# DIY-এসো নিজে করি (রঙিন কাগজ দিয়ে ফুল ও ফুলদানি তৈরি)"লাজুক শেয়ালের জন্য 10 শতাংশ বরাদ্দ"

in আমার বাংলা ব্লগ3 years ago

হ্যালো স্টিমিট বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আমি ভালো আছি। আশা করি উপরওয়ালার অশেষ রহমতে আপনারা সবাই সুস্থ আছেন। বাংলাদেশ এবং কলকাতা সহ বাংলা ভাষাভাষী নানান অঞ্চলে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে "আমার বাংলা ব্লগ" কমিউনিটির সদস্যরা। যে যেখানে থাকুন নিজের এবং কাছের মানুষদের খেয়াল রাখবেন।আজ আমি আপনাদের সামনে আরও একটি ডাই প্রজেক্ট এ অংশগ্রহন করতে যাচ্ছি। আশাকরি আপনাদের সবার ভালো লাগবে।

রঙিন কাগজ দিয়ে ফুল ও ফুলদানি তৈরীর প্রক্রিয়া আলোচনা করা হলো:

আমার রঙিন কাগজের তৈরি ফুল ও ফুলদানীর ছবি

received_363017972179221.jpeg

প্রয়োজনীয় উপকরণ

received_466189748461987.jpeg

received_914008515874873.jpeg

  • রঙিন কাগজ
  • সাদা কাগজ
  • কাচি
  • আঠা
  • মোটা কাগজ

প্রথম ধাপ

received_3488367634722797.jpeg

প্রথমে ছোট চতুর্ভুজাকৃতির রঙিন কাগজ কেটে নিয়েছি।

দ্বিতীয় ধাপ

received_382983210177134.jpeg

received_1286736641739967.jpeg

received_421304306019172.jpeg

received_296691272276648.jpeg

এই পর্যায়ে কেটে রাখা রঙিন কাগজ একপাশ থেকে মুড়িয়ে নিয়ে শলার মতো তৈরি করে নিয়েছি।

তৃতীয় ধাপ

received_986236695566877.jpeg

received_3090666744591041.jpeg

received_1264662880711856.jpeg

এই পর্যায়ে শলার মতো তৈরী করা রঙিন কাগজ একটি আরেকটির সাথে লাগিয়ে নিয়েছি।

চতুর্থ ধাপ

received_1005909963521696.jpeg

received_4290148471082985.jpeg

received_397175965394276.jpeg

এই পর্যায়ে শলার মতো তৈরী করা রঙিন কাগজ চারপাশে লাগিয়ে নিয়েছি।

পঞ্চম ধাপ

received_419696466457934.jpeg

received_867835894099094.jpeg

এই পর্যায়ে রঙিন কাগজ চতুর্ভুজাকৃতির করে কেটে নিয়ে মাঝখানটা কেটে ত্রিভূজাকৃতির করে কেটে নিয়েছি।

ষষ্ঠ ধাপ

received_442671030546544.jpeg

received_315471009914935.jpeg

এই পর্যায়ে ত্রিভূজাকৃতির কাগজটি মাঝখানটা ভাজ করে নিয়েছি আবার ও মাঝখানটা ভাজ করে নিয়েছি এবং আবার ও মাঝখানটা ভাজ করে নিয়েছি।

সপ্তম ধাপ

received_632880957715410.jpeg

received_642011757156374.jpeg

এই পর্যায়ে ভাজ করা কাগজ গোল করে কেটে নিয়েছি ।

অষ্টম ধাপ

received_403568034824643.jpeg

received_244519001030795.jpeg

received_262625712474965.jpeg

এই পর্যায়ে ফুলের পাতা গুলো মুড়িয়ে নিয়েছি এবং আঠা লাগিয়ে ফুল তৈরী করে নিয়েছি।

নবম ধাপ

received_429486565357215.jpeg

received_3141369159519101.jpeg

এই পর্যায়ে রঙিন কাগজে পাতা একে নিয়ে কাচি দিয়ে কেটে নিয়ে পাতা তৈরী করে নিয়েছি।

দশম ধাপ

received_393228285683462.jpeg

received_201667035417936.jpeg

received_575841000298122.jpeg

এই পর্যায়ে রঙিন কাগজ লম্বা চিকন করে কেটে নিয়ে শলার মতো তৈরী নিয়েছি।

একাদশ ধাপ

received_366779981902759.jpeg

received_1039969680168662.jpeg

received_442062703969949.jpeg

এই পর্যায়ে শলার উপরে একটু কেটে নিয়েছি এবং আঠা লাগিয়ে নিয়ে ফুলটি লাগিয়ে দিয়েছি এবং পাতা লাগিয়ে নিয়েছি।

দ্বাদশ ধাপ

received_4464801173588765.jpeg

received_408045167705925.jpeg

received_891068611549044.jpeg

এই পর্যায়ে মোটা কাগজ কেটে নিয়েছি এবং তার উপর রঙিন কাগজ আঠা দিয়ে লাগিয়ে নিয়েছি তৈরী করা ফুলদানিটির পেছনটাই আঠা লাগিয়ে মোটা কাগজের উপরে লাগিয়ে দিয়েছি।

