প্রিয়,
আমার বাংলা ব্লগবাসী
আপনারা সবাই কেমন আছেন? আশাকরি আপনারা সবাই বেশ ভালই আছেন। উপরওয়ালার অশেষ রহমতে আমিও বেশ ভালো এবং সুস্থ আছি। আমি "আমার বাংলা ব্লগ" কমিউনিটিতে আমার করা পোস্টগুলোতে প্রতিনিয়ত ভেরিয়েশন আনার চেষ্টা করি। ভেরিয়েশন আনতে গিয়ে কখনো ক্রাফট পোস্ট, কখনো বা ড্রয়িং পোস্ট, আবার কখনো বা ফটোগ্রাফি পোস্ট কিংবা রেসিপি পোষ্ট আপনাদের সঙ্গে শেয়ার করি।
এরই ধারাবাহিকতায় আজকে আমি আমার তৈরি করা ক্রাফট পোস্ট আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি। আমার ক্রাফট পোষ্টের টপিক হলো রঙিন কাগজ দিয়ে ওয়ালম্যাট তৈরী।
রঙিন কাগজ দিয়ে তৈরি করা ওয়ালম্যাট এর ছবি শুরুতে দেখানো হলো:
প্রয়োজনীয় উপকরণ:
- রঙিন কাগজ।
- মোটা কাগজ।
- আঠা
- কাচি।
- সুতা।
প্রথম ধাপ:
প্রথমে একটি মোটা কাগজে কলম দিয়ে দাগ দিয়ে কেটে নিয়ে ছিলাম।
দ্বিতীয় ধাপ:
এ পর্যায়ে একটি রঙিন কাগজ দিয়ে বৃত্তাকার মোটা কাগজটিকে মুড়িয়ে নিয়েছিলাম।
তৃতীয় ধাপ:
এ পর্যায়ে কিছু রঙিন কাগজ কে কোন আকৃতি করে তৈরী করে নিয়েছিলাম।
চতুর্থ ধাপ:
এই পর্যায়ে কোন আকৃতিতে বানানো কাগজগুলোর পেছনের অংশ সমান করে কেটে নিয়েছিলাম।
পঞ্চম ধাপ:
এই পর্যায়ে কোনাকার মোড়ানো রঙিন কাগজগুলোকে সুতার সাথে সংযুক্ত করে নিয়েছিলাম।
ষষ্ঠ ধাপ:
এই পর্যায়ে সুতার সাথে সংযুক্ত রঙিন মোড়ানো কাগজগুলোকে পর্বে তৈরীকৃত মোটা ফ্রেমে আঠা দিয়ে বসিয়ে দিয়েছিলাম।
সপ্তম ধাপ:
এ পর্যায়ে কিছু রঙিন কাগজ পাপড়ি আকৃতিতে কেটে নিয়ে ছিলাম।
অষ্টম ধাপ:
এ পর্যায়ে পাপড়ি আকৃতিতে কাটা কাগজগুলোকে সংযুক্ত করে ফুল তৈরী করে নিয়েছিলাম।
নবম ধাপ:
এ পর্যায়ে তৈরীকৃত ফুলগুলোকে গোলাকার মোটা ফ্রেমে আঠা দিয়ে বসিয়ে দিয়েছিলাম।
দশম ধাপ:
চূড়ান্ত পর্যায়ে কাগজের ঝুলন্ত wallmate তৈরী হল।
Support
@heroism Initiative by Delegating your Steem Power


রঙিন কাগজ দিয়ে অনেক সুন্দর ভাবে একটি ওয়ালমেট তৈরি করেছেন বিশেষ করে নীল রঙের কাগজ ব্যবহার করায় ওয়ালমেট এর সৌন্দর্য বেশি ফুটে উঠেছে।
সুন্দর মন্তব্যের মাধ্যমে উৎসাহিত করার জন্য ধন্যবাদ আপনাকে।
বাহ আপনি তো খুবই চমৎকার একটি ওয়ালমেট তৈরি করেছেন ।আপনার ওয়ালমেট টি দেখে বোঝাই যাচ্ছে না যে এটি আপনার বানানো ।মনে হচ্ছে দোকান থেকে কিনে এনেছেন ।দারুন বানিয়েছেন ।সত্যিই কালার কম্বিনেশনটা এত সুন্দর হয়েছে যে ওয়ালমেট টাকে দেখতে আমার কাছে খুবই ভালো লাগছে। ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে এত সুন্দর একটি ওয়ালমেট শেয়ার করার জন্য।
আপু আপনার মন্তব্যের মাধ্যমে এত সুন্দর ভাবে প্রশংসা আমাকে সত্যিই অনুপ্রাণিত করবে সব সময়। ধন্যবাদ আপনাকে।
রঙ্গিন কাগজ দিয়ে অনেক সুন্দর সুন্দর ওয়ালমেট বানানো যায়। আপনিও অনেক সুন্দর করে ওয়ালমেট বানিয়েছেন। ভাল লাগছে দেখতে। ধাপগুলো বলে দেয়াতে আমরাও ট্রাই করতে পারবো। অনেক ধন্যবাদ আপনাকে।
