# DIY-এসো নিজে করি (খুব সুন্দর এবং সহজ ভাবে একটি কাগজের কাপ তৈরী করার পদ্ধতি )

in আমার বাংলা ব্লগ3 years ago

হ্যালো স্টিমিট বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আমি ভালো আছি। আশা করি উপরওয়ালার অশেষ রহমতে আপনারা সবাই সুস্থ আছেন। বাংলাদেশ এবং কলকাতা সহ বাংলা ভাষাভাষী নানান অঞ্চলে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে "আমার বাংলা ব্লগ" কমিউনিটির সদস্যরা। যে যেখানে থাকুন নিজের এবং কাছের মানুষদের খেয়াল রাখবেন।আজ আমি আপনাদের সামনে আরও একটি ডাই প্রজেক্ট এ অংশগ্রহন করতে যাচ্ছি। আশাকরি আপনাদের সবার ভালো লাগবে।

আজ আমি সহজে আপনাদের সামনে খুব সুন্দর এবং সহজভাবে কাগজের কাপ তৈরি করার পদ্ধতি নিয়ে আলোচনা করব:

আমার তৈরি করা সুন্দর কাগজের কাপটি

received_401632964816841.jpeg

প্রয়োজনীয় উপকরণ

received_1789168644806533.jpeg

  • রঙিন কাগজ
  • কাচি
  • জল রঙ
  • কালার পেন

প্রথম ধাপ

প্রথমে একটি রঙিন কাগজ নিয়েছি এবং উপরের একটু অংশ কাচি দিয়ে কেটে নিয়েছি।
received_302368505104933.jpegreceived_203353971872283.jpeg

দ্বিতীয় ধাপ

এই পর্যায়ে কাগজটি মাঝখানটা ভাজ দিয়ে নিয়েছি এবং ২ পাশ অর্ধেক ভাজ করে নিয়েছি।
received_524562129013045.jpegreceived_417869153396353.jpegreceived_3025877711063056.jpeg

তৃতীয় ধাপ

এই পর্যায়ে ভাজ করা কাগজ লম্বা দিকে মাঝখানটা ভাজ করে নিয়েছি এবং ২ পাশ থেকে অর্ধেক করে ভাজ করে নিয়েছি।
received_583639202727446.jpegreceived_430164171966444.jpeg
received_978498489682343.jpegreceived_315242003545792.jpeg

চতুর্থ ধাপ

এই পর্যায়ে চিকন করে পুরো রঙিন কাগজ ভাজ করে নিয়েছি।
received_1253735165136094.jpegreceived_1120702572006940.jpegreceived_328652828686132.jpeg

পঞ্চম ধাপ

এই পর্যায়ে ভাজ করা রঙিন কাগজ এক পাশ মোড়ানো এবং অপর পাশ কাচি দিয়ে কেটে নিয়েছি।
received_1075593119843007.jpegreceived_1079660026197388.jpegreceived_202572692033430.jpeg

ষষ্ঠ ধাপ

এই পর্যায়ে রঙিন কাগজের একপাশ কাচি দিয়ে ছোট ছোট করে কেটে নিয়েছি।
received_332334411597264.jpegreceived_934812247158316.jpeg

সপ্তম ধাপ

এই পর্যায়ে রঙিন কাগজে কলম দিয়ে একে ডিজাইন তৈরী করে নিয়েছি এবং আঠা দিয়ে ২ পাশ লাগিয়ে নিয়েছি।
received_437305111258531.jpegreceived_420700363021475.jpeg

অষ্টম ধাপ

এই পর্যায়ে কাচি দিয়ে কাটা অংশ হাত দিয়ে ফাকা করে নিয়েছি এবং আঠা দিয়ে একটি আরেকটির উপর লাগিয়ে নিয়েছি।
received_1238542553308810.jpegreceived_348363580428425.jpeg
received_430473021812796.jpegreceived_648795016131401.jpeg

নবম ধাপ

একে রাখা ডিজাইন এ রং লাগিয়ে নিয়েছি।
received_1084042415692501.jpeg

দশম ধাপ

এই পর্যায়ে ছোট লম্বা করে রঙিন কাগজ কেটে নিয়ে চিকন করে ভাজ দিয়ে নিয়েছি।
received_1668767800139485.jpegreceived_322929412687782.jpeg

একাদশ ধাপ

এই পর্যায়ে ছোট লম্বা ভাজ দেয়া কাগজটি হাত দিয়ে বেকে নিয়ে ২ পাশে আঠা লাগিয়ে কাপের একাপাশে লাগিয়ে নিয়েছি।
received_454826526304699.jpegreceived_427791348839105.jpeg

চূড়ান্ত ধাপ

চূড়ান্ত পর্যায়ে আমাদের সুন্দর একটি কাগজের কাপ তৈরী হল।
received_401632964816841.jpeg

উপরোক্ত সকল ধাপগুলো অনুসরন করে আমি রঙিন কাগজ দিয়ে কাপ তৈরি করলাম। আপনাদের সবার কেমন লাগলো তা অবশ্যই মন্তব্য করে জানাবেন।

