বন্ধুর জন্মদিনের ট্রিট "১০ শতাংশ লাজুক শিয়ালের জন্য বরাদ্দ"
জন্মদিন প্রতিটি মানুষের জন্য একটি স্পেশাল দিন হয়। আর এই স্পেশাল দিনটা সবাই বিভিন্ন হবে স্মরণীয় করে রাখতে চায়। জন্মদিনের এই মুহূর্তটা উপভোগ করতে একেকজনের একেক রকম আয়োজন থাকে। আমার বন্ধুর জন্মদিন তাও ঠিক সুন্দরভাবে উৎসবের সঙ্গে আয়োজন করা হয়েছিল। জন্মদিনে সাধারণত সবাই কেক কেটে থাকে। বিশ্ববিদ্যালয় জীবনে পড়াকালীন সময়ে ওর সঙ্গে অনেক সুন্দর সময় কাটিয়েছিলাম। যদিও প্রথম থেকে ওর সঙ্গে আমার তেমন একটা ভাব জমত না। কিন্তু পরবর্তীতে ঠিকই ওর সঙ্গে আমার ভালো একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে ওঠে।
যাইহোক বন্ধুর জন্মদিন, কিন্তু বন্ধুর নামটাই তো আপনাদের বলা হলো না। ওর নাম রাতুল। রাতুলের সঙ্গে আমার ভালমতো বন্ধুত্ব গড়ে ওঠে অনার্স দ্বিতীয় বর্ষে এসে। বিশ্ববিদ্যালয়ে থাকাকালীন সময়ে একবার ওর জন্মদিন ভিন্নভাবে উদযাপন করেছিল। ওর জন্মদিন নিয়ে লেখার সময় ওই দিনের কথা মনে পড়ে গেল। ওকে না বলে হঠাৎ করে অনেক কয়েকজন বন্ধুরা মিলে ওর মাথায় ডিম ভঙ্গি। বিশ্ববিদ্যালয় জীবনে এটা এক ধরনের ট্র্যাডিশনই বলা চলে। জন্মদিনে আসলেই বন্ধুর মাথায় ডিম ভাঙ্গা। এরপর কেক কাটার মাধ্যমে রাত বারোটার পর পরেই জন্মদিন উদযাপন করা। এখন অবশ্য জন্মদিনের তেমন একটা আমেজ নেই। আমরা দুজন একই ডিপার্টমেন্টের ছাত্র না হলেও একই বিভাগের ছিলাম। দুজনের বাসায় রংপুর সদর এ।সেই হিসেবে বন্ধু-বান্ধবদের মধ্যে ওর সঙ্গেই সবচেয়ে বেশি দেখা হয়। করোনাকালীন সময় ওর সঙ্গেই সবচেয়ে বেশি সময় কাটিয়েছি। কোন প্রয়োজন হলেই দুজন মিলে একসঙ্গে ঘুরতে বের হতাম।
এবারের জন্মদিনে ও অবশ্য আমাকে দুদিন আগেই বলে রেখেছিলো যে কাল ওর জন্মদিন। সেই উপলক্ষে আজকে সবার আগেই ওর বাসায় গিয়ে হাজির হলাম। কারণ ওর বাবা-মার সঙ্গে আমার বেশ ভালই সখ্যতা রয়েছে। বাসায় যাওয়ার পর দুজন মিলে পরিকল্পনা করলাম কি কি করা যায়। আর বাজেট অনুযায়ী সাধারণত আয়োজনটাও সম্পন্ন হয়। ওর জন্মদিনের কেক অবশ্য আমি কিনেছিলাম। জন্মদিন উপলক্ষে সব সাজানো এবং লোকেশন ঠিক করার দায়িত্ব আমি নিয়েছিলাম। মোটামুটি এধরনের কাজ গুলা আমি করতে পারি। জন্মদিন উপলক্ষে সবকিছু সাজানোর পর ওর ডিপার্টমেন্টের বন্ধুবান্ধবরাও এসে হাজির হলো। সবাই মিলে কেক কাটার মাধ্যমে জন্মদিন টা সুন্দর ভাবে উদযাপন করলাম। সব মিলে অনেকদিন পর বন্ধুর জন্মদিনে সুন্দর সময় উপভোগ করলাম।
ধন্যবাদ সবাইকে
@abusalehnahid
ফটোগ্রাফি | @abusalehnahid |
---|---|
ডিভাইস | OPPO A12 |
লোকেশন | W3W |
আপনার বন্ধুর জন্মদিন খুব সুন্দর ভাবে উদযাপন করেছেন ভাই। আপনার বন্ধুর জন্মদিনে আপনারা সবাই মিলে অনেক সুন্দর মুহূর্ত কাটিয়েছেন। আপনাদের সুন্দর মুহুর্ত গুলো শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই।
