# DIY-এসো নিজে করি (লাজুক শেয়ালের ছবি অঙ্কন)"লাজুক শেয়ালের জন্য 10 শতাংশ বরাদ্দ"
হ্যালো স্টিমিট বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি উপরওয়ালার অশেষ রহমতে আপনারা সবাই বেশ ভালই আছেন। আমিও বেশ ভালোই আছি। আমরা মাঝে মাঝে ভাল পোষ্ট গুলোতে লাজুক শিয়াল কর্তৃক বেশ বড়সড়ই ভোট পেয়ে থাকি। সুতরাং আমাদের সবার উচিত কৃতজ্ঞতা প্রকাশ করা। আর সেই কৃতজ্ঞতা বোধ থেকেই আমার আজকের পোস্টটি করা। পোস্টটিতে আমি লাজুক শিয়ালের ছবি অঙ্কন করব।
পর্যায়ক্রমে লাজুক শেয়াল অংকনের ধাপগুলো আপনাদের সামনে উপস্থাপন করব:
প্রথমেই আমি পরিপূর্ণভাবে অংকন করা লাজুক শিয়ালের ছবিটি দেখাচ্ছি:
উপকরন সমুহ:
- পেন্সিল
- অফসেট পেপার
- রাবার
- কাটার
- কম্পাস
প্রথম ধাপ
প্রথম ধাপে লাজুক শিয়ালের মাথার অংশ অংকন করার জন্য ত্রিভুজ আকৃতি অংকন করি। এরপর কিছু কিছু স্থানে রাবার দিয়ে মিশে দিয়ে ডিজাইন করি।
দ্বিতীয় ধাপ
এরপর লাজুক শিয়ালের নাক অংকন করার জন্য মাথার উপরের অংশ থেকে দুটি রেখা টেনে নিয়ে নাক অঙ্কন করি।
তৃতীয় ধাপঃ
এ ধাপে লাজুক শিয়ালের নাকের নিচে মুখ এবং নাকের ঠিক মাঝ বরাবর দুই পাশে দুটো চোখ অঙ্কন করি।
চতুর্থ ধাপঃ
এধাপে মাথার দুপাশে দুটো কান অঙ্কন করি।
চতুর্থ ধাপঃ
এ পর্যায়ে মাথার নিচের অংশ থেকে দুপাশে খাজ কেটে নিয়ে গলা অঙ্কন করি।
পঞ্চম ধাপঃ
এ অংশে লাজুক শিয়ালের দেহের অংশ এবং হাতের অংশ অঙ্কন করি ।
ষষ্ঠ ধাপ
এ ধাপে লাজুক শিয়ালের পা এবং লেজ অঙ্কন করি। পায়ের অংশে আলপনা এঁকে ডিজাইন করি। আর এই ধাপ এর মাধ্যমে আমি আমার লাজুক শেয়ালের অঙ্কন পদ্ধতি সম্পূর্ণ রূপে বর্ণনা করলাম।
চূড়ান্ত ধাপ
এ ধাপে আমি আমার অংকন করা লাজুক শেয়ালের চিত্রটিতে আমার স্টিমিট আইডি নামের লোগো যুক্ত করি।
উপরোক্ত সবগুলো ধাপ অনুসরণ করে আমি আমার লাজুক শিয়ালের চিত্রটি অঙ্কন করলাম। আপনাদের সবার কেমন লাগলো তা মন্তব্য করার মাধ্যমে অবশ্যই জানাবেন।
পায়ের অংশে আলপনা এঁকে ডিজাইন করেছেন এটা জাস্ট অসাধারণ 👌👌🥰🥰🥰🥰
আপনি সত্যি অসাধারণ অংকন করেছেন। এই ভাবে নিজের প্রতিভাকে কাজে লাগাতে পারলে ভালো কিছু করা সম্ভব।
এত সুন্দর মন্তব্য! অনুপ্রেরণা পাওয়া যায়। ধন্যবাদ আপনাকে।
চমৎকার হয়েছে ভাইয়া আমাদের সকলের প্রিয় লাজুক খ্যাকের চিত্র অঙ্কনটি।ধাপে ধাপে আঁকার কাজ এবং বর্ণনা খুব সুন্দর হয়েছে।শুভকামনা রইলো আপনার জন্য।
আপনাকেও অসংখ্য ধন্যবাদ ভাই।
লাজুক না বলে বলা উচিত চতুর শেয়াল।অনেক অনেক কিউট লাগছে আপনার অঙ্কন টি।এক কথায় অসাধারণ।
বাহ!সুন্দর মন্তব্য করেছেন। ধন্যবাদ আপনাকে।
ওয়াও দারুন আর্ট করছেন চমৎকার লাগতেছে শিয়ালের চিত্রটি। প্রতি ধাপ সুন্দর ভাবে উপস্থাপনা করছেন যেটা দেখে সহজেই চিত্রটি অংকন করা যাবে
ধন্যবাদ আপনাকে আপনার সুন্দর মতামতের জন্য।
ভাইয়া আপনি খুব সুন্দর ভাবে লাজুক খেকের আর্ট করেছেন। ধন্যবাদ আমাদের সাথে শেয়ার করার জন্য।
আপনাকেও ধন্যবাদ আপু।
ভাইয়া এত্ত কিউট হয়েছে 😍। খুব সুন্দর হয়েছে ছবি অংকন টি। আমার খুব খুব পছন্দ হয়েছে। অনেক শুভ কামনা রইলো।
আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।
লাজুক খ্যাঁক এর অসম্ভব সুন্দর একটি আর্ট করেছেন ভাই। কি দারুন আর্ট করেন আপনি। খুবই ভালো লেগেছে আমার কাছে। প্রতিটা ধাপ শুরু থেকে শেষ পর্যন্ত অনেক সুন্দর ভাবে আমাদের মাঝে উপস্থাপন করেছেন। এমন একটি লাজুক খ্যাঁক আমাদের সাথে শেয়ার করার জন্যে আপনাকে অসংখ্য ধন্যবাদ
আপনাকেও অসংখ্য ধন্যবাদ ভাই।
আপনি খুবই সুন্দরভাবে লাজুক খ্যাঁকয়ের চিত্রটি অঙ্কন করেছেন। আমার অনেক ভালো লেগেছে। আমি এরকম অঙ্কন করতে চাই। আপনার অংকন দেখে আমি অনুপ্রেরণা পেয়েছি।
ধন্যবাদ আপনাকে।