কু সঙ্গ থেকে একা থাকা অনেক ভালো।।

in আমার বাংলা ব্লগlast year
আসসালামু আলাইকুম।

সবাই কেমন আছেন?? আশা করি সবাই বেশ ভাল আছেন। আল্লাহর রহমতে আমিও বেশ ভালো আছি। কিছুদিন ধরে আবার বেশ গরম পড়ছে। আকাশটা মেঘলা মেঘলা থাকলেও মাঝে মাঝে একটু আধটু বৃষ্টি হলেও, গরমটা যেন কিছুতেই কাটছে না। চারদিকে যেন আবার অস্বস্থি শুরু হয়েছে।
তো বন্ধুরা প্রতিবারের মতো আজকেও আমি আপনাদের মাঝে নতুন একটি পোষ্ট ট নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আজকে আমি আমাদের জীবনের খুবই গুরুত্বপূর্ণ একটি সম্পর্ক বন্ধু নিয়ে আলোচনা করব।

sunset-1807524_1280.jpg

সোর্স

খারাপ বন্ধুর থেকেও একা থাকা অনেক ভালো। কারণ সৎ সঙ্গে স্বর্গবাস অসৎ সঙ্গে সর্বনাশ। প্রত্যেক বাবা-মায়ের উচিত তাদের ছেলেমেয়ে কাদের সাথে মেলামেশা করছে সেদিকে খেয়াল রাখা। কোন খারাপ বন্ধুবান্ধবের সঙ্গে মিশলে একটা সময় সে ভালো ছেলে মেয়েগুলো খারাপ হয়ে যায়। তাই বন্ধু-বান্ধব নির্বাচনের ক্ষেত্রেও লক্ষ্য রাখা উচিত ভাল বন্ধু না খারাপ বন্ধু।

বন্ধুত্বের সম্পর্ক হল এমন একটা সম্পর্ক যখন তাদের সম্পর্ক ঘনিষ্ট হয়ে যায় তখন বন্ধু যাই বলে তাই ভালো লাগে। সেটা ভালো হলেই তো হলো খারাপ হলেও ভালো লাগে। কারণ আমরা জানি আমাদের বন্ধুরা কখন আমাদেরকে খারাপ কিছু বলবে না মজার ছলে অনেক কিছুই বলবে। যখন বন্ধুদের সঙ্গে গভীর কোন সম্পর্কে জড়িয়ে পড়ে তখন সেটা থেকে ফিরে আসা মুশকিল হয়ে পড়ে। তাই আগে থেকেই ভালো বন্ধু নির্বাচন করা উচিত।কথায় আছে কু সঙ্গে থাকার চেয়ে একা থাকা ভালো। আমাদের জীবনে বন্ধু একান্তই প্রয়োজন। বন্ধুবান্ধব ছাড়া আসলে জীবন চলে না। কারণ আমাদের এমন সব কথা আছে যেগুলো আমরা পরিবারের সাথে শেয়ার করতে পারি না কিন্তু সেগুলো বন্ধুর সাথে শেয়ার করে ঠিকই সে সমস্যার সমাধান করতে পারছি। তাই বন্ধু-বান্ধব থাকবে কিন্তু ভালো বন্ধু রাখতে হবে।

people-2569234_1280.jpg

সোর্স

দুই ধরনের বন্ধু কখনো সাহায্য এবং ভালো করতে পারেনা।বরং বিপদ ডেকে আনে।এক হল মূর্খ বন্ধু,আরেক হল খারাপ বন্ধু। মূর্খ বন্ধু কখনো ভালো পরামর্শ দিতে পারে না, আর খারাপ বন্ধু কখনো আপনাকে ভালো কাজ করতে দেবে না।
সাহায্য করাতো দূরে থাক।

people-2567915_1280.jpg

সোর্স

জীবনে চলার পথে এমন অনেক বন্ধুর সাথে পরিচয় হয়েছে। কিছু কিছু বন্ধু অনেক সাহায্য করেছে বিপদে এগিয়ে এসেছে সব সময় পাশে থেকেছে। কিছু কিছু বন্ধুর ক্রেডিট কখনো বলে শেষ করা যাবে না।কিন্তু আবার কিছু খারাপ বন্ধু ছিল যারা সব সময় বিপদেই ফেলে গেছে, খারাপ কাজের সঙ্গে জড়িয়ে গিয়েছে। তাই আমরা যখন বুঝব যে এই বন্ধু আমাদের জন্য খারাপ হতে পারে,তখন আস্তে তার কাছ থেকে সরে আসতে হবে।

ধন্যবাদ আপনাদের সবাইকে আমার পোষ্ট টি দেখার জন্য।
Sort:  