সুন্দর মন্তব্য করেছেন।আপনার জন্য শুভকামনা রইলো।
বন্ধুদের সাথে কাটানো মুহূর্তগুলো বেশ মজাই হয়। আমার বন্ধুদের সাথে সময় কাটাতে খুবই ভালো লাগে। বন্ধুরা জীবনের এক একটি অংশ।
আপনি আপনার বন্ধুদের সাথে খুব সুন্দর সময় অতিক্রম করেছেন।
আপনার সুন্দর মুহূর্ত গুলো আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল 😊😊
এত সুন্দর এবং গঠনমূলক মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।অতিক্রম এর জায়গায় অতিবাহিত হবে আপু।
জীবনের সবচেয়ে কাছের মানুষগুলোর মধ্যে বন্ধু একজন ।আপনি আপনার বন্ধুর জন্মদিনে খুব সুন্দর একটি মুহূর্ত কাটিয়েছেন। যেটা আমার কাছে খুবই ভালো লাগলো। আমরা ও একসাথে বন্ধুদের সাথে অনেক সময় অনেক জায়গায় আড্ডা দিয়ে থাকি। এতো সুন্দর মুহূর্ত উপভোগ করা আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।😍😍
বন্ধুদের সঙ্গে আড্ডার সময় গুলো খুব সুন্দর ভাবে কেটে যায়।আপনার জন্য শুভকামনা রইলো ভাই।
বন্ধুর জন্মদিনটা খুবই ভালোভাবে উৎযাপন করেছেন। তবে বর্তমানে জন্মদিন পালনের ট্রেন্ড্র এর মধ্যে মাথায় ডিম ভাঙ্গা এটা আমার খুবই অপছন্দ। আপনার বন্ধু রাতুলকে জন্মদিনের শুভেচ্ছা। ভালো ছিল পোস্ট টা।
সুন্দর মন্তব্য করেছেন।আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই।
প্রথমে আমার তরফ থেকে আপনার বন্ধুরা রাতুল ভাইয়াকে জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা জানাই। অনেক ভালো কাটুক তার বাকি দিনগুলো। অনেক সুন্দর ভাবে আপনি আপনার বন্ধুর জন্মদিনের উপস্থাপনা আমাদের সাথে শেয়ার করেছেন। আমি আপনার পোস্টটা পড়ে যেটা বুঝতে পারলাম সেটা হল প্রথম প্রথম কারো সাথে বন্ধুত্ব হয় না। বন্ধুত্ব তো হয় তখন যে সব সময় তার পাশে থাকে তার ভালোলাগা মন্দলাগা খেয়াল করেন। এইভাবে একজন একজনের পাশে থাকলেই তো বন্ধুত্ব ভারে। সবমিলিয়ে আজকের আপনার পোস্টটা আমার খুব ভালো লেগেছে। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইলো ভাইয়া
আমার সম্পূর্ণ পোস্টটি পড়ে খুবই সুন্দর এবং গঠনমূলক মন্তব্য করেছেন।আপনার জন্যও শুভকামনা রইলো।
সত্যিই জন্মদিন মানে বিশেষ দিন।আপনারা দারুণ মুহূর্ত কাটিয়েছেন।বন্ধুর জন্মদিন মানে সেই মজার।আপনার সুন্দর মুহূর্তগুলি আনন্দে কাটুক আগামীতে ও।ধন্যবাদ ও শুভকামনা রইলো ভাইয়া।
আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু আপনার সুন্দর মন্তব্যের জন্য।
প্রথমেই আপনার বন্ধু রাতুল ভাইয়া আমার পক্ষ থেকে জন্মদিনের প্রানঢালা অভিনন্দন, অনেক সুন্দর সনয় কাটিয়েছেন দেখেই বোঝা যাচ্ছে। শুভকামনা রইলো ভাই
জন্মদিন তো কয়েকদিন আগে পার হয়ে গেলো ভাই।দেরিতে হলেও আপনার পক্ষ থেকে উইশ করবো হনি।ধন্যবাদ আপনাকে।