# DIY-এসো নিজে করি (রঙিন কাগজ দিয়ে ওয়াল হ্যাংগিং তৈরি) "লাজুক শিয়ালের জন্য ১০ শতাংশ বরাদ্দ"

in আমার বাংলা ব্লগ3 years ago

হ্যালো স্টিমিট বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আমি ভালো আছি। আশা করি উপরওয়ালার অশেষ রহমতে আপনারা সবাই সুস্থ আছেন। আমরা সবাই আমাদের প্রিয় কমিউনিটি @amarbanglablog এর প্রতি কমিটেড এবং দায়িত্বশীল। এ জন্য প্রতিনিয়ত আমরা আমাদের শ্রম দিয়ে যথোপযুক্ত পোস্ট তৈরী করছি। এরই ধারাবাহিকতায় আজকে আমি আপনাদের সামনে একটি ডাই প্রজেক্ট নিয়ে হাজির হলাম।

আজ আমি আপনাদের সামনে একটি ওয়াল হ্যাংগিং সহজ ভাবে তৈরি করার পদ্ধতি নিয়ে আলোচনা করব:

আমার সুন্দর ওয়াল হ্যাংগিং এর ছবি

received_637331217431836.jpeg

উপকরণ সমূহ:

received_4968489916535535.jpeg

received_556589858753104.jpeg

  • রঙিন কাগজ
  • কাচি
  • আঠা
  • মোটা কাগজ
  • সুতা
  • কাঠি

প্রথম ধাপ

received_632095677783235.jpeg

received_1051404782338803.jpeg

প্রথমে মোটা কাগজটি গোলাকার করে একে নিয়ে মাঝের অংশটুকু কেটে নিয়েছি।

দ্বিতীয় ধাপ

received_2026658107484473.jpeg

এই পর্যায়ে রঙিন কাগজ ছোট চতুর্ভুজাকৃতি করে কাঁচি দিয়ে কেটে নিয়েছি ।

তৃতীয় ধাপ

received_980573602503838.jpeg

received_2755045828121301.jpeg

received_1003775853523017.jpeg

এই পর্যায়ে চতুর্ভুজাকৃতির কাগজটি মাঝখানটা ভাজ করে নিয়েছি আবার ও মাঝখানটা ভাজ করে নিয়েছি এবং আবার ও মাঝখানটা ভাজ করে নিয়েছি।

চতুর্থ ধাপ

received_4295447060525045.jpeg

received_664808721574448.jpeg

এই পর্যায়ে ভাজ করা রঙিন কাগজটি গোল করে কেটে নিয়ে ফুল তৈরি করে নিয়েছি।

পঞ্চম ধাপ

received_607765043928862.jpeg

received_195445792714457.jpeg

এই পর্যায়ে সাদা কাগজ মোটা কাগজের মাপ নিয়ে দুটি গোল করে কেটে নিয়েছি এবং মোটা কাগজের দুই পাশে লাগিয়ে নিয়েছি।

ষষ্ঠ ধাপ

received_356106016297303.jpeg

received_602485481068751.jpeg

এ পর্যায়ে ফুলের পেছনটায় আঠা লাগিয়ে মোটা কাগজের ওপর বসিয়েছি এবং ফুলের মাঝখানটায় কাঠি লাগিয়ে নিয়েছি ।

সপ্তম ধাপ

received_837431326940488.jpeg

এই পর্যায়ে ফুলের নিচে সুতা দিয়ে মোটা কাগজে বেধে নিয়েছি।

অষ্টম ধাপ

received_214053850795573.jpeg

received_1029452014297517.jpeg

এই পর্যায়ে রঙিন কাগজ ছোট দুটি গোলাকার এবং দুটি করে লাভ কেটে নিয়েছি।

নবম বা চূড়ান্ত ধাপ

received_637331217431836.jpeg

চুড়ান্ত ধাপে কেটে নেওয়া লাভ এবং গোলাকার রঙিন কাগজ একটি আরেকটির উপর আঠা দিয়ে লাগিয়ে নিয়েছি।মোটা কাগজের উপরের অংশে সুতা বেধে নিয়ে তা লোহার মধ্য ঝুলে রেখেছি।

উপরোক্ত সকল ধাপগুলো অনুসরণ করে আমি আমার ওয়াল হ্যাংগিং তৈরি করলাম। আপনাদের সবার কেমন লাগলো তা জানাবেন। আমার পোস্টটি পড়ার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।

