DIY-(এসো নিজে করি) একটি জ্বলন্ত প্রদীপের মান্ডালা আর্ট🦊||১০% প্রিয় লাজুক-খ্যাক এর জন্য

in আমার বাংলা ব্লগ3 years ago (edited)

আসসালমু আলাইকুম

সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলল্লাহ আমিও ভালো আছি।বন্ধুরা আজকে আমি আপনাদের মাঝে একটি আর্ট নিয়ে উপস্থিত হয়েছি।আর্ট টি হলো একটি জ্বলন্ত প্রদীপের মান্ডালা আর্ট। মান্ডালা আর্ট করতে আমি খুব পছন্দ করি। তাই আমি আজকে আপনাদের জন্য এই আর্টি নিয়ে উপস্থিত হয়েছে। আশা করি আপনাদের ভালো লাগবে। যদি কোন ভুল হয় আশা করি আপনারা ধরিয়ে দিবেন এবং ক্ষমার দৃষ্টিতে দেখবেন।

20211028_124902.jpg

আর্ট টি করতে আমার যা যা প্রয়োজন:

  • পেনসিল।
  • রাবার।
  • পেনসিল কম্পাস।
  • কালো মারকার কলম।

20211028_145043.jpg

প্রথম ধাপ:

প্রথমে আমি পেন্সিল দিয়ে দুটো বৃত্ত এঁকে নিলাম। ওটা একটু বড় মাঝখানের টা একটু ছোট।

20211028_091236.jpg

দ্বিতীয় ধাপঃ

এরপর আমি মার্কার পেন দিয়ে বৃত্তগুলো কে একটু গাঢ় করে নিলাম।

20211028_100002.jpg

তৃতীয় ধাপঃ

এরপর আমি ভিতরে একটি প্রদীপ দানি একে নিলাম

20211028_100419.jpg

চতুর্থ ধাপঃ

এরপর আমি একটি প্রদীপ একে নিলাম।

20211028_100510.jpg

পঞ্চম ধাপঃ

এরপর আমি আগুন আকলাম ।

20211028_100700.jpg

ষষ্ঠ ধাপ:

এরপর আমি প্রদীপ দানির ভিতরে একটু নকশা করে নিলাম।

20211028_101729.jpg

সপ্তম ধাপ:

এরপর আমি প্রদীপ দনির নকশা শেষ করলাম।

20211028_102355.jpg

অষ্টম ধাপ:

এরপর আমি আগুন্টাকে একটু ডিজাইন করলাম।

20211028_103845.jpg

নবম ধাপ:

এরপর আমি আগুনের একটু হালকা আলোর রশ্মি একে নিলাম।

20211028_105553.jpg

দশম ধাপ:

তারপর ভিতরের বৃত্তের চারপাশে কিছুটা ডিজাইন করে নিলাম।

20211028_110113.jpg

একাদশ ধাপ:

এখন প্রথম বৃত্তটির ভিতরে ডিজাইনের জন্য দাগ গুলো দিয়ে দিলাম।

20211028_111341.jpg

দ্বাদশ ধাপ:

এখন দাগের ভিতরে কিছু ডিজাইন করে নিলাম।

20211028_123036.jpg

ত্রয়োদশ ধাপ:

এখন বৃত্তের বাহিরের ডিজাইন গুলো করে নিলাম।

20211028_123808.jpg

চতুর্দশ ধাপ:

তারপর বৃত্তের বাইরে আরও কিছু ডিজাইন করে নিলাম।

20211028_124559.jpg

সর্বশেষ ধাপ

পরিশেষে আমি ডিজাইন গুলো কে কালো কলম দিয়ে কালো করে নিলাম।

20211028_124559.jpg

সম্পূর্ণ হয়ে গেল আমার আর্ট টি

20211028_155117.jpg

ধন্যবাদ সবাইকে আমার পোস্ট টি দেখার জন্

Sort:  
 3 years ago 

আপনি খুবই সুন্দর ভাবে নিজ হাতে প্রদীপের মান্ডালা আর্ট আর্ট করেছেন। আমার কাছে আপনার আর্ট খুবই ভালো লেগেছে। দারুন ভাবে শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের মাঝে উপস্থাপন করেছেন। দেখতেও চমৎকার লাগছে। শুভকামনা রইলো

 3 years ago 

ধন্যবাদ আপনাকে ভাইয়া। সুন্দর মন্তব্য করার জন্য

অনেক সুন্দর ভাবে আর্ট করেছেন আপু এবং তার সাথে অনেক সুন্দর ডিজাইন করেছেন । আপনার এত সুন্দর প্রতিভা দেখে আমার অনেক ভালো লাগলো।

ধন্যবাদ আপু এত সুন্দর একটি আর্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 3 years ago 

