গরমে তৃপ্তি দায়ক আনারস এর শরবত।।

in আমার বাংলা ব্লগlast year
আসসালামু আলাইকুম।
  • সবাই কেমন আছেন? আশা করি সবাই ভাল আছেন।আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আমার সকল খাদ্য প্রেমি বন্ধুরা আজকে আমি আপনাদের মাঝে নতুন একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি। আসলে খাবার দাবার খেতে কেই না পছন্দ করে !! নতুন নতুন রেসিপি খেতে সবাই পছন্দ করে ।তাই আমি যখন যেটা পারি সেটাই করি এবং তা আপনাদের মাঝে শেয়ার করি।তো বন্ধুরা আমার আজকের রেসিপিটা আশা করি আপনাদ ভালো লাগবে। রেসিপি টা হল গরমে তৃপ্তি দায়ক আনারস এর শরবত।।।আনারস ফল টাই আমার ভীষণ পছন্দের কারণ আনারসের ঘ্রাণ খুব সুন্দর। এটা আমার খুব পছন্দের একটি শরবত ।এবং আমাদের বাসার সবাই অনেক পছন্দ করে । দু দিন বৃষ্টির পর যদিও ঠান্ডা একটা পরিবেশ হয়েছিল কিন্তু আজ আবার বেশ গরম পড়ছে।আর এই গরমে আনারসের শরবত অনেক ভালো লাগবে।আশা করি আপনাদের ও ভালো লাগবে।

তো বন্ধুরা যদি আমার কোন ভুল হয় আশাকরি সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন এবং আমাকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবে।|

তাহলে শুরু করা যাক।

Screenshot_20230613-164814_Collage Maker - GridArt.jpg
GridArt_20230613_164916003.jpg

GridArt_20230613_164834394.jpg

শরবত টি তৈরি করতে আমার যা যা প্রয়োজন:
  • আনারস
  • বরফ
  • চিনি
  • লেবু
  • বিট লবণ
  • লবণ
প্রথম ধাপ:
  • প্রথমে আমি আনারস করে ভালোভাবে ধুয়ে খোসা ছাড়িয়ে নেব।

GridArt_20230613_164406060.jpg

দ্বিতীয় ধাপ:
  • এরপর ছোট ছোট পিস করে নিব।এরপর ব্লেন্ডারের জগে নিয়ে নিব।

GridArt_20230613_164442843.jpg

তৃতীয় ধাপ:
  • এরপর দিয়ে দেবো পরিমাণ মত চিনি এবং লবন।

GridArt_20230613_164532085.jpg

চতুর্থ ধাপ:
  • এরপর দিয়ে দেবো পরিমাণ মতো লবণ এবং পানি।

GridArt_20230613_164556102.jpg

পঞ্চম ধাপ:
  • এরপর দিয়ে দিব লেবু এবং বিট লবন।

GridArt_20230613_164619430.jpg

ষষ্ঠ ধাপ:
  • এরপর আমি সবগুলো উপকরণ ভালোভাবে ব্লেন্ডার করে নেব।

GridArt_20230613_164633236.jpg

সর্বশেষ ধাপ :
  • এরপর পরিবেশন করে নেব। এবং কয়েকটি ফটোগ্রাফি করে নিলাম।

Screenshot_20230613-164814_Collage Maker - GridArt.jpg

ব্যাস হয়ে গেল আমার আজকের মজাদার শরবত রেসিপি ।

GridArt_20230613_164916003.jpg

GridArt_20230613_164834394.jpg

Screenshot_20230613-164814_Collage Maker - GridArt.jpg

Screenshot_20230613-164754_Collage Maker - GridArt.jpg

ধন্যবাদ আপনাদের সবাইকে আমার পোস্ট টি দেখার জন্য। 😍😍
Sort:  
 last year 

আহ কি মজার রেসিপি। আমার তো ইচ্ছে করছে এখান থেকেই খেয়ে নেই। আমি আনারস খেতে পারিনা তবে এভাবে জুস খেতে আমার কাছে অনেক ভালো লাগে। আপনার উপস্থাপনা খুব সুন্দর হয়েছে। আনারসের জুস তৈরির পদ্ধতি খুব সুন্দর ভাবে বর্ণনা করেছেন। ধন্যবাদ এমন ঠান্ডা জুসের রেসিপি শেয়ার করার জন্য।

 last year 

খেয়ে নেন আপু আপনাদের জন্যই তো বানিয়েছি। আপনি খেতে পারেন না আর আমার অনেক পছন্দ। ধন্যবাদ সুন্দর একটি মন্তব্য করার জন্য।

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 last year 

ঠিক বলেছেন আপনি কয়েকদিন বৃষ্টির পর আজ ভীষণ গরম পড়েছে। এমন ঠান্ডা শরবত পেলে এক নিমিষেই সব খেয়ে ফেলতাম। আর হ্যাঁ আপু পরিবেশন এর ফটোগ্রাফি বেশ সুন্দর হয়েছে। আর হ্যাঁ সত্যিই এক চুমুক খেতে পারলে বেশকটি পেতাম।

 last year 

সে কয়েকদিন বৃষ্টির পর মাঝখানে গরম গিয়ে এখন আবার বৃষ্টি পড়া শুরু করেছে 😁। এখান থেকে এক গ্লাস নিয়ে নিমিষেই খেয়ে ফেলুন।

 last year 

আসলে আপু দিন যত যাচ্ছে তত গরমের প্রকাপ বেড়েই চলেছে। এই গরমে তরল জিনিস খাওয়া মানুষের দেহের জন্য খুবই উপকার। ঠিক তেমনি একটি আনারসের শরবত আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন। যা গরম পড়েছে আপু আপনার তৈরি শরবত খেতে পারলে খুব ভালো লাগতো ।

 last year 

জ্বী ভাইয়া এবার কিন্তু গরম। মানুষকে অনেক কষ্ট দিয়েছে ।অনেক মানুষ অসুস্থ হয়ে পড়েছে এই গরমে। তাই প্রচন্ড গরমে শরীরে ঠান্ডা পানিয় অনেক দরকার।জি ভাইয়া খেয়ে নেন আমার শরবত।

 last year (edited)

