বাংলা রোমান্টিক গান কভার "১০ শতাংশ লাজুক শিয়ালের জন্য বরাদ্দ"

in আমার বাংলা ব্লগ2 years ago

প্রিয়,

আমার বাংলা ব্লগবাসী


আপনারা সবাই কেমন আছেন? আশাকরি আপনারা সবাই বেশ ভালই আছেন। উপরওয়ালার অশেষ রহমতে আমিও বেশ ভালো এবং সুস্থ আছি। আমি "আমার বাংলা ব্লগ" কমিউনিটিতে আমার করা পোস্টগুলোতে প্রতিনিয়ত ভেরিয়েশন আনার চেষ্টা করি। ভেরিয়েশন আনতে গিয়ে কখনো ক্রাফট পোস্ট, কখনো বা ড্রয়িং পোস্ট, আবার কখনো বা ফটোগ্রাফি পোস্ট,গান কভার কিংবা রেসিপি পোষ্ট আপনাদের সঙ্গে শেয়ার করি।


এরই ধারাবাহিকতায় আজকে আমি একটি গান কভার করে আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি। আমার কভার করা গান হলো জীবন ফুরিয়ে যাবে;ভালোবাসা ফুরাবেনা জীবনে -----।

গানের শিরোনামজীবন ফুরিয়ে যাবে;ভালোবাসা ফুরাবেনা জীবনে।
গীতিকারআহমেদ ইমতিয়াজ বুলবুল
সুরকারএন্ড্রু কিশোর ও কনকচাঁপা

গানের লিরিক্স:


জীবন ফুরিয়ে যাবে
ভালোবাসা ফুরাবে না জীবনে
মোরা, আরও আগে কেন আসিনি
কেন আসিনি এই ভূবনে
জীবন ফুরিয়ে যাবে
ভালোবাসা ফুরাবে না জীবনে
মোরা, আরও আগে কেন আসিনি
কেন আসিনি এই ভূবনে
আআআ আআআআ
পৃথিবীর বুকে নয় তোমারি বুকে
প্রিয়তম দিও তুমি ঠাই
শুধু বুকে ঠাই নয়, প্রাণটি করে
হৃদয়ে রেখে দিতে চাই
গড়েছ এই মন তুমি সুখেরী কোন মহা প্লাবনে
জীবন ফুরিয়ে যাবে
ভালোবাসা ফুরাবে না জীবনে
মোরা, আরও আগে কেন আসিনি
কেন আসিনি এই ভূবনে
জীবন ফুরিয়ে যাবে
ভালোবাসা ফুরাবে না জীবনে
মোরা, আরও আগে কেন আসিনি
কেন আসিনি এই ভূবনে
লা লালালা লালালা লা লা
হৃদয় আমার যেন একটা সাগর
তুমি যেন সাগরের ঢেউ
কি গভীর বন্ধন, এই দুজনার
কোন দিনও বুঝবেনা কেউ
তুমি যদি ভাঙ্গগ মন
ডুবে যাবে আখি দুটি শ্রাবণে
জীবন ফুরিয়ে যাবে
ভালোবাসা ফুরাবে না জীবনে
মোরা, আরও আগে কেন আসিনি
কেন আসিনি এই ভূবনে


গানের ইউটিউব লিংক:



Sort:  
 2 years ago 

গানটি আসলেই খুব রোমান্টিক এবং আপনার গলায় খুবই সুন্দরভাবে ফুটে উঠেছে। এই গানটি। গানের সাথে সাথে আপনার অনুভূতি প্রকাশ করার ভঙ্গিটা অনেক ভালো লেগেছে। ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

আপনাকে অনেক ধন্যবাদ আপু আপনার মূল্যবান মতামত প্রদান করার জন্য।

 2 years ago 

গানটি আমার খুব প্রিয় আপনি খুব সুন্দর করে অত্যান্ত মিষ্টি কন্ঠে গানটি আমাদের মাঝে কাভার করেছেন খুবই অসাধারণ হয়েছে। গানটি শুনে অনেক অনেক ভালো লেগেছে। এত সুন্দর গান কভার করার জন্য আপনাকে অন্তরঙ্গ থেকে আন্তরিক ধন্যবাদ জানাই।