ত্রয়োদশ ধাপ

received_920151522242933.jpeg

received_406599654466061.jpeg

এই পর্যায়ে রঙিন কাগজ বৃত্তাকার করে কেটে নিয়েছি এবং মাঝখানটা চিকন করে কাচি দিয়ে কেটে নিয়েছি।

চতুর্দশ ধাপ

received_413842390126928.jpeg

received_261875902488612.jpeg

received_428244781988810.jpeg

এই পর্যায়ে চিকন করে রাখা রঙিন কাগজ মুড়িয়ে নি গোলাপ ফুল তৈরী করে নিয়ে তা ফুলদানির সামনে লাগিয়ে দিয়েছি।

চূড়ান্ত ধাপ

received_240368918125851.jpeg

received_428244781988810.jpeg

চূড়ান্ত পর্যায়ে আমাদের সুন্দর একটি ফুলদানি এবং ফুল তৈরী হল।

উপরোক্ত ধাপগুলো অনুসরণ করে রঙিন কাগজ দিয়ে ফুল এবং ফুলদানি তৈরি করলাম। অনেক সময় এবং শ্রম দিয়ে আমি আমার আজকের ডাই প্রজেক্ট সম্পন্ন করলাম।

Sort:  
 3 years ago 

আপনার ফুলদানিটি দেখে মনে পড়ে গেল, আমিও অনেকদিন আগে এরকম একটি ফুলদানি বানিয়েছিলাম। ফুলদানিটি বানাতে একটু ঝামেলায় বটে । কিন্তু আপনি খুব সুন্দর করে ফুলদানিটি বানিয়েছেন। ফুলগুলোও খুব সুন্দর হয়েছে । ফুলদানি এবং ফুল মিলে খুব সুন্দর লাগছে দেখতে। ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

আমারও খুব ভেজাল করতে হয়েছে এটি তৈরি করতে গিয়ে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।

ভাইয়া, আপনি অনেক সুন্দর ফুল ও ফুলদানি তৈরি করেছেন। দেখতে অনেক ভালো লাগছে। আর প্রতিটি ধাপে সুন্দরভাবে উপস্থাপন করেছেন। আমার জন্য শুভকামনা রইল।

 3 years ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই।

 3 years ago 

বাহ রঙিন কাগজ দিয়ে দারুন ফুল বানাইছেন। সাথে ফুলদানিটাও দেখতে ভালো লাগতেছে। কালার কম্বিনেশন খুব ভালো হয়ছে। প্রতিটা ধাপ সুন্দর ভাবে উপস্থাপনা করার জন্য ধন্যবাদ আপনাকে। শুভকামনা রইল আপনার জন্য

 3 years ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই।

 3 years ago 

বাহ খুব সুন্দর। প্রথমে ফুল এবং তারপর ফুলদানি। আপনার তৈরি এই দুইটা জিনিস খুবই সুন্দর হয়েছে। এছাড়াও আপনার পোস্টের মার্কডাউন ব‍্যবহার টা খুব ভালো ছিল।

 3 years ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই।

 3 years ago 

চমৎকার ফুলদানি তৈরি করেছেন আপনি। আমার কাছে খুব ভালো লেগেছে আপনার ফুলদানিটি।শুভ কামনা রইল আপনার জন্য।

 3 years ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই।

 3 years ago 

বাহ চমৎকার আর্টওয়ার্ক সাথী, আপনি কখন আমার জন্য একটি তৈরি করতে পারেন

 3 years ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই।

 3 years ago 

ভাই আপনি খুব সুন্দর করে কাগজের ফুলদানি এবং ফুলগুলো তৈরি করেছেন। আমার কাছে খুবই ভালো লেগেছে। আর আপনি খুব সুন্দর করে গুছিয়ে ধাপে ধাপে উপস্থাপন করেছেন যা খুব সহজে সবাই বুঝতে পারবে। ধন্যবাদ আপনাকে সুন্দর একটি পোষ্ট আমাদের সাথে শেয়ার করার জন্য আপনার জন্য শুভকামনা রইল।

 3 years ago 

ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

আপনার সৃজনশীলতার প্রশংসা যতই করবো মনে হবে কম হয়ে যাচ্ছে।অসাধারণ হয়েছে কলমদানি ও ফুল।
আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ

 3 years ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই।

 3 years ago 

রঙিন পেপার দিয়ে বানানো আপনার ফুলদানিটা খুবই সুন্দর দেখাচ্ছে বিশেষ করে ফুল গুলো অসাধারণ হয়েছে কালার কম্বিনেশন টাও খুব সুন্দর হয়েছে।

 3 years ago 

ধন্যবাদ আপনাকে।

ফুলদানি টা চমৎকার হয়েছে ভাই। বানানোর প্রক্রিয়া শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ। শুভকামনা রইলো আপনার জন্য

 3 years ago 

ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.16
JST 0.029
BTC 62204.66
ETH 2437.96
USDT 1.00
SBD 2.64