# DIY-এসো নিজে করি (রঙিন কাগজ দিয়ে ওয়ালমেট তৈরি)"লাজুক শেয়ালের জন্য 10 শতাংশ বরাদ্দ"

in আমার বাংলা ব্লগ3 years ago

হ্যালো স্টিমিট বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আমি ভালো আছি। আশা করি উপরওয়ালার অশেষ রহমতে আপনারা সবাই সুস্থ আছেন। বাংলাদেশ এবং কলকাতা সহ বাংলা ভাষাভাষী নানান অঞ্চলে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে "আমার বাংলা ব্লগ" কমিউনিটির সদস্যরা। যে যেখানে থাকুন নিজের এবং কাছের মানুষদের খেয়াল রাখবেন।আজ আমি আপনাদের সামনে আরও একটি ডাই প্রজেক্ট এ অংশগ্রহন করতে যাচ্ছি। আশাকরি আপনাদের সবার ভালো লাগবে।

আজকে আমি সুন্দর একটি ওয়ালমেট তৈরি করবঃ

আমার তৈরিকৃত ওয়ালমেটটির ছবি শুরুতে দেখানো হলঃ

received_179053194355432.jpeg

প্রয়োজনীয় উপকরণ

received_404903524634280.jpeg

  • সাদা কাগজ।
  • মোটা কাগজ।
  • রঙিন কাগজ।
  • আঠা।
  • কাচি।

প্রথম ধাপ

received_626242051839370.jpeg

প্রথমে সাদা কাগজ লম্বা করে কেটে নিয়েছি।

দ্বিতীয় ধাপ

received_428023032033504.jpeg

received_196174069261169.jpeg

received_573984787165831.jpeg

এই পর্যায়ে সাদা কাগজের একপাশ থেকে মুড়িয়ে নিয়ে শলার মত তৈরী করে নিয়েছি।

তৃতীয় ধাপ

received_898760397428628.jpeg

received_438361914395705.jpeg

এই পর্যায়ে শলা গুলি অর্ধেকটা বড় আর অর্ধেকটা একটু ছোট করে কাচি দিয়ে কেটে নিয়েছি।

চতুর্থ ধাপ

received_721712682119571.jpeg

এই পর্যায়ে রঙিন কাগজ ত্রিভূজাকৃতির করে কাচি দিয়ে কেটে নিয়েছি।

পঞ্চম ধাপ

received_4509925295728884.jpeg

received_976725299723337.jpeg

এই পর্যায়ে কেটে নেওয়া কাগজটি দুইপাশে চিকন করে মুড়িয়ে নিয়েছি এবং মাঝখানটা ভাঁজ করে নিয়েছি।

ষষ্ঠ ধাপ

received_612141049938806.jpeg

received_951682342084752.jpeg

এই পর্যায়ে ভাজ করা কাগজের মাঝখানটা আঠা লাগিয়ে পাতা তৈরী করে নিয়েছি।

সপ্তম ধাপ

received_390681506088625.jpeg

received_574086853855775.jpeg

received_1084782288999594.jpeg

এই পর্যায়ে মোটা কাগজ গোল করে কেটে নিয়েছি এবং সাদা কাগজ মোটা কাগজের মাপে কেটে নিয়ে মোটা কাগজের দু পাশে আঠা দিয়ে লাগিয়ে নিয়েছি।

অষ্টম ধাপ

received_1948893755289258.jpeg

received_1301908466975977.jpeg

এই পর্যায়ে শলার উপরের অংশে পাতা আঠা দিয়ে লাগিয়ে নিয়েছি এবং শলার নিচের অংশে আঠা লাগিয়ে মোটা কাগজের উপর লাগিয়ে নিয়েছি।

নবম ধাপ

received_619471139245743.jpeg

এই পর্যায়ে শলা গুলি ঢেকে দেওয়ার জন্য রঙিন কাগজ গোল করে কাচি দিয়ে কেটে নিয়ে মোটা কাগজ এবং শলার উপর আঠা দিয়ে লাগিয়ে নিয়েছি।এর ফলে চূড়ান্ত পর্যায়ে আমাদের সুন্দর একটি ওয়ালমেট তৈরী হল।

উপরোক্ত সকল ধাপগুলো অনুসরণ করে আমি আমার ওয়ালমেট তৈরি করলাম। আপনাদের সবার কেমন লাগলো তা জানাবেন। আমার পোস্টটি পড়ার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।

Sort:  
 3 years ago 

দারুণ হয়েছে আপনার রঙিন কাগজ দিয়ে ওয়ালমেট তৈরি। সত্যি অসাধারণ ছিলো। আপনি উপস্থাপন করছেন অনেক সুন্দর। আপনার জন্য শুভ কামনা রইলো

