# DIY-এসো নিজে করি (রঙিন কাগজ দিয়ে শীতকালীন সবজি গাজর তৈরী )"লাজুক শেয়ালের জন্য ১০ শতাংশ বরাদ্দ"

in আমার বাংলা ব্লগ3 years ago (edited)

হ্যালো স্টিমিট বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আমি ভালো আছি। আশা করি উপরওয়ালার অশেষ রহমতে আপনারা সবাই সুস্থ আছেন। বাংলাদেশ এবং কলকাতা সহ বাংলা ভাষাভাষী নানান অঞ্চলে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে "আমার বাংলা ব্লগ" কমিউনিটির সদস্যরা। যে যেখানে থাকুন নিজের এবং কাছের মানুষদের খেয়াল রাখবেন।আজ আমি আপনাদের সামনে আরও একটি ডাই প্রজেক্ট এ অংশগ্রহন করতে যাচ্ছি। আশাকরি আপনাদের সবার ভালো লাগবে।

আজকে আমি কাগজ দিয়ে শীতকালীন সবজি গাজর তৈরি করবঃ

আমার তৈরিকৃত গাজরের ছবি শুরুতে দেখানো হলঃ

received_651124576060577.jpeg

প্রয়োজনীয় উপকরণঃ

  • রঙিন কাগজ।
  • কাচি।
  • আঠা।
  • লাল রং/ লাল কালার।
  • পেন্সিল।
received_2780504632248288.jpeg

প্রথম ধাপ:

প্রথমে রঙিন কাগজ চতুর্ভূজাকৃতির করে কেটে নিয়েছি।
received_683387426370818.jpeg

দ্বিতীয় ধাপ:

এই পর্যায়ে চতুর্ভূজাকৃতির রঙিন কাগজ দু পাশ থেকে মুড়িয়ে মাঝখানটা ফাকা রেখে দু পাশ আঠা দিয়ে লাগিয়ে নিয়েছি এবং সামনের অংশ কাচি দিয়ে গোল করে কেটে নিয়েছি।
received_1323978744714437.jpegreceived_357954099467809.jpeg
received_3167117400200425.jpegreceived_3964423156993580.jpeg

তৃতীয় ধাপ:

এই পর্যায়ে রঙিন কাগজ চিকন লম্বা করে কেটে নিয়েছি।
received_1045949639516955.jpeg

চতুর্থ ধাপ:

এই পর্যায়ে লম্বা কাগজের একপাশ ফাকা রেখে অপর পাশ চিকন চিকন করে কেটে নিয়েছি।
received_1036593400233393.jpeg

পঞ্চম ধাপ:

এই পর্যায়ে কেটে রাখা রঙিন কাগজ সম্পূর্ণ মুড়িয়ে নিয়ে আঠা লাগিয়ে নিয়েছি এবং হাত দিয়ে ফাকা করে নিয়েছি।
received_373504017897218.jpegreceived_265409772156106.jpeg

ষষ্ঠ ধাপ:

এই পর্যায়ে মোড়ানো রঙিন কাগজে আঠা লাগিয়ে তা গাজরের উপরের অংশে লাগিয়ে নিয়েছি।
received_745376009759087.jpeg

সপ্তম ধাপ:

এই পর্যায়ে লাল রং দিয়ে সম্পূর্ণ গাজরে ছোট ছোট দাগ দিয়ে নিয়েছি।
received_876698546343600.jpegreceived_432796128564803.jpeg

অষ্টম ধাপ:

চূড়ান্ত পর্যায়ে আমাদের কাগজের গাজর তৈরী হল।
received_651124576060577.jpeg

উপরোক্ত ধাপ গুলো অনুসরণ করে আমি আমার রঙিন কাগজ দিয়ে গাজর তৈরি করলাম।আপনাদের সবার কেমন লাগলো অবশ্যই মন্তব্য করে জানাবেন।

ধন্যবাদ সবাইকে

@abusalehnahid

ফটোগ্রাফি@abusalehnahid
ডিভাইসOPPO A12
লোকেশনW3W
Sort:  
 3 years ago 

যেভাবে গাজরের দাম বাড়ছে দিন দিন মনে হচ্ছে কাগজের তৈরি গাজর🥕 খেতে হবে ভবিষ্যতে হাহাহাহা। যাইহোক ভাইয়া আপনি অনেক সুন্দর করে গাজর বানিয়েছেন দেখে একেবারেই সত্তিকারের গাজরের মত লাগছে। অনেক শুভেচ্ছা রইল ভাইয়া আপনার জন্য।

 3 years ago 

আপু আপনার মন্তব্যটি পড়ে হাসি পেয়েছে।মাঝে মাঝে বিনোদনের জন্য এ ধরনের মন্তব্য দরকার।ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

অও,সাদা গাজর।দারুন হয়েছে কাগজ দিয়ে তৈরি করা গাজরটি আমি এই প্রথম সাদা গাজর দেখছি।ধাপগুলো ভালো ছিল।ধন্যবাদ ভাইয়া।

