# DIY-এসো নিজে করি (ক্রিসমাস সপ্তাহ) "রঙিন কাগজ বড়দিনের গাছ তৈরী"

in আমার বাংলা ব্লগ3 years ago

হ্যালো স্টিমিট বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আমি ভালো আছি। আশা করি উপরওয়ালার অশেষ রহমতে আপনারা সবাই সুস্থ আছেন। বাংলাদেশ এবং কলকাতা সহ বাংলা ভাষাভাষী নানান অঞ্চলে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে "আমার বাংলা ব্লগ" কমিউনিটির সদস্যরা। যে যেখানে থাকুন নিজের এবং কাছের মানুষদের খেয়াল রাখবেন।আজ আমি আপনাদের সামনে আরও একটি ডাই প্রজেক্ট এ অংশগ্রহন করতে যাচ্ছি। আশাকরি আপনাদের সবার ভালো লাগবে।

আজকে আমি রঙিন কাগজ দিয়ে বড়দিনের গাছ তৈরি করবঃ

আমার তৈরিকৃত বড়দিনের গাছের ছবি শুরুতে দেখানো হলঃ

received_475499660601686.jpeg

প্রয়োজনীয় উপকরণ:

received_602226260866633.jpeg
  • রঙিন কাগজ।
  • মোটা কাগজ।
  • কাচি।
  • আঠা।

প্রথম ধাপ:

received_346166073599503.jpeg

প্রথমে রঙিন চতুর্ভূজাকৃতির করে কাচি দিয়ে কেটে নিয়েছি।

দ্বিতীয় ধাপ:

received_907950406750195.jpegreceived_430468528736987.jpegreceived_5205887052774357.jpeg

এই পর্যায়ে মাঝখানটা ফাকা রেখে দুই পাশ মুড়িয়ে নিয়েছি এবং সামনের অংশ গোল করে কেটে নিয়েছি।

তৃতীয় ধাপ:

received_618333489403028.jpegreceived_648474686573220.jpeg

মোটা কাগজ ছোট গোলাকার করে কেটে নিয়েছি এবং তা গোল অংশে ভেতর দিয়েছি।

চতুর্থ ধাপ:

received_1749635571909476.jpegreceived_1522025548221565.jpeg

এই পর্যায়ে রঙিন কাগজ চিকন লম্বা করে কেটে নিয়েছি এবং চিকন চিকন করে কাচি দিয়ে কেটে নিয়েছি।

পঞ্চম ধাপ:

received_1052020838699394.jpegreceived_963701397913139.jpeg

এই পর্যায়ে কেটে রাখা রঙিন কাগজ আঠা লাগিয়ে তা গাছের সাথে লাগিয়ে নিয়েছি।

ষষ্ঠ ধাপ:

received_508758417004611.jpegreceived_238533431747716.jpeg

এই পর্যায়ে কলম দিয়ে রঙিন কাগজে তারা একে নিয়ে কাচি দিয়ে কেটে নিয়েছি।

সপ্তম ধাপ:

received_1290240934828810.jpegreceived_1392756187794256.jpegreceived_923264151894223.jpeg

এই পর্যায়ে মোটা কাগজ গোল করে কাচি দিয়ে কেটে নিয়েছি এবং রঙিন কাগজ গোল করে কাচি দিয়ে কেটে নিয়ে তা মোটা কাগজের উপর লাগিয়ে নিয়েছি।

অষ্টম ধাপ:

received_968855277071041.jpegreceived_976479753216808.jpeg

এই পর্যায়ে রঙিন কাগজ লম্বা করে কাচি দিয়ে কেটে নিয়েছি এবং মাঝখানে ফাকা রেখে মুড়িয়ে নিয়েছি।

নবম ধাপ:

received_463700125283587.jpeg

এই পর্যায়ে মোটা কাগজের উপর মোড়ানো রঙিন কাগজ আঠা দিয়ে লাগিয়ে নিয়েছি এবং তার উপর গাছটির নিচে অংশে আঠা লাগিয়ে তা লাগিয়ে নিয়েছি এবং তৈরী করা তারা গাছের উপরের অংশে আঠা দিয়ে লাগিয়ে নিয়েছি।

দশম ধাপ:

received_949509765661399.jpeg

চূড়ান্ত পর্যায়ে আমাদের রঙিন কাগজের বড়দিনের গাছ তৈরী হল।

উপরোক্ত ধাপগুলো অনুসরণ করে আমি আমার আজকের অঙ্কন সম্পন্ন করলাম।আপনাদের সবার কেমন লাগলো, অবশ্যই মন্তব্য করে জানাবেন।
Sort:  
 3 years ago 

