# DIY-এসো নিজে করি (রঙিন কাগজ দিয়ে ওয়ালমেট তৈরী) "১০ শতাংশ লাজুক শিয়ালের জন্য বরাদ্দ"

in আমার বাংলা ব্লগ2 years ago

প্রিয়,

আমার বাংলা ব্লগবাসী

আপনারা সবাই কেমন আছেন? আশাকরি আপনারা সবাই বেশ ভালই আছেন। উপরওয়ালার অশেষ রহমতে আমিও বেশ ভালো এবং সুস্থ আছি। আমি "আমার বাংলা ব্লগ" কমিউনিটিতে আমার করা পোস্টগুলোতে প্রতিনিয়ত ভেরিয়েশন আনার চেষ্টা করি। ভেরিয়েশন আনতে গিয়ে কখনো ক্রাফট পোস্ট, কখনো বা ড্রয়িং পোস্ট, আবার কখনো বা ফটোগ্রাফি পোস্ট কিংবা রেসিপি পোষ্ট আপনাদের সঙ্গে শেয়ার করি।

এরই ধারাবাহিকতায় আজকে আমি আমার তৈরি করা ক্রাফট পোস্ট আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি। আমার ক্রাফট পোষ্টের টপিক হলো রঙিন কাগজ দিয়ে ওয়ালমেট তৈরী।

আমার তৈরিকৃত ওয়ালমেটের ছবি শুরুতে দেখানো হলো:

received_442462757616425.jpeg

প্রয়োজনীয় উপকরণঃ

received_679576153052043.jpegreceived_502316321239460.jpeg
  • রঙিন কাগজ।
  • কাচি।
  • কালার পেন/জল রং।
  • আঠা।
  • কলম।
  • মোটা কাগজ।

প্রথম ধাপঃ

received_627937768275875.jpegreceived_495756145406491.jpeg

প্রথমে মোটা কাগজে লাভ, গাছের ডাল একে নিয়ে তা কাচি দিয়ে কেটে নিয়েছি।

২য় ধাপঃ

received_656534285686504.jpegreceived_425206476023709.jpeg

এই পর্যায়ে ডাল দুটি একটির উপর আরেকটি আঠা দিয়ে লাগিয়ে নিয়েছি এবং লাভের এক অংশে আঠা দিয়ে লাগিয়ে নিয়েছি।

৩য় ধাপঃ

received_1322210851524853.jpeg

এই পর্যায়ে কালার পেন / জল রং দিয়ে রং করে নিয়েছি।

৪র্থ ধাপঃ

received_627905835160284.jpegreceived_455254582909956.jpeg
received_657151352091260.jpegreceived_1007212326669631.jpeg

এই পর্যায়ে রঙিন কাগজ চতুর্ভূজাকৃতির করে কেটে নিয়েছি এবং মাঝখানটা ভাজ করে নিয়েছি আবার মাঝখানটা ভাজ করে নিয়েছি আবার মাঝখানটা ভাজ করে নিয়েছি।

৫ম ধাপঃ

received_659512361838248.jpegreceived_922294188450383.jpegreceived_1564862743877199.jpeg
received_466659185180202.jpegreceived_347686823880179.jpeg

এই পর্যায়ে ভাজ করা রঙিন কাগজ কাচি দিয়ে গোল করে কেটে নিয়ে ফুল তৈরী করে নিয়েছি এবং ফুলের একটি পাতা কেটে নিয়ে একটি পাতা আরেকটি পাতার উপর আঠা দিয়ে লাগিয়ে নিয়েছি এবং মাঝখানে আঠা দিয়ে কাঠি লাগিয়ে নিয়েছি।

ষষ্ঠ ধাপঃ

received_1411473449274321.jpegreceived_1112922759484110.jpegreceived_929177407969602.jpeg

এই পর্যায়ে রঙিন কাগজ গোলাকার করে কেটে নিয়েছি এবং মাঝখানে কাচি দিয়ে কেটে নিয়ে আঠা লাগিয়ে পাতা তৈরী করে নিয়েছি।

