মামাতো বোনের হলুদে কাটানো সুন্দর কিছু মুহূর্ত।।

in আমার বাংলা ব্লগlast year
আসসালামু আলাইকুম।

সবাই কেমন আছেন?? আশা করি সবাই বেশ ভাল আছেন। আল্লাহর রহমতে আমিও বেশ ভালো আছি। বন্ধুরা প্রতিবারের মতো আজকেও আমি আপনাদের মাঝে নতুন একটি পোস্ট নিয়ে হাজির হয়েছি।আজ কয়দিন ধরে চারদিকের ওয়েদার একটু অন্য রকম। কতক্ষন দত্ত কতক্ষন মেঘলা মেঘলা আকাশ।কোথাও কোথাও ঝড় ,বৃষ্টি, তুফান শুরু হইছে। যদিও ভালই লাগছে,উপভোগ করছি,তারপরেও অনেকেই অনেক দুর্দিন দেখছে।অনেকেই অনেক কষ্ট করছে।দোয়া করি আল্লাহ সবাইকে সব জায়গায় ভালো রাখুক।

Screenshot_20230319-123410_Collage Maker - GridArt.jpg

বন্ধুরা আজকে আমি পোস্ট করব আমার মামাতো বোন এর হলুদে কাটানো কিছু মুহূর্ত। এবার গ্রামে গিয়ে অনেক বিয়ে খেয়েছি। ছোট বোনের বিয়ে থেকে শুরু করে আরো কয়েকজন দিয়েছে মামাতো বোনের বিয়েও খেয়েছি। বেশ ভালো ইনজয় করেছি আমরা সবাই মিলে।

যেহেতু সবাই একই আত্মীয় ছিল তাই বিয়েতে আমরা মানুষ বেশিরভাগ একই ছিলাম। ঘুরেফিরে সবার দেখা হচ্ছিল বেশ ভালই লাগছিল।

received_155979530693194.jpeg

যাইহোক মামাতো বোনের বিয়েতে আমরা হলুদের দিন গিয়েছিলাম। সেখানে গিয়ে দেখি সব মানুষেরা উপস্থিত হয়ে গিয়েছে। বেশ জমে উঠেছে মামার বাসাটা। যদিও শুনি হলুদের অনুষ্ঠান করা হবে না। কারণ ওর শ্বশুর বাড়ির লোকেরা একটু হুজুর টাইপের, তাই ওদের বাড়ি থেকে এগুলো নিষেধ করা হয়েছে।

received_127487496795952.jpeg

তারপরেও ওর বান্ধবীরা ওদের সামর্থ্য অনুযায়ী যেটুকু পেরেছে করেছে। তারপরেও বেশ ভালোই করেছে। ওরাও তো ছোট মানুষ যতটুকু প্ল্যান মাথায় এসেছে ততটুকুই করেছে। সব গোছানো শেষে ওরা আমাদেরকেও বল্ল রেডি হতে।পড়ে রেডি হলাম ওরা মন খারাপ করছিল।

IMG-20230121-WA0140.jpg

ঘরোয়া ভাবে বেশ ভালই করেছে।ওরা কেক বানিয়ে এনেছে ,পিঠা বানিয়ে এনেছে।সবাই বেশ ভালই ইনজয় করেছে।প্রথমে ভেবেছিলাম এত মজা হবেনা ,,পরে দেখছি ভালই লাগছিল।

সব শেষে আপুদের সাথে,মামাদের সাথে ছবি তুলে নিলাম।

IMG-20230121-WA0134.jpg

যাইহোক সবাই দোয়া করবেন আপনার বোনের জন্য,ওদের নতুন জীবন,সংসার জীবন যেন সুখের হয়।সবাই কে নিয়ে ভালো থাকতে পারে।

সবাই অনেক ছবি তুলছিল।আমার নানুরা সবাই অনেক গান গাইছিল। যেহেতু নানুরা সবাই হচ্ছে মুরুব্বী বয়সের। তাই সবাই মিলে আগেকার সেই গানগুলো গাইছিল। সেগুলো আমরা সবাই খুব উপভোগ করেছি খুব মজা করেছি।

