# DIY-এসো নিজে করি (রঙিন কাগজ দিয়ে কলমদানি তৈরি)"লাজুক শেয়ালের জন্য 10 শতাংশ বরাদ্দ"

in আমার বাংলা ব্লগ3 years ago (edited)

হ্যালো স্টিমিট বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আমি ভালো আছি। আশা করি উপরওয়ালার অশেষ রহমতে আপনারা সবাই সুস্থ আছেন। বাংলাদেশ এবং কলকাতা সহ বাংলা ভাষাভাষী নানান অঞ্চলে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে "আমার বাংলা ব্লগ" কমিউনিটির সদস্যরা। যে যেখানে থাকুন নিজের এবং কাছের মানুষদের খেয়াল রাখবেন।আজ আমি আপনাদের সামনে আরও একটি ডাই প্রজেক্ট এ অংশগ্রহন করতে যাচ্ছি। আশাকরি আপনাদের সবার ভালো লাগবে।

রঙিন কাগজ দিয়ে কলমদানি তৈরি:

রঙিন কাগজ দিয়ে তৈরি করা সুন্দর কলমদানি এর ছবি:

received_3178844535720723.jpeg

উপকরণ:

received_833114600700157.jpeg

  • মোটা কাগজ
  • রঙিন কাগজ
  • কাচি
  • আঠা

ধাপ-১:

প্রথমে লম্বা করে রঙিন কাগজ কেটে নিয়েছি।

received_2999056573681731.jpeg

ধাপ -২:

এই পর্যায়ে কেটে রাখা লম্বা কাগজ একপাশ থেকে মুড়িয়ে নিয়ে শলার মত তৈরী করে নিয়েছি।

received_190301816591788.jpeg

received_4435287343192168.jpeg

received_623389375353572.jpeg

ধাপ-৩

এই পর্যায়ে শলা গুলির মাঝখানটা কেটে নিয়ে শলা গুলি ছোট করে নিয়েছি।

received_604655337449191.jpeg

ধাপ-৪:

এই পর্যায়ে আঠা দিয়ে একটি শলা আরেকটি শলার সাথে লাগিয়ে নিয়েছি।[বক্স বড় করতে চাইলে বেশি শলা লাগিয়ে নিতে হবে ছোট করতে চাইলে কম শলা লাগিয়ে নিতে হবে।]

received_936416210627967.jpeg

ধাপ-৫:

এই পর্যায়ে আঠা দিয়ে লাগানোর পর ৮ টি ভাগ করে নিয়েছি।

received_571534137472271.jpeg

ধাপ -৬:

এই পর্যায়ে আঠা দিয়ে ৪ টি করে লাগিয়ে নিয়েছি।

received_622424895563430.jpeg

received_1129193587821390.jpeg

received_841984919813267.jpeg

received_858071034893095.jpeg

ধাপ -৭

এই পর্যায়ে মোটা কাগজ চিকন লম্বা করে কেটে নিয়ে তা রঙিন কাগজ আঠা দিয়ে লাগিয়ে নিয়েছি।

received_588584419114931.jpeg

received_4846290438748906.jpeg

ধাপ-৮:

এই পর্যায়ে আবার শলার মত তৈরী করে নিয়ে তৈরী করা বক্স এর সামনের জন্য কম শলা এবং পেছনের জন্য বেশি শলা তৈরী করে নিয়েছি।

received_1058320301670792.jpeg

ধাপ -৯:

এই পর্যায়ে মোটা কাগজের উপর বক্স আঠা দিয়ে লাগিয়ে নিয়েছি এবং পেছনে বেশি শলা সামনে কম শলা এবং অপর বক্স আঠা দিয়ে লাগিয়ে নিয়েছি।

received_1303339730131294.jpeg

received_412829703746279.jpeg

received_309193310930292.jpeg

ধাপ-১০:

এই পর্যায়ে রঙিন কাগজ চতুর্ভুজাকৃতির করে কেটে নিয়েছি।

received_1326186857832912.jpeg

ধাপ -১১:

