# DIY-এসো নিজে করি (বৃত্তের মধ্যে দৃশ্য অঙ্কন) "১০ শতাংশ লাজুক শিয়ালের জন্য বরাদ্দ"

in আমার বাংলা ব্লগ2 years ago (edited)

প্রিয়,

আমার বাংলা ব্লগবাসী


আপনারা সবাই কেমন আছেন? আশাকরি আপনারা সবাই বেশ ভালই আছেন। উপরওয়ালার অশেষ রহমতে আমিও বেশ ভালো এবং সুস্থ আছি। আমি "আমার বাংলা ব্লগ" কমিউনিটিতে আমার করা পোস্টগুলোতে প্রতিনিয়ত ভেরিয়েশন আনার চেষ্টা করি। ভেরিয়েশন আনতে গিয়ে কখনো ক্রাফট পোস্ট, কখনো বা ড্রয়িং পোস্ট, আবার কখনো বা ফটোগ্রাফি পোস্ট কিংবা রেসিপি পোষ্ট আপনাদের সঙ্গে শেয়ার করি।


এরই ধারাবাহিকতায় আজকে আমি আর্ট পোস্ট আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি। আমার আর্ট পোষ্টের টপিক হলো চাঁদের ভিতরে রাস্তা, পাহাড় এবং গাছের দৃশ্য অঙ্কন।

আমার অংকন করা চিত্র টি শুরুতে দেখানো হল:

IMG20220201125405.jpg

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPmPayXPfM22kXaj3xKw37oQ9tua3JfrnuMRWWqGHfhuyA1UYheY5qjiFbP3BW...uocepuhthjpwhGDzN6BQpNuyvctwmWpcG7n5KM7iFfRvZgwhvLH9LuW5XCyNFxmfsRpYTSN33VAtN6QVQZR5uDiSFQSjbTos9CGPrXoJtVDUShzqEVyhxRQYCN.png

উপকরণ সমূহ:

received_356606042636291.jpeg

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPmPayXPfM22kXaj3xKw37oQ9tua3JfrnuMRWWqGHfhuyA1UYheY5qjiFbP3BW...uocepuhthjpwhGDzN6BQpNuyvctwmWpcG7n5KM7iFfRvZgwhvLH9LuW5XCyNFxmfsRpYTSN33VAtN6QVQZR5uDiSFQSjbTos9CGPrXoJtVDUShzqEVyhxRQYCN.png

  • আর্ট পেপার।
  • পেন্সিল।
  • রাবার।
  • কাটার।

প্রথম ধাপ:

received_420024809859009.jpeg

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPmPayXPfM22kXaj3xKw37oQ9tua3JfrnuMRWWqGHfhuyA1UYheY5qjiFbP3BW...uocepuhthjpwhGDzN6BQpNuyvctwmWpcG7n5KM7iFfRvZgwhvLH9LuW5XCyNFxmfsRpYTSN33VAtN6QVQZR5uDiSFQSjbTos9CGPrXoJtVDUShzqEVyhxRQYCN.png

প্রথমেই পেন্সিল দিয়ে খাতায় একটি বৃত্ত অঙ্কন করে নেই।

দ্বিতীয় ধাপ:

IMG_20220226_111837.jpg

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPmPayXPfM22kXaj3xKw37oQ9tua3JfrnuMRWWqGHfhuyA1UYheY5qjiFbP3BW...uocepuhthjpwhGDzN6BQpNuyvctwmWpcG7n5KM7iFfRvZgwhvLH9LuW5XCyNFxmfsRpYTSN33VAtN6QVQZR5uDiSFQSjbTos9CGPrXoJtVDUShzqEVyhxRQYCN.png

এ ধাপে বৃত্তের মধ্যে সূর্য অঙ্কন করে নেয়ার জন্য আরেকটি ছোট বৃত্ত অঙ্কন করি।

তৃতীয় ধাপ:

IMG_20220226_111851.jpg

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPmPayXPfM22kXaj3xKw37oQ9tua3JfrnuMRWWqGHfhuyA1UYheY5qjiFbP3BW...uocepuhthjpwhGDzN6BQpNuyvctwmWpcG7n5KM7iFfRvZgwhvLH9LuW5XCyNFxmfsRpYTSN33VAtN6QVQZR5uDiSFQSjbTos9CGPrXoJtVDUShzqEVyhxRQYCN.png

এ ধাপে বৃত্তের নিচের দিকে পৃথিবীর এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত একটি বক্র রেখা দ্বারা যুক্ত করি।

চতুর্থ ধাপ:

IMG_20220226_111905.jpg

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPmPayXPfM22kXaj3xKw37oQ9tua3JfrnuMRWWqGHfhuyA1UYheY5qjiFbP3BW...uocepuhthjpwhGDzN6BQpNuyvctwmWpcG7n5KM7iFfRvZgwhvLH9LuW5XCyNFxmfsRpYTSN33VAtN6QVQZR5uDiSFQSjbTos9CGPrXoJtVDUShzqEVyhxRQYCN.png

এ ধাপে গাছ অংকন করে নেয়ার জন্য বৃত্তের নিজে থেকে উপরের দিকে পরিধির এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত দুটি বক্ররেখা টেনে যুক্ত করি।

পঞ্চম ধাপ:

IMG_20220226_111921.jpg

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPmPayXPfM22kXaj3xKw37oQ9tua3JfrnuMRWWqGHfhuyA1UYheY5qjiFbP3BW...uocepuhthjpwhGDzN6BQpNuyvctwmWpcG7n5KM7iFfRvZgwhvLH9LuW5XCyNFxmfsRpYTSN33VAtN6QVQZR5uDiSFQSjbTos9CGPrXoJtVDUShzqEVyhxRQYCN.png

এ ধাপে গাছের কয়েকটি ডালপালা অঙ্কন করে নেই।

ষষ্ঠ ধাপ:

IMG_20220226_112622.jpg

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPmPayXPfM22kXaj3xKw37oQ9tua3JfrnuMRWWqGHfhuyA1UYheY5qjiFbP3BW...uocepuhthjpwhGDzN6BQpNuyvctwmWpcG7n5KM7iFfRvZgwhvLH9LuW5XCyNFxmfsRpYTSN33VAtN6QVQZR5uDiSFQSjbTos9CGPrXoJtVDUShzqEVyhxRQYCN.png

এ ধাপে আমার অঙ্কন করে নেয়া চিত্রটি পেন্সিল দিয়ে কিছুটা গাঢ় রং করে নেই।

সপ্তম ধাপ:

IMG_20220226_111933.jpg

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPmPayXPfM22kXaj3xKw37oQ9tua3JfrnuMRWWqGHfhuyA1UYheY5qjiFbP3BW...uocepuhthjpwhGDzN6BQpNuyvctwmWpcG7n5KM7iFfRvZgwhvLH9LuW5XCyNFxmfsRpYTSN33VAtN6QVQZR5uDiSFQSjbTos9CGPrXoJtVDUShzqEVyhxRQYCN.png

এ ধাপে গাছের কান্ডের অংশটিও পেন্সিল দিয়ে গাঢ় করে নেই।

অষ্টম ধাপ:

IMG_20220226_111945.jpg

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPmPayXPfM22kXaj3xKw37oQ9tua3JfrnuMRWWqGHfhuyA1UYheY5qjiFbP3BW...uocepuhthjpwhGDzN6BQpNuyvctwmWpcG7n5KM7iFfRvZgwhvLH9LuW5XCyNFxmfsRpYTSN33VAtN6QVQZR5uDiSFQSjbTos9CGPrXoJtVDUShzqEVyhxRQYCN.png

এ ধাপে গাছের উপরের দিকে দুই কান্ডের মাঝখানে একটি ছোট পাখি অঙ্কন করি।

নবম ধাপ:

IMG_20220226_112000.jpg

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPmPayXPfM22kXaj3xKw37oQ9tua3JfrnuMRWWqGHfhuyA1UYheY5qjiFbP3BW...uocepuhthjpwhGDzN6BQpNuyvctwmWpcG7n5KM7iFfRvZgwhvLH9LuW5XCyNFxmfsRpYTSN33VAtN6QVQZR5uDiSFQSjbTos9CGPrXoJtVDUShzqEVyhxRQYCN.png

এ ধাপে গাছের নিচের কাণ্ডে বসে থাকা একটি পাখি অঙ্কন করি।

দশম ধাপ:

IMG20220201125112.jpg

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPmPayXPfM22kXaj3xKw37oQ9tua3JfrnuMRWWqGHfhuyA1UYheY5qjiFbP3BW...uocepuhthjpwhGDzN6BQpNuyvctwmWpcG7n5KM7iFfRvZgwhvLH9LuW5XCyNFxmfsRpYTSN33VAtN6QVQZR5uDiSFQSjbTos9CGPrXoJtVDUShzqEVyhxRQYCN.png

এ ধাপে বৃত্তের নিচের অংশ পেন্সিল দিয়ে গাঢ় করে নেই। ফলে আমার অংকন করা চিত্রটি সম্পূর্ণ হবে।

একাদশ ধাপ:

IMG20220201125117.jpg

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPmPayXPfM22kXaj3xKw37oQ9tua3JfrnuMRWWqGHfhuyA1UYheY5qjiFbP3BW...uocepuhthjpwhGDzN6BQpNuyvctwmWpcG7n5KM7iFfRvZgwhvLH9LuW5XCyNFxmfsRpYTSN33VAtN6QVQZR5uDiSFQSjbTos9CGPrXoJtVDUShzqEVyhxRQYCN.png

এ ধাপে আমার অঙ্কন করা চিত্রের নিচে আমার স্টিমিট আইডির নাম এর লোগো যুক্ত করি।


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png

Sort:  
 2 years ago 

আপনার অংকনটি বেশ দারুন লাগছে। বৃত্তের মধ্যে একটা দৃশ্য অংকন যা দেখে খুব ভালো লেগেছে। আর এত সুন্দর একটি বৃত্তের দৃশ্য নজর কাড়ার মতো। আমাদের সাথে এত সুন্দর একটি চিত্র অংকন শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

এত সুন্দর এবং গঠনমূলক মন্তব্য করে উৎসাহিত করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই।

 2 years ago 

আপনার অঙ্কন করা বৃত্তের ভেতর দৃশ্যটি অনেক ভালো লেগেছে ভাই। আপনি খুব নিখুঁতভাবে বৃত্তটির ভিতর একটি পাখি বসে থাকার দৃশ্য অংকন করেছেন। আপনার উপস্থাপনা আমার কাছে অনেক ভালো লেগেছে। আপনি খুব সুন্দর করে প্রতিটি ধাপের বর্ণনা আমাদের মাঝে উপস্থাপন করেছেন। শুভকামনা রইল ভাই আপনার জন্য।

 2 years ago 

সুন্দর মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

বৃত্তের মধ্যে দৃশ্য অঙ্কনটি দেখতে অনেক সুন্দর লাগছে খুব সুন্দর করে ঢালের চিত্র এবং বসে থাকা একটি পাখির চিত্র সুন্দর করে ফুটিয়ে তুলেছেন পেন্সিল এর সাহায্যে দেখতে খুবই সুন্দর লাগছে প্রতিটি ধাপ খুব সুন্দর উপস্থাপনা করেছেন শুভকামনা রইল আপনার জন্য

 2 years ago 

সুন্দর মন্তব্য করে উৎসাহিত করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই।

 2 years ago 
একটা বৃত্তের ভিতরে কত সুন্দর করে অঙ্কন করেছেন। গাছের নিচের বসে থাকা পাখিটি আমার কাছে বেশ ভালো লেগেছে। সত্যিই আপনার অঙ্কনের প্রশংসা করতেই হয়। আপনি প্রতিটি ধাপ অনেক সুন্দর করে সাজিয়েছেন। আপনার জন্য সবসময় শুভকামনা রইল।
 2 years ago 