 3 years ago 

আপনাকেও ধন্যবাদ দিদি।

 3 years ago 

অসাধারণ হয়েছে ! শীতকালীন ফল গজর দেখতে একদম বাস্তব গজরের মতো লাগছে। আপনার উপস্থাপন ছিল চমৎকার। খুব সুন্দর হয়েছে। ধন্যবাদ আপনাকে

 3 years ago 

এত সুন্দর মন্তব্য করার জন্য আপনাকেও অসংখ্য ধন্যবাদ ভাই।

 3 years ago 

আমি তো হঠাৎ করে তাকিয়ে দেখে মনে করেছি এগুলো বুঝি সত্যিকারের গাজর। রঙিন কাগজ দিয়ে আপনি খুব সুন্দর করে গাজরগুলো বানিয়েছে দেখে বোঝাই যাচ্ছে না যে এগুলো কাগজ দিয়ে বানানো আসলে আপনার গাজরগুলো খুবই চমৎকার হয়েছে।সুন্দর করে কাগজ কেটে কেটে আপনি গাজরগুলো বানালেন আমার কাছে অসাধারণ লেগেছে ধন্যবাদ।

 3 years ago 

আপু আপনার মন্তব্যটি পড়ে কাজের প্রতি উৎসাহ বেড়ে গেল।আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 3 years ago 

ভাই আপনার কাগজের তৈরি গাজরগুলো খুবই সুন্দর হয়েছে। আমিতো প্রথম মনে করেছিলাম এগুলো সত্যি কারের গাজর কিন্তু পরে দেখলাম না এগুলো আসলেই কাগজের তৈরি। আসলে আপনি খুব সুন্দর করে গাজরগুলো তৈরি করেছেন।প্রতিটি ধাপ খুব সুন্দর ভাবে উপস্থাপন করেছেন। সব মিলিয়ে আমার কাছে খুবই ভালো লেগেছে। অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটি পোষ্ট আমাদের সাথে শেয়ার করার জন্য। আপনার জন্য শুভকামনা রইল।

 3 years ago 

এত সুন্দর মন্তব্য করে অনুপ্রেরণা দেয়ার জন্য আপনাকেও অসংখ্য ধন্যবাদ আপু।

 3 years ago 

রঙ্গিন কাগজ দিয়ে খুবই সুন্দর গাজর তৈরি করেছেন। আপনার এই গাজর তৈরি করার উপস্থাপন দেখে আমার খুবই ভালো লাগলো। আপনি খুবই সুন্দর ভাবে আমাদের মাঝে ধাপে ধাপে উপস্থাপন করেছেন। আপনার জন্য রইল শুভকামনা

 3 years ago 

আপনার জন্যও শুভেচ্ছা রইল ভাই।ভালোবাসা নিবেন।

 3 years ago 

শীতকালীন সবজি গাজর ওয়াও!!
দেখতে অসাধারণ লাগছে। কালার টা দারুণ ভাবে ফুটেছে।
ধাপগুলি সুন্দর করে উপস্থাপন করেছেন।।

 3 years ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই আপনার সুন্দর মন্তব্যের জন্য।

 3 years ago 

বাহ ভাই শীতকালে অনেক সুন্দর করে রঙ্গিন কাগজ দিয়ে গাজর তৈরি করেছেন। শীতকালে গাজর খেতে বেশ দারুন লাগে, আপনার গাজর গুলো দেখতে অনেক ভালো হয়েছে অনেকটাই আসলের মতো মনে হচ্ছে। গাজর তৈরির প্রতিটি ধাপ অনেক সাজিয়ে-গুছিয়ে আমাদের মাঝে উপস্থাপন করার চেষ্টা করেছেন। আপনার জন্য শুভকামনা রইল।

 3 years ago 

গাজর আমার প্রিয় শীতকালীন সবজিগুলোর মধ্যে একটি।তাই ভাবলাম গাজর তৈরি করি। যাই হোক আপনার সুন্দর মন্তব্যের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই।

 3 years ago 

রঙিন কাগজ দিয়ে দারুন একটি আইডিয়া তৈরি করেছেন। গাজর গুলো দেখতে খুবই সুন্দর লাগছে।
আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটি ওয়ালমেট আমাদের সাথে শেয়ার করার জন্য। আপনার জন্য শুভকামনা রইল।

 3 years ago 

আপু আমি তো গাজর তৈরি করেছি।ওয়ালম্যাট কিংবা আইডিয়া নয়।ভবিষ্যতে মন্তব্য করার ক্ষেত্রে সাবধান হবেন।ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

রঙিন কাগজ দিয়ে তৈরি গাজর দেখতে একদম সত্যিকারের গাজরের মতো লাগছে ভাইয়া। অসাধারণ হয়েছে। দারুন একটি পদ্ধতি শিখলাম আজকে। ভাইয়া আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।

 3 years ago 

আপনাকেও অসংখ্য ধন্যবাদ আপু আপনার সুন্দর মন্তব্যের জন্য।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.14
JST 0.030
BTC 66937.04
ETH 3270.78
USDT 1.00
SBD 2.74