এই পর্যায়ে কেটে রাখা চতুর্ভুজাকৃতির রঙিন কাগজের মাঝখানটা ভাজ করে নিয়েছি আবার মাঝখানটা ভাজ করে নিয়েছি এবং আবার মাঝখানটা ভাজ করে নিয়েছি।

received_602725794477607.jpeg

received_644821456688871.jpeg

received_1084679208951441.jpeg

ধাপ-১২

এই পর্যায়ে ভাজ করা রঙিন কাগজ গোল করে কেটে নিয়ে ফুল তৈরী করে নিয়েছি

received_588952622358745.jpeg

received_959742444958120.jpeg

received_623814072083054.jpeg

ধাপ-১৩

এই পর্যায়ে ৩ টি ফুলের একটি ফুল থেকে ১ পাতা আরেকটি ফুল থেকে ২ পাতা এবং আরেকটি ফুল থেকে ৩ পাতা কেটে নিয়ে তা হাত দিয়ে মুড়িয়ে নিয়েছি।

received_420644146232169.jpeg

received_250832513771498.jpeg

ধাপ-১৪:

এই পর্যায়ে কেটে রাখা ফুল গুলি একটি পাতার উপর আরেকটি পাতা আঠা দিয়ে লাগিয়ে নিয়েছি।

received_851162838891252.jpeg

ধাপ-১৫:

এই পর্যায়ে প্রথমে বড় ফুল তারপর তার থেকে ছোট,,,,,,,,,,,,, এভাবে সবগুলি ফুল একের পর এক আঠা দিয়ে লাগিয়ে নিয়েছি।

received_898756957765295.jpeg

received_1516905072007595.jpeg

received_182224664106321.jpeg

received_563145624982046.jpeg

received_1674135806126362.jpeg

ধাপ-১৬:

এই পর্যায়ে রঙিন কাগজ লম্বা করে কেটে নিয়ে একপাশ থেকে মুড়িয়ে নিয়ে শলা তৈরী করে নিয়েছি শলার উপরে একটু কাচি দিয়ে কেটে নিয়ে আঠা লাগিয়ে তৈরী করা গোলাপ ফুল লাগিয়ে নিয়েছি।

received_424261025737260.jpeg

received_257494689761406.jpeg

received_227693492794129.jpeg

received_3350042541787123.jpeg

received_293212389192956.jpeg

ধাপ-১৭:

এই পর্যায়ে ছোট করে ৪ টি লাভ কেটে নিয়ে একটি লাভের উপর আরেকটি লাভ লাগিয়ে হাত দিয়ে চেপে নিয়েছি আমার কাছে কাঠি ছিল তাই কাঠি দিয়েছি কাঠি না দিলেও হবে লাভ ২ টি ২ বক্স এর সামনে আঠা দিয়ে লাগিয়ে নিয়েছি।

received_900795707308982.jpeg

received_1556736308012146.jpeg

চূড়ান্ত ধাপ:

চূড়ান্ত পর্যায়ে আমাদের সুন্দর একটি কলমদানি তৈরী হল।

received_3178844535720723.jpeg

উপরোক্ত সকল ধাপগুলো অনুসরণ করে আমি আমার কলমদানি তৈরি করলাম। আপনাদের সবার কেমন লাগলো তা জানাবেন। আমার পোস্টটি পড়ার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।

Sort:  

বরাবরের মতো এবারও সুন্দর একটি কলমদানি তৈরি করেছেন। আপনার ধাপে ধাপে বিন্যস্ত গুলো খুবই সহজ তবে অনেক সময় নিয়ে তৈরি করেছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটি কলমদানি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 3 years ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই আপনার সুন্দর মন্তব্যের জন্য।

রঙিন কাগজ দিয়ে অনেক কিছুই আবিষ্কার করা যায় দেখছি। আপনার কলমদানী টা দেখতে খুব সুন্দর লাগছে। আপনার পোস্টের মাধ্যমে আপনি সৃজনশীলতার পরিচয় দিয়েছেন এবং কলমদানী সম্পর্কে সুন্দর বর্নণা দিয়েছেন।শুভকামনা রইল আপনার জন‍্য।

 3 years ago 

এত সুন্দর মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই।

আমাদের কমিটির সবাই সুন্দর সুন্দর ডাই পোস্ট করে। ১৭ টি ধাপ দিয়ে আপনি সুন্দর একটি কলমদানি তৈরি করেছেন । আপনার জন্য শুভ কামনা রইলো