 2 years ago 

আপনাকে অন্তরের অন্তরস্থল থেকে অসংখ্য ধন্যবাদ জানাই।

 2 years ago 

বাংলায় রোমান্টিক গান কভার যথেষ্ট ভালো ছিল। অনেক সুন্দর করে গেয়েছেন আপনার কন্ঠ দারুন ছিল। আমাদের সাথে শেয়ার করার জন্য ধন্যবাদ।

 2 years ago 

আপনাকেও ধন্যবাদ ভাই।সুন্দর মন্তব্য করেছেন।

আপনি সত্যিই অসাধারণ ভাবে গানটি গেয়েছেন। থাকলে আরো অনেক সুন্দর লাগে খালি গলায় সুন্দর গান আপনার প্রশংসা না করলেই নয়। এত সুন্দর একটি গান গেয়ে আমাদের সাথে শেয়ার করার জন্য।

 2 years ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই আপনার সুন্দর মন্তব্যেটি আমাদের সঙ্গে ভাগ করে নেয়ার জন্য।

 2 years ago 

সত্যি অসাধারণ ছিল আপনার খালি গলায় এই গানটি। গানের সাথে সাথে আপনার অনুভূতি প্রকাশ করার ভঙ্গিটাও অসাধারণ ছিল।

 2 years ago 

সুন্দর মতামত শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই।

 2 years ago 

image.png


দারুন একটি গান কভার করেছেন ভাই। বাংলা এই রোমান্টিক গান আমি অনেকবার শুনেছি। রিয়াজ এবং পপি অভিনীত এই ছবিটা আমার কাছে অনেক ভালো লেগেছে। ধন্যবাদ আপনাকে গানটি কভার করে আমাদের শোনানোর জন্য।


image.png

 2 years ago 

আপনাকেও ধন্যবাদ ভাই আপনার সুন্দর এবং গঠনমূলক মন্তব্য শেয়ার করার জন্য।

 2 years ago 

এটা পুরোনো গান হলেও সব সময়ের হিট গান। আপনার ভয়েসে গানটা শুনে গানটার প্রেমে আবার নতুন করে পড়লাম। আপনার গানের ভয়েস অনেক সুন্দর আরো গান শুনতে চাই। ধন্যবাদ।

 2 years ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই। আপনার সুন্দর মন্তব্য শেয়ার করার জন্য।

 2 years ago 

ভাইয়া আমি এর আগেও আপনার গান শুনেছি আর সেই গান আমার কাছে খুবই ভালো লেগেছিল। আজও আপনার গানটি শুনলাম শুনে ভীষণ ভালো লাগলো। সত্যিই অসাধারণ আবেগময় কন্ঠে আপনি গান পরিবেশন করেন যা আমাদের কাছে অনেক বেশি প্রিয়। সুন্দর একটি গান সুন্দরভাবে কভার করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। আপনার জন্য শুভকামনা রইল।

 2 years ago 

ভাই আপনার সুন্দর এবং গঠনমূলক মন্তব্যের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।

 2 years ago 

গানটি আসলেই খুব রোমান্টিক এবং আপনার গলায় খুবই সুন্দরভাবে ফুটে উঠেছে। আর খুব সুন্দর গুছিয়ে গানটি আমাদের সাথে পরিবেশন করেছেন। অসংখ্য ধন্যবাদ আপনাকে ভালো থাকবেন সবসময়।

 2 years ago 

আপনাকেও অনেক অনেক ধন্যবাদ ভাই। সুন্দর মন্তব্য শেয়ার করার জন্য।

 2 years ago 

আপনি অনেক সুন্দর হবে একটি গানের কভার করেছেন ভাই । বলতে হয় আপনার গলায় জাদু রয়েছে । অনেক সুন্দর ভাবে আপনি গানটির সুর মিলিয়ে আমাদের সাথে উপস্থাপন করেছেন ।
আশা করি পরবর্তীতে আরও সুন্দর সুন্দর গান নিয়ে আমাদের সাথে শেয়ার করবেন ।
আপনার জন্য শুভকামনা রইল

 2 years ago 

আরো অনেক সুন্দর সুন্দর গান শুনতে পাবেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই।

Coin Marketplace

STEEM 0.28
TRX 0.11
JST 0.030
BTC 67597.54
ETH 3772.68
USDT 1.00
SBD 3.55