গাছের ছবি অংকন

in আমার বাংলা ব্লগ3 years ago (edited)

একটি দেশের মোট আয়তনের শতকরা ২৫ ভাগ বনভূমি থাকা প্রয়োজন। আমাদের দেশে বনভূমির শতকরা পরিমাণ মাত্র ১৭ ভাগ। প্রতিবছরে এই পরিমাণ ক্রমশ কমছে। আবাদি জমি গুলো নষ্ট করে এবং গাছপালা কেটে গড়ে তুলছে দালানকোঠা এবং ঘরবাড়ি। গাছপালা কমে যাওয়ার ফলে আমরা বঞ্চিত হচ্ছি প্রয়োজনীয় অক্সিজেন থেকে। আমাদের বেঁচে থাকার জন্য বৃক্ষ অধিক গুরুত্বপূর্ণ একটি উপাদান। গাছপালার পরিমাণ যাতে বৃদ্ধি পায়, তার জন্য আমাদের নিয়মিত বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা উচিত। বৃক্ষরোপণ কর্মসূচি বিষয়টির গুরুত্ব অনুধাবন করে আমার গাছটির ছবি অংকন করা।

উপকরণ সমূহ:

  • কাগজ
  • পেন্সিল
  • বলপেন
  • সাধারণ কলম

IMG_20210923_233001.jpg

নিজ হাতে অংকন করা একটি বৃক্ষ:

IMG_20210924_000042.jpg

১ম ধাপ:

বৃক্ষ অংকন এর প্রথম ধাপে আমি বৃক্ষের দুটি অংশ ভাগ করে নিলাম।

IMG_20210923_233248.jpg

২য় ধাপ:

এ ধাপে বৃক্ষের কান্ড থেকে শাখা প্রশাখা বের করে নিলাম।

IMG_20210923_233402.jpg

৩য় ধাপ

তৃতীয় ধাপে বৃক্ষের কান্ডের অংশগুলো থেকে পাতা বের করলাম।

IMG_20210923_234014.jpg

৪র্থ ধাপ

গাছের শিকড়ের পাশের মাটির অংশে কাশফুল এর গাছ অংকন করলাম।

IMG_20210923_234234.jpg

৫ম ধাপ

এ ধাপে পাতার অংশটি সবুজ বল পেন দিয়ে এবং কান্ড সহ গাছের নিচের অংশে পেন্সিল দিয়ে ভরাট করে দিলাম।

IMG_20210923_235806.jpg

৬ষ্ঠ ধাপ

ষষ্ঠ ধাপে এসে গাছের উপরে আকাশের মেঘ এবং পাখি উড়ে যাওয়ার দৃশ্য অংকন করলাম।

IMG_20210924_000042.jpg

উপরোক্ত সবগুলো ধাপগুলো অনুসরণ করে আমি আমার বৃক্ষ অংকনের সম্পূর্ণ চিত্রটি সম্পন্ন করলাম।

Sort:  

আঁকতে আঁকতে হাত পাকতে থাকবে। সুন্দর

 3 years ago 

ধন্যবাদ আপনাকে ভাই।

 3 years ago 

সুন্দর এঁকেছেন। ধাপে ধাপে দেওয়ার কারণে আরো বেশি ফুটিয়ে উঠেছে ।

 3 years ago 

আপনাকে ধন্যবাদ ভাই....😍🥰

 3 years ago 

গাছের ছবিটি ভালো অঙ্কন করেছেন ভাইয়া।ধন্যবাদ আপনাকে শেয়ার করার জন্য।

 3 years ago 

আপনাকেও অসংখ্য ধন্যবাদ দিদি... 😍🥰

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.14
JST 0.029
BTC 56948.01
ETH 3056.88
USDT 1.00
SBD 2.40