# DIY-এসো নিজে করি (রঙিন কাগজ দিয়ে ওয়ালম্যাট তৈরী) "১০ শতাংশ লাজুক শিয়ালের জন্য বরাদ্দ"

in আমার বাংলা ব্লগ2 years ago (edited)

প্রিয়,

আমার বাংলা ব্লগবাসী


আপনারা সবাই কেমন আছেন? আশাকরি আপনারা সবাই বেশ ভালই আছেন। উপরওয়ালার অশেষ রহমতে আমিও বেশ ভালো এবং সুস্থ আছি। আমি "আমার বাংলা ব্লগ" কমিউনিটিতে আমার করা পোস্টগুলোতে প্রতিনিয়ত ভেরিয়েশন আনার চেষ্টা করি। ভেরিয়েশন আনতে গিয়ে কখনো ক্রাফট পোস্ট, কখনো বা ড্রয়িং পোস্ট, আবার কখনো বা ফটোগ্রাফি পোস্ট কিংবা রেসিপি পোষ্ট আপনাদের সঙ্গে শেয়ার করি।


এরই ধারাবাহিকতায় আজকে আমি আমার তৈরি করা ক্রাফট পোস্ট আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি। আমার ক্রাফট পোষ্টের টপিক হলো রঙিন কাগজ দিয়ে ওয়ালম্যাট তৈরী।

রঙিন কাগজ দিয়ে তৈরি করা ওয়ালম্যাট এর ছবি শুরুতে দেখানো হলো:


received_543433187103479.jpeg

প্রয়োজনীয় উপকরন:


  • রঙিন কাগজ।
  • মোটা কাগজ।
  • আঠা।
  • কাচি।

প্রথম ধাপ:


received_681929016289247.jpegreceived_2139472839536651.jpeg

প্রথমে একটি মোটা কাগজকে চারকোনা করে কেটে নিয়ে তাতে কলম দিয়ে দাগ দিয়ে নিয়েছিলাম।এরপর কাগজটিকে ফ্রেম আকৃতি করে কেটে নিয়েছিলাম।

দ্বিতীয় ধাপ:


received_920781158601638.jpeg

এ পর্যায়ে ফ্রেমটিকে কালো বর্ণের রঙিন কাগজ দিয়ে মুড়িয়ে নিয়েছিলাম।

তৃতীয় ধাপ:


received_713037396387912.jpeg

এ পর্যায়ে ফ্রেমের পেছনে একটি সাদা কাগজ সংযুক্ত করেছিলাম।

চতুর্থ ধাপ:


received_483946513485507.jpeg

এই পর্যায়ে একটি কালো রংয়ের কাগজকে গাছের আকৃতিতে কেটে নিয়েছিলাম।

পঞ্চম ধাপ:


received_1315302488881083.jpeg

এই পর্যায়ে গাছ আকৃতিতে কাটা কাগজটিকে ফ্রেমের মধ্যস্থানে আঠা দিয়ে বসিয়ে দিয়েছিলাম।

ষষ্ঠ ধাপ:


received_393572799265328.jpegreceived_485052639992372.jpeg


received_414833893782706.jpeg

এই পর্যায়ে কিছু রঙিন কাগজকে ছোট গোলাকৃতি করে কেটে নিয়েছিলাম। এবং তাতে কালো কালির সাহায্যে নকশা করে নিয়েছিলাম।

সপ্তম ধাপ:


received_1135932370475480.jpeg

এ পর্যায়ে রঙিন গোলাকৃতি ফুলের ন্যায় কাগজগুলো ফ্রেমে অবস্থিত গাছের উপরে বসিয়ে দিয়েছিলাম।

অষ্টম ধাপ:


received_374750371173384.jpegreceived_372058344789000.jpeg

এ পর্যায়ে রঙিন কাগজকে পাতা ও ঘাসের আকৃতিতে কেটে নিয়েছিলাম।

নবম ধাপ:


received_1310798306097553.jpeg

এ পর্যায়ে পাতা ও ঘাসের আকৃতিতে কাটা কাগজগুলোকে ফ্রেমে আঠা দিয়ে বসিয়ে দিয়েছিলাম।

