পরিচ্ছন্ন কাজে নিয়োজিত কর্মীরা

in আমার বাংলা ব্লগ3 years ago

received_1469627873435905.jpeg
আমরা প্রতিদিনই বিভিন্ন রকমের খাবার খাই। আর এসব খাবার তৈরির সময় খাবারের অনেক রকম উচ্ছিষ্ট অংশ নিদৃষ্ট ময়লার রাখার স্থানে জমা রাখি। পরবর্তীতে এসব ময়লা পরিচ্ছন্ন কাজে নিয়োজিত কর্মীরা বাসা থেকে নিয়ে যায়। এরপর কি ঘটে তা আমরা কখনো ভাবিও না ।

সাধারণত শহর অঞ্চলের বাসাবাড়িতে প্রতিদিন পরিচ্ছন্ন কাজে নিয়োজিত কর্মীরা এসে থাকেন। এসে তারা বাঁশি বাজিয়ে কিংবা নিজে গিয়ে বাসা বাড়ি থেকে উচ্ছিষ্ট খাবারের অংশের ঝুড়ি থেকে ময়লা
received_545929453407552.jpeg
নেয়। নিদৃষ্ট গাড়ি নিয়ে ওই গাড়িতে ময়লাগুলো নিয়ে নেয়। পরে ওই গাড়ি শহর থেকে দূরে নির্দিষ্ট স্থানে ফেলে দেয় কিংবা তারা সব ময়লা আবর্জনা পুড়িয়ে ফেলে।

বাসা বাড়ি থেকে ময়লা পরিষ্কার করে নিয়ে যাওয়ার জন্য পরিচ্ছন্ন কাজে নিয়োজিত এসব কর্মীরা বাসা বাড়ি থেকে প্রতিমাসে অল্প কিছু টাকা পায়। এই টাকায় তারা তাদের পরিবারের যাবতীয় সকল খরচ বহন করে। পরিবারের সদস্যদের ভরণপোষণ থেকে ছেলেমেয়েদের লেখাপড়ার খরচ ও তারা এই টাকায় চালিয়ে নেয়।

received_265779508428775.jpeg
বিভিন্ন ধরনের সাংস্কৃতিক এবং ধর্মীয় উৎসব গুলোতে সাধারণ চাকরিজীবী মানুষ বোনাস পেলেও এসব লোকজন প্রতিমাসে এখন পরিমাণ টাকা পায়। ভবিষ্যতের জন্য তারা সঞ্চয় করতে পারে না। হঠাৎ করে কোনো বড় দুর্ঘটনায় পড়লে তারা এই ক্ষতি কাটিয়ে উঠতে পারে না।

পরিচ্ছন্ন কাজে নিয়োজিত কর্মীদের কাজ কে ছোট করে দেখা উচিত নয়। কারণ তারা না থাকলে এ শহর ময়লা আবর্জনার স্তুপে পরিণত হত। তাদের বড় বড় বিপদ আসলে সকলের সাহায্যের জন্য হাত বাড়িয়ে দেয়া উচিত। সর্বোপরি তাদের প্রতি হেয় মনোভাব পোষণ না করে, তাদেরকে সম্মানের চোখে দেখা উচিত।

received_2644463015858660.jpeg

Sort:  
 3 years ago 

খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় তুলে ধরেছেন। শহরটা নোংরা করে শিক্ষিতরা কিন্তু শহরটা পরিষ্কার রাখে কিন্তু অশিক্ষিত পরিচ্ছন্ন কর্মীরা। খুব সুন্দর ভাই।

 3 years ago 

আপনাকেও অসংখ্য ধন্যবাদ ভাই আপনার সুন্দর মতামতের জন্য।

 3 years ago 

অবশ্যই পরিচ্ছন্নতার কাজে নিয়োজিত ব্যক্তিতে ছোট করে বা ঘৃণার চোখে দেখা যাবে না। তারা আছে বলেই আমরা কিছুটা হলেও পরিস্কার পরিবেশ পাই। সুযোগ থাকলে আমাদের উচিত তাদের সাহায্য সহযোগীতা করা।

আমাদের সবার উচিত। যারা আমাদের পরিবেশকে পরিচ্ছন্ন রাখছন এবং আমাদের জন্য এতে ত্যাগ শিকার করছেন তাদেরকে সম্মান করা। আপনার পোষ্টটা অনেক সুন্দর হয়েছে। শুভ কামনা রইল।

 3 years ago 

পরিচ্ছন্ন কাজে নিয়োজিত কর্মীদের নিয়ে সহজে কেউ লেখে না। যাই হোক ভাই আপনি সুন্দর ভাবে তাদের জীবনী ফুটে তুলেছেন। ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

আপনি বাস্তবতা তুলে ধরেছেন,পরিচ্ছন্ন কাজে নিয়োজিত কর্মীদের নিয়ে সহজে কেউ লেখে না। যাই হোক ভাই আপনি সুন্দর ভাবে তাদের জীবনী ফুটে তুলেছেন। ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.16
JST 0.033
BTC 64071.08
ETH 2763.75
USDT 1.00
SBD 2.66