Sort:  
 3 years ago 

আপনার রঙ্গিণ কাগজ দিয়ে ওয়াল হ্যাংগিং তৈরি অনেক বেশি ভালো হয়েছে।
আমার কাছে অনেক বেশি পছন্দ হয়েছে।
ধন্যবাদ আপনাকে অনেক।

 3 years ago 

আপনাকেও অসংখ্য ধন্যবাদ আপু আপনার সুন্দর মন্তব্যের জন্য।

 3 years ago 

অনেক সুন্দর হয়েছে আপনার ওয়ালমেটটি। দেয়ালে ঝুলানো পর এটিকে দেখতে খুবই সুন্দর দেখাচ্ছে। প্রত্যেককে ধাপ খুব সুন্দর করে আমার সামনে উপস্থাপন করেছেন। আমার কাছে ছোট ছোট ফুল গুলো অনেক বেশি সুন্দর লেগেছে। আপনাকে ধন্যবাদ এত সুন্দর একটি ওয়ালমেট বানানো আমাদের সাথে শেয়ার করার জন্য। শুভকামনা রইল আপনার জন্য।

 3 years ago 

আপনাকেও অসংখ্য ধন্যবাদ আপু আপনার সুন্দর মন্তব্যের জন্য।

প্রত্যেক ধাপ খুব সুন্দর করে আমার সামনে উপস্থাপন করেছেন। আমার কাছে ছোট ছোট ফুল গুলো অনেক বেশি সুন্দর লেগেছে। আপনাকে ধন্যবাদ এত সুন্দর একটি ওয়ালমেট বানানো আমাদের সাথে শেয়ার করার জন্য। শুভকামনা রইল আপনার জন্য।

 3 years ago 

আপনাকেও অসংখ্য ধন্যবাদ ভাই।

 3 years ago (edited)

আপনার ওয়ালমেটটি খুবই সুন্দর হয়েছে। ধাপে ধাপে সুন্দরভাবে বর্ণনা দিয়েছেন।শুভকামনা রইলো ভাইয়া।

 3 years ago 

আপনাকেও অসংখ্য ধন্যবাদ ভাই আপনার সুন্দর মন্তব্যের জন্য।

 3 years ago 

আপনার তৈরি করা ভালো এতে অনেক সুন্দর হয়েছে। সবগুলো ধাপের বর্ণনা খুব সুন্দর ভাবে উপস্থাপন করেছেন। ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

আপনার সুন্দর মন্তব্যের জন্য আপনাকে ধন্যবাদ।

 3 years ago 

আইডিয়া সত্যি চমৎকার। সত্যি বলতে আমি আরও ৩ বছর আগে এরকম একটা ওয়াল হ্যাংগিং তৈরি করতে চেয়েছিলাম একটা ইউটিউব ভিডিও দেখে। তবে সেইটা অনেক কঠিন ছিল। আপনারটা অনেক সহজ। ধন্যবাদ আপনাকে

 3 years ago 

অসংখ্য ধন্যবাদ ভাই।

 3 years ago 

আপনার ওয়ালমেট অনেক সুন্দর হয়েছে। দেওয়ালে ঝোলানোর পর নীল রং কি খুব সুন্দরভাবে ফুটে উঠেছে দেখে মনে হচ্ছে যেন কাচের তৈরি ওয়ালমেট । সুন্দর পোস্ট করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

 3 years ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই আপনার সুন্দর মন্তব্যের জন্য।

ওয়াও অনেক সুন্দর ওয়ালমেট বানিয়েছেন ভাইয়া আপনার জন্য শুভেচ্ছা রইল।

 3 years ago 

ধন্যবাদ আপনাকে।

উপস্থাপন, উপভোগ করার মত ছিল। তবে স্বাদের ভিন্নতা, স্বাদকে বাড়িয়ে দিতে পারে।

 3 years ago 

ধন্যবাদ আপনাকে।

ধন্যবাদ

 3 years ago 

খুব খুব সুন্দর হয়েছে ভাইয়া কাজটি। কালার টা জোস হয়েছে। আমার অনেক পছন্দ হয়েছে। অসংখ্য ধন্যবাদ এতো সুন্দর ওয়াল হ্যাংগিং শেয়ার করার জন্য।

 3 years ago 

আপনাকেও অসংখ্য ধন্যবাদ আপু আপনার সুন্দর মন্তব্যের জন্য।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.13
JST 0.030
BTC 66794.56
ETH 3501.55
USDT 1.00
SBD 2.71