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 last year 

খুব সুন্দর একটি পোস্ট শেয়ার করেছেন আপনি। পুরো পোস্ট পড়ে আমার কাছে ভালো লেগেছে। ঠিকই বলেছেন আপনি সৎসঙ্গে স্বর্গবাস আর অসৎ সঙ্গে সর্বনাশ আপনার বন্ধু যদি ভালো হয় তাহলে সে আপনাকে একটা ভালো পরামর্শ দিবে। আর আপনার বন্ধু যদি খারাপ হয় আপনার ভালো করা তো দূরের কথা আরো আপনার সবদিক থেকে খারাপই হবে। তাই আমাদের উচিত আগে থেকে ভালো বন্ধু নির্বাচন করা। ধন্যবাদ আপনাকে।

 last year 

আসলে ঠিক সৎ সঙ্গে স্বর্গবাস অসৎ সঙ্গে সর্বনাশ। তাই বাবা মায়ের উচিত লক্ষ্য রাখা তাদের সন্তান কেমন ছেলে মেয়ের সঙ্গে মেলামেশা করছে ভালো নাকি খারাপ!! কারণ খারাপ বন্ধুদের সঙ্গে মেলামেশা করলে একটা সময় নিজের সন্তানটা খারাপ হয়ে যাবে।

 last year 

একদম ঠিক বলেছেন আপু প্রতিটি বাবা-মা যদি তার সন্তানদের বন্ধু-বান্ধবের প্রতি নজর রাখতো তাহলে অনেক বাচ্চারাই বিপথে যাওয়ার থেকে বেঁচে যেত। তাছাড়া মানুষের জীবনে ভালো বন্ধু যেমন আসে তেমনি খারাপ বন্ধু আসে। বুদ্ধিমানেরা ভালো বন্ধুর সঙ্গ ধরে রাখে আর খারাপ বন্ধুর সঙ্গ ছেড়ে দেয়। ভালো লাগলো আপু আপনার লেখাটি পড়ে।

 last year 

জি আপু সকল বাবা-মায়ের উচিত তাদের সন্তানদের বন্ধু-বান্ধবের প্রতি নজর রাখার কারণ ।সব বন্ধুবান্ধব ভালো হতে পারে না ।তাই বিপদ আসার আগে সতর্ক হওয়া উচিত।

 last year 

খুব সুন্দর একটি বিষয় নিয়ে পোস্ট শেয়ার করলেন আপু। অনেক ভালো লাগলো পোস্টটি পড়ে। এটা সত্যি খারাপ সঙ্গের চেয়ে একা থাকা অনেক ভালো। তাই বন্ধু নির্বাচনে আমাদের সতর্ক হতে হবে। ধন্যবাদ আপু সুন্দর একটি বিষয় নিয়ে পোস্ট শেয়ার করার জন্য।

 last year 

জি আপু সত্যি খারাপ সঙ্গের চেয়ে একা থাকা অনেক ভালো। তাই আমাদেরকে ভালো বন্ধুও নির্বাচন করতে হবে। আপনাকে ধন্যবাদ সুন্দর একটি মন্তব্য করার জন্য।

 last year 

এমন কিছু কিছু মানুষ আছে যারা খারাপ বন্ধুদের পাল্লায় পড়ে জীবনটা নষ্ট করে দেয়। তবে এমন বন্ধুদের থেকে অনেক দূরে থাকাই ভালো তাহলে জীবনটাই অনেক সফল হবে। কথাই বলে সৎ সঙ্গে স্বর্গবাস অসৎ সঙ্গে সর্বনাশান। আপনি দারুণ টপিক্স নিয়ে লিখেছেন।

 last year 

জি আপু আপনি ঠিক বলেছেন। ভালো ভালো মানুষ আছে যারা খারাপ বন্ধুদের পাল্লায় পড়ে তাদের জীবনটাকে নষ্ট করে ফেলেছে ।এমন বন্ধুদের থেকে দূরে থাকলে জীবন সফল। ধন্যবাদ আপনাকে আপু।

 last year 

অনেক ভাল লিখেছেন।তবে আমি একটু ব্যাতিক্রম ভাবি,সব ধরনের বন্ধুই থাকা দরকার। কিন্তু নিজেকে এমন ভাবে গড়তে হবে যাতে তাদের খারাপ গুণগুলো কখনোই নিজের মাঝে না আসে। আর বন্ধুত্ব উপকার করা না করা এগুলো দেখে হয়না।স্বার্থ দেখে যে সম্পর্ক তা আর যাই হোক বন্ধুত্ব নয়।তবে হ্যা নিজেকে কন্ট্রোল করার ক্ষমতা না থাকলে কুসঙ্গ থেকে দূরে থাকাই ভাল।ধন্যবাদ সুন্দর উপদেশমূলক পোস্টটির জন্য

 last year 

আস্তে আস্তে যখন আপনি একটা পর্যায়ে চলে যাবেন, তখন সব ধরনের বন্ধুরই দরকার হবে। কিন্তু প্রথম থেকে যদি খারাপ বন্ধুদের সঙ্গে মেলামেশা হয় তখন সে আর ভালোই মানুষ হিসেবে গড়ে উঠতে পারে না।

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.15
JST 0.028
BTC 56085.77
ETH 2369.58
USDT 1.00
SBD 2.31