# DIY-এসো নিজে করি (রঙিন কাগজ দিয়ে ওয়ালমেট তৈরি)"লাজুক শেয়ালের জন্য 10 শতাংশ বরাদ্দ"

in আমার বাংলা ব্লগ3 years ago (edited)

হ্যালো স্টিমিট বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আমি ভালো আছি। আশা করি উপরওয়ালার অশেষ রহমতে আপনারা সবাই সুস্থ আছেন। বাংলাদেশ এবং কলকাতা সহ বাংলা ভাষাভাষী নানান অঞ্চলে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে "আমার বাংলা ব্লগ" কমিউনিটির সদস্যরা। যে যেখানে থাকুন নিজের এবং কাছের মানুষদের খেয়াল রাখবেন।আজ আমি আপনাদের সামনে আরও একটি ডাই প্রজেক্ট এ অংশগ্রহন করতে যাচ্ছি। আশাকরি আপনাদের সবার ভালো লাগবে।

রঙিন কাগজ দিয়ে ওয়ালমেট তৈরি:

রঙিন কাগজ দিয়ে তৈরি করা সুন্দর ওয়ালমেট এর ছবি

received_433330198353129.jpeg

উপকরণঃ

received_598497314934836.jpeg

  • মোটা কাগজ
  • রঙিন কাগজ
  • কাচি
  • আঠা
  • সাদা কাগজ

ধাপঃ১

received_311263940490773.jpeg

প্রথমে ২ টি মোটা কাগজে গোলাকার করে একে নিয়েছি।

ধাপঃ২

received_554791072252053.jpeg

এই পর্যায়ে মোটা কাগজ গোলাকার করে কেটে নিয়েছি এবং মাঝখানটা গোলাকার করে কেটে নিয়েছি।

ধাপঃ৩

received_457365942669198.jpeg

এই পর্যায়ে সাদা কাগজ মোটা কাগজের মাপে কেটে নিয়ে তা মোটা কাগজে আঠা দিয়ে লাগিয়ে নিয়েছি।

##ধাপঃ৪

received_260345506035660.jpeg

received_374073764406755.jpeg

received_3157621464466886.jpeg

received_1099669653770809.jpeg

এই পর্যায়ে লম্বা করে সাদা কাগজ কেটে নিয়েছি এবং এক পাশ থেকে মুড়িয়ে নিয়ে শলার মত তৈরী করে নিয়েছি।

ধাপঃ৫

received_555735442158808.jpeg

received_4704404209672847.jpeg

এই পর্যায়ে শলা গুলি একটি মোটা কাগজে আঠা দিয়ে লাগিয়ে নিয়েছি এবং আরেকটি মোটা কাগজ দিয়ে তা ঢেকে নিয়েছি।

ধাপঃ৬

received_471269844189805.jpeg

received_1255991801552330.jpeg

received_288729396447965.jpeg

এই পর্যায়ে রঙিন কাগজ বড় গোলাকার ছোট গোলাকার নিজের পছন্দ মত কেটে নিয়েছি।

ধাপঃ৭

received_593391761710646.jpeg

এই পর্যায়ে কেটে রাখা রঙিন গোলাকার কাগজ শলার উপর আঠা দিয়ে লাগিয়ে নিয়েছি।

চূড়ান্ত ধাপঃ

received_433330198353129.jpeg

চূড়ান্ত পর্যায়ে আমাদের সুন্দর একটি ওয়ালমেট তৈরী হল।

উপরোক্ত সকল ধাপগুলো অনুসরণ করে আমি আমার ওয়ালমেট তৈরি করলাম। আপনাদের সবার কেমন লাগলো তা জানাবেন। আমার পোস্টটি পড়ার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।

Sort:  

বাহ আপু সুন্দর ওয়ালমেট তৈরি করেছেন আপনি। আসলে রঙিন কাগজ দিয়ে কত কত সুন্দর কাজ করা যায় তা আগে কখনো জানতাম না। এখন জানতেছি। যাই হোক অনেক সুন্দর হয়েছে আপু। শুভেচ্ছা ও অভিনন্দন রইল।

