ছোট গল্প লেখার কার্যকর পদ্ধতি সমূহ

in আমার বাংলা ব্লগ3 years ago (edited)

received_581225609902377.jpeg

আসসালামু আলাইকুম/আদাব-নমস্কার। সবাই কেমন আছেন? আশা করি ভালই আছেন। আমি উপরওয়ালার অশেষ রহমতে ভালোই আছি। আমি প্রায় ২৫ দিন হল "আমার বাংলা ব্লগ" কমিউনিটির সঙ্গে যুক্ত আছি। এখানে যুক্ত থেকে আয়ের উৎস খুঁজে পাওয়ার জন্য আমি @rme দাদার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আজকে আমি লিখব ভিন্নধর্মী একটি বিষয় নিয়ে। কমিউনিটির সদস্যদের জন্য কিছু একটা করার বিষয় থেকে আমার আজকের লেখাটির আয়োজন।

১.গল্প লেখার প্রথম এবং প্রধান ধাপ হলো: প্রচুর পরিমাণে গল্প পড়া। কারণ গল্প লেখার কোন স্কুল কিংবা শিক্ষক থাকে না। গল্প লেখার জন্য আপনার শিক্ষক হতে পারে আপনার পূর্ববর্তী বিখ্যাত লেখক কিংবা সাহিত্যিকগণ। ছোটগল্প লেখার জন্য শুধু গল্প পড়লেই হবে না, গল্পের চরিত্রগুলো নিয়ে ভাবতে হবে অর্থাৎ কিভাবে একজন লেখক বিভিন্ন চরিত্র নিয়ে আসলেন তা নিয়ে ভাবতে হবে। এই কমিউনিটির সঙ্গে যারা যুক্ত আছে তাদের কাছে গল্প পড়ার বিষয়টি খুব সহজলভ্য। কারণ"আমার বাংলা ব্লগ" কমিউনিটিতে প্রতিদিন অসংখ্য ছোট গল্প লেখা হয়।

২. গল্প লেখার সময় নিজের ভেতরে পুরো গল্পটি প্রথমেই মাথার মধ্যে নিতে আসতে হবে। পুরো গল্পটি মাথার ভেতরে থাকলেও অনেক সময় তা নিচের মত করে উপস্থাপন না করে দর্শকদের কথা ভাবতে হবে। সেই সাথে গল্পের চরিত্র গুলোকে ও সব সময় নিজের মধ্যে আবদ্ধ না রেখে সার্বভৌমত্ব দিতে হবে।

৩. সাধারণত একজন ছোট গল্পের লেখক তার সঙ্গে ঘটে যাওয়া প্রতিটি ঘটনা নিয়ে গল্প লিখতে পারেন। লেখকদের ঘুরতে যাওয়া ঘটনাগুলো সাধারন ভাবে উপস্থাপন করলে ছোট গল্পের লেখক হওয়া যায় না। লেখকরা প্রতিটি ঘটে যাওয়া ঘটনা নিয়ে গল্প লিখতে পারার সক্ষমতা অর্জনের প্রধান কারণ হল-ঘটে যাওয়া ঘটনার বিষয়টি সাধারণভাবে উপস্থাপন না করে ছান্দিক এবং কাব্যিকভাবে উপস্থাপন করা।এই ছান্দিক এবং কাব্যিকভাবে উপস্থাপনার জন্য যদি কিছু বিষয় বানিয়ে লেখার প্রয়োজন পড়ে তাহলে তাই করতে হবে। জীবনী নিয়ে রচিত চলচ্চিত্রের পরিচালকদের জন্য ঠিক একই বিষয়টি প্রযোজ্য।

৪. লেখকদের প্রধান যে গুণ থাকতে হয় তাহলো কল্পনা শক্তি। হোক সেটা ছোট গল্প কিংবা বড় গল্প। বিজ্ঞানী আইনস্টাইন একটি কথা বলে গেছেন-

Imagination is grater than knowledge.

যাদের কল্পনাশক্তি অনেক ভালো, তাদের জীবনে নির্দিষ্ট ঘটনা না ঘটলেও তারা ঐ ঘটনাটি কল্পনাশক্তিতে এনেও গল্প লিখতে পারেন। ধরুন আপনি কল্পনা করলেন, আপনি একটি নির্দিষ্ট জায়গায়(পার্ক,ঐতিহ্যবাহী স্থান বা ভ্রমণ) ঘুরতে গেছেন। ওই জায়গায় ঘোরার সময় আপনার সঙ্গে কি করতে পারে এবং ওই জায়গায় কি থাকতে পারে তা কাব্যিক এবং ছান্দিকভাবে উপস্থাপনার মধ্য দিয়ে পুরো ঘটনাটি বর্ণনা করলেন। তাহলে আপনার ছোট গল্প লেখাটি সম্পন্ন হল।