IMG-20230121-WA0138.jpg

সবাই মিলে একসাথে বসে সারা রাত আড্ডা দিয়েছে। ফজরের নামাজ পড়ে সবাই এক দুই ঘন্টা ঘুমিয়েছে। সব মিলিয়ে খুব ভালো সময় কাটিয়েছিলাম। যদিও এত সাজগোজ এর ভিতরেও মাঝখানে আমার বোনটা বার বার কেঁদে কেঁদে উঠছিল।সবাই মিলে বুঝিয়ে সুজিয়ে দিয়েছি আমরা।

ধন্যবাদ আপনাদের সবাইকে আমার পোষ্ট টি দেখার জন্য।
Sort:  
 last year 

আপনি দেখছি মামাতো বোনের হলুদে বেশ ভালোই মুহূর্ত অতিবাহিত করেছেন। আমার কাছে ভীষণ ভালো লেগেছে আপনার কাটানো এত সুন্দর একটা মুহূর্তের পোস্ট পড়ে। আসলে বিয়েতে কিন্তু বেশ ভালোই মজা হয়। বিশেষ করে গ্রামের বিয়ে গুলোতে একটু বেশি মজা হয়। ভীষণ ভালো লাগলো সম্পূর্ণটা কিন্তু খুবই সুন্দর ভাবে লিখেছেন।

 last year 

জ্বী ভাইয়া আমরা বেশ আনন্দ করে মজা করে হলুদের মুহূর্তটুকু অতিবাহিত করেছি। তার কারণ গ্রামের মেয়েগুলো তো বেশি মজা হয়। আপনাকে ধন্যবাদ সুন্দর একটি মন্তব্য করার জন্য।

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 last year 

আপু আপনার মামাতো বোনকে কিন্তু নজর দেয়নি। স্টিকার লাগিয়ে দিয়েছেন 😁। যাক, গ্রামের বিয়ে গুলোতে একটু বেশিই মজা হয়! নানু থাকলে আরও ভালো লাগে। সবাই মিলে ভালো সময় অতিবাহিত করেছেন 🌼

 last year 

আপনাকে ধন্যবাদ ভাইয়া সুন্দর একটি মন্তব্য করার জন্য।জি ভাইয়া নজর দেয়নি কেউ।দিবে দেখেই স্টিকার লাগিয়ে দিয়েছি। ঠিক বলেছেন নানুরা থাকলে বেশি মজা হয়।আপনাকে ধন্যবাদ সুন্দর একটি মন্তব্য করার জন্য। আপনার জন্য ও শুভকামনা রইলো।

 last year 

প্রতিটা লাইনই বুঝিয়ে দিচ্ছিলো কতটা আনন্দে সময়টা কেটেছে।
বেশ অনেকদিন হলো এভাবে কোনো বিয়ে এটেন্ড করিনি।খুব ভালো লাগলো গায়ে হলুদের আয়োজন সম্পর্কে জেনে।
শুভ কামনা রইলো।

 last year 

জ্বী ভাইয়া আসলে খুবই আনন্দ করেছিলাম হয়তোবা আপনি সেটা লেখা পড়ে বুঝতে পারছেন। তাহলে আমাদের বিয়েতে চলে আসতেন। আপনাকে ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্য করার জন্য। আপনার জন্য শুভকামনা রইল।

 last year 

আসলে গায়ে হলুদের অনুষ্ঠান যেমনি হয়েছে আমাদের আনন্দটাই ছিল আসল। গায়ে হলুদের অনুষ্ঠান সুন্দর না হলে যেন বিয়ের আয়োজন টাই অসুন্দর হয়ে যায়। আপনার মামাতো বোনের বিয়ের গায়ে হলুদ বেশ ভালোভাবে এনজয় করেছেন। আপনার নানুরা আগেকার দিনের গান শুনিয়েছে।

 last year 

জ্বী মামাতো বোনের বিয়েতে বেশ ভালো করেছিলাম, কারণ ঘরোয়া ভাবে খুব সুন্দর করে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে ,আনন্দ করেছিলাম ।আপনাকে ধন্যবাদ সুন্দর একটি মন্তব্য করার জন্য ।ভালোবাসা নেবেন আপু।

 last year 

আমি মনে করি বিয়ের মধ্যে গায়ে হলুদ টাই আসল। ঘরোয়া ভাবে হলেও গায়ে হলুদের অনুষ্ঠান আমার কাছে খুবই ভালো লাগে। আপনার মামাতো বোনের গায়ে হলুদের অনুষ্ঠান খুব মজা করে উপভোগ করেছেন। এবং আপনার নানুর কাছ থেকে আগের দিনেরগানগুলো শুনেছেন জেনে আমার কাছেও খুবই ভালো লাগছে। আপনার মামাতো বোনের গায়ে হলুদের কাটানো মুহূর্ত আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 last year 

