জাতীয় শোক দিবস

in আমার বাংলা ব্লগ3 years ago (edited)

received_171049681794777.jpeg
আজ 15 ই আগস্ট। আজকের এই দিন ভারতের জন্য আনন্দের দিন হলেও,বাংলাদেশের মানুষের জন্য শোকের দিন। আজকের এই দিন ভারতের জন্য খুশির দিন। কারণ আজকের দিনে তারা ইংরেজদের কাছ থেকে তাদের স্বাধীনতাকে ছিনিয়ে নিয়েছে। অথচ বাঙালি জাতির জন্য এই দিনটি একটি শোকের দিন।

কারণ আজকের এই দিনে বাঙালিরা তাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হারিয়েছে। শুধু যে তারা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হারিয়েছে তা নয়। শেখ মুজিবুর রহমানের পুরো পরিবার এবং জাতীয় চার নেতাকে (তাজউদ্দিন আহমেদ, সৈয়দ নজরুল ইসলাম, মোহাম্মদ মনসুর ও কামরুজ্জামান) হত্যা করা হয়েছে। অর্থাৎ এই দিনে বাঙালি জাতি নেতৃত্বহীন হয়ে পড়েছিল। বঙ্গবন্ধুসহ জাতীয় চার নেতা হত্যার পেছনে যে মানুষটি প্রধান ভূমিকা পালন করেন, তিনি হলেন খন্দকার মোশতাক আহমেদ। খন্দকার মোশতাক আহমেদের নেতৃত্বেই কতিপয় বিপথগামী সেনা বাহিনী 14 ই আগস্ট মধ্যরাতে অর্থাৎ 15 আগস্ট এর সূচনা লগ্নে বঙ্গবন্ধুর বাড়িতে আক্রমণ করে তার পুরো পরিবার কে হত্যা করা হয়। এরপর বিপথগামী সেনা সদস্যরা জাতীয় চার নেতাকে হত্যা করে। পরবর্তীতে নেতৃত্বের অভাবে দেশে অরাজকতা দেখা যায়। ১৯৭৫সালের ১৫আগস্ট এর পরবর্তী কালীন কিছু সময় দেশের আইন-শৃঙ্খলার ব্যাঘাত ঘটে। আজকের এই দিনে দেশের সকল জনগণ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্মরণ করে শোক প্রকাশ করে।

received_627142774939648.jpeg

Sort:  
 3 years ago 

পোষ্টের অন্তত একটি ফটো ব্যবহার করার চেষ্টা করুন।

 3 years ago 

শোক দিবস নিয়ে কোনো ফটো পেলাম না ভাই।

 3 years ago 

আমার বাংলা ব্লগে শুরুতে নিজের পরিচিতিমূলক পোষ্ট শেয়ার করুন, যাতে আমরা আপনাকে ভেরিফাই করতে পারি। ধন্যবাদ

 3 years ago 

আমার আইডি কি এখনও ভেরিফিকেশন হবে না ভাই??

Coin Marketplace

STEEM 0.28
TRX 0.11
JST 0.031
BTC 68913.70
ETH 3738.36
USDT 1.00
SBD 3.68