৫. গল্প কিংবা সিনেমা তৈরীর ক্ষেত্রে আরেকটি বিষয় গল্পের সূচনা। পাঠকদের গল্প পড়ার আগ্রহ তৈরি জন্য গল্পের সূচনা গল্পের যেকোনো অংশ থেকে হতে পারে। সময় দেখা যায় যে গল্প কিংবা সিনেমার শেষ অংশের ঠিকঠাক থেকে গল্পটি শুরু করে গল্পটিকে অন্য কোন উপায় আবার শুরুতে নিয়ে আসা।

৬. ছোটগল্পের সবচেয়ে আকর্ষণীয় দিক হলো এর উপসংহার।ছোট গল্পের উপসংহার এতটাই গুরুত্বপূর্ণ যে, এটি আপনার পাঠকদের আপনার গল্প পড়াতে অবশ্যই বাধ্য করবে। ছোট গল্পের উপসংহারটি কেমন হওয়া উচিত তার বিবরণ দিতে গিয়ে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন যে-"শেষ হয়েও হইল না শেষ"।

Sort:  

গল্পঃ লেখার কলাকৌশল গুলো খুব ভালো ভাবে উপস্থাপন করেছেন।

গল্প লেখার প্রথম এবং প্রধান ধাপ হলো: প্রচুর পরিমাণে গল্প পড়া। কারণ গল্প লেখার কোন স্কুল কিংবা শিক্ষক থাকে না।

এটা সম্পূর্ণ সত্যি কথা আমিও মনে করে বই একমাত্র শিক্ষক। কারণ বই পরেই অজস্র জ্ঞান অর্জন করা সম্ভব।

শুভ কামনা রইলো।

 3 years ago 

আমার লেখা পড়ার জন্য আপনাকে ধন্যবাদ ভাই। এই পদ্ধতি ফলো করে যদি এখন আপনি লিখতে পারেন তাহলেই এই লেখার সাথকতা রয়েছে। ধন্যবাদ আপনাকে আপনার সুন্দর মতামতের জন্য।

 3 years ago 

জাতির উন্নতির একমাত্র অবলম্বন হলো বই। বই পড়লে জ্ঞান,কলাকৌশল, বাচনভঙ্গি, লেখার দক্ষতা বেড়ে যায়। ভালো লাগল আপনার কার্যকরী পোস্ট টি পড়ে

 3 years ago 

ধন্যবাদ আপু আপনার সুন্দর মতামতের জন্য।

 3 years ago 

আপনি অনেক সুন্দর একটি পোস্ট করেছেন। গল্প লেখার কলাকৌশল গুলো চিন্তা বিষয়ক। মানুষ তার কল্পনা শক্তিকে যত কাজে লাগাবে ততই সে ভালো কিছু লিখতে পারবে।গল্প পড়ে মজা পাওয়ার বিষয়টি হলো যখন বাস্তব জীবনের সাথে মিলে যায়।

 3 years ago 

গঠণমূলক মন্তব্য করার জন্য আপনাকে ধন্যবাদ ভাই।

বই পড়া ছাড়া মানসম্মত এবং রসাত্মক গল্প লেখা সম্ভব নয়। অনেক সুন্দর লিখেছেন ভাই।

 3 years ago 

ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

ব্যক্তিগতভাবে আমার ৪ নাম্বার আইডিয়াটি অনেক ভালো লেগেছে। কল্পনাশক্তি আমাদের গল্প লিখতে সাহায্য করতে পারে। আমি সত্যি বলতে নিজে এই কাজটা বেশি করে থাকি গল্প লিখার সময়।

ধন্যবাদ আপনাকে

 3 years ago 

আপনার মূল্যবান মন্তবের জন্য আপনাকে ধন্যবাদ ভাই।

 3 years ago 

তথ্য গুলো যুক্তি যত ছিল। ভালোই ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করেছেন শুভেচ্ছা রইল।

 3 years ago 

ধন্যবাদ ভাই আপনার সুন্দর মতামতের জন্য।

 3 years ago 

খুব সুন্দরভাবে ব্যাখ্যা করেছেন ভাইয়া।আপনার জন্য শুভকামনা রইলো।

 3 years ago 

ধন্যবাদ আপু আপনার সুন্দর মতামতের জন্য।

 3 years ago 

তথ্যবহুল পোস্ট। সুন্দর ভাবে উপস্থাপন করেছেন। ধন্যবাদ আপনাকে এত সুন্দর পোস্ট শেয়ার করার জন্য।

 3 years ago 

ধন্যবাদ আপনাকে।

খুবই সুন্দর আইডিয়া শেয়ার করেছেন। যারা নতুন আসবে গল্প লিখতে ভালবাসবে তারা আপনার এই পোস্টটি পড়ে ভাল আইডিয়া নিতে পারবে। ধন্যবাদ শেয়ার করার জন্য

 3 years ago 

আপনাকেও অসংখ্য ধন্যবাদ ভাই আপনার সুন্দর মতামতের জন্য।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.13
JST 0.028
BTC 57340.70
ETH 3072.28
USDT 1.00
SBD 2.37