সোনালী অতীত নাকি শুধু হতাশা

in আমার বাংলা ব্লগ3 years ago

received_298607728735827.jpeg
আমরা আমাদের নিত্যপ্রয়োজনীয় কাজকর্মের পাশাপাশি অবসর সময় গুলোতে প্রায়ই অতীত নিয়ে কল্পনা করি। অবসর সময় গুলোতে কল্পনায় চলে যাই আমাদের সেই ছোটবেলায় কিংবা সুন্দর সময় কাটানো মুহূর্তগুলোতে। যে সময় গুলো কখনো ভুলবার নয়, একদম ফ্রেমে বন্দী করে রাখার মত ছিল।

received_831089177768232.jpeg
সেই ছোটবেলায় গ্রামের সব বন্ধু বান্ধবীরা মিলে একত্রে স্কুলে যাওয়া, আবার সুযোগ বুঝে স্কুল ফাঁকি দিয়ে সবাই মিলে একত্রে সময় কাটানো। প্রতিদিন বাবা মাকে না জানিয়ে নদীর পানিতে গোসল করা, আইসক্রিম খাওয়া। সকাল বিকাল দুবেলা করে গুটি, গোল্লাছুট, বউচি, কুতকুত, ঘুড়ি উড়ানো থেকে শুরু করে আরো যে কত ধরনের খেলা খেলেছি তার কোন ইয়ত্তা নেই।মনের ভেতরে সাধ জাগে,যদি ওই সময় গুলো আবার ফিরে পাওয়া যেত।

আমরা আমাদের জীবদ্দশায় অতীতের এসব স্মৃতিবিজাড়িত সময় গুলোর কথা ভেবে প্রায়শই কষ্ট পাই। আর মনে মনে ভাবি আবার যদি ওই সময় গুলোতে চলে যেতে পারতাম তাহলে জীবনটা হয়তো অনেক সুন্দর হতো। আসলে যা একদম অবাঞ্চনীয় একটি বিষয় বলে আমার কাছে মনে হয়।

সোনালী অতীত বিষয়টা আমার কাছে একদম ঘোরের মধ্যে থাকার মতো মনে হয়। আমি যেহেতু একটি বিষয়কে ভুল কিংবা অবাঞ্চনীয় বলেছি, সুতরাং এটার পক্ষে যুক্তি প্রদানে আমার বাধ্যবাধকতা রয়েছে। আমরা যখন চিরচেনা ও দুরন্তপনা শৈশব কাটিয়ে স্কুলে ভর্তি হয়ে পড়াশোনা শুরু করি তখন আমাদের ওই শৈশবের সময় গুলোর কথা চিন্তা করে আফসোস করি। আবার প্রাথমিকের পড়াশোনার পাঠ চুকিয়ে যখন মাধ্যমিকে ভর্তি হই তখন মনে মনে ভাবি, প্রাথমিক পড়াশোনার ধাপটা যদি আবার ফিরে পেতাম তাহলে কতই না মজা হত। আবার উচ্চমাধ্যমিকে এসে মনে মনে মাধ্যমিকের ফিরে যাওয়ার কল্পনায় থাকে। এভাবে জীবনের প্রতিটি ধাপে এসে আমরা তার পূর্বের ধাপে ফিরে যাওয়ার কথা ভেবে কষ্ট পাই।

received_176851737794611.jpeg
এভাবে সোনালী অতীত নিয়ে অতিরিক্ত চিন্তার ফলে হতাশ হয়ে যাই, আর ভুলে যাই বর্তমান সময়গুলো উপভোগ করার কথা। এজন্য আমাদের সোনালী অতীত নামক স্বপ্ন বা ঘোরের বিষয়টি থেকে কাটিয়ে উঠা উচিত। আর ঘোর থেকে কাটিয়ে উঠে বাস্তবতায় ফিরে এসে বর্তমান সময় গুলোকে সব সময় উপভোগ করা উচিত।

received_975625879661280.jpeg

Sort:  

শৈশবের স্মৃতি থেকে আপনি অনেক সুন্দর পোস্ট উপহার দিয়েছেন।আপনার পোষ্টের প্রতিটা কথাই আমার শৈশবের স্মৃতি চারন মনে করিয়ে দেয়।

সেই ছোটবেলায় গ্রামের সব বন্ধু বান্ধবীরা মিলে একত্রে স্কুলে যাওয়া, আবার সুযোগ বুঝে স্কুল ফাঁকি দিয়ে সবাই মিলে একত্রে সময় কাটানো।

স্কুল লাইফের এসেম্বলি ফাঁকি দিয়ে বাহিরে গিয়ে দেয়ালের উপর দিয়ে উকি মেরে এসেম্বলি দেখার কথা কখনো ভুলবো না আমি।

বর্ষার সময় মায়ের বারণ করা সত্ত্বেও পানিতে নেমে ঘণ্টার পর ঘণ্টা গোসল করে বাড়ীতে যাওয়ার পর দৌড়ানি আমার শৈশবের একটা অন্যতম স্মৃতি😍

মিস করি শৈশবের স্মৃতি গুলো😢

 3 years ago 

সবাই তার ছোটোবেলা মিস করে।ধন্যবাদ আপনাকে আপনার সুন্দর মতামতের জন্য।

 3 years ago 

ছোট বেলার স্মৃতি চারন টা আপনি খুবই সৃন্দর ভাবে উপস্থাপন করেছেন

আমরা যখন চিরচেনা ও দুরন্তপনা শৈশব কাটিয়ে স্কুলে ভর্তি হয়ে পড়াশোনা শুরু করি তখন আমাদের ওই শৈশবের সময় গুলোর কথা চিন্তা করে আফসোস করি।

ঠিকই বলেছেন আমরা বড় হওয়ার সাথে সাথে আমাদের সেই চিরোচেনা ছোট বেলার স্মৃতি ভুলে যাই কিন্তু যখন অন্যদের দেখি তখন আমাদের খুবই অফসস হয়।চাইলেও আর ফিরে যেতে পারবো না এই ভেবে খুবই কষ্ট লাগে

 3 years ago 

আপনার মূল্যবান মন্তব্যের জন্য আপনাকে ধন্যবাদ ভাই।

 3 years ago 

অতীত বড়ই আবেগপ্রবণ বাস্তব বড়ই জটিলতা সম্পন্ন। ভালোই লিখেছেন। শুভেচ্ছা রইল।

 3 years ago 

ধন্যবাদ আপনাকে আপনার সুন্দর মতামতের জন্য।

 3 years ago 

ভালো লিখেছেন ভাইয়া।আসলে অতীত আমাদের কাছে এখন শুধুই স্মৃতিময়, কল্পনার স্বপ্ন।ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

আপনার সুন্দর মতামতের জন্য আপনাকেও অসংখ্য ধন্যবাদ দিদি।

 3 years ago 

শৈশবের দুরন্তপনা নিয়ে আপনি দারুন লিখেছেন। অতীত যদি সোনালী হয় তাহলে সবাই সেই অতীতের কথা ভেবে হতাশ হবেই।
ধন্যবাদ আপনাকে অতীত নিয়ে লেখার জন্য।

 3 years ago 

ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.13
JST 0.028
BTC 57431.51
ETH 3085.99
USDT 1.00
SBD 2.35