# DIY-এসো নিজে করি (সহজভাবে একটি তাজমহলের চিত্র অঙ্কন)"লাজুক শেয়ালের জন্য ১০ শতাংশ বরাদ্দ"

in আমার বাংলা ব্লগ3 years ago

হ্যালো স্টিমিট বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আমি ভালো আছি। আশা করি উপরওয়ালার অশেষ রহমতে আপনারা সবাই সুস্থ আছেন। বাংলাদেশ এবং কলকাতা সহ বাংলা ভাষাভাষী নানান অঞ্চলে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে "আমার বাংলা ব্লগ" কমিউনিটির সদস্যরা। যে যেখানে থাকুন নিজের এবং কাছের মানুষদের খেয়াল রাখবেন।আজ আমি আপনাদের সামনে আরও একটি ডাই প্রজেক্ট এ অংশগ্রহন করতে যাচ্ছি। আশাকরি আপনাদের সবার ভালো লাগবে।

আজ আমি সহজে আপনাদের সামনে সহজভাবে তাজমহল অংকন করার পদ্ধতি নিয়ে আলোচনা করব:

আমার অংকন করা তাজমহলের চিত্রটি:

received_1274370283038734.jpeg

প্রয়োজনীয় উপকরণ

received_408186740849536.jpeg

  • অফসেট পেপার
  • পেন্সিল
  • স্কেল
  • কম্পাস
  • রাবার
  • কাটার

আমার তাজমহল অঙ্কনের পদ্ধতি

received_563170144745279.jpeg

আজকে আমি ইংরেজি বর্ণমালায় বড় হাতের অক্ষর E শব্দের সাহায্যে তাজমহল অঙ্কন করব।

প্রথম ধাপ

received_1079335029468179.jpeg

received_450303189786814.jpeg

received_450303189786814.jpeg

প্রথমে খাতার একটি পৃষ্ঠায় অনেকগুলো E অঙ্কন করে নেই।

দ্বিতীয় ধাপ

received_408301847667876.jpeg

received_1046213396144004.jpeg

E অক্ষরের অপরপ্রান্তও পেন্সিল দিয়ে বদ্ধ করে দেই। ফলে তাজমহলের পিলার বা স্তম্ভ তৈরি হলো।

তৃতীয় ধাপ

received_224323809806609.jpeg

received_878750046164077.jpeg

এবার পিলারের উপর গম্বুজ অঙ্কন করে নেই।এভাবে পর্যায়ক্রমে সবগুলো পিলারের উপর গম্বুজ অঙ্কন করে নেই।

চতুর্থ ধাপ

received_574913033580368.jpeg

received_592623771982591.jpeg

পিলারের ভিতরেও অনেকগুলো গম্বুজ অঙ্কন করে নেই এবং স্কেলের সাহায্যে পেন্সিল দিয়ে তাজমহলের নিচে সকল পিলার যুক্ত করে দেই।

পঞ্চম ধাপ

received_265864442044795.jpeg

এবার তাজমহলের ভিতরে রং পেন্সিল দিয়ে রং করে নেই।

ষষ্ঠ ধাপ

received_1226048927903103.jpeg

এবার আমার অঙ্কন করা তাজমহলের নিচে আমার স্টিমিট আইডি নাম যুক্ত করি।

উপরোক্ত সকল পদ্ধতি অনুসরণ করে আমি আমার অঙ্কন করা তাজমহলের চিত্রটি সম্পন্ন করলাম।

Sort:  
 3 years ago 

আপনি তাজমহলটি আর্ট এর মাধ্যমে সুন্দর উপস্থাপনা করেছেন এবং সুন্দরভাবে সুবিন্যাস্ত করায় আমাদের কাছে বিষয়টি সহজলভ্য হয়েছে। আপনি তাজমহলটি আরো ভাল করে কালার করলে আরো সুন্দর এবং চমৎকার হত। আশা করি সামনে আরও আরো কঠিন ছবি গুলো আর্ট করে আমাদের সামনে উপস্থাপনা করবেন

 3 years ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই।

 3 years ago 

ভাইয়া আপনার তাজমহলে আর্টটি খুব সুন্দর হয়েছে । আপনি এত সহজভাবে আর্টটি করেছেন সে সম্পর্কে আর কি বলব। সামান্য একটি E এঁকে আপনি একটি তাজমহল এঁকে ফেললেন। যা সত্যি চমৎকার ছিল। সব আর্ট যদি আপনার এই আর্ট এর মধ্যে সহজে আঁকা যেত তাহলে খুবই ভালো হতো। শুভকামনা রইল আপনার জন্য।

 3 years ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।

 3 years ago 

তাজমহল কে নিয়ে অনেক কিছুই শুনেছি, এটি আমাদের ঐতিহ্য ।৬ টি ধাপে খুব সুন্দর ভাবে আমাদের মাঝে এই অংকন পোস্টটি উপহার দিয়েছেন। ধন্যবাদ এত সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে উপহার দেওয়ার জন্য। শুভকামনা রইল আপনার জন্য।

 3 years ago 

আপনাকেও অসংখ্য ধন্যবাদ ভাই আপনার সুন্দর মতামতের জন্য।

 3 years ago 

বাহ!এত সহজভাবে যে তাজমহল অঙ্কন করা যায় সেটা তো জানা ছিল না। ইংরেজি বর্ণমালা বড় হাতের E অক্ষর দিয়ে সুন্দরভাবে অঙ্কন এর পদ্ধতি বর্ণনা করেছেন।ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

এত সুন্দর মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই।

ভাইয়া সত্যিই খুব সুন্দর করে তাজমহল টি এঁকেছে, আমার কাছে অসাধারণ লেগেছে ভাইয়া প্রতিটি ধাপ খুব সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছেন ।
শুভকামনা রইল আপনার জন্য

 3 years ago 

অসংখ্য ধন্যবাদ ভাই।

ভাইয়া অসাধারণ হইয়েছে। আপনি ধাপ গুলো চমৎকার ভাবে উপস্থাপন করেছেন। অনেক ধন্যবাদ আপনাকে। শুভকামনা রইল আপনার জন্যে।

 3 years ago (edited)

আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু আপনার সুন্দর মন্তব্যের জন্য।

 3 years ago 

ভাইয়া আপনার তাজমহলের চিত্র অংকন টি দেখে আমি সত্যিই অবাক হয়ে গেছি। খুবই সুন্দর হয়েছে আপনার চিত্র অঙ্কন টি। প্রতিটি ধাপের বর্ণনায় ফটোগ্রাফি দারুন হয়েছে। এক কথায় অসাধারণ। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.15
JST 0.028
BTC 54554.44
ETH 2294.74
USDT 1.00
SBD 2.31