অনাগতদের উদ্দেশ্যে কিছু উপদেশ "১০ শতাংশ লাজুক শিয়ালের জন্য বরাদ্দ"

in আমার বাংলা ব্লগ3 years ago


আজকে আমি আমাদের গ্রামের বাসায় কৃষি জমির পাশ দিয়ে ঘুরে বেড়াছিলাম।কৃষি জমির মাঝের আইলগুলো দিয়ে হেঁটে যেতে বেশ ভালই লাগছিল।বসন্তের হালকা বাতাস,মিষ্টি শীতল রোদের হালকা উষ্ণতা,খোলা আকাশ,সবুজ প্রকৃতি সবকিছুই কেমন যেন হৃদয় জুড়িয়ে যাওয়ার মতো। তবে নতুন আবাদি জমির পাশ দিয়ে যাওয়ার সময় যে বিষয়টা আমায় সবচেয়ে বেশি ভাবিয়ে তুলল তা হলো;এখন মানুষ যেমন কৃষি কাজ করছি, আমরা কিংবা আমাদের পরবর্তী প্রজন্ম এই কাজগুলো সঠিকভাবে করতে পারবে কি?

🌺📷আলোকচিত্র--১🌻

IMG20220218164553.jpg

Realme 7i

লোকেশন 🧭

AA647677-C1CA-4981-AA9D-DB9A8B7F2705.png



🌺📷আলোকচিত্র-২🌻

IMG20220218164527.jpg

Realme 7i

লোকেশন 🧭

AA647677-C1CA-4981-AA9D-DB9A8B7F2705.png





পরবর্তী সময়ে এই বিষয়টি নিয়ে গভীরভাবে চিন্তা করার পর আমি কিছুটা অবাকই হলাম।আমার দাদাকে আমি কৃষি কাজ করতে দেখেছি।বাবা তেমন একটা কৃষি কাজের সঙ্গে জড়িত না থাকলেও মোটামুটি ভালই ধারণা রয়েছে।কিন্তু আমি কৃষি কাজ সম্পর্কে তেমন একটা জানি না।তেমন একটা জানি না বললে ভুলই হবে।আমাদের নিজেদের জমিগুলো পর্যন্ত চিনি না। এই বিষয়টি যে শুধু আমার ক্ষেত্রে পরিলক্ষিত হচ্ছে তা নয় আমার মত বর্তমান সমাজের সকলেরই কৃষি কাজ সম্পর্কে তেমন একটা ধারণা নেই বললেই চলে।অর্থাৎ দিন দিন এ পেশা থেকে আমরা দূরে সরে যাচ্ছি। আর এভাবে চলতে থাকলে একটা সময় আমাদের এই পেশাটি বিলুপ্ত হয়ে যাবে।ফলে আমরা একটা সময় গিয়ে আমাদের প্রধান মৌলিক চাহিদা খাদ্য নিয়ে বিরম্বনায় পরবো।



🌺📷আলোকচিত্র-৩🌻

IMG20220218165349.jpg

Realme 7i

লোকেশন 🧭

AA647677-C1CA-4981-AA9D-DB9A8B7F2705.png



🌺📷আলোকচিত্র-৪🌻

IMG20220218164247.jpg

Realme 7i

লোকেশন 🧭

AA647677-C1CA-4981-AA9D-DB9A8B7F2705.png



কৃষি পেশা থেকে বর্তমান প্রজন্ম দূরে থাকার অবশ্য নানাবিধ কারণও রয়েছে। অতীতে আমাদের পূর্ববর্তী বংশধররা অনেক কষ্ট করেছেন। কৃষি পেশাটি সাধারণত অন্যান্য পেশাগুলোর তুলনায় বেশি কষ্ট দায়ক। যার ফলে তারা তাদের পরবর্তী বংশধরদের কষ্ট দূরীকরণ এ এবং উন্নত জীবন যাপনের আশায় এ পেশা থেকে দূরে রাখছেন। তারা তাদের ভবিষ্যৎ প্রজন্মকে কৃষির পেশাটিকে অবজ্ঞা করে দেখিয়ে অন্যান্য পেশাকে বড় করে দেখানোর তাগিদ দিচ্ছেন। আর এই বিষয়টির সঙ্গে আমরা অভ্যস্ত হয়ে যাচ্ছি দিন দিন। যার ফলে আমরা শুধু মেডিকেল সেক্টর, ইঞ্জিনিয়ারিং সেক্টর কিংবা পড়াশোনার করে ক্যারিয়ার গঠনের ক্ষেত্রেই জোর দিচ্ছি।

