প্রতিবেশী পিচ্চির জন্মদিন উদযাপন 🎂🎁🎉🎈"১০ শতাংশ লাজুক শিয়ালের জন্য বরাদ্দ"
জন্মদিন একজন মানুষের জীবনের বিশেষ একটি দিন। প্রতিবছর এক বারই মানুষের জীবনে জন্মদিন আসে। যার ফলে সবাই জন্মদিনের এই দিনটা মোটামুটি ভালোভাবেই উদযাপন করতে চায়। বড়দের জন্মদিন উদযাপন নিয়ে তেমন একটা আগ্রহ না থাকলেও, জন্মদিন উদযাপন নিয়ে ছোটরা একটু বেশি মাতামাতি করতে চায়। সম্ভবত তৃতীয় রোজার দিনে আমাদের ফ্ল্যাটের নিচতলার পিচ্চি একটি মেয়ের জন্মদিন ছিল। তার জন্মদিনে কাটানো সুন্দর মুহূর্ত আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো।
মেয়েটির নাম নুড়ি। আমাদের প্রতিবেশী। একই ফ্ল্যাটে থাকি আমরা। ওরা থাকে দোতালায় আর আমরা থাকি তিনতলায়। রংপুর পার্ক রোডের পাশে নতুন বাসায় উঠার পর ওর সঙ্গে প্রথম দেখা। প্রথম দেখায় যা হয় আর কি। চিনতে না পারা, দূরে দূরে থাকা এবং দেখলেই পাশ কাটিয়ে চলে যাওয়া এমন ভাবেই চলতে লাগলো। নতুন বাসায় উঠার এক সপ্তাহ পর ওদের ফ্ল্যাটে আমাদের পরিবার সমেত সবাইকে দাওয়াত দেওয়া হলো। দাওয়াত করার খুব বড় কোনো কারণও ছিল না। আমরা নতুন উঠেছি এজন্য বাড়িওয়ালা হিসেবে ফর্মালিটি বজায় রাখার জন্য দাওয়াত করেছে। সেদিন দাওয়াত খেতে গিয়ে প্রথমে ওর সঙ্গে কথা। নাম-পরিচয় সবকিছু জেনে নিলাম। ওর নাম নুড়ি; দ্বিতীয় শ্রেণীতে পড়ে। ওইদিন কথা বলার পর থেকেই মোটামুটি ভালোই মিল হয়ে গিয়েছে। এরপর থেকে যখনই দেখা হতো; তখনই কথা বলতাম। কারণ আমি একটু মিশুক প্রকৃতির ছেলে।
![]() | ![]() | ![]() |
|---|
রোজার তৃতীয় দিনে ওর জন্মদিন ছিল। জন্মদিনে আমাকেও আমার ছোট ভাইকে যেতে বলেছে। খুব একটা বেশি লোকজন আসেনি রোজার জন্য করে। ওদের বাসার লোকজন এবং ওই ফ্ল্যাটের সকল ছেলে মেয়েরা উপস্থিত ছিল। আমি যে প্রথমে কেকের ছবি উঠিয়ে নিলাম। চকলেট ফ্লেভার এর কেকের উপরে নুড়ির নাম এবং জন্মদিন এর বিষয়টি ইংরেজিতে লেখা ছিল। এরপর নুড়ির ছোট ভাইয়ের সঙ্গে ওর ছবি উঠিয়ে নিলাম পরবর্তীতে আমি এবং আমার ছোট ভাইসহ নুড়ির সঙ্গে ছবি উঠালাম। ছবি উঠানো শেষ করার পর কেক কাটার পালা। কেক কাটার পর সবাই একে একে নুড়িকে কেক খাইয়ে দিলো; সঙ্গে সঙ্গে নুড়িও সবাইকে কেক খাইয়ে দিল। কেক খাওয়া শেষ করার পর নুড়ির বাবা-মা সকলের জন্য খাওয়া-দাওয়ার আয়োজন করেছিল। সেগুলো খেয়ে দেয়ে আমরা যে যার মত নিজ নিজ ফ্ল্যাটে চলে গেলাম।
সব মিলে পিচ্চি মেয়ে নবীর জন্মদিন উপলক্ষে বেশ সুন্দর একটি দিন উদযাপন করেছিলাম। সেইসঙ্গে খাওয়া-দাওয়া বেশ ভালোই হয়েছিল। এই কঠিন পরিস্থিতিতেও যাতে ও ভালো মানুষ হিসেবে বেড়ে উঠতে পারে সেই কামনাই করি। আজ আপাতত এতোটুকুই। আবারো নতুন কোন কনটেন্ট নিয়ে পরবর্তী দিনে আপনাদের সামনে হাজির হব। এ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং কাছের মানুষদের খেয়াল রাখবেন।
ধন্যবাদ সবাইকে
@abusalehnahid
| ফটোগ্রাফি | আবু সালেহ নাহিদ |
|---|---|
| ডিভাইস | OPPO A-12 |
| ছবি তোলার স্থান | লোকেশন |








.png)
.gif)

নুড়ি মামনি কে জন্মদিনের শুভেচ্ছা জানাচ্ছি। যে কারো জন্মদিন সেলিব্রেট করতে আনন্দ লাগে। আর্টিকেল আকারে আমাদের সাথে শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ ভাই ।
নুড়িকে জন্মদিনের শুভেচ্ছা জানানোর জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই।
প্রতিবেশী পিচ্চি র জন্মদিন উপলক্ষে খুব সুন্দর মুহূর্ত উপভোগ করলেন। এইরকম মুহূর্ত উপভোগ করতে অনেক ভালো লাগে ।অনেক সুন্দর ছিল তার জন্মদিনের আয়োজন শেয়ার করার জন্য ধন্যবাদ।
জন্মদিনের আয়োজন আপনার ভালো লেগেছে জেনে খুব খুশি হলাম। ধন্যবাদ আপনাকে।
জন্মদিন শুভ হোক
এই কামনা করি,
প্রতিবেশীর শুভ কামনায়
আপনি থাকেন জানি।
সুন্দর মন্তব্যটি কবিতার মাধ্যমে উপস্থাপন করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই।