"আমার বাংলা ব্লগ" || 🌞সূর্যমুখী ফুলের সুন্দর কিছু ফটোগ্রাফি🌹[10% shy-fox]🌹

in আমার বাংলা ব্লগ3 years ago

প্রিয়,

আমার বাংলা ব্লগবাসী

আপনারা সবাই কেমন আছেন? আশাকরি আপনারা সবাই বেশ ভালই আছেন। উপরওয়ালার অশেষ রহমতে আমিও বেশ ভালো এবং সুস্থ আছি। আমি "আমার বাংলা ব্লগ" কমিউনিটিতে আমার করা পোস্টগুলোতে প্রতিনিয়ত ভেরিয়েশন আনার চেষ্টা করি। ভেরিয়েশন আনতে গিয়ে কখনো ক্রাফট পোস্ট, কখনো বা ড্রয়িং পোস্ট, আবার কখনো বা ফটোগ্রাফি পোস্ট কিংবা রেসিপি পোষ্ট আপনাদের সঙ্গে শেয়ার করি।

এরই ধারাবাহিকতায় আজকে আমি ফটোগ্রাফি পোস্ট আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি। আমার আজকের পোষ্টের টপিক হলো সূর্যমুখী ফুলের ফটোগ্রাফি।

আমাদের দেশে যতগুলো ফুল ফোটে তার বেশিরভাগই বসন্ত মৌসুমে ফুটে থাকে। আরে বসন্তের রঙ বেরঙের ফুল মুগ্ধ করে আমার মত আরো সকল প্রকৃতিপ্রেমীদের। বসন্তের রংবেরঙের ফুল এর মধ্যে কিছু কিছু ফুল রয়েছে যেগুলোর অনন্য বৈশিষ্ট্যের কারণে প্রকৃতিপ্রেমীদের নিকট আরো বেশি প্রিয় হয়ে ওঠে। বসন্তের ফুল গুলোর মধ্যে আমার সবচেয়ে প্রিয় বলরাম সূর্যমুখী ফুল।বড় আকৃতির হলুদ ফুলের পাপড়ি গুলোর সৌন্দর্যে মুগ্ধ হওয়ার কারণে এই ফলটি আমার নিকট অধিক প্রিয়। শুধু যে এই ফুলটি আমার এই প্রিয় তা নয় আমার মতো আরো অনেকেরই ভালো লাগে এই ফুল। সবার কাছে এই ফুলটি কেন প্রিয় তা অবশ্য আমি বলতে পারবো না।

রংপুর শহরের মধ্যে খুব একটা ফুলের বাগান দেখতে পাওয়া যায় না। যদিও কিছু কিছু নার্সারি রয়েছে যেগুলোতে বিভিন্ন ধরনের ফুল কেনাবেচা করা হয়। কিন্তু নার্সারিতে ওইভাবে সূর্যমুখী ফুলের প্রচলন তেমন একটা নাই বললেই চলে। এজন্যই হয়তো বিভিন্ন ফুলের দোকান গুলোতে নানান ধরনের ফুল পাওয়া গেলেও সূর্যমুখী ফুল কেমন একটা পাওয়া যায় না। সূর্যমুখী ফুল পেতে হলে আপনাকে অবশ্যই গ্রামীণ অঞ্চল কিংবা এমন কোন অঞ্চলে যেতে হবে যেখানে সূর্যমুখী ফুল বাণিজ্যিকভাবে চাষাবাদ করা হয়। কিছুদিন আগেই ফেসবুকে দেখলাম আমার বন্ধুরা সূর্যমুখী ফুলের বাগানে গিয়ে ছবি উঠিয়ে আপলোড করেছে। সেটা দেখেই পরিকল্পনা করলাম বাগানে আমাকেও হয়তো যেতে হবে। পরে আমার এক কাছের বন্ধুকে নিয়ে চলে গেলাম ফুল বাগানে।আর আজকে আমি সূর্যমুখী ফুল বাগানের আমার সম্পন্ন করা ফটোগ্রাফি গুলো আপনাদের সঙ্গে শেয়ার করব।

🌺📷আলোকচিত্র--১🌻

IMG-20220314-WA0006.jpg

Realme 7i

লোকেশন 🧭

AA647677-C1CA-4981-AA9D-DB9A8B7F2705.png



🌺📷আলোকচিত্র-২🌻

IMG-20220314-WA0005.jpg

Realme 7i

লোকেশন 🧭

AA647677-C1CA-4981-AA9D-DB9A8B7F2705.png



🌺📷আলোকচিত্র-৩🌻

IMG-20220314-WA0009.jpg

Realme 7i

লোকেশন 🧭

AA647677-C1CA-4981-AA9D-DB9A8B7F2705.png



🌺📷আলোকচিত্র-৪🌻

IMG-20220314-WA0001.jpg

Realme 7i

লোকেশন 🧭

AA647677-C1CA-4981-AA9D-DB9A8B7F2705.png



সূর্যমুখী ফুলের ইংরেজি নাম Sun Flower। এ ফুলের বৈজ্ঞানিক নাম Helianthus annuus। সূর্যের মতো হলুদ হওয়ার কারণে বুঝি এই ফুলের নাম সূর্যমুখী ফুল রাখা হয়েছে। স্বাভাবিক ফুল গুলোর তুলনায় এই ফুলের আকৃতি কিছুটা বড় হয়। আবার এই ফুলটি অন্যান্য ফুল যেমন গোলাপের মতো সারা বছর ধরেও উপর জন্মায় না। বছরের একটি নির্দিষ্ট সময়ে এই ফুল জন্মে। বসন্তের মাঝামাঝি সময়ে এই ফলটি পরিপূর্ণ রূপে বিকাশ লাভ করে।
🌺📷আলোকচিত্র-৫🌻

IMG-20220314-WA0008.jpg

Realme 7i

লোকেশন 🧭

AA647677-C1CA-4981-AA9D-DB9A8B7F2705.png



🌺📷আলোকচিত্র-৬🌻

IMG-20220314-WA0011.jpg

Realme 7i

লোকেশন 🧭

AA647677-C1CA-4981-AA9D-DB9A8B7F2705.png



🌺📷আলোকচিত্র-৭🌻

IMG-20220314-WA0013.jpg

Realme 7i

লোকেশন 🧭

AA647677-C1CA-4981-AA9D-DB9A8B7F2705.png



🌺📷আলোকচিত্র-৯🌻

IMG-20220314-WA0016.jpg

Realme 7i

লোকেশন 🧭

AA647677-C1CA-4981-AA9D-DB9A8B7F2705.png



সূর্যমুখী ফুল বাণিজ্যিকভাবে চাষাবাদ করার কারণ হলো এই ফুলটির বিভিন্ন রকম ভেষজগুণের কারণে। অন্যান্য সাধারণ ফুল গুলোর মধ্যে ফুলের গাছ দীর্ঘদিন ধরে ফুল দেয় না। বরং একবারও ফুল দিয়ে সূর্যমুখী ফুলের গাছ মারা যায়। সূর্যমুখী ফুল গাছের স্থায়িত্বকাল ৩-৪ মাস। আমাদের শরীরে যে হরমোনের কারণে ক্যান্সার বাসা বাঁধে ওই হরমোন দূরীভূত করা যায় এই ফুল থেকে উৎপন্ন তেলের মাধ্যমে। এছাড়াও আমাদের হার দীর্ঘদিন ধরে মজবুত রাখতে এই ফুল বেশ কার্যকরী।

এই ছিল আমার সম্পূর্ণ ফটোগ্রাফি পোস্টটি। আমি আমার সর্বোচ্চটা দিয়ে আপনাদের সঙ্গে পোস্টটি শেয়ার করার চেষ্টা করেছি। আজ আপাতত এতোটুকুই। পরবর্তীতে ভিন্ন কোন বিষয়ের উপর করা ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হবে। এ পর্যন্ত সবাই ভালো থাকবেন,সুস্থ থাকবেন এবং কাছের মানুষদের খেয়াল রাখবেন।


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png

Sort:  
 3 years ago 

ওয়াও আপনি সূর্যমুখী ফুলের দারুন ফটোগ্রাফি করেছে। ফটোগ্রাফি আমার কাছে অনেক ভালো লেগেছে। ফটোগ্রাফির মাধ্যমে সূর্যমুখী ফুলের সৌন্দর্য আমাদের মাঝে ফুটিয়ে তুলেছেন। শুভকামনা রইল আপনার জন্য।

 3 years ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই আপনার সুন্দর মন্তব্যের জন্য।

 3 years ago 

সূর্যমুখী ফুলের খুবই সুন্দর সুন্দর মনমুগ্ধকর কিছু ফটোগ্রাফি আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন। সূর্যমুখী ফুল আমার কাছে অনেক বেশি ভালো লাগে বিশেষ করে বিকেলবেলায় সূর্যমুখী ফুলের বাগানে সময় কাটাতে খুবই ভালো লাগে। আপনাকে দেখেই বোঝা যাচ্ছে সূর্যমুখী ফুলের বাগানে অনেক সুন্দর একটি মুহূর্ত কাটিয়েছিলেন সেই সাথে অনেক সুন্দর সুন্দর ফটোগ্রাফি করেছেন। ধন্যবাদ এত সুন্দর একটি ফটোগ্রাফিক পোস্ট শেয়ার করার জন্য।

 3 years ago 

এত সুন্দর এবং গঠনমূলক মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই।

রংপুর সূর্যমুখী ফুলের চাষ কমই দেখা যায়। সুন্দর সংগ্রহ, সুন্দর উপস্থাপন ভাল ছিল সবকিছু।

