পারিবারিক ভ্রমণ

in আমার বাংলা ব্লগ3 years ago (edited)

received_872967206742990.jpeg

w3w

প্রত্যেক মানুষই কোন না কোন পরিবারের অন্তর্ভুক্ত। পরিবার হল একজন মানুষের আশ্রয়স্থল এবং সর্বোচ্চ আস্থা রাখার মতো গুরুত্বপূর্ণ সামাজিক কাঠামো। যে কোন বড় ধরনের বিপদ আপদ কিংবা বিভিন্ন প্রতিকূল পরিস্থিতিতে পরিবারের সদস্যরাই সর্বপ্রথম পাশে দাঁড়ায়। পরিবারের সঙ্গে একজন মানুষের রক্তের সম্পর্ক থাকে বলেই এতটা টান কাজ করে সবার মধ্যে। আমাদের জীবনের অধিকাংশ সময় আমরা পরিবারের সদস্যদের সঙ্গেই কাটায়।

received_395939612190422.jpeg
w3w

FB_IMG_1635823533297.jpg

w3w

অতীতে এ দেশের বেশিরভাগ পরিবার কাঠামো যৌথ পরিবারের অন্তর্ভুক্ত ছিল। তখন সম্পূর্ণ একটি পরিবারের সকল সদস্যরা একই বাড়িতে থাকতো। পরিবারের সকল সদস্যদের মধ্যে বেশ ভালো বন্ধন ছিল। সবাই মিলে এক সঙ্গে থাকলে যা হয় আরকি। কিন্তু বর্তমানে উন্নত জীবনের আশায় কিংবা সন্তানদের পড়াশোনার জন্য যৌথ পরিবার কাঠামো ভেঙে একক পরিবারের পরিণত হয়েছে। ফলে পরিবারের সকল সদস্য একত্রে থাকতে পারছে না। একত্রে না থাকলেও রক্তের বন্ধন ঠিকই থাকে।

বর্তমানে আমাদের পরিবারের সদস্যরা ঠিক একক পরিবারের মতো দূরে রয়েছে। সবাই দূরে থাকলেও যে কোন উৎসবগুলোতে সবাই একত্রিত হই। বিশেষ করে মুসলমানদের প্রধান দুটি ধর্মীয় উৎসব ঈদুল ফিতর এবং ঈদুল আযহাতে সবাই একত্রিত হই। আমাদের পরিবারের অবশ্য একটি ট্রেন্ড রয়েছে,তা হল বছরে অন্তত একবার হলেও পরিবারের সবাই মিলে কোথাও ঘুরতে যাওয়া।গতকাল আমার সবাই মিলে ঘুরতে গিয়েছিলাম। ব্যস্ততার কারণে সেই আনন্দঘন মুহূর্ত আপনাদের সঙ্গে শেয়ার করতে পারিনি।

FB_IMG_1635823454496.jpg
w3w

অফিস থেকে ছুটি পাওয়ায় আমার কাকা কাকিরাও ঢাকা থেকে রংপুর এসেছিল সময় কাটাতে। সবাই মিলে আমরা ঘুরতে গিয়েছিলাম বগুড়ার মম-ইন এ। এটি উত্তরবঙ্গের একমাত্র ফাইভ স্টার হোটেল এবং রিসোর্ট।আমরা রংপুর থেকে সকাল আটটায় বগুড়ার উদ্দেশ্যে রওনা হই। বগুড়ায় পৌঁছতে ১১টা বেজে যায়। রিসোর্টটি খুব সুন্দর এবং সাজানো গোছানো। ওখানে অবস্থান করা কালীন সময়ে মনে হবে যেন বাইরের দেশে ঘুরতে গেছি। ফাইভ স্টার হোটেল হলে যা হয়। সুইমিং পুল, ক্যাফে, জিমনেসিয়াম, সিনেকমপ্লেক্স ও আবাসন ব্যবস্থাসহ আরো উন্নত ধরনের সরঞ্জামে ভরপুর। আমরা রিসোর্টে গিয়ে প্রথমেই বেশ কিছুক্ষণ বিশ্রাম নিলাম। এরপর ফ্রেশ হয়ে সবাই ঘোরাঘুরি করলাম। এরপর দুপুরে ক্যাফে থেকে খাবার খেলাম। ক্যাফে থেকে খাওয়া-দাওয়া শেষ করে স্পিডবোটে করে মম-ইন এর ক্যানেলে ঘুরলাম। ঘোরাঘুরি সব আয়োজনের সমাপ্তি ঘটে সন্ধ্যায় আবার রংপুরের উদ্দেশ্যে রওনা হলাম।

received_400320148483494.jpeg
w3w

received_359971962589258.jpeg
w3w

আমাদের পারিবারিক ভ্রমণ বেশ ভালোই কাটলো। কাজের ব্যস্ততায় পরিবারের সদস্যরা দূরে থাকলেও, আমাদের সবার উচিত ছুটির সময় গুলোতে এরকম পারিবারিক ভ্রমণের আয়োজন করা। তাহলে পরিবারের সকল সদস্যদের মধ্যে বন্ধন ভালো থাকে। সব মিলে দিনটি আমার কাছে স্মরণীয় হয়ে থাকবে।

Sort:  
 3 years ago 

পরিবারের সবাইকে নিয়ে ঘুরতে যাওয়ার মজাই আলাদা। আপনি ঠিকই বলেছেন যৌথ পরিবার এখন আর সেরকম দেখা যায় না। কিন্তু যৌথ পরিবারে আমাদের জন্য ঐতিহ্য। কিন্তু এখন তা আলাদা আলাদা পরিবারে বিভক্ত। আপনাদের সবাইকে একসাথে ঘুরতে যাওয়ার মুহূর্ত দেখে খুবই ভালো লাগছে। আপনার এবং আপনার পুরো পরিবারের জন্য অনেক অনেক শুভকামনা রইল সবাই ভাল থাকবেন।