দশম ধাপ:


received_369122681888565.jpeg

এ পর্যায়ে ফ্রেমে অবস্থিত রঙিন ফুলগুলোর উপর মোটা কালির কলম দ্বারা নকশা করেছিলাম।

উপরোক্ত ধাপগুলো অনুসরণ করে আমি আমার আজকের পোস্টটি সম্পন্ন করলাম।আপনাদের সবার কেমন লাগলো অবশ্যই মন্তব্য করে জানাবেন।

ধন্যবাদ সবাইকে

@abusalehnahid

ফটোগ্রাফিআবু সালেহ নাহিদ
ডিভাইসOPPO A-12
ছবি তোলার স্থানলোকেশন

3W72119s5BjVs3Hye1oHX44R9EcpQD5C9xXzj68nJaq3CeJJwaZsefPk1zN6fEAs7MdkdJfudjGmTTgEGoGzxsz4JfVM6eKjD5LC9K3xQyuVYFwkWACxsp.png

Sort:  
 2 years ago 

রঙিন কাগজ দিয়ে তৈরি ওয়ালমেট খুবই সুন্দর হয়েছে। খুব সুন্দর কালার চয়েজ করেছেন। মনে হচ্ছে ফ্রেমে বাঁধিয়ে রাখা। প্রতিটি ধাপ সুন্দর ভাবে বিশ্লেষণ করেছেন । সেই সাথে আপনার উপস্থাপনা ও ছিল চমৎকার। আপনাকে অনেক ধন্যবাদ এত চমৎকার ইউনিক পোষ্ট করার জন্য।

 2 years ago 

পার্সেল করে পাঠিয়ে দিবো হনি। তখন বাঁধিয়ে রাখেন। ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

আপনার রঙিন কাগজের তৈরি ওয়ালমেটটি খুবই চমৎকার হয়েছে ভাইয়া। একেবারে আনকমন একটি ওয়ালমেট আপনি তৈরি করেছেন। গাছের ডালে ডালে ফুল গুলো একেবারে অন্যরকম লাগছে ।আমি আরো ভেবেছিলাম এগুলো কি দিয়ে বানিয়েছে পরে দেখলাম যে আপনি খুব সুন্দর করে কাগজ কেটে কেটে বানালেন। আমার কাছে খুবই ভালো লেগেছে ওয়ালমেটটি।

 2 years ago 

আপনাদের ভালোলাগার জিনিসগুলো তৈরি করতে পারলে নিজের মধ্যে ভালো লাগা কাজ করে। ধন্যবাদ আপু।

 2 years ago 

আপনি অনেক চমৎকার করে রঙিন কাগজ দিয়ে ওয়ালমেট তৈরি করেছেন। আপনার রঙিন কাগজের তৈরি ওয়ালমেট দেখে আমার কাছে খুব ভালো লাগলো। তাছাড়া আপনি ওয়ালমেট তৈরীর সবগুলো ধাপ অনেক সুন্দর করে আমাদের মাঝে উপস্থাপন করেছেন। DIY পোস্টটি আমাদের মাঝে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই ভাই আপনার সুন্দর মন্তব্যের মাধ্যমে অনুপ্রেরণা জোগানোর জন্য।

 2 years ago 

আপনার আজকের ওয়ালমেটটি বেস্ট ছিলো। গাছটি দেখতে খুবই ভালো লাগছে। আপনি অনেক ভালো ডিজাইন করতে পারেন। আপনার প্রজেক্ট এর প্রেমে পড়ে গেলাম। ধন্যবাদ আপনাকে শেয়ার করার জন্য।

 2 years ago 

আপনার এই উৎসাহমূলক মন্তব্যটি আমাকে অনুপ্রাণিত করল। আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই।