 3 years ago 

অসাধারণ কিছু সূর্যমুখী ফুলের ফটোগ্রাফি করেছেন ভাই। সবগুলো সূর্যমুখী ফুলের ছবি অনেক ভালো লাগছে আমার কাছে। আপনার ফটোগ্রাফির প্রশংসা করতে হয়। প্রতিটা ছবিই অসাধারণ ছিল। আপনি খুব সুন্দর করে সবগুলো ছবির বর্ণনা আমাদের মাঝে উপস্থাপন করেছেন। এরকম কিছু সূর্যমুখী ফুলের ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।শুভকামনা রইল আপনার জন্য।

 3 years ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই আপনার সুন্দর এবং গঠনমূলক মন্তব্যটি আমাদের সঙ্গে শেয়ার করার জন্য।

 3 years ago 

সূর্যমুখী ফুল আমার মায়ের ভীষণ পছন্দের। আর সেজন্য আমার বাড়িতেও কয়েক ধরনের সূর্যমুখী ফুলের গাছ আছে। আপনার ফটোগ্রাফি গুলো ভীষণ ভালো লাগলো। আমি এবং মা দুজনে মিলে দেখলাম। আর ক্যান্সার রোগের চিকিৎসায় সূর্যমুখী ফুলের যে এত ভূমিকা আছে সেটা আগে জানা ছিল না। খুব ভালো লাগলো পোস্টটি পড়ে।

 3 years ago 

আমার পোস্ট আপনি এবং আপনার মা মিলে দেখেছেন শুনে খুব খুশি হলাম দিদি। আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটি মন্তব্য শেয়ার করার জন্য।

 3 years ago 

আপনি সূর্যমুখী ফুলের বেশকয়েকটি ফটোগ্রাফি করেছেন দেখে খুব ভালো লাগছে। সূর্যমুখী ফুলের পুরো বাগানসহ বিভিন্ন এংগেলে ফটোগ্রফি করাতে এর সৌন্দর্যটা ভালোভাবে ফুটে উঠেছে। প্রত্যেকটা ফটোগ্রাফি অসাধারণ ছিল। সূর্যমুখী পুরো বাগানটা একেবারে সবুজ তার মাঝখানে সূর্যের দিকে মুখ করে থাকা হলুদ রঙের ফুলগুলো দেখতে খুব অসাধারণ লাগে। সূর্যমুখী ফুলের ফটোগ্রাফি গুলো আমাদের মাঝে শেয়ার করার জন্য অনেক অনেক ধন্যবাদ।

 3 years ago 

আমার শেয়ার করা ফটোগ্রাফি গুলো আপনার ভাল লেগেছে শুনে খুব খুশি হলাম ভাই। আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 3 years ago 

সূর্যমুখী ফুলের খুবই সুন্দর কিছু ফটোগ্রাফি করেছেন আপনি। আপনার প্রতিটা ফটোগ্রাফি অসাধারণ হয়েছে। আপনার ফটোগ্রাফি গুলো দেখে আমি মুগ্ধ। ধন্যবাদ আপনাকে এত সুন্দর কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 3 years ago 

সুন্দর মন্তব্য শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ ভাই।

 3 years ago 

সূর্যমুখী ফুল সম্পর্কে খুব সুন্দর একটি পোষ্ট লিখেছেন আপনি। সূর্যমুখীর তেল আসলে খুবই উপকারী। যদিও এ তেল কোথায় পাওয়া যায় আর কোথায় রপ্তানি হয় তা আমার জানা নেই। ছবিগুলো অনেক সুন্দর হয়েছে। শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।

 3 years ago 

সুন্দর মন্তব্য করেছেন ভাই। ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

ভাইয়া আপনি আজকে চমৎকার ভাবে সূর্যমুখী ফুলের সুন্দর কিছু ফটোগ্রাফি করেছেন। দেখতে অসাধারণ হয়েছে। অনেক সুন্দর করে সাজিয়ে উপস্থাপনা করেছেন। ধন্যবাদ আপনাকে ভাইয়া আপনার জন্য শুভ কামনা রইলো।

 3 years ago 

সুন্দর মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই।

 3 years ago 

এই সূর্যমূখী ফুল নাকী সূর্যের দিকে মুখ করে থাকে। এইটা বেশ কৌতূহলের একটা ব‍্যাপার। সূর্যমুখী ফুল আমার কাছে অনেক ভালো লাগে এবং এর সৌন্দর্য মুগ্ধ করে সবাইকে। সূর্যমুখী ফুলটার দারুণ ফটোগ্রাফি করেছেন। ধন্যবাদ আমাদের সাথে শেয়ার করার জন্য।।

 3 years ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই আপনার সুন্দর মতামত শেয়ার করার জন্য।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.16
JST 0.030
BTC 62816.09
ETH 2466.13
USDT 1.00
SBD 2.64