এই গরম ঠান্ডা শরবত খেলে শরীরের অনেক ক্লান্তি দূর হয়ে যাবে। আপনারা আনারসের শরবত দেখে লোভনীয় লাগছে। এর আগে আনারসের শরবত তৈরি করে এভাবে খাওয়া হয়নি। ইউনিক একটি রেসিপি আপনার কাছ থেকে শিখে নিলাম। এভাবে একদিন তৈরি করে খেয়ে দেখব।

 last year 

জি আপনি ঠিক বলেছেন এই গরমে ঠান্ডা শরবত খেলে শরীরের ক্লান্তি অনেক দূর হয়ে যায়। আনারসের শরবতটা দেখতে যেমন লোভনীয় লাগছে খেতেও কিন্তু খুব ভালো হয়েছে ।বাসার সবাই খুব পছন্দ করেছে ধন্যবাদ।

 last year 

প্রচন্ড গরমে আনারসের এক গ্লাস শরবত খেতে পারলে সত্যি কলিজা শীতল হয়ে যেত। আনারস এর শরবত দেখেই খেতে খুব ইচ্ছে করতেছে। লেবু এবং বিট লবণ দেওয়াতে খেতে খুবই ভালো লাগবে। এত চমৎকার শরবত তৈরির প্রক্রিয়া আমাদের মাঝে ধাপে ধাপে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।

 last year 

জ্বি আপনি ঠিক বলেছেন ভাইয়া প্রচন্ড গরমে আনারসের এক গ্লাস শরবত খেতে পারলে পুরো শরীর ঠান্ডা হয়ে যাবে এবং সকল ক্লান্তি দূর হয়ে যাবে। এভাবে খেয়ে দেখবেন ভাইয়া খুব ভালো লাগে।

 last year 

গরমে যেকোনো শরবত খেতে বেশ ভালো লাগে। আনারসের জুস বেশ মজার হয় খেতে।আপনার জুস দেখে খেতে ইচ্ছে করছে আপু।খুব সুন্দর আপনার পরিবেশন।আমার কাছে খুব ভালো লেগেছে। ধন্যবাদ আপু মজার এই রেসিপিটি শেয়ার করার জন্য।

 last year 

জি আপু আপনি ঠিক বলেছেন এই গরমে যে কোন শরবত খেতে কিন্তু খুব ভালো লাগে ।আর আনারসের শরবত একটু বেশিই ভালো লাগে কারণ আনারসের মিষ্টি গন্ধ বেশি আকৃষ্ট করে।

 last year 

বেশ মজাদার একটি শরবত আপু । এ গরমে ঠান্ডা ঠান্ডা আনারসের শরবত খেতে বেশ ভালো লাগে। অনেক ধন্যবাদ আপু মজাদার একটি শরবতের রেসিপি শেয়ার করার জন্য।

 last year 

জি আপু এটা আসলে খুব মজার একটা শরবত।আমার কাছে তো আনারসের শরবত খুবই ভালো লাগে ,তাই মাঝে মধ্যেই করা হয়।ভাবলাম একবার আপনাদের মাঝে শেয়ার করি।আপনাকে ধন্যবাদ আপু।

 last year 

গরমে ঠান্ডা ঠান্ডা শরবত খেতে দারুন লাগে। আপনি খুব সুন্দর করে আনারসের শরবত করেছেন। আনারস আমার খুবই পছন্দের একটি খাবার। আনারস খেতে আমার খুব ভালো লাগে। আপনার শরবতের রেসিপি টা দেখতে লোভনীয় লাগছে। খুবই সুন্দর একটা শরবতের রেসিপি আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 last year 

জি ভাইয়া গরম ঠান্ডা শরবত খেতে কিন্তু খুবই ভালো লাগে তাইতো আমি মাঝে মাঝেই এভাবে ফল দিয়ে শরবত বানিয়ে ফেলে এবং আপনাদের মাঝে শেয়ার করি ।নিজেও খাই বাসায় সবাইকে খাওয়াই।

 last year 

আপনি খুবই চমৎকারভাবে গরমের আরামদায়ক আনারসের সুস্বাদু শরবত তৈরি করেছে। আপনার এই শরবত তৈরীর প্রক্রিয়াটি আমার কাছে খুবই ভালো লেগেছে। বিশেষ করে এই শরবত তৈরিতে বরফ ও লেবুর ব্যবহারটি নিঃসন্দেহে ইউনিক ছিল। নিশ্চয়ই আনারসের শরবত পান করতে খুবই মজাদার ছিল।

 last year 

জি ভাইয়া আনারসের শরবতের লেবু বরফ দেওয়াতে এটি বেশি ভালো লেগেছে খেতে । আপনি যখন বানাবেন এগুলো দিয়ে ট্রাই করে দেখবেন খুবই ভালো লাগে খেতে। ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.17
JST 0.031
BTC 88194.12
ETH 3339.93
USDT 1.00
SBD 3.00