🌺📷আলোকচিত্র-৫🌻

IMG20220218164152.jpg

Realme 7i

লোকেশন 🧭

AA647677-C1CA-4981-AA9D-DB9A8B7F2705.png



🌺📷আলোকচিত্র-৬🌻

IMG20220218165401.jpg

Realme 7i

লোকেশন 🧭

AA647677-C1CA-4981-AA9D-DB9A8B7F2705.png





আমাদের ভবিষ্যতে অনাগতদের জন্য আমি কিছু কথা লিখে যাচ্ছি আমার আজকের পোস্টটিতে। কোন একটি নির্দিষ্ট পেশাকে ছোট করে না দেখে সব পোশাকেই সমানভাবে গুরুত্ব দিতে হবে। বিশেষ করে এখনকার যুগে কৃষি কাজে জড়িত লোকজনরা নিজেরাই নিজেদেরকে নিচু স্তরের লোক ভাবেন। আর এই বিষয়টি আপনাদের সভ্য সমাজের তথাকথিত মেধাবীরা তাদের মস্তিষ্কে ঢুকিয়ে দিয়েছেন। তোমরা কখনো এমন প্রক্রিয়ায় তাদেরকে নিচু করে রাখবে না।অর্থাৎ আমাদের করা ভুলগুলো তোমরা আকড়ে না ধরে এই ভুলগুলো থেকে বেরিয়ে আসার চেষ্টা করবে। অবশ্যই কৃষি কাজের সঙ্গে জড়িত লোকজনদের সর্বোচ্চ সম্মানের স্থানে বসাতে হবে। কারণ তোমরা যারা বিভিন্ন ভালো ভালো সরকারি প্রতিষ্ঠানে পড়াশোনা করছো তোমাদের পড়াশোনার খরচ তাদের ঘাম ঝরানো ট্যাক্সের টাকায় চলে।এছাড়াও আমাদের বেঁচে থাকার জন্য প্রধান যে উপকরণ অর্থাৎ খাদ্যের চাহিদা যোগান তাদের ভূমিকায় সর্বোচ্চ। তোমরা একবার ভেবে দেখবে যদি চাষীরা ক্ষেতে কাজ না করে তাহলে তোমাদের অবস্থা কোথায় গিয়ে দাঁড়াবে।




Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png

Sort:  
 3 years ago 

ভাই খুবই সুন্দর একটি বিষয়ের উপর পোস্ট করেছেন আপনি।আমাদের সকলের উচিত কৃষি পেশার উপর গুরুত্ব দেয়া।আমরা বর্তমানে অন্য পেশার দিকে যতটা ঝুকছি,কৃষি পেশার উপর ততটা এগুছি না।ফটোগ্রাফি গুলো অনেক সুন্দর ছিল।ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি পোস্ট আমাদের সঙ্গে শেয়ার করার জন্য।

 3 years ago 

এত সুন্দর এবং গঠনমূলক মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই।

 3 years ago (edited)

@bristy আপু এবং @rupok ভাই দেখেন।

 3 years ago 

এই ধরনের পোস্ট এ কোন লিংক দেয়া থাকলে ভুলেও সেখানে ক্লিক করবেন না। সর্বস্ব হারাতে পারেন। আমাদের জানানোর জন্য আপনাকে ধন্যবাদ।

 3 years ago 

জী ভাই।আমাদের সর্বোচ্চ সচেতনতার সঙ্গে কাজ করা উচিত।ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.15
JST 0.029
BTC 56477.82
ETH 2390.38
USDT 1.00
SBD 2.33