ডিম পাউরুটি বড়া রেসিপি "১০% লাজুক শিয়ালের জন্য বরাদ্দ"

in আমার বাংলা ব্লগ3 years ago

হ্যালো স্টিমিট বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আমি বেশ ভালোই আছি। আশা করি আপনারাও সবাই বেশ ভালোই আছেন। আমাদের সবার প্রিয় 'আমার বাংলা ব্লগ" এ প্রতিনিয়ত আমরা নতুন নতুন পোস্ট করে কমিউনিটিকে সমৃদ্ধ করছি। এরই ধারাবাহিকতায় আজকে আমি একটি ভিন্ন ধরনের পোস্ট নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আমার আজকের রেসিপি হলো "ডিম পাউরুটি বড়া" রেসিপি।

ডিম পাউরুটি বড়া রেসিপি ধাপ আকারে আপনাদের সামনে উপস্থাপন করা হলো:

রান্না করা ডিম পাউরুটি বড়া রেসিপির ছবি

20211124_220630.jpg

প্রয়োজনীয় উপকরণ:

উপকরন সমূহপরিমাণ
রুটি২ প্যাকেট
ডিমএক হালি
ধনেপাতা১০ গ্রাম
পেঁয়াজ৫ পিস
মরিচ৭ পিস
তেলপরিমাণমতো
লবণসামান্য পরিমাণ
চিনিসামান্য পরিমাণ
IMG_20211124_212445.jpgIMG_20211124_213531.jpg

প্রথম ধাপ

প্রথম ধাপে পিয়াজ মরিচ এবং ধনেপাতা পানিতে ধুয়ে নিয়ে এগুলো কুচি কুচি করে কেটে নেই। এরপর সবগুলো উপাদান একত্রে একটি প্লেটে রাখি।
IMG_20211124_213222.jpgIMG_20211124_213238.jpgIMG_20211124_213419.jpg

IMG_20211124_213505.jpg

দ্বিতীয় ধাপ

এ ধাপে কুচি কুচি করে কেটে নেয়া পেঁয়াজ, মরিচ ও ধনেপাতা একত্রে মেখে নেই। এরপর উক্ত দ্রবণে সামান্য পরিমাণে লবণ,চিনি এবং এক হালি ডিম দিয়ে আবার ভালোভাবে মেখে নেই।

IMG_20211124_213636.jpg

IMG_20211124_213739.jpg

IMG_20211124_213802.jpg

তৃতীয় ধাপ

রুটির চারপাশের অংশ শক্ত হওয়ার সেগুলো কেটে নিয়ে ভেতরের নরম অংশ গুলো আলাদা করি।
IMG_20211124_213936.jpgIMG_20211124_214025.jpg
IMG_20211124_214013.jpg

চতুর্থ ধাপ

এ ধাপে রুটির নরম অংশ গুলো ছোট ছোট টুকরা করে নিয়ে ছিড়ে দ্বিতীয় ধাপে উৎপন্ন মিশ্রিত দ্রবণের মধ্যে ছেড়ে দেই। এরপর হাত ছেনে ছেনে সে গুলোকে দ্রবণের মধ্যে মিহি করে নেই। এভাবে ধীরে ধীরে সবগুলো রুটির নরম অংশগুলো ছেড়ে দিয়ে মেখে মেখে দ্রবণটি ঘন করে নেই।
IMG_20211124_214120.jpgIMG_20211124_214138.jpgIMG_20211124_214217.jpg
IMG_20211124_214659.jpgIMG_20211124_214941.jpg
IMG_20211124_215249.jpg

পঞ্চম ধাপ

এ ধাপে একটি গ্যাসের চুলার উপর কড়াই বসিয়ে এতে তেল ঢেলে নিয়ে গরম করি।
IMG_20211124_215533.jpgIMG_20211124_215616.jpg
IMG_20211124_215625.jpg

ষষ্ঠ ধাপ

এভাবে ঘন দ্রবণ থেকে মিহি দানা উঠিয়ে হাত দিয়ে কাওয়া করে পিয়াজু বা বড়ার মতো আকৃতি প্রদান করি
IMG_20211124_215709.jpg
---
IMG_20211124_215705.jpg

সপ্তম ধাপ

এ ধাপে বড়ার মতো অংশটি কড়াই এর গরম তেলের মধ্যে ছেড়ে দেই। হালকা তাপে বড়া বেশ কিছুক্ষণ গরম করি।
IMG_20211124_215817.jpg
IMG_20211124_221851.jpg
---

অষ্টম ধাপ

বড়াটি উভয় পাশে উপযুক্ত পরিমাণ তাপ পেয়ে বাদামি বর্ণ ধারণ করলে কড়াই থেকে তেল নিংরিয়ে উঠিয়ে বাটিতে রাখি। এভাবে আমাদের ডিম পাউরুটি বড়া রেসিপি তৈরি হলো।
IMG_20211124_215914.jpgIMG_20211124_215857.jpg
20211124_221954.jpg
Sort:  
 3 years ago 