জি ভাই, আপনি একদম ঠিক কথা বলেছেন।রঙিন কাগজ ব্যবহার করে সুন্দর সুন্দর ওয়ালমেট এবং ক্রাফট বানানো যায়। ধন্যবাদ আপনাকে।**
ওয়ালমেট আমাদের রুমকে কয়েক গুণ বেশি সুন্দর করে তুলে।আপনার কাগজ দিয়ে এত সুন্দর জিনিস বানানোর এবং আমাদের মাঝে শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ
আপনাকেও অসংখ্য ধন্যবাদ আপনার এই মূল্যবান মন্তব্যের ওঠে আমাদের মাঝে শেয়ার করার জন্য।
রঙ্গিন কাগজ এবং মোটা কাগজ দিয়ে বেশ সুন্দর করে একটি ওয়ালমেট তৈরি করেছেন।দেখতে ভালো লাগছে। দেয়ালো ঝুলালে বেশ ভালো লাগবে।কালারগুলো বেশ ভালো ছিলো।প্রতিটি ধাপ খুব সুন্দর করে দেখিয়েছেন।ধন্যবাদ আপনাকে।
ভালো লাগলো আপনিও ধাপগুলো অনুসরণ করে বাসায় তৈরি করে টানিয়ে রাখবেন। ধন্যবাদ আপনাকে।
রঙিন কাগজ দিয়ে খুবই সুন্দর একটি ওয়ালমেট তৈরি করেছেন। আপনার ওয়ালমেট আমার খুবই ভালো লেগেছে। সুন্দরভাবে ধাপে ধাপে উপস্থাপন দেখে আমি শিখতে পারলাম। শুভকামনা রইল।
আপনি যে তৈরি করার পদ্ধতি শিখতে পারলাম তা জেনে আমারও ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে।
ওয়াও ভাইয়া রঙিন কাগজ দিয়ে অনেক সুন্দর একটি ওয়ালমেট তৈরি করেছেন। আমার কাছে খুবই ভাল লেগেছে আপনার ওয়ালমেট তৈরি। আপনি অনেক দক্ষতার সাথে অনেক নিখুঁতভাবে এবং কি অনেক সময় দিয়ে ওয়ালমেট তৈরি করেছে। আমার কাছে খুবই ভালো লেগেছে আপনার উপস্থাপনা। শুভকামনা রইল আপনার জন্য।
সবকিছু খুব সুন্দর ভাবে সম্পন্ন করে আপনাদের মাঝে উপস্থাপন করার চেষ্টা করি সব সময়। ধন্যবাদ আপু।
আমিও আপনার মত বিভিন্ন ওয়ালমেট তৈরি করি। তাই জানি এগুলো তৈরি করতে কি পরিমাণ সময় লাগে। তবে আপনার ওয়ালমেটটি দেখতে খুবই সুন্দর হয়েছে। সিম্পল কিন্তু গর্জিয়াস। ধন্যবাদ
ঠিক বুঝতে পেরেছেন ভাই। খুব সময় নিয়ে সম্পূর্ণ করেছিলাম। ধন্যবাদ আপনাকে।
আপনিতো রঙ্গিন কাগজ দিয়ে অসাধারণ একটি ওয়ালমেট তৈরি করেছেন। আপনার এই ওয়ালমেট তৈরি আমার কাছে অনেক সুন্দর লেগেছে প্রতিটি ধাপ অসম্ভব সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে আপনি উপস্থাপন করেছেন। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি ওয়ালমেট তৈরি করে আমাদের সামনে উপস্থাপন করার জন্য।
আমার সম্পূর্ণ পোস্টটি সুন্দরভাবে সাজানোর চেষ্টা করেছি। আপনাদের ভালো লাগলে আমারও ভালো লাগে। ধন্যবাদ আপনাকে।
আপনি রঙিন কাগজ দিয়ে ওয়ালম্যাটটি অসাধারণ ভাবে তৈরি করেছেন। দেখে আমার খুবই ভালো লাগলো। আপনি খুবই চমৎকার ভাবে এটা উপস্থাপন করেছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ এই ধরনের পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য।
ওয়ালমেট যে আপনার ভালো লেগেছে জেনে খুব খুশি হলাম ভাই।ধন্যবাদ আপনাকে।