 3 years ago 

এত সুন্দর মন্তব্য করার জন্য আপনাকে ধন্যবাদ ভাই।

অসাধারণ প্রতিভা ভাই। খুবই সুন্দর ওয়ালমেট বানিয়েছেন যা প্রসংশার দাবি রাখে। ১০০/৯৯ দিলাম ভাই। শুভকামনা রইল আপনার জন্য।

 3 years ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই।

 3 years ago 

ওয়াও ভাই রঙিন কাগজ দিয়ে অসাধারন সুন্দর একটি ওয়ালমেট বানিয়েছেন। দেখতে খুবই চমৎকার লাগছে।আপনি ধাপ গুলো খুব সুন্দর ভাবে উপস্থাপন করেছেন। আমার কাছে খুবই ভালো লেগেছে শুভ কামনা রইলো।

 3 years ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই আপনার সুন্দর মন্তব্যের জন্য।

আপনি আসলেই ভাই খুব সুন্দর ওয়ালমেট বানিয়েছেন যা যে কেউ পছন্দ করবে আমার পার্সোনালি খুবই ভালো লেগেছে। আমি জানি আপনি এমনি থেকেও খুব সুন্দর কাজ পারেন, আপনার আগের পোস্ট ও আমি দেখেছি। শুভ কামনা রইলো ভাই আপনার জন্য।

 3 years ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই।

ভাইয়া আপনি খুব সুন্দর ভাবে ওয়ালমেট তৈরি করেছেন এবং সুন্দর উপস্থাপনা ছিল।
আপনি খুব নিখুঁত ভাবে তৈরি করেছেন, শুভকামনা রইল ভাই আপনার জন্য

 3 years ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই আপনার সুন্দর মন্তব্যের জন্য।

 3 years ago 

ভাই আপনি সত্যিই খুব অসাধারণ একটি ড্রাই প্রজেক্ট তৈরি করেছেন। সত্যি খুব সুন্দর হয়েছে আপনার তৈরি করা ওয়ালমেট। এই ওয়ালমেট গুলো তৈরি করতে অনেক সময় এবং ধৈর্য লাগে। আপনি খুব সুন্দর করে নিখুঁতভাবে ওয়ালমেট তৈরি করেছেন। এত সুন্দর একটি ওয়ালমেট আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার জন্য রইল শুভকামনা।

 3 years ago 

গঠনমূলক মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই।

 3 years ago 

ভাইয়া আপনার রঙিন কাগজ দিয়ে ওয়ালমেট তৈরি চমৎকার হয়েছে। ওয়ালমেটটি দেখতে একেবারে সূর্যের মত লাগছে। আপনি খুব সুন্দর সুন্দর কালারের কাগজ দিয়ে ওয়ালমেটটি তৈরি করেছে যার ফলে এটি আরও বেশি আকর্ষণীয় লাগছে। ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

আপনাকেও অসংখ্য ধন্যবাদ আপনার সুন্দর মন্তব্যের জন্য।

 3 years ago 

অও,
অসাধারণও চমৎকার দেখতে লাগছে ওয়ালমেটটি।আসলে কালারগুলি আমার কাছে বেশ লেগেছে।আপনার প্রত্যেকটি diy খুবই ভালো হয় ও ধাপে ধাপে সুন্দর উপস্থাপন করেছেন।ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

আপনাকেও অসংখ্য ধন্যবাদ দিদি আপনার সুন্দর মন্তব্যের জন্য।

 3 years ago 

আপনার তৈরি প্রতিটি ওয়ালমেট আমার খুব ভালো লাগে ভাইয়া। খুব নিখুঁত ভাবে করেছেন এবং গুছিয়ে লিখেছেন। সব মিলিয়ে অসাধারণ ছিল পোস্ট টি। শুভ কামনা রইলো আপনার জন্য।

 3 years ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু আপনার সুন্দর মন্তব্যের জন্য।

 3 years ago 

ভাইয়া আপনি খুবই সুন্দর ভাবে একটি ওয়ালমেট তৈরি করে দেখেছেন আমাদের। আপনার ওয়ালমেট খুবই সুন্দর হয়েছে দেখতে। ওয়ালমেট তৈরির বর্ণনা এবং ফটোগ্রাফি আমার অনেক ভালো লেগেছে। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

 3 years ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই আপনার সুন্দর মন্তব্যের জন্য।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.15
JST 0.028
BTC 58186.66
ETH 2353.20
USDT 1.00
SBD 2.37