সুন্দর একটি রেসিপি পোস্ট করেছেন ভাই। এই রেসিপির আগে কখনো খাইনি। ডিম পাউরুটি বড়া আমার কাছে সম্পুর্ণ নতুন একটি রেসিপি।সুন্দরভাবে ধাপ আকারে রেসিপির বিবরণ দিয়েছেন। ধন্যবাদ আপনাকে এত সুন্দর রেসিপি আমাদের সাথে শেয়ার করার জন্য।

 3 years ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই আপনার সুন্দর মন্তব্যের জন্য।

একদম আলাদা একটা রেসপি দেখলাম ভাই।আপনার রেসিপি তৈরি করার পদ্ধতিটি বেশ ভালো লাগলো।রেসিপিটি দেখতে মনে হয় অনেক সুস্বাদু আর খেতেই অনেক মজাদার হবে।রেসিপিটি রান্নার সাথে সাথে উপস্থাপনা খুব চমৎকার ।এতে সুন্দর পোস্ট শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ।

 3 years ago 

গঠনমূলক মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই।

ভাইয়া আপনার রেসিপি অনেক ভাল হইসে দেখতে। খাইতেও ভালো হবে মনে হই।আমার মা আমক এইভাবে বানিএ খাওয়ায়। তবে আপনি আমন ভাবে আমাদের সামনে উপস্থাপন করেসেন জ আমিও রান্না করতে পারব। ইন শা আল্লাহ আমিও বানাব একদিন। সুভ কামনা রইল ভাইয়া।

 3 years ago 

ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

ডিম পাউরুটি বড়া এটা আমার কাছে একদম নতুন একটি রেসিপি। রান্নার পর বড়াগুলি দেখে খুব লোভ লাগছে। আমিও একবার এই ভাবে করার চেষ্টা করবো।খেতেও যে খুবই সুস্বাদু হয়েছিল বোঝাই যাচ্ছে।অনেক ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটা রেসিপি আমাদের সাথে শেয়ার করার জন্য।অনেক শুভকামনা রইল আপনার জন্য

 3 years ago 

গঠনমূলক মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।

 3 years ago 

ডিম দিয়ে পাউরুটি স্যান্ডউইচ বানিয়ে অনেক খেয়েছি। কিন্তু আপনার এই পদ্ধতিতে কখনো খাওয়া হয়নি। আপনার এই পদ্ধতিটা একেবারেই নতুন লেগেছে আমার কাছে। কিন্তু দেখে মনে হচ্ছে যে মজা লাগবে খেতে। তাই আমিও ভাবছি যে বাসায় একবার আপনার রেসিপি দেখে বানানোর চেষ্টা করব। ধন্যবাদ আপনাকে এরকম ইউনিক একটি রেসিপি শেয়ার করার জন্য।

 3 years ago 

এত সুন্দর মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।

 3 years ago 

এই প্রথম এমন একটি রেসিপি নাম শুনলাম ডিম পাউরুটি। আর দেখে খুবই ভালো লাগলো। আর এইরকম পোষ্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য। আপনাকে আন্তরিক ভাবে ধন্যবাদ জানাই।

 3 years ago 

আপনাকেও অসংখ্য ধন্যবাদ ভাই।

 3 years ago 

ডিম পাউরুটি রেসিপি দেখে খেতে ইচ্ছা করছে। আপনি খুবই সুন্দর সুস্বাদু রেসিপি তৈরি করেছেন আপনার জন্য শুভেচ্ছা রইলো।

 3 years ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই আপনার সুন্দর মন্তব্যের জন্য।

 3 years ago 

ডিম পাউরুটি একসাথে হলেই খাবার খুবই ভালো লাগে। আপনার আজকের ডিম পাউরুটি দিয়ে তৈরি করার রেসিপি খুবই অসাধারণ হয়েছে। মনে হচ্ছে খেতে খুবই ভালো লেগেছে। এরকম নাস্তা খেতে সবারই মনে হয় পছন্দের। রেসিপি তৈরি করার পদ্ধতি খুব সুন্দর ভাবে আমাদের মাঝে উপস্থাপন করেছেন। অনেক ধন্যবাদ ভাই এত সুন্দর একটি রেসিপি আমাদের মাঝে নিয়ে আসার জন্য।

 3 years ago 

গঠনমূলক মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।

 3 years ago 

পাউরুটির সাথে ডিম মাখিয়ে ভেজে অনেকবার খেয়েছি কিন্তু পাউরুটি আর ডিমের বড়া কখনো করা হয়নি। আনকমন একটি রেসিপি দিয়েছেন। বানানোর চেষ্টা করে দেখতে হবে। ধন্যবাদ

 3 years ago 

আপনাকেও অসংখ্য ধন্যবাদ ভাই আপনার সুন্দর মন্তব্যের জন্য।

 3 years ago 

ডিম পাউরুটির পড়া দেখে মনে হচ্ছে, খুবই মজাদার হয়েছে। আমার তো খুবই লোভ লাগছে। একদিন আমিও এরকম করে বানিয়ে খাবো।

 3 years ago 

জি আপু। অবশ্যই খাবেন। খুবই সুস্বাদু রেসিপি।

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.13
JST 0.026
BTC 57372.40
ETH 2456.19
USDT 1.00
SBD 2.41