৭ম ধাপঃ

received_238439058486052.jpegreceived_3145679295760270.jpeg

এই পর্যায়ে রঙিন কাগজ চিকন লম্বা করে কেটে নিয়েছি এবং লাভ একে নিয়ে কাচি দিয়ে কেটে নিয়েছি ১ টি বড় লাভ এবং ১ টি ছোট লাভ একটির উপর আরেকটি আঠা দিয়ে লাগিয়ে নিয়েছি।

৮ম ধাপঃ

received_466081601669665.jpeg

এই পর্যায়ে লাভের উপরের অংশে চিকন রঙিন কাগজ আঠা দিয়ে লাগিয়ে নিয়েছি।

৯ম ধাপঃ

received_665266798142753.jpegreceived_1040054900192680.jpeg

এই পর্যায়ে ফুল,পাতা লাভ বড় লাভের উপর আঠা দিয়ে লাগিয়ে নিয়েছি এবং পেছনের অংশে আঠা লাগিয়ে দেয়ালে লাগিয়ে দিয়েছি।

১০ম ধাপঃ

received_442462757616425.jpeg

চূড়ান্ত পর্যায়ে আমাদের সুন্দর একটি কয়াগজের ওয়ালমেট তৈরী হল।

ধন্যবাদ সবাইকে

@abusalehnahid

ফটোগ্রাফিআবু সালেহ নাহিদ
ডিভাইসOPPO A-12
ছবি তোলার স্থানলোকেশন

3W72119s5BjVs3Hye1oHX44R9EcpQD5C9xXzj68nJaq3CeJJwaZsefPk1zN6fEAs7MdkdJfudjGmTTgEGoGzxsz4JfVM6eKjD5LC9K3xQyuVYFwkWACxsp.png

Sort:  
 2 years ago 

খুব সুন্দর ছিল আপনার তৈরি ওয়ালমেট। বেশ ভালো লেগেছে আমার কাছে এবং দেওয়ালে ও দারুন মানিয়েছে ওয়ালমেট টি। এবং ওয়ালমেট তৈরি প্রত্যেকটি ধাপ খুব সুন্দর করে উপস্থাপন করেছেন আপনি। শুভেচ্ছা রইল আপনার জন্য।

 2 years ago 

এত সুন্দর মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই।আপনার জন্যও শুভকামনা রইলো।

 2 years ago 

আপনার তৈরি এই ওয়ালমেট টি সম্ভবত আমাদের কমিউনিটি তে সবচাইতে বেশি তৈরি করা হয়েছে। তা সত্ত্বেও এটি কখনই আমার কাছে খারাপ লাগেনি। নিজের দক্ষতা দিয়ে বেশ ভালোভাবেই তৈরি করেছেন ওয়ালমেটটি।দেয়ালের সঙ্গে দারুণ মানিয়ে গেছে। শুভেচ্ছা রইল আপনার জন্য

 2 years ago 

ধন্যবাদ আপনাকে,সুন্দর মন্তব্য করার জন্য। আপনার জন্য শুভকামনা রইলো ভাই।

 2 years ago 

রঙিন কাগজ দিয়ে ওয়ালমেট তৈরি যথেষ্ঠ সুন্দর হয়েছে ।আপনি খুব সুন্দর করে ওয়ালমেট তৈরি করেছেন। যেটা দেখে আমার কাছে খুবই ভালো লাগলো ।আপনার উপস্থাপনা ও বর্ণনা চমৎকার ছিল। শেয়ার করার জন্য ধন্যবাদ।

 2 years ago 

আপনার এত সুন্দর উৎসাহমূলক মন্তব্য প্রদান করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই।

 2 years ago 

খুব সুন্দর একটি ওয়ালম্যাট তৈরি করেছেন ভাই। আপনার তৈরি ওয়ালম্যাট টি বেশ ইউনিক লেগেছে আমার কাছে। এত সুন্দর একটি ওয়ালম্যাট আমাদের সঙ্গে শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

