# DIY-এসো নিজে করি (রঙিন কাগজ দিয়ে ফুল গাছের ওয়ালমেট তৈরি) "লাজুক শিয়ালের জন্য ১০ শতাংশ বরাদ্দ"

in আমার বাংলা ব্লগ3 years ago (edited)
হ্যালো স্টিমিট বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আমি ভালো আছি। আশা করি উপরওয়ালার অশেষ রহমতে আপনারা সবাই সুস্থ আছেন।আমি @abusalehnahid.আমি সহ আমরা সবাই আমাদের প্রিয় কমিউনিটি @amarbanglablog এর প্রতি কমিটেড এবং দায়িত্বশীল। এ জন্য প্রতিনিয়ত আমরা আমাদের শ্রম দিয়ে যথোপযুক্ত পোস্ট তৈরী করছি। এরই ধারাবাহিকতায় আজকে আমি আপনাদের সামনে আরও একটি ডাই প্রজেক্ট নিয়ে হাজির হলাম।

আজকে আমি সুন্দর একটি ওয়ালমেট তৈরি করবঃ

আমার তৈরিকৃত ওয়ালমেটটির ছবি শুরুতে দেখানো হলঃ

received_309490497278433.jpeg

প্র‍য়োজনীয় উপকরণ

received_550639236027680.jpeg

  • রঙিন
  • কাগজ
  • আঠা
  • কাচি
  • কাঠি

ধাপঃ১

received_868469127365243.jpeg

received_578702699873463.jpeg

প্রথমে কালো কাগজে গাছের ছবি একে নিয়ে কাচি দিয়ে কেটে নিয়েছি ।

ধাপঃ২

received_410871253955905.jpeg

received_2927879634098870.jpeg

এই পর্যায়ে রঙিন কাগজ ছোট চতুর্ভুজাকৃতির করে কেটে নিয়েছি।

ধাপঃ৩

received_248627040567126.jpeg

received_588587218928259.jpeg

received_241063251336956.jpeg

এই পর্যায়ে রঙিন কাগজ মাঝখানটা ভাঁজ করে নিয়েছি; আবার মাঝখানটা ভাঁজ করে নিয়েছি এবং আবার মাঝখানটা ভাঁজ করে নিয়েছি।

ধাপঃ৪

received_265472842174636.jpeg

received_567879114508894.jpeg

এই পর্যায়ে ভাজ করা কাগজ গোল করে কেটে নিয়ে ফুল তৈরী করে নিয়েছি।

ধাপঃ৫

received_1370948059990291.jpeg

received_214684730764716.jpeg

received_600073094451998.jpeg

এই পর্যায়ে ফুল এর এক পাতা কেটে নিয়েছি এবং একটি পাতা আরেকটির উপর আঠা দিয়ে লাগিয়ে দিয়েছি।

ধাপঃ৬

received_1141577622913687.jpeg

received_958756818183043.jpeg

এই পর্যায়ে ফুল এর পাতা গুলি একটু মুড়িয়ে নিয়েছি ফুল এর মাঝখানে আঠা দেওয়ার পর কাঠি দিয়েছি ফুল গুলির নিচে আঠা লাগিয়ে দেয়ালে লাগিয়ে দিয়েছি।

চূড়ান্ত ধাপ

received_417028313346117.jpeg

চূড়ান্ত ধাপে আমাদের সুন্দর একটি ওয়ালমেট তৈরী হল।

উপরোক্ত সকল ধাপগুলো অনুসরণ করে আমি আমার ফুল গাছের ওয়ালমেট তৈরি করলাম। আপনাদের সবার কেমন লাগলো তা জানাবেন। আমার পোস্টটি পড়ার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।

Sort:  
 3 years ago 

কাগজ দিয়ে ফুলের ওয়ালমেটটি খুবই সুন্দর হয়েছে। যা দেখে আমার খুব ভালো লেগছে।রংটাও অনেক সুন্দর হয়েছে। আপনার জন্য শুভকামনা রইল।

 3 years ago 

ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

ভাই সবার থেকে ইউনিক একটা ওয়ালমেট বানাইছেন। অনেক সুন্দর হয়ছে আপনার কাগজ দিয়ে বানানো ওয়ালমেটটি।

 3 years ago 

ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

অও,ফুল গাছটি দারুণ সুন্দর হয়েছে।সেটাও আবার সরাসরি দেওয়ালের গাঁয়ে।দেখতে খুবই ভালো লাগছে।ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

আপনাকেও অসংখ্য ধন্যবাদ দিদি।

 3 years ago 

অসম্ভব সুন্দর হয়েছে।আমি প্রথমে ভেবেছিলাম এটা বোধহয় পেন্টিং করেছেন।পরে দেখলাম পুরোটাই কাগজের।অনেক সুন্দর হয়েছে।

 3 years ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই।

 3 years ago 

দেখতে খুবই সুন্দর হয়েছে আপনার ফুল গাছের দৃশ্যটি বানানো। দেওয়ালের সৌন্দর্য আরো বহুগুণে বাড়িয়ে দিয়েছে সেই সাথে সুন্দর উপস্থাপনা করেছেন আপনি শুভকামনা থাকলো।

 3 years ago 

ধন্যবাদ আপনাকে।

গাছের ওয়াল মেট টি দারুন হয়েছে। দারুন প্রতিভা আপনার। শুভকামনা রইল।

 3 years ago 

ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

ভাইয়া আপনার আইডিয়া টা আমার কাছে খুব ভালো লেগেছে। এইভাবে সুইচের পাশে লাগালে খুব সুন্দর লাগবে। আপনার ফুলের গাছটা খুব সুন্দর হয়েছে ইউনিক একটি আইডিয়া। ধন্যবাদ আপনাকে সুন্দর একটা আইডি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 3 years ago 

আপনাকেও অসংখ্য ধন্যবাদ আপু।

 3 years ago 

ভিন্ন ধরনের একটি ওয়ালমেট শেয়ার করেছেন।ধাপগুলোর বিবরণও খুব সুন্দরভাবে উপস্থাপন করেছেন।আমার কাছে এই ওয়ালমেটটি ভালো লেগেছে। ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

ধন্যবাদ আপনাকে আপনার সুন্দর মতামতের জন্য।

খুব সুন্দর হয়েছে ভাইয়া আপনার ওয়ালমেটটি।দেওয়ালের সাথেও ভালোভাবে মানিয়েছে।আমার সব থেকে ভালো লাগছে পুথির ব্যাবহারগুলো।এটি ব্যাবহারের মাধ্যমে ফুলগুলো আরো চমৎকারভাবে ফুটে উঠেছে।সবমিলিয়েএটি দারুণ একটি ডাই পোস্ট ছিল আপনার।শুভেচ্ছা রইলো।❤️

 3 years ago 

ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

অনেক অনেক সুন্দর হয়েছে ভাইয়া ওয়ালমেট টি। প্রতিটি ধাপ পরিস্কার ভাবে গুছিয়ে লিখেছেন। অনেক শুভ কামনা রইলো আপনার জন্য।

 3 years ago 

আপনাকে ধন্যবাদ আপু।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.14
JST 0.030
BTC 68168.17
ETH 3256.43
USDT 1.00
SBD 2.67