আপু আপনার প্রশংসা পূর্ণ মন্তব্য শুনে মুগ্ধ হয়ে গেলাম।ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

বৃত্তের মধ্যে খুবই সুন্দর একটি চিত্র অঙ্কন করেছেন। দেখে খুবই ভালো লাগলো। আপনার চিত্র অংকন উপস্থাপন দেখে আমিও শিখতে পারলাম। আপনার জন্য রইল শুভকামনা।

 2 years ago 

আপনি আমার ধাপ গুলো দেখে শিখতে পেরেছেন শুনে খুব ভালো লাগলো। আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই।

 2 years ago 

বৃত্তের মধ্যে অনেক সুন্দর একটি চিত্র অঙ্কন করেছেন। পেন্সিল এর চিত্র অঙ্কন করো এমনিতেই দেখতে খুবই ভালো লাগে। বিশেষ করে গাছ এবং গাছের ডালে বসে থাকা পাখি খুব সুন্দর ভাবে এঁকেছেন। এত অসাধারন একটি চিত্র অংকন আমাদের মাঝে শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ।

 2 years ago 

গঠনমূলক মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার জন্য শুভকামনা রইল।

 2 years ago 

বৃত্তের মধ্যে তো একেবারে অসাধারণ একটি চিত্রাংকন করলেন। গাছের ডালে বসে থাকা বিড়ালটাকে অসাধারণ লাগলো আমার কাছে। রাতের আলো চাঁদের দিকে তাকিয়ে থাকতে কার না ভালো লাগে। আপনার অংকন করা বিড়ালটার হয়তো চাঁদের দিকে তাকিয়ে থাকতে খুবই ভালো লাগছে। ধাপে ধাপে অনেক সুন্দর ভাবে উপস্থাপনাও করলেন। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল 🤗🤗

 2 years ago 

আপনার প্রশংসা পূর্ণ মন্তব্য শুনে বেশ ভালো লাগলো। অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

খুবই সুন্দর ভাবে বৃত্তের ভিতর একটি অপরূপ দৃশ্য অংকন করেছেন। একটি ছোট্ট বৃত্তের ভিতর আপনি অনেক কিছু দেখাতে সক্ষম হয়েছেন। চিত্রটি অঙ্কন কর আর প্রত্যেকটা ধাপ আপনি আমাদের মাঝে অনেক সুন্দরভাবে বর্ণনা করেছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই আমার সুন্দর একটা চিত্র অঙ্কন করে আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

আপনার সুন্দর এবং গঠনমূলক মন্তব্যের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

পেন্সিল দিয়ে অনেক সুন্দর একটি দৃশ্য অঙ্কন করেছেন। অসম্ভব সুন্দর হয়েছে তবে আশা করি সামনে আরও ভাল কিছু আপনার কাছ থেকে পাব। ভাল থাকুন সুস্থ থাকুন এই কামনাই করি সব সময়।

 2 years ago 

জি ভাই, চেষ্টা করব আরও ভালো ভালো চিত্র আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য। আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই।

 2 years ago 

সুন্দর অংকন করেছেন পেন্সিল দিয়ে । আমার কাছে খুবি ভাল লেগেছে আপনার অংকন কৌশল । গাছের ডালের ফাকেঁ পাখি উড়ে যাচ্ছে আইডিয়া টি দারুন। তবে নিচে গাছের ডালের উপর বসে থাকা পাখি টির লেজ টি আরেকটু পাখির লেজের মত করলে ভাল লাগতো। যাই হোক সব মিলিয়ে সুন্দর অংকন করেছেন। ধন্যবাদ। ভাল থাকবেন ভাই।

 2 years ago 

এত সুন্দর উৎসাহমূলক মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.14
JST 0.030
BTC 68125.63
ETH 3308.80
USDT 1.00
SBD 2.74