জি আপনি ঠিক বলেছেন ,বিয়ের মধ্যে গায়ে হলুদের আনন্দ তো টাই হলো আসল। ঘরোয়া ভাবে হলো ও আমরা বেশ ভালো উদযাপন করেছিলাম। এবং নানুদের কাছে আগের দিনের গানগুলো শুনে বেশ ভালো লাগছিল। আপনাকে ধন্যবাদ সুন্দর একটি মন্তব্য করার জন্য।

 last year 

বিয়ে মানে আনন্দ অনুভূতি। আপনার মামাতো বোনের গায়ে হলুদের অনুষ্ঠানে খুব সুন্দর সময় কাটিয়েছেন। ঠিক বলেছেন আজকে কয়েকদিন একটু ঝড় তুফান হচ্ছে। তবে তারপরেও আমি মনে করি সময়টা খুব সুন্দর কাটিয়েছেন। তাছাড়া চার দিকটা খুব সুন্দর সাজানো গোছানো রয়েছে। আমার কাছেও ভীষণ ভালো লাগলো দেখে।

 last year 

জি আপু বিয়ে মানে হল আনন্দের অনুভূতি ।আমরা সবাই মিলে হলুদ অনুষ্ঠানের খুব ভালো মুহূর্ত কাটিয়েছিলাম। জ্বী আপু চার থেকে অবস্থা একেবারেই ভালো না বোঝাই যায় না যে কোন ঋত চলছে। আপনাকে ধন্যবাদ মন্তব্য করার জন্য।

 last year 

বিয়ে মানেই তো মজা আর খাওয়া। আপনারা ঘরোয়া ভাবে খুবই সুন্দর করে হলুদের অনুষ্ঠান করেছেন। ডেকোরেশন টা দেখতে সুন্দর লাগছে। গ্রামের বিয়ে গুলোতে একটু বেশি মজা হয়ে থাকে। আপনার নানুর কাছ থেকে আগের দিনের গান শুনেছেন বা ভালো তো। দেখে বোঝা যাচ্ছে খুবই সুন্দর কিছু মুহূর্ত কাটিয়েছে ধন্যবাদ আপনাকে।

 last year 

জি ভাইয়া গ্রামের বিয়ে গুলোতে একটু বেশি মজা হয়ে থাকে ।নানুরা তাদের আগেকার গানগুলো সুরে সুরে সবাই মিলে গাইছিল। যা খুব ভালো লাগছিল ।আপনাকে ধন্যবাদ সুন্দর একটা মন্তব্য করার জন্য।

 last year 

আপু এবার গ্রামে গিয়ে মামাতো বোনের হলুদ অনুষ্ঠানে অনেক মজা করেছেন। ফটোগ্রাফি গুলো দেখেই সেটা বুঝতে পারতেছি। নানুরা দল বেধেঁ যে গান বা গিইত গাই সেটা এখন বিলুপ্ত প্রায়। ছোট সময় এগুলো দেখতাম। ধন্যবাদ আপু।

 last year 

জি ভাইয়া ঠিক বলেছেন মামার বাড়ি তে মামাতো বোনের বিয়েতে বেশি ইনজয় করেছিলাম। ঠিক বলেছেন আগে যেরকম বিয়ে শাদী তে চাচিরা নানুর দল বেঁধে গান দেখা যায় না। বিলুপ্ত হয়ে গেছে সেগুলো। আপনাকে ধন্যবাদ সুন্দর একটি মন্তব্য করার জন্য।

Coin Marketplace

STEEM 0.28
TRX 0.12
JST 0.032
BTC 66167.71
ETH 3014.78
USDT 1.00
SBD 3.73