প্রিয়,
আমার বাংলা ব্লগবাসী
আপনারা সবাই কেমন আছেন? আশাকরি আপনারা সবাই বেশ ভালই আছেন। উপরওয়ালার অশেষ রহমতে আমিও বেশ ভালো এবং সুস্থ আছি। আমি "আমার বাংলা ব্লগ" কমিউনিটিতে আমার করা পোস্টগুলোতে প্রতিনিয়ত ভেরিয়েশন আনার চেষ্টা করি। ভেরিয়েশন আনতে গিয়ে কখনো ক্রাফট পোস্ট, কখনো বা ড্রয়িং পোস্ট, আবার কখনো বা ফটোগ্রাফি পোস্ট কিংবা রেসিপি পোষ্ট আপনাদের সঙ্গে শেয়ার করি।
এরই ধারাবাহিকতায় আজকে আমি আর্ট পোস্ট আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি। আমার আর্ট পোষ্টের টপিক হলো চাঁদের ভিতরে রাস্তা, পাহাড় এবং গাছের দৃশ্য অঙ্কন।
আমার অংকন করা চিত্র টি শুরুতে দেখানো হল:

প্রয়োজনীয় উপকরণ:

- আর্ট পেপার।
- পেন্সিল।
- রাবার।
- কাটার।
প্রথম ধাপ:

প্রথমে খাতায় একটি বৃত্ত অঙ্কন করে নেই।
দ্বিতীয় ধাপ:

এ ধাপে বৃত্তের একটি অংশ রাবার দিয়ে মিশিয়ে নিয়ে বোতল অঙ্কন করে নেই।
তৃতীয় ধাপ:

এ ধাপে বৃত্তের নিচে একটি বক্ররেখা অংকন করে নেই।
চতুর্থ ধাপ:

এ ধাপে বৃত্তের মিশিয়ে নেয়া অংশতে বোতলের মুখ এবং ছিপি অঙ্কন করে নেই।
পঞ্চম ধাপ:

এ পর্যায়ে বোতলের ভিতরে পানির অংশ একে নেই।
ষষ্ঠ ধাপ:

এ পর্যায়ে পানির উপরের অংশতে ভাসমান নৌকার সামান্য অংশ অঙ্কন করে নেই।এরপর চিত্রের পানি এবং নৌকার অংশ পেন্সিল দিয়ে গাঢ় করি।ফলে আমার অঙ্কন করা চিত্রটি সম্পন্ন হবে।
সপ্তম ধাপ:

সর্বশেষ আমার অঙ্কন করা চিত্রের নিচে আমার স্টিমিট আইডির নাম যুক্ত করে দেই।
উপরোক্ত ধাপগুলি অনুসরণ করে আমি আমার অংকন করা চিত্র সম্পন্ন করলাম। আপনাদের সবার কেমন লাগলো তা মন্তব্য করে জানাবেন। |
Support
@heroism Initiative by Delegating your Steem Power


বাহ্ ভাইয়া আপনি অনেক সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে আপনার তৈরি কাচের বোতলের ভিতরের পানিতে ভাসমান নৌকার দৃশ্য অঙ্কন টা আমাদের মাঝে উপস্থাপনা করেছেন। যা দেখে খুবই ভালো লাগলো আমার। আর যাই হোক সব মিলিয়ে আপনার পোস্টটি অনেক সুন্দর হয়েছে। আর তাই আপনাকে আমার পক্ষ থেকে জানাই প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন ধন্যবাদ আপনাকে ভাইয়া।
সুন্দর মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই। আমার পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন রইলো।
আপনি অনেক সুন্দর একটি দৃশ্য অংকন করেছেন। বোতলের ভেতরে পানিতে ভাসমান নৌকার চিত্রটি আমার কাছে খুবই আকর্ষণীয় লেগেছে। এবং আপনি এই চিত্র টি ধাপে ধাপে খুব সহজভাবে উপস্থাপন করেছেন। ধন্যবাদ আপনার আগামীর জন্য অনেক অনেক শুভকামনা রইল।
আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই আপনার মূল্যবান মতামত প্রদানের জন্য।আপনার জন্যও শুভকামনা রইলো।