 3 years ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই আপনার সুন্দর মন্তব্যের জন্য।

 3 years ago 

আপনার প্রত্যেকটি ডাই পোস্ট মন ছুয়ে যাওয়ার মত হয়। এটিও তার ব্যতিক্রম ছিল না এত সুন্দর ক্রিটিভিটি আমাদের মাঝে শেয়ার করেছেন আসলেই এটি প্রশংসনীয় । অনেক গুছিয়ে উপস্থাপন করেছেন শুভকামনা রইল আপনার জন্য অনেক সুন্দর তৈরি করেছেন।

 3 years ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই আপনার সুন্দর মন্তব্যের জন্য।

 3 years ago 

রঙিন কাগজ দিয়ে অনেক সুন্দর একটা কলমদানি তৈরি করেছেন। কলমদানি টা দেখতে অনেক সুন্দর দেখা যাচ্ছে। আমার কাছে তো সবচেয়ে বেশি গোলাপ ফুল খুবই ভালো লেগেছে। কারণ লাল-হলুদের গোলাপ ফুল খুবই ভালো লাগে। কলম রাখাও যাবে আবার পাশে ফোন রাখা যাবে। খুব সুন্দর ভাবে আপনি এটা তৈরি করেছেন। এটা অনেক কাজে ব্যবহার করা যাচ্ছে। আপনার জন্য অনেক শুভকামনা রইল

 3 years ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু আপনার মূল্যবান মতামতের জন্য।

 3 years ago 

রঙিন কাগজ দিয়ে অনেক সুন্দর একটি কলমদানি তৈরি করলেন। এই কলমদানি তৈরি করতে আপনার মনে হচ্ছে অনেক সময় লেগেছে। কিভাবে তৈরি করেছেন আপনি প্রতিটি ধাপ আমাদের মাঝে খুব সুন্দর ভাবে উপস্থাপন করেছেন। এত সুন্দর একটি কলমদানি আমাদের মাঝে শেয়ার করার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।

 3 years ago 

রঙিন কাগজ দিয়ে কলমদানি টা বেশ ভালো তৈরি করেছেন। দেখতে বেশ ভালো লাগছে। এবং সেই সাথে আপনার পোস্টে মার্কডাউনের ব‍্যবহারটা দারুণ ছিল। ধন্যবাদ এতো সুন্দর একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করর জন্য।।

 3 years ago 

আপনাকেও অসংখ্য ধন্যবাদ ভাই আপনার সুন্দর মন্তব্যের জন্য।

 3 years ago 

রঙিন কাগজ দিয়ে কলমদানি তৈরি অসাধারণ হয়েছে। এই তো কয়দিন আগে আমিও রঙিন কাগজ দিয়ে কলমদানি তৈরি করেছিলাম।এটা তৈরি করতে অনেক সময় লাগে।যাইহোক আপনার কলমদানিটি আমার কাছে বেশ ভালো লেগেছে।
শুভকামনা রইলো ভাইয়া

 3 years ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই আপনার সুন্দর মন্তব্যের জন্য।

 3 years ago 

অনেক সুন্দর হয়েছে আপনার বানানো রঙিন কাগজ দিয়ে কলমদানি। আমার কাছে সবচেয়ে ভালো লেগেছে আপনার উপস্থাপনা। সুন্দর উপস্থাপনার মাধ্যমে আমাদেরকে কলমদানি বানানো শিখিয়েছেন।যা দেখে যে কেউ সহজেই কলমদানি টি বানাতে পারবে। ধন্যবাদ এবং শুভকামনা রইল আপনার জন্য।

 3 years ago 

আপনাকেও অসংখ্য ধন্যবাদ আপু।

 3 years ago 

আপনার আজকের ডাই-কাজটি আমার কাছে সবচেয়ে ভালো লেগেছে। এতগুলো ধাপ উপস্থাপন করে পোস্টটি করেছেন।শুভকামনা রইল আপনার জন্য।

 3 years ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই আপনার সুন্দর মন্তব্যের জন্য।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.12
JST 0.027
BTC 62678.63
ETH 3015.27
USDT 1.00
SBD 2.49