 3 years ago 

আপনাকে ধন্যবাদ আপু।

 3 years ago 

এখন আর আগের মতো যৌথ পরিবার সেইরকম দেখা যায় না। তবে ঈদের সময়ে সবাই ঘরে ফিরলে বাড়িতে আলাদা এক উৎসব মুখর পরিবেশ থাকে। পরিবারের সাথে রংপুরের একমাত্র ফাইভ স্টার হোটেলে সময় টা খুব ভালো অতিবাহিত করেছেন ভাই। এবং পোস্টটা খুবই ভালো হয়েছে।

 3 years ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই।

 3 years ago 

সত্যি ভাইয়া একমাত্র আশ্রয়স্থল হচ্ছে পরিবার। সকল বিপদ-আপদ এরপরই কিন্তু পরিবার পাশে থাকে।পরিবার আমাদের জন্য গুরুত্বপূর্ণ একটি ভূমিকা পালন করে। হ্যাঁ এখন যৌথ পরিবার দেখা যায় না। সাধারণত সবাই আলাদা আলাদাভাবে বসবাস করে কিন্তু যৌথ পরিবারে বসবাস করে খুব মজা আমার যা মনে হয়। সত্যিই আপনার পারিবারিক ভ্রমণ বেশ ভালই কাটল খুবই ভালো লাগলো অত্যন্ত সুন্দরভাবে। আপনি পরিবারের সবার সাথে সময় দিয়েছেন। অনেক সুন্দর ভাবে পরিবেশন করেছেন। স্মরণীয় ছিল দিনটি

 3 years ago 

জি ভাই। ধন্যবাদ আপনাকে আপনার সুন্দর মতামতের জন্য।

 3 years ago 

এটাই শান্তি যে আপনার পরিবার এর সাথে ঘুরতে যেয়ে আপনি শান্তি❣️❣️❣️❣️❣️❣️❣️🙏🙏

আসলে কি পরিবারের সবার সাথে ঘুরতে যাওয়ার ফিল টাই আলাদা।

 3 years ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই।

 3 years ago 

পারিবারিকভাবে বগুড়া ঘুরতে এসে অনেক সুন্দর সময় কাটিয়েছেন। ছবিগুলো অনেক সুন্দর হয়েছে। সুন্দর মুহূর্ত গুলো আমাদের সঙ্গে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 3 years ago 

ধন্যবাদ আপনাকে।

ভাইয়া পরিবারের সাথে সময় কাটা মানে একটা শান্তিপূর্ণ আনন্দ উপভোগ করা। অনেক সুন্দর সবাই মিলে ভালো সময় কাটিয়েছেন। প্রতিটা ফটোগ্রাফি ও অনেক সুন্দর হয়েছে। শুভেচ্ছা ও অভিনন্দন।

 3 years ago 

ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

এটা একদম ঠিক বলেছেন আপনি। আমরা সবাই ই অনেল বেশি ব্যস্ত থাকি, এমনকি যৌথ পরিবার নেই বললেই চলে আর চলতে চাইলেও হয়তো পারা যায়না৷ আপনাদের পুরো পরিবারকে একসাথে দেকে খুব ভালো লাগলো।

 3 years ago 

আপনার মন্তব্য দেখে আমার ভালো লাগল।

 3 years ago 

পরিবারের সবাই মিলে একসাথে মজা হইচই করলে অনেক ভালো লাগে। এখনকার সময়ে অনেকেই যৌথ পরিবার হিসেবে থাকে না। সবাই এখন যে যার মত করে থাকে। কিন্তু আমার এটা ভেবে খুব ভালো লাগতেছে যে আপনাদের পরিবারের সবাই একসাথে থাকে। পরিবারের সবাই একসাথে থাকলে ভালোবাসা অনেক পেতে চায়। বড়রা সবাই মিলে অনেক খুশি থাকতে পারে। তেমন ছোটরাও সবাই মিলে হইচই করতে পারে। আপনার পরিবারের সবার জন্য আমার পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা রইল

 3 years ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।

 3 years ago 

ভাইয়া আপনার পরিবার নিয়ে ঘুরতে যাওয়ার পোস্ট টি দেখে আমারও খুব ইচ্ছে করছে আমার পরিবার নিয়ে ঘুরতে যাই। দিন দিন এটি যেনো হারিয়ে যাচ্ছে জীবন থেকে। সবাই এখন যার যার জীবন নিয়ে ব্যাস্ত থাকে। তবে আমার খুব ভালো লাগলো ভাইয়া আপনার পরিবার দেখে। শুভ কামনা অবিরাম।

 3 years ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।

 3 years ago 

আসলেই পারিবারিক ভ্রমণটা অনেক আনন্দের হয় ।সবাই মিলে একসাথে হয়ে ঘুরার মজাটাই আলাদা। আর দেখতে দেখতে সময় অনেক দ্রুত চলে যায় টেরই পাওয়া যায় না। আপনার পরিবারের সাথে কাটানো সময় গুলো অনেক ভালো কেটেছে দেখে ভালো লাগলো ।আপনার জন্য অনেক শুভকামনা রইল।

 3 years ago 

ধন্যবাদ আপনাকে আপনার সুন্দর মন্তব্যের জন্য।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.13
JST 0.028
BTC 66507.45
ETH 3328.17
USDT 1.00
SBD 2.69