে আপনি গিটারের ম্যান্ডেলা তৈরি করেছেন দেখে বোঝা যাচ্ছে কোন ফটোগ্রাফি করেছেন। অসংখ্য ধন্যবাদ আপু এত সুন্দর গিটারের ম্যান্ডেলা আমাদের মাঝে উপহার দেওয়ার জন্য।

 3 years ago 

আমি অনেক আনন্দিত হলাম আপনাকে মুগ্ধ করতে পেরে, দোয়া করবেন আপু সব সময় যেন এমন মুগ্ধকর চিত্রাংকন আপনাদের মাঝে উপস্থাপন করতে পারি, আপনাকেও অনেক ধন্যবাদ আপু এত সুন্দর একটি মন্তব্য করার জন্য।

 3 years ago 

গিটারের ম্যান্ডেলা আর্ট অসাধারণ হয়েছে আপু। আপনি আপনার দক্ষতায় অনেক সুন্দর একটি ম্যান্ডেলা আর্ট করেছেন। আপনি আপনার প্রতিভা কাজে লাগিয়ে দারুণভাবে গিটারের ম্যান্ডেলা আর্ট করে আমাদের মাঝে শেয়ার করেছেন। দেখে খুবই ভাল লেগেছে। আশা করছি এভাবেই দারুন দারুন আর্ট শেয়ার করবেন এবং আমাদেরকে দেখার সুযোগ করে দিবেন। আপু আপনার জন্য শুভকামনা রইল।

 3 years ago 

আপনাকে অনেক ধন্যবাদ ভাইয়া এত সুন্দর একটি মন্তব্য করে আমার ম্যান্ডালা আর্ট এর প্রশংসা করার জন্য, দোয়া করবেন ভাইয়া সব সময় যেন আমার প্রতিভা কাজে লাগিয়ে আপনাদের মাঝে সুন্দর সুন্দর চিত্রাংকন উপস্থাপন করতে পারি, আপনার জন্যও রইল শুভকামনা।

 3 years ago 

আপনি অনেক অসাধারণ একটি গিটারের ম্যান্ডেলা আর্ট করেছেন। আপনি অনেক নিখুঁতভাবে এবং অনেক দক্ষতার সাথে এই ম্যান্ডেলা আর্ট অঙ্কন করেছেন। ধাপে ধাপে অনেক সুন্দর ভাবে আমাদের মাঝে উপস্থাপন করেছেন। শুভকামনা রইল আপনার জন্য।

 3 years ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া এত সুন্দর একটি গঠনমূলক মন্তব্য করে পাশে থাকার জন্য, আমার উপস্থাপনা আপনার ভাল লেগেছে শুনে আমার অনেক ভালো লাগছে, ভাইয়া আপনার জন্যও রইল শুভকামনা।

 3 years ago 

ম্যান্ডেলা আর্টের মাধ্যমে গিটারটি খুব সুন্দর ভাবে ফুটিয়ে তুলেছেন, এবং নিখুঁত কাজের কারণে এটি দেখতে বেশ চমৎকার লাগছে। ধন্যবাদ আপনাকে সুন্দর উপস্থাপনার মাধ্যমে আমাদের সাথে তুলে ধরার জন্য। ভাল থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করি।

 3 years ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া এত সুন্দর একটি মন্তব্য করে পাশে থাকার জন্য, দোয়া করবেন ভাইয়া সব সময় যেন আপনাদেরকে সুন্দর সুন্দর চিত্রাংকন আপনাদের সামনে উপস্থাপন করতে পারি, আপনিও অনেক ভাল থাকবেন ভাইয়া।

Coin Marketplace

STEEM 0.13
TRX 0.33
JST 0.034
BTC 111336.79
ETH 4289.47
SBD 0.84