# DIY-এসো নিজে করি (রঙিন কাগজ দিয়ে হ্যান্ডব্যাগ তৈরি)"লাজুক শেয়ালের জন্য 10 শতাংশ বরাদ্দ"

in আমার বাংলা ব্লগ3 years ago

হ্যালো স্টিমিট বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আমি ভালো আছি। আশা করি উপরওয়ালার অশেষ রহমতে আপনারা সবাই সুস্থ আছেন। বাংলাদেশ এবং কলকাতা সহ বাংলা ভাষাভাষী নানান অঞ্চলে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে "আমার বাংলা ব্লগ" কমিউনিটির সদস্যরা। যে যেখানে থাকুন নিজের এবং কাছের মানুষদের খেয়াল রাখবেন।আজ আমি আপনাদের সামনে আরও একটি ডাই প্রজেক্ট এ অংশগ্রহন করতে যাচ্ছি। আশাকরি আপনাদের সবার ভালো লাগবে।

আজকে আমি আপনাদের সামনে রঙিন কাগজ দিয়ে হ্যান্ডব্যাগ তৈরি করার ধাপসমূহ উপস্থাপন করব:

আমার তৈরিকৃত হ্যান্ডব্যাগ এর ছবি শুরুতে দেখানো হলঃ

received_436357351229122.jpeg

প্রয়োজনীয় উপকরণ

  • রঙিন কাগজ
  • আঠা
  • কাচি
received_192927926361883.jpeg

প্রথম ধাপ

প্রথমে একটি কাগজের ২ পাশ থেকে মাঝখানে আঠা লাগিয়ে নিয়েছি।
received_1433959493668269.jpegreceived_2661019950873725.jpeg

দ্বিতীয় ধাপ

এই পর্যায়ে রঙিন কাগজটির মাঝখানটা ভাজ দিয়ে নিয়েছি।
received_652080889505271.jpegreceived_324273712516532.jpeg

তৃতীয় ধাপ

এই পর্যায়ে রঙিন কাগজ লম্বা করে কাচি দিয়ে কেটে নিয়েছি।
received_1024970321682189.jpeg

চতুর্থ ধাপ

এই পর্যায়ে তৈরী করা ব্যাগের ভেতর এর অংশ লম্বা কাগজটির উপর রেখে মাপ দিয়ে কলম দিয়ে দাগ করে নিয়েছি।
received_2164602560369996.jpeg

পঞ্চম ধাপ

এই পর্যায়ে ব্যাগটির ভেতরের অংশ লম্বা কাগজের উপর রেখে আঠা দিয়ে ২ পাশ লাগিয়ে নিয়েছি এবং উপরের অংশ টুকু ছোট রেখেছি।
received_3017476715247843.jpegreceived_1022512714982429.jpeg

ষষ্ঠ ধাপ

এই পর্যায়ে রঙিন কাগজ চিকন ফিতার মত করে কাচি দিয়ে কেটে নিয়েছি।
received_1742589769265607.jpeg

সপ্তম ধাপ

এই পর্যায়ে চিকন ফিতার ২ পাশ আঠা লাগিয়ে নিয়েছি আঠা লাগানো ২ পাশ ব্যাগের ভেতর লাগিয়ে নিয়েছি।
received_629249965107584.jpegreceived_271667908309365.jpegreceived_443451133963224.jpeg

অষ্টম ধাপ

এই পর্যায়ে রঙিন কাগজ চতুর্ভূজাকৃতির করে কেটে নিয়েছি। তারপর মাঝখানটা ভাজ দিয়ে নিয়েছি; আবার মাঝখানটা ভাজ দিয়ে নিয়েছি; আবার মাঝখানটা ভাজ দিয়ে নিয়েছি এবং গোল করে কেটে নিয়ে ফুল তৈরী করে নিয়েছি।এরপর ফুল ২ টি হাত দিয়ে মুড়িয়ে নিয়েছি।
received_474203517641027.jpegreceived_6418677758206449.jpegreceived_634890291023964.jpeg
received_1539774512884682.jpegreceived_1406467363088563.jpeg

নবম ধাপ

এই পর্যায়ে ফুল এর একটি পাতা কেটে নিয়ে আরেকটি পাতার সাথে আঠা দিয়ে লাগিয়ে নিয়েছি এবং ফুল একটি আরেকটির উপর আঠা দিয়ে লাগিয়ে নিয়েছি।
received_299162852071243.jpegreceived_885069245706464.jpegreceived_1298157254296147.jpeg

দশম ধাপ

ফুলটি ব্যাগের উপর আঠা দিয়ে লাগিয়ে নিয়েছি ব্যাগের মধ্য টাকা এবং প্রয়োজনীয় কাগজ ও রাখা যাবে।
received_978134939442107.jpegreceived_418094866719504.jpeg