আপনাকেও অসংখ্য ধন্যবাদ ভাই আপনার এত সুন্দর গঠনমূলক মন্তব্য করার জন্য।

 2 years ago 

রঙিন কাগজ দিয়ে খুব সুন্দর একটি ওয়ালমেট তৈরি করেছেন। খুব দক্ষতার সাথে নিখুঁতভাবে কাজটি সম্পন্ন করেছেন। আমার কাছে খুবই ভালো লেগেছে আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটি কাজ আমাদের সাথে শেয়ার করার জন্য আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

 2 years ago 

আপনাকেও অসংখ্য ধন্যবাদ আপু আপনার খুবই সুন্দর মতামত প্রদানের জন্য।

 2 years ago 

রঙিন কাগজ দিয়ে খুবই সুন্দর একটি ওয়ালমেট তৈরি করলেন। আপনার ওয়ালমেট আমার খুবই ভালো লেগেছে। আপনি খুবই সুন্দরভাবে ধাপে ধাপে আমাদের মাঝে উপস্থাপন করলেন। আপনার জন্য রইল শুভকামনা।

 2 years ago 

আপনার জন্য শুভকামনা রইলো ভাই।আপনার মূল্যবান মতামত প্রদানের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই।

 2 years ago 

রঙিন কাগজ দিয়ে ওয়ালমেটাটা দারুণ তৈরি করেছেন। সুন্দর ছিল আপনার ক্রাফট টা। আমাদের কমিউনিটিতে বেশ সুন্দর সুন্দর ক্রাফট দেখা যায়। আপনার পোস্ট টাও ভালো ছিল। সুন্দর উপস্থাপন করেছেন। ধন্যবাদ আমাদের সাথে শেয়ার করার জন্য।।

 2 years ago 

আপনাকেও অসংখ্য ধন্যবাদ ভাই এত সুন্দর এবং উৎসাহমূলক মন্তব্য করার জন্য।

 2 years ago 

রঙিন কাগজ দিয়ে অনেক সুন্দর একটি ওয়ালমেট তৈরি করেছেন বেশ চমৎকার লাগছে। দেখেই বোঝা যাচ্ছে আপনি অনেক সময় নিয়ে নিখুঁতভাবে ওয়ালমেট তৈরি করেছেন। আপনার বানানো ওয়ালমেট তৈরির সম্পর্কে ধাপে ধাপে অনেক সুন্দর উপস্থাপনা করেছেন আপনার জন্য শুভকামনা রইল

 2 years ago 

আপনার এত সুন্দর এবং গঠনমূলক মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই

 2 years ago 

রঙিন কাগজ দিয়ে ওয়ালমেট তৈরী অনেক সুন্দর হয়েছে ভাইয়া। আপনি অনেক পরিশ্রম করে ও ধৈর্য সহকারে এই সুন্দর একটি ওয়ালমেট তৈরি করেছেন। ওয়ালমেট তৈরির প্রসেস ভালো ভাবে উপস্থাপন করার জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। শুভকামনা রইল আপনার জন্য।

 2 years ago 

সুন্দর মন্তব্য করেছেন।শুভেচ্ছা রইল আপনার জন্য।

 2 years ago 

রঙিন কাগজ দিয়ে খুব সুন্দর এবং আকর্ষণীয় অলমেট তৈরি করেছেন। এটি একদিকে যেমন শৈল্পিক অন্যদিকে খুবই আকর্ষণীয়। আঠা দিয়ে লাগানো লাভ এটিকে আরো বেশী সৌন্দর্য্যশীল করে তুলেছে। আপনার সৃষ্টিশীল এমন সৃজনশীলতা আমাকে দারুণভাবে বিমোহিত করেছে। ভালোবাসা ও শুভকামনা রইল।

 2 years ago 

আপনার খুবই সুন্দর ভাষা ব্যবহার করে মন্তব্যটি প্রদান করেছেন।শুভেচ্ছা ও ভালোবাসা রইলো।

Coin Marketplace

STEEM 0.15
TRX 0.12
JST 0.025
BTC 54852.52
ETH 2440.67
USDT 1.00
SBD 2.18