 2 years ago 

ওয়াও ভাইয়া দারুণ তো একদম ইউনিক একটি ওয়ালমেট তৈরি করেছেন। আমার কাছে আপনার তৈরি রঙিন কাগজ দিয়ে ওয়ালমেট একদম ইউনিক লাগছে। দেখতে অসম্ভব সুন্দর হয়েছে ভাইয়া। আপনার উপস্থাপনা দারুণ ছিল ভাইয়া।অসংখ্য ধন্যবাদ ভাইয়া, আপনার জন্য অনেক শুভকামনা রইল ভাইয়া।

 2 years ago 

আপনার জন্য শুভেচ্ছা ও অভিনন্দন রইলো আপু আপনার সুন্দর এবং প্রশংসামূলক মন্তব্য শেয়ার করার জন্য।

 2 years ago 

আপনার রঙিন কাগজ দিয়ে ওয়ালমেট তৈরী খুব ভালো লাগলো। আপনি খুব সুন্দর করে অত্যন্ত দক্ষতার সহকারে । রঙিন কাগজের ওয়ালমেট তৈরি সম্পন্ন করেছেন। এবং আমাদের মাঝে চমৎকারভাবে ধাপসমূহঃ উপস্থাপন করেছেন। দেখে অনেক ভালো লাগছে। এত সুন্দর পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই।

 2 years ago 

আপনার উৎসাহ মূলক মাদমান শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই।

 2 years ago 

ওয়াও আপনি ওয়ালমেট দারুন হয়েছে তো দেয়ালে খুব সুন্দর মানিয়েছে। সত্যিই আমার ওয়ালমেট খুব পছন্দ হয়েছে। আপনি খুব সুন্দর ভাবে ধাপে ধাপে ওয়ালমেট তৈরি করেছেন এবং আমাদের মাঝে উপস্থাপন করেছেন। এত সুন্দর একটি ওয়ালমেট সহজ উপায়ে তৈরি করে আমাদের মাঝে উপস্থাপন করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ।শুভকামনা রইল আপনার জন্য।

 2 years ago 

আপু আপনার মন্তব্য শুনে এ ধরনের কাজ করার জন্য উৎসাহ পেলাম। আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

আপনার রঙিন কাগজের তৈরি ওয়ালমেট খুব সুন্দর হয়েছে। ওয়ালমেট এর ফুল গুলো একদম অন্যরকম সুন্দর লাগছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া এত সুন্দর একটি ওয়ালমেট তৈরি আমাদের সাথে শেয়ার। করার জন্য। আপনার জন্য রইল অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা।

 2 years ago 

ফুলগুলো আমার কাছে অনেক ভালো লেগেছিল আপু। আপনার জন্য শুভেচ্ছা ও অভিনন্দন রইলো আপু।

 2 years ago 

রঙিন পেপার দিয়ে ওয়ালমেট তৈরির আইডিয়াটি জোস ছিলো একটা, অনেক সুন্দর করে আপনি একটি ওয়ালমেট তৈরি করেছেন, ওয়ালমেট্টি দেখার মত ছিলো ভাইয়া, অনেক সুন্দর একটা গুছিয়ে পোস্টি উপস্থাপনা করেছেন, শুভকামনা রইলো আপনার জন্য ভাইয়া।

 2 years ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই আপনার সুন্দর মতামত শেয়ার করার জন্য।

 2 years ago 

আমি সত্যিই আপনার হাতের কাজ দেখে মুগ্ধ হলাম। আপনি রঙিন কাগজ ব্যবহার করে সুন্দর একটি ওয়ালমেট তৈরি করেছেন। যা দেখে সত্যিই মুগ্ধ। প্রতিটি ধাপ খুব সুন্দর উপস্থাপনা করেছেন এবং আপনার হাতের কাজ খুব পরিষ্কার এবং আপনি অনেক দক্ষ হয়ে উঠছেন ওয়ালমেট তৈরিতে। বেশ ভালো লাগলো শুভকামনা রইল।

 2 years ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই আপনার প্রশংসা মূলক মতামত শেয়ার করার জন্য।

Coin Marketplace

STEEM 0.28
TRX 0.11
JST 0.030
BTC 67646.69
ETH 3790.48
USDT 1.00
SBD 3.50