একাদশ ধাপ

চূড়ান্ত পর্যায়ে আমাদের সুন্দর একটি হ্যান্ড ব্যাগ তৈরী হল।
received_436357351229122.jpeg
Sort:  
 3 years ago 

খুব দারুণ হয়েছে হ্যান্ডব্যাগ টি ভাইয়া। কালার টা আমার কাছে খুব সুন্দর লাগছে। আপনার বানানো প্রতিটি ক্রাফট আমার পছন্দ। আশা করছি পরবর্তী তে আরও সুন্দর সুন্দর জিনিস শেয়ার করবেন। শুভ কামনা অবিরাম।

 3 years ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু আপনার সুন্দর মতামতের জন্য।আপনার মন্তব্য গুলো চমৎকার হয়।

 3 years ago 

আপনার রঙিন কাগজ দিয়ে বানানো ব্যাগটি দেখে মনেই হচ্ছে না যে টি কাগজ দিয়ে বানানো ব্যাগটি দেখে মনে হচ্ছে কেনা ব্যাগ। খুবই সুন্দর হয়েছে আপনার ব্যাগটি। ব্যাগের উপরের ফুলটি দেখতে অনেক সুন্দর হয়েছে মনে হচ্ছে প্লাস্টিক জাতীয় কিছু দিয়ে ফুলটি বানানো ধন্যবাদ।

 3 years ago 

ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্য করার জন্য।

 3 years ago 

রঙিন কাগজ দিয়ে হ্যান্ড ব্যাগ দারুন লেগেছে।আর আপনার প্রতিটা ধাপ খুব সুন্দর ভাবে গুছিয়ে উপস্থাপন করেছেন সব মিলিয়ে দারুন ছিল শুভ কামনা।

 3 years ago 

সুন্দর মন্তব্য করেছেন। আপনার জন্যও শুভেচ্ছা রইল।

 3 years ago 

খুবই সুন্দর হয়েছে আপনার তৈরি হ্যান্ড ব্যাগ টি। কাগজের তৈরি ব্যাগ ও যে এতটা সুন্দর হয় আ,পনার মাধ্যমে দেখতে পেয়ে খুবই ভালো লাগছে। ধন্যবাদ

 3 years ago 

সুন্দর মন্তব্য করেছেন।ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

রঙিন কাগজ দিয়ে খুবই সুন্দর হ্যান্ড ব্যাগ তৈরি করেছেন দেখে আমার খুবই ভালো লাগলো। আপনার এই উপস্থাপন দেখে আমার শিখতে পারলাম।আপনার জন্য শুভেচ্ছা রইলো।

 3 years ago 

গঠনমূলক মন্তব্য করেছেন। আপনার জন্য শুভকামনা রইল।

 3 years ago 

রঙিন কাগজ ব্যবহার করে আপনি অনেক সুন্দরভাবে একটি হ্যান্ড ব্যাগ তৈরি করেছেন এটা দেখে আমার খুবই ভালো লেগেছে আসলে রঙিন কাগজ ব্যবহার করে অনেক কিছু তৈরি করা যায় আপনি হ্যান্ড ব্যাগ টি অনেক সুন্দর ভাবে শুরু থেকে শেষ পর্যন্ত ধাপে ধাপে আমাদের মাঝে উপস্থাপন করেছেন যেটা দেখে আমার খুবই ভালো লেগেছে এইরকম ইউনিক একটি ডাই পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি

 3 years ago 

খুবই সুন্দর মন্তব্য করেছেন। শুভেচ্ছা রইল আপনার জন্য।

দারুন ক্রিয়েটিভিটি,খুবই লাগছে রঙিন কাগজ দিয়ে বানানো সুন্দর হ্যান্ড ব্যাগটি। আপনার প্রতিটি ধাপ খুব সাবলিল ভাবে উপস্থাপন করেছেন যা খুবই ভালো লাগছে। শুভ কামনা রইলো ভাই আপনার জন্য এভাবেই আমাদের মাঝে এমন সুন্দর সুন্দর কিছু সবসময়ই নিয়ে আসেন এই আশায় করি।

 3 years ago 

সুন্দর এবং গঠনমূলক মন্তব্য ছিল।আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই।

নাহিদ ভাইয়া আপনি খুন সুন্দর করে রঙিন কাগজ দিয়ে হ্যান্ড ব্যাগ বানিয়েছেন, সত্যি বোঝাই যাচ্ছে না এটা আপনার হাতের বানানো, শুভকামনা ভাই এই রকম আরো ডাই প্রজেক্ট দেখতে চাই।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.13
JST 0.028
BTC 59926.69
ETH 2622.88
USDT 1.00
SBD 2.38