ধন্যবাদ ভাইয়া, সুন্দর মন্তব্য প্রকাশ করার জন্য। আপনার জন্য শুভকামনা রইল ভাইয়া 😊

 3 years ago 

অসাধারণ হয়েছে আপনার ড্রয়িং টি। খুব সুন্দর করে প্রত্যেকটি ধাপ আমাদের সাথে উপস্থাপন করেছেন। মান্ডালা আর্ট গুলো করতে অনেক ধৈর্যের প্রয়োজন হয়। আপনি খুব সুন্দর করে নিখুঁতভাবে ড্রইং টি করেছেন। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি ড্রয়িং শেয়ার করার জন্য। শুভকামনা রইল আপনার জন্য।

 3 years ago 

সুন্দর মন্তব্য করার জন্য আপনাকেও অসংখ্য ধন্যবাদ

 3 years ago 

ওয়াও অসাধারন চিত্রাংকন করেছেন। আমার কাছে মানডেলার গুলো অনেক ভালো লাগে। তাই আপনার মানডেলা আর্ট আমার কাছে অনেক ভালো লাগছে। আশা করছি সব সময় এভাবে আমাদের সাথে ভালো ভালো চিত্রাংকন শেয়ার করবেন। আপনার জন্য অনেক শুভেচ্ছা রইল।

 3 years ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু, আপনার মন্তব্য দেখে আরো উৎসাহিত হয়েছিল। আশাকরি সবসময় সাপোর্ট করবেন।

 3 years ago 

ডিজাইন টা জাস্ট চোখে পড়ার মতো ছিল। সত্যিই এই ডিজাইনটা মেহেদি দিয়ে হাতে যদি ছোট করে করা যায় তাহলে কিন্তু অসাধারণ লাগবে। বিশেষ করে এই ডিজাইন দিয়ে যদি পেইন্ট এর কাজ করা যায় তাহলে অস্বাভাবিকভাবে ফুটে উঠবে আশা করি।

 3 years ago 

একদিন মেহেদী দিয়ে আপনাদের মাঝে শেয়ার করার, ইনশাআল্লাহ।

 3 years ago 

জলন্ত মোমবাতি চিত্র অংকনটি অসাধারণ হয়েছে। এটি দেখে আমি মুগ্ধ হয়ে গেছি। আপনি খুবই সুন্দর ভাবে উপস্থাপন করেছেন। যা দেখে আমরা সহজেই বুঝতে পেরেছি। আপনার জন্য শুভকামনা রইল

 3 years ago 

ধন্যবাদ আপনাকে ভাইয়া। সুন্দর মন্তব্য করার জন্য ও আপনার জন্যও শুভকামনা রইল ভাইয়া

 3 years ago 

আপু আপনার আর্টটি অনেক বেশি সুন্দর হয়েছে। আমার বেশি ভালো লেগেছে মাঝের প্রদীপটি। দেখতেই কেমন বাস্তব বাস্তব মনে হচ্ছে।
আপনি সত্যিই খুব ভালো আঁকেন আপু, খুব ভালো হয়।

 3 years ago 

ধন্যবাদ আপনাকে আপু মন্তব্য করার জন্য।

 3 years ago 

খুবই কঠিন কাজ কে আপনি অতি সহজেই করে দেখালেন। প্রথমে দেখেতো বোঝার উপায় নেই যে এটি কেউ নিজে হাতে তৈরি করেছে। পরে পর্যায় গুলো দেখে বুঝতে পারলাম সত্যিই চমৎকার কিছু উপহার দিলেন আপনি

 3 years ago 

ধন্যবাদ আপনাকে ভাইয়া। সুন্দর মন্তব্য করার জন্য

 3 years ago 

সাথে থাকার জন্য অনেক অনেক শুভকামনা আপনার জন্য। আমরা সবাই একসাথে

 3 years ago 

খুবই চমৎকার হয়েছে আপনার ছবিটা। আপনি বেশ ভালো আঁকতে পারেন বোঝা যাচ্ছে। এত সুন্দর একটি ছবি শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।

 3 years ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া, মন্তব্য করে উৎসাহিত করার জন্য। চেষ্টা করবো ভালো কিছু করার।আশাকরি আমাকে সাপোর্ট করবেন 😊

 3 years ago 

আপু আপনি খুব সুন্দর করে প্রদীপের মন্ডলা আর্ট করেছেন। খুবই সুন্দর হয়েছে আপনার আর্ট টি। আপনার আর্ট দেখে আমি মুগ্ধ।

 3 years ago 

অসংখ্য ধন্যবাদ আপনাকে ☺️

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.12
JST 0.028
BTC 64252.58
ETH 3495.24
USDT 1.00
SBD 2.50