 3 years ago 

ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

বাহহহ ভাই আপনি রঙিন কগজ দিয়ে অসাধারন একটি ওয়ালমেট বানিয়েছেন।দেখতে খুবই সুন্দর দেখাচ্চে আর খুব সুন্দর ভাবে প্রতিটা ধাপ উপস্থাপন করেছেন শুভ কামনা রইলো।

 3 years ago 

ধন্যবাদ আপনাকে।

আপনার ওয়ালমেটটি অসাধারণ হয়েছে। রঙিন কাগজ দিয়ে ওয়ালমেট তৈরি আমার কাছে বেশ ভালো লেগেছে।প্রতিটা ধাপ সুন্দর করে উপস্থাপনা করেছেন।
শুভকামনা রইলো

 3 years ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই।

 3 years ago 

সত্যি বলতে ভাইয়া অনেক ভালো লাগলো। রঙ্গিন কাগজ দিয়ে আপনি ওয়ালমেট তৈরি করেছেন।খু্বই দক্ষতার সাথে। প্রতিটি ধাপ খুব সুন্দর ভাবে আমাদের মাঝে তুলে ধরেছেন। দেখার মত ছিল ভাইয়া। আপনার প্রতি শুভকামনা রইল।

 3 years ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই আপনার সুন্দর মন্তব্যের জন্য।

 3 years ago 

আপনার কাগজের তৈরি ওয়ালমেটি বেশ সুন্দর হয়েছে। আমার কাছে অসাধারণ লেগেছে। আপনি অনেক সময় নিয়ে এই কাজটি ধৈর্য সহকারে করেছেন। একটা সুন্দর একটি পোষ্ট আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার জন্য শুভকামনা রইল।

 3 years ago 

গঠনমূলক মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 3 years ago 

চমৎকার হয়েছে আপনার ওয়ালমেট তৈরিটি আপনি ওয়ালমেট তৈরির প্রতিটি ধাপ সুন্দর ভাবে উপস্থাপনা করেছেন। যা দেখে সহজেই বুঝতে পারা যাচ্ছে। শুভ কামনা রইল আপনার জন্য।

 3 years ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই।

 3 years ago 

আহা,, কি অপূর্ব লাগছে দেখতে। খুব পছন্দ হয়েছে ওয়ালমেট টি। ঘরের দেয়াল একদম ফুটে উঠেছে। বেশ ধৈর্য্য নিয়ে করতে হবে। অনেক শুভেচ্ছা রইল।

 3 years ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।

 3 years ago 

খুবই চমৎকার করে আপনি রঙিন কাগজ দিয়ে ওয়ালমেট তৈরি করেছেন।।আমার খুব ভালো লেগেছে শুভকামনা আপনার জন্য♥

 3 years ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।

 3 years ago 

খুব সুন্দর হয়েছে আপনার তৈরি করা ওয়ালমেট। অনেক ভালো লাগলো, খুব সহজেই সুন্দরভাবে ধাপে ধাপে এটি তৈরি করেছেন। শুভকামনা রইল আপনার জন্য ভাইয়া।

 3 years ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।

 3 years ago 

রঙিন পেপার দিয়ে অনেক সুন্দর সুন্দর ওয়ালমেট তৈরি করা যায়। যেমন আজকে আপনার তৈরি ওয়ালমেট টা অনেক সুন্দর হয়েছে। এরকম ওয়ালমেট এগুলো তৈরি করে ঘরে লাগালেও দেখতে অনেক সুন্দর লাগে। আপনার ওয়ালমেট টা অসাধারণ হয়েছে। অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে শেয়ার করার জন্য

 3 years ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.13
JST 0.028
BTC 57431.51
ETH 3085.99
USDT 1.00
SBD 2.35