ক্রিসমাস উপলক্ষ্যে খুবই সুন্দর ভাবে কাগজ দিয়ে ক্রিসমাস ট্রি তৈরি করেছেন। এটি আমার খুবই ভালো লেগেছে। আপনি খুবই সুন্দর ভাবে আমাদের মাঝে উপস্থাপন করেছেন। আপনার উপস্থাপন দেখে আমার খুবই ভালো লাগলো। আপনার জন্য অনেক অনেক শুভেচ্ছা রইলো।

 3 years ago 

কবে সুন্দর মন্তব্য করে উৎসাহিত করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই।

 3 years ago 

ক্রিসমাস উপলক্ষ্যে সবাই কিছু না কিছু বানাচ্ছে। আপনার ক্রিসমাস ট্রি দেখে আমারও এখন বানাতে ইচ্ছে করছে। সবুজ গাছের উপর লাল তারাটির কম্বিনেশন অনেক সুন্দর হয়েছে। ধন্যবাদ আপনাকে

 3 years ago 

জ্বী ভাই আপনিও একটি ক্রিসমাস ট্রি বানিয়ে ফেলেন। আমরা আপনার দক্ষতা উপভোগ করার জন্যই অপেক্ষা করছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 3 years ago 

বড়দিন উপলক্ষে খুবই সুন্দর একটা গাছ তৈরি করতে সক্ষম হয়েছেন ভাইয়া। প্রত্যেকটি ধাপ আপনি খুবই সুন্দর ভাবে আলোচনা করেছেন। আপনাকে অশেষ ধন্যবাদ এমন সুন্দর একটা জিনিস আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 3 years ago 

এত সুন্দর মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই।

 3 years ago 
এটা দেখে খুবই ভালো লাগছে। রঙ্গিন কাগজ দিয়ে বড়দিনের গাছ তৈরি করেছেন। খু্বই দক্ষতার সহিত। প্রতিটি ধাপ খুব সুন্দর করে উপস্থাপন করেছেন ভাইয়া। আপনার জন্য শুভকামনা রইল এবং এটি খুব সুন্দর লাগছে
 3 years ago 

খুবই সুন্দর এবং গঠনমূলক মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই।

 3 years ago 

ভাই কি সুন্দর একটি গাছ বানিয়েছেন ক্রিসমাস উপলক্ষ্যে, দেখতে খুবই সুন্দর লাগছে। প্রতিটা ধাপ খুব সুন্দর ভাবে আমাদের মাঝে শেয়ার করেছেন। যে কেউ আপনার ধাপগুলো দেখে খুব সহজেএই গাছটি তৈরি করে ফেলতে পারবে। অসংখ্য ধন্যবাদ আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 3 years ago 

জী ভাই, ধাপগুলো দেখে অন্য কেউ ক্রিসমাস ট্রি বানাতে পারলে আমার পোস্টের সার্থকতা। আপনাকেও অসংখ্য ধন্যবাদ।

 3 years ago 

অনেক সুন্দর করে রঙ্গিন কাগজ দিয়ে বড় তৈরীর গাছ তৈরি করেছেন। গাছটির দেখতেও অনেক সুন্দর লাগছে। রঙ্গিন কাগজ দিয়ে বড়দিনের গাছ তৈরি প্রতিটি ধাপ পড়ে আমার অনেক অনেক ভালো লাগলো। এছাড়াও প্রতিটি ধাপের ফটোগ্রাফি গুলো অনেক সুন্দর হয়েছে। সব মিলিয়ে একটি চমৎকার পোষ্ট আপনি আমাদের উপহার দিয়েছেন। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

 3 years ago 

এত সুন্দর অনুপ্রেরণামূলক মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই।

ভাইয়া আপনার রঙিন কাগজের তৈরি ক্রিসমাস ট্রি অসাধারণ হয়েছে।খুব সুন্দর ভাবে তৈরি করেছেন, দেখতে ভীষণ ভালো লাগছে। আর তৈরি প্রতিটি ধাপ পর্যায়ক্রম উপস্থাপন করেছেন। আপনার পোষ্টের উপস্থাপনা অনেক সুন্দর ছিল। শুভকামনা রইল আপনার জন্য।

 3 years ago 

এত সুন্দর প্রশংসাভরা মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।

 3 years ago 

অনেক চেষ্টা করে অসাধারণ একটি চিত্র আমাদের মাঝে উপস্থাপনা করেছেন আর দেখে খুব ভালো লাগলো আমার। আর যাই হোক সব মিলিয়ে আপনার পোস্টটি অনেক সুন্দর হয়েছে। আর তাই আপনাকে আমার পক্ষ থেকে জানাই প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন ধন্যবাদ আপনাকে ভাইয়া।

 3 years ago 

আপনাকেও অসংখ্য ধন্যবাদ ভাই আপনার সুন্দর মন্তব্যের জন্য।

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.15
JST 0.027
BTC 60003.48
ETH 2309.22
USDT 1.00
SBD 2.49