অসংখ্য ধন্যবাদ

Sort:  
 3 years ago 

ওয়াও রঙিন কাগজ দিয়ে কাপ তৈরি। দেখতে খুব অসাধারণ হয়েছে। রঙিন কাগজ দিয়ে যেকোনো কিছু তৈরি করলে এটি দেখতে খুব অসাধারণ হয়। আপনি খুব সুন্দর করে রঙিন কাগজ দিয়ে কাপ তৈরি। এককথায় খুব অসাধারণ হয়েছে

 3 years ago 

এত সুন্দর মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই।

 3 years ago 

আপনার তৈরি করা মগ সত্যি খুব কিউট লাগতেছে। বানানোর ধাপ গুলাও অনেক সোজা৷ খুব সুন্দর ভাবে ফুটিয়ে তুলেছেন।

 3 years ago 

মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই।

 3 years ago 

আপনার বানানো মগটি দেখে আমি রীতিমতো মুগ্ধ হয়েছি ভাইয়া।আসলেই আপনি খুব সহজেই উপস্থাপন করেছেন।মগ বানানোর ধাপ গুলো সোজা ছিল।আপনার জন্য শুভ কামনা রইল ভাইয়া।

 3 years ago 

খুবই সুন্দর মন্তব্য করেছেন ভাই। আপনার মন্তব্যটি পড়ে ভালো লাগলো। শুভেচ্ছা রইল আপনার জন্য।

 3 years ago 

রঙিন কাগজ দিয়ে খুব সুন্দর একটি ডাই তৈরি করেছেন আপনি। ধাপে ধাপে সুন্দরভাবে উপস্থাপন করেছেন যা বুঝতে আমাদের অনেক সুবিধা হয়েছে। শুভকামনা রইল ভাই আপনার জন্য।

 3 years ago 

আপনার মন্তব্য পড়ে বেশ ভালো লাগলো।আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই।

 3 years ago 

আসলেই মগটা দেখতে অনেক ভালো লাগে আমিও কয়দিন আগে বানিয়েছিল আমারটাও অনেক সুন্দর হয়েছিল। আপনারটাও দেখতে অনেক সুন্দর হয়েছে বানানো। দেখতে অনেক কিউট লাগে। কাগজ দিয়ে আসলেই অনেক সুন্দর সুন্দর জিনিস বানানো যায়।

 3 years ago 

আপনার মন্তব্য পড়ে অনুপ্রেরনা পেলাম আপু। আপনার পোস্টগুলো অনেক সুন্দর হয় । আপনার মত একজন কনটেন্ট ক্রিয়েটর এর কাছ থেকে এমন মন্তব্য পেলে মন ভরে যায়। ধন্যবাদ আপনাকে।

আপনি অসাধারণ একটি কাপ তৈরি করেছেন। সত্যি এটা দেখতে অনেক সুন্দর লাগতেছে । আপনি এটি তৈরি করার পদ্ধতি ধাপে ধাপে খুব ভালো ভাবে উপস্থাপন করেছেন। আপনি অসম্ভব প্রতিভাধর একজন ব্যক্তি। আপনার প্রতিভার প্রশংসা করতেই হয়। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 3 years ago 

এত সুন্দর উৎসাহমূলক মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই।

 3 years ago 

কাগজের তৈরি মগ অসাধারণ হয়েছে। কাগজ দিয়ে আপনি দারুন একটি মগ তৈরি করেছেন। এরকম ছোট ছোট মগ বাচ্চাদের তৈরি করে দিলে তারা খেলতে পারবে। আপনার মগ তৈরির ধাপ গুলো দেখে আমিও শিখে নিলাম। খুবই সুন্দর হয়েছে ভাইয়া।

 3 years ago 

সুন্দর এবং গঠনমূলক মন্তব্য করেছেন। ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

আমি রীতিমতো অবাক হয়ে গেলাম আপনার কাজ দেখে। সুন্দর করে কিভাবে মগ বানিয়ে ফেললেন সত্যিই জাস্ট অসাধারণ। তারমধ্যে মজার ব্যাপার হচ্ছে আবার প্রিন্টের কাজ করেছে হাহাহা। সত্যি প্রশংসা পাওয়ার মতো একটি কাজ ছিল আপনার।

 3 years ago 

আপনার মন্তব্যটি পড়ে কাজ করার উৎসাহ বেড়ে গেলো। আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই।

 3 years ago 

বাহ অসাধারণ হয়েছে তো আপনার কাগজ দিয়ে কাপ তৈরি। দেখতে বেশ ভালো লাগছে ।সত্যিই আপনার বুদ্ধির প্রশংসা করতে হয় । ধাপগুলো সুন্দরভাবে উপস্থাপন করেছেন ।আপনার জন্য শুভকামনা থাকলো

 3 years ago 

আপনার মন্তব্যটি পড়ে বেশ ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

কাগজ নিয়ে খুবই সুন্দর একটি কাপ তৈরি করেছেন। দেখে আমি অবাক হয়ে গেছি। আপনার দক্ষতার প্রশংসা করতে হবে। আপনি খুব অল্পসময়ের সুন্দর একটি কাপ তৈরি করেছেন। অনেক ভাল লেগেছে আপনার জন্য শুভকামনা রইল।

 3 years ago 

আপনাকেও অসংখ্য ধন্যবাদ ভাই এত সুন্দর মন্তব্য করার জন্য।

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.16
JST 0.030
BTC 68492.14
ETH 2699.27
USDT 1.00
SBD 2.72